<h2>প্রায়শই জিজ্ঞাসা করা হয় এমন প্রশ্নাবলী</h2>

সুপারবুক সিরিজ

সুপারবুক কি?

১৯৮১ সালে, খ্রীষ্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক জাপানে একটি প্রচারকাজের অংশ হিসাবে বাচ্চাদের জন্য একটি কার্টুন বাইবেল সিরিজ তৈরি করেছিল। জাপান এবং সারা বিশ্বে এই সিরিজটি যে এতটা প্রভাব ফেলবে তা আমরা বুঝতে পারি নি। এই সিরিজের ইংরেজি নাম ছিল "সুপারবুক।"

প্রচারের সময় এবং পরবর্তী গবেষণায় দেখা গেছে যে, এই সিরিজটি একটি অভূতপূর্ব সাফল্য ছিল। সুপারবুক, অ্যানিমেটেড প্যারেন্ট এবং চাইল্ড থিয়েটার নামেও পরিচিত, এটি একটি অ্যানিমে টেলিভিশন সিরিজ যেটি জাপানের তাতসুনোকো প্রোডাকশনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্যা খ্রীষ্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কের সাথে সংযুক্ত। জাপানে এটি চালু করার সময়, অনুমান করা হয় যে, টেলিভিশনে সুপারবুকের প্রতিটি সাপ্তাহিক পর্ব ৪ কোটিরও বেশি মানুষ দেখেছে, এর ফলে বাইবেল সেই দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই হয়ে উঠেছে।

জাপান থেকে শুরু করে সুপারবুক সিরিজটি এশিয়া থেকে উত্তর আমেরিকা পর্যন্ত সারা বিশ্বে প্রচারিত হয়েছিল। ১৯৮৯ সালের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও, সুপারবুক সোভিয়েত ইউনিয়নে বিষ্ময়কর ফলাফলের সাথে সম্প্রচার শুরু করে। সুপারবুক সোভিয়েত ন্যাশনাল চ্যানেলের প্রাইম টাইমে সম্প্রচারিত হয়েছিল। সিবিএন বাচ্চাদের কাছ থেকে ছয় কোটিরও বেশি চিঠি পেয়েছে, যা একটি নতুন প্রজন্মকে বাইবেলের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এমনকি আজও, সুপারবুক শিশুতোষ ক্লাব ইউক্রেনের সর্বোচ্চ রেটযুক্ত সরাসরি-অ্যাকশন শিশুতোষ অনুষ্ঠানগুলোর মধ্যে একটি।

জাপানে প্রথম সম্প্রচারের পর থেকে, সিরিজটি এখন ১০৬টিরও বেশি দেশে সম্প্রচারিত হয়েছে, ৪৩টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ৫০০ মিলিয়নেরও বেশি মানুষ এটি দেখেছে।

বর্তমানের নতুন গল্প বলার প্রযুক্তির কারণে মূল সিরিজগুলো এই মিডিয়া-সচেতন প্রজন্মের কাছে আবেদন হারাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য, সিবিএন সুপারবুকের একটি পুনঃকল্পিত, কম্পিউটার ভিত্তিক, অ্যানিমেটেড সংস্করণ তৈরি করছে। আমাদের লক্ষ্য হল একটি নতুন সিরিজ তৈরি করা যা মূল সিরিজের জীবন পরিবর্তনকারী উত্তরাধিকারকে সম্মান করবে এবং নতুন একটি প্রজন্মের কাছে তুলে ধরবে।

কীভাবে আমি সিরিজের ডিভিডিগুলো কিনবো?

দ্যা সুপারবুক ক্লাবে যোগদান করে তুমি তা করতে পারো। যখন তুমি সুপারবুক ক্লাবে যোগদান করবে, তখন তুমি স্বয়ংক্রিয়ভাবে সুপারবুকের প্রতিটি নতুন পর্বগুলো পাবে। এছাড়াও, আমরা তোমাকে আকর্ষণীয় প্যাকেটে প্রতিটি নতুন পর্বের দুটি কপি বিনামূল্যে পাঠাবো যেটি তুমি অন্যদেরকে উপহার হিসেবে দিতে পারবে। তোমার ছাড়যোগ্য খরচ ভবিষ্যতে সুপারবুকের পর্বগুলো তৈরী করতে এবং বিশ্বজুড়ে বাচ্চাদের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে সাহায্য করবে। ১-৮৬৬-২২৬-০০১২ এই নম্বরে ফোন কর অথবা তুমি এখানে সুপারবুক ক্লাব সম্পর্কে আরো জানতে পারো

আমার অ্যাকাউন্ট

আমি যদি আমার পাসওয়ার্ড বা ব্যবহারকারীর নাম ভুলে যাই তাহলে আমি কি করব?

তুমি যদি তোমার পাসওয়ার্ড ভুলে যাও তবে পেইজের উপরে "সাইন ইন" লিঙ্কে ক্লিক কর। যে বক্সটি খুলবে তার ফর্মে ‘‘পাসওয়ার্ড’’ অংশের নীচে ‘‘আমি আমার পাসওয়ার্ড ভুলে গিয়েছি’’ অংশে ক্লিক কর।

একবার তুমি "আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি"- তে ক্লিক করলে একটি নতুন "পাসওয়ার্ড পুনরুদ্ধার" ফর্ম আসবে এবং তোমাকে তোমার ব্যবহারকারীর নাম এবং প্রথম নাম লিখতে হবে এবং তারপর "চালিয়ে যাও"-তে চাপতে হবে। তারপর, তোমাকে তোমার ইমেইলটি চেক করতে হবে এবং তুমি একটি নতুন পাসওয়ার্ডসহ একটি ইমেইল পাবে যাতে তুমি তোমার ব্যবহারকারীর নাম দিয়ে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারো।

যদি এমন সময়, তুমি তোমার পাসওয়ার্ডটি সহজে মনে রাখার জন্য নতুন কোন পাসওয়ার্ড দিতে চাও, তাহলে তুমি ইমেইলের মাধ্যমে যে লিংকটি পেয়েছো তাতে ক্লিক করতে হবে এবং তখন তুমি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য পুরাতন পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবে।

তুমি যদি তোমার ব্যবহারকারীর নাম ভুলে যাওতবে তুমি তোমার অ্যাকাউন্ট তৈরি করতে যে ইমেইল ঠিকানাটি ব্যবহার করেছো সেটি দিয়ে একজন সুপারবুক দলের সদস্যের সাথে যোগাযোগ কর।

কেন আমি নিবন্ধন করব?

একবার নিবন্ধন করার পর তুমি একটি চরিত্র তৈরি করতে পারবে, তোমার স্কোর রেকর্ড করতে পারবে, তোমার পছন্দের গেম সংরক্ষণ করতে পারবে, সুপার পয়েন্ট সংগ্রহ করতে পারবে, তোমার সুপার পয়েন্টগুলো দারুণ কিছু পুরস্কার পাবার জন্য বিনিময় করতে পারবে এবং তোমার ব্যক্তিগত প্রোফাইল চরিত্রের আপগ্রেড পাবার জন্য সুপার পয়েন্ট ব্যবহার করতে পারবে!

কীভাবে আমি Superbook.TV-তে নিবন্ধন করব?

Superbook.TV এর জন্য নিবন্ধন করার জন্য:

  • ওয়েবসাইটের স্বাগতমের জায়গায় "নিবন্ধন" -এ ক্লিক কর।
  • এরপর একটি নিবন্ধন উইন্ডো খুলবে এবং তোমাকে ফর্মটি পূরণ করতে হবে।
  • যদি তোমার বয়স ১২ বা তার কম হয়, তাহলে তোমাকে একজন অভিভাবকের ই-মেইল ঠিকানা দেবার জন্য বলা হবে।
  • যদি তোমার বয়স ১৩ বা তার বেশি হয়, তাহলে তোমাকে তোমার নিজের ইমেইল ঠিকানা দিতে হবে, তুমি সিবিএন থেকে একটি ই-মেইল পাবে যেখানে তোমাকে তোমার অ্যাকাউন্টটি সক্রিয় করার জন্য একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
  • আপনি যদি একজন সিবিএন কমিউনিটি সদস্য হোন এবং যদি ১৩ বছরের বেশি বয়সী কোন বাচ্চাকে নিবন্ধন করার চেষ্টা করেন, তাহলে আপনাকে সেই বাচ্চার জন্য অন্য একটি ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে, অর্থাৎ, আরেকটি সিবিএন কমিউনিটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে - এটি একটি নতুন অ্যাকাউন্ট হবে।

আমি কীভাবে আমার পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পরিবর্তন করব?

তোমার পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন করার জন্য তোমাকে প্রথমে তোমার অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তারপরে পেইজের উপরে তোমার প্রোফাইল নামটিতে ক্লিক কর। তোমার প্রোফাইল পেইজে আসার পর, তোমার চরিত্রের প্রোফাইলের ডানদিকে ‘‘প্রোফাইল সম্পাদনা’’-তে ক্লিক কর। তারপর তুমি তোমার পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে পারবে।

আমি কীভাবে আমার সুপারবুক ব্যক্তিগত প্রোফাইল চরিত্রটি পরিবর্তন করব?

তোমার সুপারবুক চরিত্র পরিবর্তন করা জন্য তোমাকে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:

  • প্রবেশ কর।
  • ওয়েবসাইটের উপরের নেভিগেশনের উপরে তোমার চরিত্রের হেডশটে ক্লিক কর। তখন একটি ড্রপ বক্স খুলবে এবং তোমাকে তোমার চরিত্রের ছবিতে ক্লিক করতে হবে, যা তোমাকে তোমার প্রোফাইল পেইজে নিয়ে যাবে।
  • তোমার চরিত্রের পাশে, তুমি "দোকান" এবং "আলমারি" শব্দগুলো দেখতে পাবে। আলমারিতে রাখা কিছু কাপড় পড়া অবস্থায় তোমার চরিত্রটি সামনে আসবে। এই কাপড়গুলো পেতে, "আলমারি" শব্দটিতে ক্লিক কর আর তখন আলমারিতে থাকা কাপড়গুলো সামনে আসবে।
  • এরপর তুমি তোমার আলমারির জিনিসগুলোর প্রত্যেক পাশে তীর চিহ্নগুলো ব্যবহার করে স্ক্রোল করতে পার অথবা তুমি তোমার আলমারির মূল ছবিগুলোর নীচে পছন্দ করে একটি নির্দিষ্ট ধরনের পোশাক আনতে পারো। জিনিসগুলোর মধ্যে রয়েছে: ক) সবগুলো খ) হেড গিয়ার গ) টপস ঘ) বটমস ঙ) জুতা এবং চ) পটভূমি। তুমি যদি এই জিনিসগুলোর যেকোনটিতে ক্লিক কর, তবে শুধুমাত্র সেই পছন্দের ধরণ অনুযায়ী জিনিসগুলো সামনে আসবে।
  • এখানেই তুমি তোমার চরিত্রের গায়ের রঙের সাথে সাথে চোখের রঙও পরিবর্তন করতে পারবে।
  • তুমি যদি তোমার আলমারিতে আরও জিনিস যোগ করতে চাও, তাহলে তুমি "দোকান" বোতামে ক্লিক কর। এটি নতুন জিনিসগুলো নিয়ে আসবে যেটি তুমি 'পড়ে দেখতে' পার এবং বিনামূল্যে ‘কিনতে’ পার অথবা সুপারপয়েন্টের সাথে বিনিময় করতে পার। তুমি 'ক্রয়' বা 'নতুন আসা জিনিস কিনুন' বোতামে ক্লিক করে কোন জিনিস 'কিনতে' পার, যেটি ‘‘দোকান’’ এবং ‘‘আলমারি’’ বোতামের উপরে আসবে, যখন তুমি তোমার চরিত্রটিকে কিছু পরাবে তখন সেই জিনিসটি তোমার চরিত্রের সাথেই থাকবে এবং সেটা তোমার আলমারিতেও জমা থাকবে।

আমি কীভাবে একাধিক বাচ্চাকে নিবন্ধন করব?

আমরা যেভাবে নিবন্ধন প্রক্রিয়া তৈরী করেছি তা হল একই পিতামাতার ইমেইল ঠিকানার মধ্য দিয়ে একাধিক বাচ্চাকে যুক্ত করা যাবে। তাই, যখন আপনি আপনার সন্তানকে নিবন্ধন করাবেন, তখন তাদের নিজেদের ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড থাকতে পারে এবং তারা তাদের নিজেদের সুপারপয়েন্ট এবং নিজস্ব অনলাইন চরিত্রও তৈরি করতে পারবে।

মূল কাজটি হল আপনি যে অ্যাকাউন্টটি ইতোমধ্যেই তৈরি করেছেন সেটি থেকে লগআউট করা, এবং তারপর মূল একাউন্ট খোলার মত একই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একই ইমেইলের ঠিকানা ব্যবহার করে ব্যবহারকারী হিসেবে নাম এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেক বাচ্চার জন্য একাউন্ট তৈরী করা।


গেমস

সুপার পয়েন্ট কি?

নিবন্ধিত ব্যবহারকারীদের দ্বারা Superbook.TV- তে গেম খেলার মাধ্যমে সুপারপয়েন্টস জমা হয়। এই মুহুর্তে, তুমি আমাদের প্রতিযোগিতার পেইজে ঘুরে আসতে পারো এবং আমাদের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ এর জন্য সুপারপয়েন্টস বিনিময় করতে পারো। অথবা তুমি সেগুলোকে তোমার ব্যক্তিগত প্রোফাইল চরিত্রটিকে সুন্দরভাবে সাজানোর জন্য আপগ্রেড করতে ব্যবহার করতে পারো।

ব্যাজ কী এবং কীভাবে আমি সেগুলো পেতে পারি?

একবার Superbook.TV-তে নিবন্ধন করলে তুমি তোমার অর্জন করা সুপার পয়েন্টগুলো দিয়ে ব্যাজ জেতার সুযোগ পাবে, তোমার সুপারবুক চরিত্র তৈরি, নিবন্ধন এবং আরও অনেক কিছু করতে পারবে। তুমি যত বেশি খেলবে, তত বেশি ব্যাজ জিতবে!

আমি আমার প্রোফাইলে আমার পছন্দের গেমটি কীভাবে যোগ করব?

কোনো পছন্দের গেম যুক্ত করতে ওয়েবসাইটে লগ ইন করো (নিবন্ধন করার পরে) এবং উপরের নেভিগেশন বারের "গেমস" বোতামে ক্লিক করো। তুমি যে গেমটি যোগ করতে চাও তাতে ক্লিক কর। গেমের পেইজটি খোলার পরে, তুমি একটি 'থাম্বস আপ' ছবি দেখতে পাবে। এই ছবিতে ক্লিক করার পর গেমটি তোমার "পছন্দ" এর মধ্যে তোমার প্রোফাইল পেইজে যোগ করা হবে এবং সেই সাথে সমস্ত ওয়েবসাইটের পেইজের সবার উপরে থাকা নেভিগেশনের হেডশটটিতে তুমি যখন তোমার চরিত্রটিতে ক্লিক করবে তখন ড্রপ ডাউন বক্সটি খুলে যাবে।

আমি যদি রেজিস্ট্রেশন না করি তাহলে আমি কি গেম খেলতে পারবো?

হ্যাঁ, নিবন্ধন না করা সত্ত্বেও তুমি Superbook.TV-তে সমস্ত গেম খেলতে পারবে।

তুমি কি পরবর্তীতে নতুন গেম যোগ করবে?

হ্যাঁ, আমরা সবসময় মজার নতুন গেম এবং বৈশিষ্ট্য দিয়ে Superbook.TV আপডেট করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের গেমস পেইজ-এ নতুন যে গেমগুলো এসেছে তা দেখে নাও।

গেমগুলো চলার সময় কীভাবে আমি শব্দ হওয়া বন্ধ করব?

প্রতিটি গেমে শব্দ বা মিউজিক বন্ধ করে রাখার সুবিধা আছে। শব্দ চালু বা বন্ধ করতে মিউজিক্যাল নোটে ক্লিক কর। যদি কোন মিউজিক্যাল নোট না থাকে তাহলে "অপশনস," এ গিয়ে "শব্দ বন্ধ করুন" বা "সাউন্ড এফএক্স বন্ধ করুন"-তে ক্লিক কর।

গেমস খেলার জন্য আমার কি বিশেষ কোন সফটওয়্যারের প্রয়োজন আছে?

তোমার ফ্ল্যাশ সফটওয়্যারের সর্বশেষ সংস্করণটি প্রয়োজন হতে পারে। এছাড়াও, এই ফ্ল্যাশ গেমগুলো আইপ্যাড, আইপড টাচ অথবা আইফোনে চলবে না। এখানে ফ্ল্যাশ বিনামূল্যে ডাউনলোড কর!


অনলাইন উপাসনাসমূহ

গিজমোর উপাসনামূলক বাইবেল অভিযানগুলো দেখার জন্য আমার কি বিশেষ কোন সফটওয়্যার প্রয়োজন?

অনলাইন উপাসনাগুলো দেখার জন্য তোমার অ্যাডোবি পিডিএফ রিডারের প্রয়োজন হতে পারে। এখানে এটি বিনামূল্যে ডাউনলোড কর!

আপনার কি বাচ্চাদের জন্য অন্য কোন অনলাইন উপাসনার উপকরণ আছে?

প্রতিদিন একটি করে ইমেইল পাবার জন্য তুমি সাবস্ক্রাইব করতে পার যেটি তোমাকে প্রতিদিনকার বাইবেল চ্যালেঞ্জ-এ নিয়ে যাবে। দৈনিক, প্রতিদিনকার বাইবেল চ্যালেঞ্জ বাচ্চাদেরকে একটি বাইবেল পদ পড়ার সুযোগ দেয় এবং তারপর গেমগুলো খেলানো হয় যেগুলো তাদেরকে বাইবেলের পদটির সাথে আরও পরিচিত হতে এবং কীভাবে তারা সেই পদটি তাদের জীবনে প্রয়োগ করতে পারে সে সম্পর্কে কিছুটা গভীর ধারণা দিয়ে সাহায্য করবে। গেমগুলোর মধ্যে রয়েছে শব্দ খোঁজা, একাধিক পছন্দের কুইজ এবং বাইবেল পদ পুনরায় টাইপ করা।


অভিভাবকদের জন্য তথ্য

কেন আপনারা এই ওয়েব সাইটটি তৈরি করেছেন?

আমরা একটি বিনোদনমূলক জায়গা তৈরির জন্য কঠোর পরিশ্রম করছি যেখানে আপনার সন্তান এসে খেলবে এবং আমাদের কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবে। আমাদের শিশুতোষ গেম,অনলাইন বাইবেল, শিশুতোষ রেডিও, আমাদের ব্যক্তিগত চরিত্র নির্মাতা, অথবা ঈশ্বর সম্পর্কে আমাদের সাড়ামূলক প্রশ্ন যা-ই হোক না কেন, আমরা চাই যেন বাচ্চারা আমাদের সাইটে এসে আনন্দ করুক যেখানে তারা একই সাথে বাইবেল সম্পর্কে জানবে এবং যীশুর সাথে তাদের সম্পর্ক বৃদ্ধিপাবে।

এই ওয়েবসাইট কি শিশুদের জন্য নিরাপদ?

আমরা আমাদের এই ওয়েবসাইটকে বাচ্চাদের জন্য একটি নিরাপদ জায়গা হিসেবে তৈরী করেছি, কিন্তু শিশুদের জন্য সবচেয়ে ভালো নিরাপত্তার বিষয়টি হল তাদের এই অনলাইন কার্যক্রমের সাথে তাদের পিতামাতা বা অভিভাবকদের জড়িত থাকা। আপনার সন্তানের সাথে অনলাইনে সময় কাটানোর জন্য আমরা আপনাকে উৎসাহিত করি, যাতে আপনি শুধু তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষা দেয়াই নয়, বরং আমাদের সাইটে এসে তারা যা শিখছে সেটি সম্পর্কে আপনি তাদেরকে উৎসাহিত করতে পারেন। আরও তথ্যের জন্য দয়া করে আমাদের অভিভাকদের জন্য তথ্যপেইজটি দেখুন।

আমি যদি আমার ব্যবহারকারীর নামটি ভুলে যাই তবে আমি কীভাবে লগ ইন করব?

আপনি লগ ইন করার জন্য আপনার ব্যবহারকারীর নামের জায়গায় আপনার ইমেইল ঠিকানা ব্যবহার করতে পারেন। অথবা আপনি একটি সুপারবুক দলের সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন

আমার সন্তানের সুপারবুক অ্যাকাউন্টের উপর কি আমার নিয়ন্ত্রণ থাকবে?

হ্যাঁ। যখন আপনার (১৩ বছরের কম বয়সী) সন্তান সুপারবুক শিশুতোষ ওয়েবসাইটে যোগ দেবার জন্য সাইন আপ করে, তখন সেটি আমরা আপনাকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিই যাতে আপনি আপনার সন্তানের এখানে অংশগ্রহণ করার ইচ্ছা সম্পর্কে জানতে পারেন। আপনার সন্তান রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সাইটের সব ধরনের মজাদার কার্যক্রমগুলোতে অংশগ্রহণের অনুমতি পাবে, যেমন প্রতিযোগিতায় অংশ নেওয়া বা আমাদের সাইটে অনলাইন গেম খেলার সময় তাদের পয়েন্ট জমা হওয়া। সাইটটিতে যোগ করা হবে এমন সব নতুন গেম বা ভবিষ্যতে যেসব প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের জন্য আপনার সন্তান আগ্রহী হতে পারে সে সম্পর্কে আমরা আপনাকে একটি ই-মেইলের মাধ্যমে পর্যায়ক্রমে জানাতে পারি। এই সাইটের সমস্ত সংগৃহীত তথ্য আমাদের সাইটটিকে উন্নত করতে সাহায্য করে যাতে আপনার সন্তান আরও সুন্দরভাবে এখানের সমস্ত কিছু উপভোগ করতে পারে। আরও তথ্যের জন্য দয়া করে আমাদের অভিভাকদের জন্য তথ্যপেইজটি দেখুন।


প্রতিযোগিতা ও পুরস্কার

আমি কোন প্রতিযোগিতায় কীভাবে প্রবেশ করব?

Superbook.TV- এর প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়াটি নিম্নরূপ:

  • সাইটে নিবন্ধন কর। এটি ওয়েবসাইটের উপরে ডান দিকে থাকে।
  • যখন তুমি এই সাইটে লগ ইন অবস্থায় থাকবে তখন তুমি এখানে গেমস খেলতে পারবে। তোমার স্কোর যত বেশি হবে, তুমি তত বেশি সুপার পয়েন্ট জিততে পারবে। এই সুপার পয়েন্টগুলো তোমার প্রোফাইলে সংরক্ষিত হবে, যা প্রোফাইল পেইজে দেখা যাবে - তুমি এই ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে তোমার ব্যক্তিগত চরিত্রের হেডশটের মধ্য দিয়ে তোমার প্রোফাইল পেইজে প্রবেশ করতে পারবে।
  • প্রতিযোগিতায় প্রবেশ করতে হলে তোমাকে "প্রতিযোগিতা"-এর পেইজে যেতে হবে, এই লিঙ্কটি যে কোনো পেইজের উপরে থাকা নেভিগেশনের পছন্দগুলোতে পাওয়া যাবে। যখন তুমি সেই পেইজে যাবে, তখন তুমি যে কোনো প্রতিযোগিতার জন্য "এখন প্রবেশ করুন" এ ক্লিক করবে এবং সেটি তোমাকে সেই নির্দিষ্ট প্রতিযোগিতায় প্রবেশ করার পেইজে নিয়ে যাবে। প্রবেশ করার ফর্ম তোমাকে বলে দেবে যে, একটি প্রতিযোগিতায় প্রবেশের জন্য তোমার কতগুলো সুপারপয়েন্ট প্রয়োজন এবং জিজ্ঞাসা করবে যে, তুমি কতবার প্রবেশ করতে চাও। তাই, একটি প্রতিযোগিতায় প্রবেশ করতে যদি ২৫০ সুপারপয়েন্টের প্রয়োজন হয় এবং ধরা যাক, তুমি গেমস খেলে ৮০০টি সুপার পয়েন্ট পেয়েছো, তাহলে তুমি ৩ বার (৭৫০টি সুপার পয়েন্ট) প্রতিযোগিতায় প্রবেশ করতে পারবে এবং তোমার কাছে ৫০টি সুপার পয়েন্ট বাকি থাকবে। তুমি যে কয়বার প্রবেশ করতে চাও তা একবার লেখার পর তোমাকে "প্রতিযোগিতায় প্রবেশ করুন" এ ক্লিক করতে হবে এবং এরপরই তোমাকে সেই প্রতিযোগিতায় প্রবেশ করানো হবে।

আমি জিতেছি কিনা তা আমি কীভাবে জানবো?

প্রতিটি প্রতিযোগিতা শেষ হবার পর আমরা প্রত্যেক বিজয়ীকে তাদের পুরষ্কার সংগ্রহ করার বিষয়ে পরবর্তী নির্দেশনাগুলো জানিয়ে দেবার জন্য ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করব। ১৩ বছরের কম বয়সী সকল প্রতিযোগীদের জন্য, এই ইমেইলটি তাদের অভিভাবকদের ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।

আমি কীভাবে আমার পুরস্কার দাবি করব?

কীভাবে তুমি তোমার পুরস্কার সংগ্রহ করবে সে বিষয়ে জানানোর জন্য সুপারবুকের কর্মীরা ই-মেইলের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করবে। সাধারণত, তারা একটি ঠিকানা চাইবে যাতে আমরা তোমাকে ইমেইলের মাধ্যমে পুরস্কার পাঠাতে পারি।

সাধারণত প্রতিযোগিতাগুলো কতক্ষণ ধরে চলে?

প্রতিযোগিতাগুলোর সময়কাল পরিবর্তিত হতে পারে, তবে তুমি প্রতিটি প্রতিযোগিতায় পোস্ট করার শেষ তারিখ দেখতে পারবে। প্রতিযোগিতার সময়সীমার জন্যপ্রতিযোগিতা এবং পুরষ্কারের পেইজ-টি ঘুরে দেখতে ভুলো না যেন।

কত সময় ধরে আমাকে আমার পুরস্কার সংগ্রহ করতে হবে?

ইমেইলের টাইম স্ট্যাম্প থেকে আমাদের সুপারবুক কর্মীদের পাঠানো ইমেইলে সাড়া দেওয়ার জন্য প্রত্যেক বিজয়ীর হাতে এক সপ্তাহ (সাত দিন) সময় আছে। যদি আমরা সেই সময়ের মধ্যে তোমার কাছ থেকে কোন সাড়া না পাই, তাহলে আমরা অন্য আরেকজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করব।

আপনারা কতক্ষণ পর পর প্রতিযোগিতা দিয়ে থাকেন?

আমরা বছরের প্রতিটি দিনই প্রতিযোগিতা রেখেছি। আমরা সুপার পয়েন্ট থেকে শুরু করে সুপারবুক ডিভিডি, আইপ্যাডের জন্য উপহার কার্ড এবং আরও অনেক কিছু দিয়ে থাকি।

কোন প্রতিযোগিতার বিজয়ী কখন নির্বাচিত হয়?

কোন প্রতিযোগিতা শেষ হওয়ার পর সেই প্রতিযোগিতার বিজয়ী নির্বাচিত হয়।

কেন প্রতিযোগিতাগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ও ইউরোপের মূল ভূখন্ডের মধ্যে সীমাবদ্ধ?

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিযোগিতার আইন ও প্রবিধানগুলো আমাদেরকে এই মূহূর্তে কোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা তৈরী করতে দিচ্ছে না।

আমি যদি পুরস্কার নিতে না চাই তাহলে আমি কি করব?

তুমি যদি পুরস্কার না নেবার সিদ্ধান্ত নাও, তাহলে তুমি যে পুরস্কারটি নিতে চাচ্ছ না সে বিষয়টি আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দাও। তখন আমরা অন্য একজন বিজয়ী নির্বাচন করব।

অন্য কোন প্রতিযোগিতার প্রশ্ন আছে কি?

দয়া করে আমাদের প্রতিযোগিতার নিয়মাবলীপড়।

সুপারবুক সিরিজ - পর্বসমূহ

একদম শুরুতে

কেন পর্বটিতে এটা দেখানো হয় নি যে, সৃষ্টির শুরু ছয়টি আলাদা দিন ছিল?

ঈশ্বরের চমৎকার সৃজনশীল কাজগুলো একটি সাধারণ বিবরণের মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে দেখানো হয়েছিল। সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা সৃষ্টির শুরুর দিনগুলোকে বিস্তারিতভাবে দেখাতে পারি নি।

স্বর্গে বিদ্রোহের সময় কেন শয়তানকে লুসিফার হিসাবে দেখানো হয়েছে?

অনেক বাইবেল পণ্ডিত বিশ্বাস করেন যে, শয়তান লুসিফার নামক একজন শক্তিশালী দূত ছিল। কিন্তু যখন সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল, তখন সে অপবিত্রএবং মন্দ হয়ে গেল। বাইবেল আমাদের বলে, “হে শুকতারা, ভোরের সন্তান, তুমি তো স্বর্গ থেকে পড়ে গেছ। তুমি একদিন জাতিদের পরাজিত করেছ আর তোমাকেই এখন পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে।” (যিশাইয় ১৪:১২ এনকেজেভি)।

কারা মন্দ দূত ছিল?

শয়তান তার বিদ্রোহের মন্দ বাহিনীতে যাদেরকে যুক্ত করেছিল তাদেরকে মন্দ দূত বলা হয়। এই বিষয়টি প্রকাশিত বাক্যে, শয়তানকে ড্রাগন এবং স্বর্গদূতদেরকে স্বর্গের তারা হিসেবে চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে: তারপর স্বর্গে আর একটা চিহ্ন দেখা গেল-আগুনের মত লাল একটা বিরাট দানব। তার সাতটা মাথা ও দশটা শিং, আর মাথাগুলোতে সাতটা মুকুট ছিল। তার লেজ দিয়ে সে আকাশের তিন ভাগের এক ভাগ তারা টেনে এনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। (প্রকাশিত বাক্য ১২:৩-৪ এনকেজেভি)

স্বর্গদূতদের যখন যুদ্ধের সময়ে সংঘর্ষ হয় এবং তারা যখন উধাও হয়ে যায় তখন আসলে কি ঘটে?

আমরা স্বর্গদূত এবং পতিত দূতদের মধ্যে যুদ্ধকে দেখানোর জন্য সৃজনশীল স্বাধীনতা ব্যবহার করেছি। যখন একজন স্বর্গদূতকে আঘাত করা হয়, তখন সে আর যুদ্ধে লড়াই করতে পারছিল না।

কেন লুসিফার নিজের চেহারা পরিবর্তন করে এত কুৎসিত একটি রূপ ধারণ করল? আমাদের সাথে প্রতারণা করার জন্য সে কি "একজন আলোতে পূর্ণ স্বর্গদূত" হয়ে আসে না?

লুসিফারের চেহারায় পরিবর্তনের বিষয়টি হল কীভাবে সে নিজেকে অপবিত্র করেছে এবং শয়তান হয়ে উঠেছে তারই একটি বাহ্যিক প্রকাশ। অন্যদিকে, সে নিজেকে একজন স্বর্গদূতের ছদ্মবেশ নিয়ে মানুষকে প্রতারিত করতে পারে। বাইবেল আমাদের শয়তানের প্রতারণা সম্পর্কে বলে যে, এতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ শয়তানও নিজেকে আলোতে পূর্ণ স্বর্গদূত বলে দেখাবার উদ্দেশ্যে নিজেকে বদলে ফেলে। (২য় করিন্থীয় ১১:১৪ এনএলটি)।

যীশু বা পিতা ঈশ্বর কি এদন বাগানে হেঁটেছিলেন?

ঈশ্বরই বাগানের মধ্য দিয়ে প্রতাপের সঙ্গে হাঁটছিলেন। আমরা তাঁকে উজ্জ্বল এবং ঐশ্বরিক হিসাবে চিত্রিত করেছি এবং আমরা তাঁকে অলৌকিক শক্তির ব্যবহার করতে দেখিয়েছি। বাইবেল বলে যে, সৃষ্টিকর্তা সত্যিই তাঁর সৃষ্টির মধ্য দিয়ে হেঁটেছেন: "যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করল তখন তাঁরা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তাঁর স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকালেন যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাঁদের পড়তে না হয়।" (আদিপুস্তক ৩:৮, এনকেজেভি) ।

আদম ও হবার নিষিদ্ধ ফল খাওয়ার আগে, সিংহটি কেন মানুষ বা অন্যান্য পশুদের আক্রমণ করে নি?

আদম এবং হবা পাপ করার আগে, এদন বাগান একটি পবিত্র বাগান ছিল। ঈশ্বর আদম এবং হবাকে পৃথিবী, এবং এর জীবজন্তুদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। অনেক বাইবেল পণ্ডিত বিশ্বাস করেন যে, আদম এবং হবা পাপ করার আগে, সমস্ত প্রাণী নিরামিষভোজী ছিল।

যে যুদ্ধটি দেখানো হয়েছিল সেখানে মীখায়েলের তলোয়ারটি কেন জ্বলছিল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে মীখায়েলের তলোয়ারটিকে জ্বলন্ত হিসেবে দেখিয়েছি যেটি সেই জ্বলন্ত তলোয়ারের কথা মনে করিয়ে দেয় যা আদম ও হবাকে এদন বাগানে প্রবেশ করতে বাধা দিয়েছিল। বাইবেলে এটা উল্লেখ আছে যে, এইভাবে সদাপ্রভু তাঁদের তাড়িয়ে দিলেন। তারপর তিনি জীবন-গাছের কাছে যাওয়ার পথ পাহাড়া দেবার জন্য এদন বাগানের পূর্ব দিকে করূবদের রাখলেন, আর সেই সঙ্গে সেখানে একখানা জ্বলন্ত তলোয়ারও রাখলেন যা অনবরত ঘুরতে থাকল। (আদিপুস্তক ৩:২৪ এনএলটি)।

মহাপরীক্ষা

কেন আব্রাহাম একটি ভেড়ার বাচ্চা বা মেষ বলি দিলেন?

ঈশ্বর নিজে মানুষের পাপের জন্য পশু উৎসর্গের নিয়ম তৈরী করেছিলেন। আদম ও হবা পাপ করার পর, ঈশ্বর তাদের জন্য পশুর চামড়া থেকে পোশাক তৈরি করে দিয়েছিলেন। এর অনেক পরে, ঈশ্বর যখন ইস্রায়েলীয়দেরকে পুরাতন ব্যবস্থার আইন দিয়েছিলেন, তখন তিনি পাপের মুক্তির জন্য নির্দিষ্ট কিছু পশু উৎসর্গ করার আদেশ দিয়েছিলেন। বাইবেল আমাদের বলে যে, মোশির আইন-কানুন মতে প্রায় প্রত্যেক জিনিসই রক্তের দ্বারা শুচি করা হয় এবং রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না। (ইব্রীয় ৯:২২ এনএলটি)। যে পশু উৎসর্গ করা হয়েছিল সেটিকে নিখুঁত হতে হয়েছিল। এটি যীশু খ্রীষ্টের নিষ্পাপ হবার বিষয়টি প্রকাশ করে, যিনি মানবজাতির পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন। অব্রাহাম যেভাবে নিখুঁত একটি ভেড়ার বাচ্চাকে উৎসর্গ করেছিলেন সেই বিষয়টি যীশুর নিষ্পাপ হবার বিষয়টিকে প্রকাশ করে। এখন যেহেতু যীশু সমস্ত পাপের জন্য মৃত্যুবরণ করেছেন তাই এখন আর কোন পশু উৎসর্গের প্রয়োজন নেই।

হোমবলির ধোঁয়ায় কি কি দেখা গিয়েছিল?

সেগুলো ছিল অব্রাহামের ভবিষ্যতে যা ঘটতে যাচ্ছে সে বিষয়গুলো, যার মধ্যে ছিল তার স্ত্রী সারা এবং তার ছেলে ইসহাকের সাথে আনন্দের মুহূর্তগুলো, সেইসাথে খুব কঠিন একটি সময় যখন ঈশ্বর অব্রাহামকে তার ছেলে ইসহাককে উৎসর্গ করতে বলেছিলেন।

ইসহাকের গণনার যন্ত্রটি কী ছিল?

এটি ছিল অ্যাবাকাস- যার মাধ্যমে কোন রড অথবা খাঁজের মধ্যে থাকা বল অথবা পুঁতি টেনে টেনে গাণিতিক গণনার কাজ করা হয়।

অব্রাহাম যখন তিনজন লোক আসার বিষয়টি বর্ণনা করেছিলেন, তখন আপনি কেন যীশুকে তাদের একজন হিসেবে দেখালেন?

অব্রাহামের দারুণ এই পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে যে, সদাপ্রভুই অব্রাহামের সাথে দেখা করতে এসেছিলেন। বাইবেল স্পষ্টভাবে বলে যে, সদাপ্রভু অব্রাহামকে দেখতে এসেছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন। ‘‘সদাপ্রভু’’ শব্দটিকে হিব্রু ভাষায় অনুবাদ করলে হয় ‘‘ইয়াওয়ে’’, যার অর্থ ঈশ্বরের পবিত্র নাম। ধর্মতাত্ত্ববিদরা বিশ্বাস করেন যে, ঈশ্বর যখন পুরাতন নিয়মের সময়ে স্বশরীরে এসেছিলেন তখন তিনি যীশুর রূপে আসতেন।

‘‘আর তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। তুমি আমার আদেশ পালন করেছ বলেই তা হবে।’’- এই কথাটির মধ্য দিয়ে ঈশ্বর কী বোঝাতে চেয়েছিলেন?

ঈশ্বর তাঁর পুত্র, যীশু খ্রীষ্টের জন্মের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। মানবিক অর্থে, যীশু অব্রাহাম এবং ইসহাকের একজন বংশধর হবেন। এই বিশ্বের সমস্ত মানুষ যীশুর মধ্য দিয়ে ঈশ্বরের ভালবাসাপূর্ণ আশীর্বাদ, দয়া, অনুগ্রহ, এবং ক্ষমার অভিজ্ঞতা লাভ করতে পারবে।

যাকোব এবং এষৌ

আপনারা কি আমাকে জন্মগত অধিকার সম্পর্কে আরো কিছু বলতে পারেন? জন্মগত অধিকার কি শুধুই কি কোন প্রচলিত প্রথা ছিল নাকি এটি ঈশ্বরের আদেশ ছিল?

জন্মগত অধিকার ছিল এমন একটি প্রচলিত প্রথা যেখানে বড় ছেলে তার বাবার কাছ থেকে সমস্ত উত্তরাধিকারের দ্বিগুণ অংশ পাবে। বড় ছেলে পরিবারের যাজকও হতে পারত এবং সে তার বাবার বিচার বিভাগের কর্তৃত্ব উত্তরাধিকার সূত্রে পেতো। ইস্রায়েল জাতির জন্য ঈশ্বর যে আইন দিয়েছিলেন তাতে একজন পূর্ণবয়স্ক বড় ছেলের জন্মগত অধিকার সুরক্ষিত থাকতো যাতে একজন বাবা এটিকে তার ছোট ছেলেকে না দিয়ে তার প্রিয় ছেলেকে দেয়।

ঈশ্বর রিবিকাকে বলেছিলেন যে, তার বড় ছেলের বংশধরেরা ছোট ছেলের বংশধরদের দাস হবে। ঈশ্বর কেন এই কথা বললেন?

যখন এই দুই ছেলে তাদের মায়ের গর্ভে ছিল, তখন ঈশ্বর তাদের বৈশিষ্ট্য সম্পর্কে এবং তাদের থেকে যে জাতি তৈরী হবে বৈশিষ্ট্য সম্পর্কে জানতেন। [ঈশ্বর যিরমিয়কে যা বলেছিলেন এটি সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দেয় যে, তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি। তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি।” (যিরমিয় ১:৫ এনএলটি)]। যদিও যাকোব এবং এষৌ দুজনেরই আচরণগত ত্রুটি ছিল, কিন্তু দেখা যায় যে, এষৌ আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি কম শ্রদ্ধাশীল ছিল এবং সে বোকার মত তার জন্মগত অধিকারের মত মূল্যবান একটি বিষয়কে শুধুমাত্র এক বাটি ডালের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। ঈশ্বর অব্রাহামকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি ‍তার জন্মগত অধিকারটির নিশ্চয়তা দিতো। কিন্তু বাইবেল আমাদের বলে যে, এষৌ প্রথমজাত সন্তান হিসেবে বড় ছেলে হওয়ার অধিকারকে কোন দামই দিলেন না।(আদিপুস্তক ২৫:৩৪ এনএলটি)। ঈশ্বরের ঐশ্বররিক অনুগ্রহ এষৌ নয় কিন্তু যাকোবের প্রতি সহায় ছিল।

কেন এষৌ শিকার করার সময় একটি নেকড়ের মাথা এবং চামড়া পরেছিল?

তিনি এটি শিকারের সময়ে ছদ্মবেশে থাকার জন্য পরতেন। সেই সময়ে পৃথিবীর এই অংশে এই বিষয়টি প্রচলিত ছিল।

কেন এষৌ এতটাই বোকা ছিলেন যে তার বড় ছেলের অধিকারকে এক বাটি ডালের বিনিময়ে বিক্রি করে দিলেন?

এই ক্ষেত্রে এষৌর মধ্যে শৃঙ্খলা এবং দূরদর্শিতার অভাব ছিল। যদিও তিনি ক্ষুধায় মারা যাচ্ছেন এমনভাবে নিজেকে প্রকাশ করেছেন, তবে তিনি এই বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রকাশ করেছেন। তিনি তার তাৎক্ষণিক প্রয়োজনের দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তার বড় ছেলের অধিকার ছেড়ে দেবার ক্ষেত্রে ভবিষ্যতে কি হবে সে বিষয়ে তিনি সম্পর্কে চিন্তা করেন নি। হয়ত তিনি ভেবেছিলেন যে, বড় ছেলের অধিকার তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ তিনি তার বাবার প্রিয় ছেলে ছিলেন।

যাকোব এষৌকে কোন ধরনের ডাল দিয়েছিলেন?

আমরা শুধু জানি যে, এটি লাল রঙের ডাল ছিল। বাইবেল আমাদের বলে, যাকোব এরপর এষৌকে রুটি ও ডাল খেতে দিলেন, আর এষৌ খাওয়া-দাওয়া শেষ করে উঠে চলে গেলেন। এইভাবে এষৌ তাঁর বড় ছেলে হওয়ার অধিকারকে কোন দামই দিলেন না। (আদিপুস্তক ২৫:৩৪ এনএলটি)।

কোন ছেলেকে যে আশীর্বাদ করা হয় তাকে কী বলে?

আশীর্বাদ হল কারো প্রতি ভাল কোন কিছু ঘোষণা করা। এই ক্ষেত্রে, এটি একজন পিতা তার ছেলের মঙ্গলের জন্য প্রতি ভাল কিছু ঘোষণা করবেন যেটি সেই ছেলের উপর বর্তাবে। যেহেতু বাবা পরিবারের যাজক, তাই তার দেয়া আশীর্বাদটি বিশেষ গুরুত্ব বহন করে এবং যাকে আশীর্বাদ করা হবে তার ভবিষ্যতের মঙ্গলের উপর প্রভাব ফেলে।

আপনারা কীভাবে জানেন যে, যাকোব যে লোকের সাথে কুস্তি লড়েছিলেন, তিনি যীশু ছিলেন ?

তাদের লড়াই শেষ হবার পর যখন সেই "লোকটি" চলে যায়, তখন যাকোব সেই জায়গাটার নাম রাখলেন পনূয়েল (যার মানে “ঈশ্বরের মুখ”)। তিনি বললেন, “আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেও বেঁচে রয়েছি।” (আদিপুস্তক ৩২:৩০ এনএলটি )। তাই, আমরা এটা জানতে পেরেছি যে, যাকোব আসলে ঈশ্বরের সাথে কুস্তি লড়েছিলেন। যখনই ঈশ্বর নিজেকে প্রকাশ করেন তখন সেটিকে বলা হয় থিওফ্যানি। এবং ধর্মতত্ত্ববিদরা বিশ্বাস করেন যে, যখনই ঈশ্বর মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন তখন তিনি যীশুর মধ্য দিয়ে মানুষকে দেখা দিয়েছেন।

যে যুদ্ধটি দেখানো হয়েছিল সেখানে মীখায়েলের তলোয়ারটি কেন জ্বলছিল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে মীখায়েলের তলোয়ারটিকে জ্বলন্ত হিসেবে দেখিয়েছি যেটি সেই জ্বলন্ত তলোয়ারের কথা মনে করিয়ে দেয় যা আদম ও হবাকে এদন বাগানে প্রবেশ করতে বাধা দিয়েছিল। বাইবেলে এটা উল্লেখ আছে যে, এইভাবে সদাপ্রভু তাঁদের তাড়িয়ে দিলেন। তারপর তিনি জীবন-গাছের কাছে যাওয়ার পথ পাহাড়া দেবার জন্য এদন বাগানের পূর্ব দিকে করূবদের রাখলেন, আর সেই সঙ্গে সেখানে একখানা জ্বলন্ত তলোয়ারও রাখলেন যা অনবরত ঘুরতে থাকল। (আদিপুস্তক ৩:২৪ এনএলটি)।

আমার জাতিকে মুক্তি দাও!

ঈশ্বর যখন জ্বলন্ত ঝোপ থেকে মোশীর সাথে কথা বলছিলেন, তখন তিনি কেন তাকে তার পায়ের জুতা খুলে ফেলতে বলেছিলেন আর কেনই বা তিনি বলেছিলেন যে, সেই জায়গাটি পবিত্র?

মোশি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেই জায়গাটি পবিত্র ছিল কারণ সেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল। পূর্ব দিকের দেশগুলোতে, কোন বাড়ি বা বিশেষ কোন জায়গায় ঢোকার আগে পায়ের জুতা খুলে প্রবেশ করার একটি প্রথা রয়েছে। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে, মোশির জুতা নোংরা ছিল আর এটি প্রকাশ করে যে, মোশি পাপী ছিলেন এবং তিনি পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে এসেছিলেন বলে তার পায়ের জুতা খুলে ফেললেন।

কীভাবে ফরৌণের রাজদরবারের জাদুকরেরা তাদের লাঠিগুলোকে সাপে পরিণত করতে পারল?

ফরৌণের জাদুকরেরা শয়তানের ক্ষমতা ব্যবহার করে মোশির লাঠির মত তাদের লাঠিগুলোকেও সাপে পরিণত করতে পারল। মোশির কোন অলৌকিক ক্ষমতা ছিল না; ঈশ্বরই মোশির লাঠিটিকে সাপে পরিণত করেছিলেন এবং সাপটিকে আবার লাঠিতে পরিণত করেছিলেন।

ফরৌণ কেন তার যুদ্ধ রথে চড়ে ভাগ হয়ে যাওয়া লোহিত সাগরের পার হতে পারল না?

তার যাবার পথে বড় বড় পাথর ছিল এবং তার বাহিনীর লোকেরা তার পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, তাই সে যাবার সময়ে আরও বাধা পাচ্ছিল।

ভাগ হয়ে যাওয়া জল যখন আবারও ফিরে আসলো তখন কি ফরৌণ মারা গিয়েছিল?

ফরৌণের মারা যাওয়া সম্পর্কে বাইবেল সুনির্দিষ্টভাবে কিছু বলে না, তাই সে ডুবে মারা গিয়েছিল কি না সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে কিছু জানি না। অন্যদিকে, ফরৌণের সমস্ত বাহিনী যারা ইস্রায়েলীয়দের পেছনে তাড়া করছিল তারা সবাই মারা গিয়েছিল। বাইবেল বলে যে, সমুদ্রের জল ফিরে এসে রথ ও ঘোড়সওয়ারদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের পিছনে তাড়া করে আসা ফরৌণের গোটা সৈন্যদলটাকে ডুবিয়ে দিলো। তাদের একজনও আর বেঁচে রইল না। (যাত্রাপুস্তক ১৪:২৮ এনএলটি)।

দশ আজ্ঞা

যখন দশ আজ্ঞার পর্বটি হয় তখন কেন ‘‘নিয়ম-কানুন’’ পালনের বিষয়ে এত কথা হচ্ছিল?

মোশি "নিয়ম" শব্দটি ব্যবহার করেন না। এই "নিয়ম" শব্দটি বাচ্চারাই বেশি ব্যবহার করে, কারণ এটিকে তারা ‘‘আজ্ঞা’’ শব্দটিকে সহজভাবে বুঝবার জন্য ব্যবহার করে। মোশি দশ আজ্ঞাকে আদেশ হিসাবে উল্লেখ করেছিলেন এবং তিনি আইন সংক্রান্ত অন্যান্য অংশগুলোকে আইন এবং বিচার হিসাবে উল্লেখ করেছিলেন। মোশি শুধুমাত্র "নিয়ম" শব্দটি ব্যবহার করেছিলেন যাতে লোকেরা সেই পাহাড়ের কাছে না যেতে পারে।

কেন মোশি তাদেরকে শুধুমাত্র এক দিনের জন্য প্রয়োজনীয় মান্না কুড়োতে বললেন?

ঈশ্বর তাঁর লোকদেরকে এই আদেশ দিয়েছিলেন যাতে তারা তাঁর এই ব্যবস্থার উপর বিশ্বাস স্থাপন করে। তারা এটা জেনে নিশ্চিত থাকতে পারত যে, ঈশ্বর তাদেরকে উপর থেকে দেখছেন এবং তিনি তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু যুগিয়ে দেবেন।

মোশির কাছে নিজেকে প্রকাশ করার সময়ে কেন ঈশ্বর নিজেকে জ্বলন্ত ঝোপ, উজ্জল আলোর ঝলকের মধ্য দিয়ে প্রকাশ করেছেন?

আমরা জানি যে, ঈশ্বর মানুষের কাছে নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করেছেন। তিনি জ্বলন্ত ঝোপ (যাত্রাপুস্তক ৩:২) এবং মেঘ (যাত্রাপুস্তক ৩৪:৫) থেকে মোশির সাথে কথা বলেছিলেন, পবিত্র আত্মা কবুতরের মতো যীশুর উপর নেমে আসলেন (যোহন ১:৩২), এবং পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মা জোরে বাতাসের শব্দের মত এবং আগুনের জিহ্বার আকারে এসেছিলেন (প্রেরিত ২:১-১৪)।

এই পর্বের শেষের দিকে, যখন মোশি একা পাহাড়ে বসে প্রার্থনা করছিলেন, তখন তার উপরে কি নেমে এসেছিল?

সদাপ্রভু মেঘের আকারে নেমে এসেছিলেন। বাইবেল আমাদের বলে যে, সদাপ্রভু মেঘের মধ্যে থেকে নেমে এসে মোশির কাছে দাঁড়ালেন এবং তাঁর “সদাপ্রভু” নাম ঘোষণা করলেন। (যাত্রাপুস্তক ৩৪:৫ এনএলটি)।

এক বিশাল অভিযান

দায়ূদ কীভাবে একটি সিংহকে হত্যা করতে পেরেছিল?

ঈশ্বরের শক্তি দায়ূদের উপর নেমে এসেছিল এবং এটি তাকে সেই সিংহটিকে হত্যা করার সাহস এবং শক্তি যুগিয়ে দিয়েছিল। একবার, দায়ূদ একটি ভালুককে হত্যা করেছিল (১ম শমূয়েল ১৭:৩৪-৩৭)।

কেন ঈশ্বর দায়ূদের মত একজন অল্প বয়সী ছেলেকে ইস্রায়েলের ভবিষ্যৎ রাজা হবার জন্য মনোনীত করেছিলেন ?

ঈশ্বর দায়ূদের অন্তর দেখলেন এবং তিনি দেখলেন যে, তাঁর বাধ্য থাকার জন্য এবং তাঁকে সন্তুষ্ট করার জন্য দায়ূদের আকাঙ্খা রয়েছে (১ম শমূয়েল ১৩:১৪; ১৬:৭)।

শমূয়েল কেন দায়ূেদের মাথায় তেল ঢাললেন?

শমূয়েলের মধ্য দিয়ে দায়ূদের মাথায় তেল ঢালার বিষয়টি প্রকাশ করে যে, ঈশ্বর দায়ূদকে তাঁর বিশেষ কাজের জন্য মনোনীত করেছেন। অন্যভাবে বলতে গেলে, ঈশ্বর তাকে ইস্রায়েলের ভবিষ্যৎ রাজা হিসেবে বেছে রেখেছিলেন। আর, তেল হল পবিত্র আত্মার প্রতীক। বাইবেল বলে যে, শমূয়েল তখন তেলের শিঙা নিয়ে তাঁর ভাইদের মাঝখানে তাঁকে অভিষেক করলেন। সেই দিন থেকে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপর আসলেন। (১ম শমূয়েল ১৬:১৩)।

দায়ূদ কি ধরনের বাদ্যযন্ত্র বাজাতেন?

দায়ূদ একটি ছোট বীণা বা তারের কোন বাদ্যযন্ত্র বাজাতেন।

যে লোকটি ইস্রায়েলীয়দেরকে তিরস্কার করছিল সে কে ছিল এবং কেন আপনারা এটা দেখিয়েছেন যে, বাইবেলে গলিয়াৎ যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো এই লোকটি বলছিল?

গলিয়াতের ভয়ঙ্কর এবং দীর্ঘ কথাগুলো শুনে বাচ্চারা যাতে ভয় না পায় সেজন্য আমরা ফিকোল নামের একজন পলেষ্টীয় লোকের চরিত্রটি তৈরী করেছি যাতে এই বিষয়টি কার্টুন চরিত্রের মত প্রকাশ পায়।

গলিয়াৎ কতটুকু লম্বা ছিল?

বাইবেল বলে যে, গোলিয়াৎ নয় ফুট লম্বা ছিল (১ম শমূয়েল ১৭:৪)।

গোলিয়াতের বর্শা কত বড় ছিল?

গলিয়াতের বর্শার ডাঁটিটা ছিল তাঁতীদের বীমের মত আর সেটার লোহার ফলাটার ওজন ছিল সাত কেজি দু’শো গ্রাম। (১ম শমূয়েল ১৭:৭)।

কেন এই পর্বটিতে দায়ূদের পাঁচটি পাথর কুড়িয়ে নেবার পরিবর্তে কয়েকটি পাথর কুড়িয়ে নেবার বিষয়টি দেখানো হয়েছে?

যদিও বাইবেল বলে যে, দায়ূদ পাঁচটি পাথর কুড়িয়েছিল, তবে আমরা এই ঘটনাটির মূল বিষয়টির উপর গুরুত্ব দিয়েছিলাম যে, ঈশ্বরের উপর বিশ্বাস এবং ঈশ্বরের শক্তির মাধ্যমে, দায়ূদ শুধুমাত্র একটি ফিংগা ও একটি পাথর দিয়ে গলিয়াৎকে পরাজিত করেছিল। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সবসময় বাইবেলের ঘটনাগুলোকে বিস্তারিতভাবে দেখাতে পারি না।

সুপারবুকের সমস্ত পর্বগুলোর সময়কাল প্রায় ২৮ মিনিটের মধ্যে সীমাবদ্ধ তাই সেগুলোকে ৩০ মিনিটের ভাগ করা সময়ে সম্প্রচার করা যায়। (এটি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের আরও অনেক শিশুদের কাছে সুপারবুককে নিয়ে যেতে সাহায্য করবে।) যখন তুমি শুরু এবং শেষের গানগুলোসহ শেষ কৃতজ্ঞতা দেখানোর সময় হিসেব করবে, তখন বুঝতে পারবে যে, সম্পূর্ণ গল্পটি দেখানোর জন্য আমাদের কাছে মাত্র ২২ মিনিট সময় থাকে। এই সময়টুকুর কিছু অংশ প্রিন্স এবং জয়ার আধুনিক জীবনযাপনের সাথেও যুক্ত রয়েছে যাতে শিশুরা তাদের জীবনে এই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং নিজেদের জীবনে তা কাজে লাগাতে পারে। সুতরাং তুমি বুঝতে পারছো যে, বাইবেলের গল্পের প্রতিটি দিককে প্রকাশ করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় নেই। আমাদের আশা এবং ইচ্ছা এই যে, প্রিন্স এবং জয়ার অভিযানগুলো বাচ্চাদেরকে এই ঘটনাগুলো সম্পর্কে জানতে আরো অনুপ্রাণিত করবে। সুপারবুক সিরিজের অন্যতম একটি লক্ষ্য হল শিশুদেরকে বাইবেল পড়ার জন্য উৎসাহিত করা।

দায়ূদ যখন গলিয়াতের সাথে যুদ্ধ করতে যাচ্ছিল তখন তার উপর যে সোনালী আভা ছিল সেটি কি ছিল?

সেই সোনালী আভাটি প্রকাশ করে যে, সদাপ্রভুর আত্মা তখন দায়ূদের উপর এসেছিলেন যাতে সে গলিয়াৎকে পরাজিত করতে পারে (১ম শমূয়েল ১৬:১৩ এনএলটি)।

দায়ূদ কি গলিয়াৎকে ফিংগা বা তলোয়ার দিয়ে হত্যা করেছিল?

বাইবেলে লেখা আছে যে, দায়ূদ একটি পাথর এবং একটি ফিংগা দিয়ে গলিয়াৎকে পরাজিত করেছিলেন। গলিয়াৎ মাটিতে মুখ থুবড়ে পড়ে যাবার পর, দায়ূদ গলিয়াতেরই তলোয়ার দিয়ে তাকে হত্যা করলেন (১ম শমূয়েল ১৭:৪৯-৫১)

গর্জন!

ব্যাবিলনের প্রাচীন শহরটি কোথায় ছিল?

ব্যাবিলন শহরটি সেই অঞ্চলে ছিল যাকে এখন ইরাক বলা হয়। পুরাতন নিয়মে, "ব্যাবিলন" বাবিল শহর এবং বাবিলীয় অঞ্চল উভয়কেই বোঝায়।

দানিয়েল এবং রাজা দারিয়াবস কী শদ্রক, মৈশক, অবেদ্‌-নগো এবং রাজা নবূখদ্‌নিৎসরের সমসাময়িক সময়ে বাস করতেন?

যখন রাজা নবূখদ্‌নিৎসর যিরূশালেম জয় করেছিলেন তখন দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদ্‌-নগোকে বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল । মহান ঈশ্বর দানিয়েলকে জ্ঞান দিয়েছিলেন বলে বিভিন্ন রাজার অধীনে থেকেও তিনি গুরুত্বপূর্ণ সরকারী পদগুলোতে নিযুক্ত ছিলেন। নবূখদ্‌নিৎসর, বেল্টশৎসর এবং দারিয়াবস।

যে পাথরটি দিয়ে সিংহের গর্তটি ঢেকে রাখা হয়েছিল সেটিতে কী সীলমোহর লাগানো ছিল?

লোকেরা যাতে পাথরটি সরিয়ে দানিয়েলকে সিংহের গর্ত থেকে উদ্ধার করতে না পারে সেজন্য পাথরটির সাথে কিছু কাদামাটি লাগিয়ে চাপা দেয়া হয়েছিল। রাজা তখন সেই মাটিতে তার আংটি দিয়ে চাপ দিতেন যাতে সেটিতে তাঁর দেয়া একটি চিহ্ন থাকে। এটি ছিল রাজার রাজকীয় সীলমোহর এবং এর অর্থ হল কেউ এটির কোন পরিবর্তন করতে পারবে না।

দানিয়েল বলেছিলেন যে, তিনি প্রিন্স এবং জয়াকে চেনেন না, কিন্তু তবুও তিনি কীভাবে জয়ার নাম জানতে পারলেন?

তারা যখন দানিয়েলের বাড়িতে প্রথম প্রবেশ করে তখন তিনি তাদের নাম জানতেন না, কিন্তু কিছুক্ষণ পরে তিনি প্রিন্সকে জয়ার নাম ধরে ডাকতে শোনেন।

কেন আপনারা অভিযুক্তদেরকে সিংহের গর্তে ফেলে দেবার বিষয়টি দেখান নি?

যখন রাজা দারিয়াবস দানিয়েলের অভিযোগকারীদেরকে বললেন যে, সিংহের গর্জন কতটা শক্তিশালী হবে তারা তা বুঝতে পারবে, তখন সুপারবুক প্রিন্স, জয়া এবং গিজমোকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। সুপারবুক তাদেরকে ফিরিয়ে নিয়ে গেল কারণ তারা বুঝতে পেরেছিল যে, কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে সঠিক কাজটি করতে হবে।

প্রথম বড়দিন

বৈৎলেহমের সেই তারাটি কি যীশুর জন্মের সময় বা দুই বছর আগে দেখা গিয়েছিল? যীশু যখন নবজাতক শিশু ছিলেন তখনই কি পন্ডিতেরা এসেছিলেন নাকি তিনি যখন ছোট একজন শিশু ছিলেন তখন এসেছিলেন?

সেই তিনজন পন্ডিতেরা যখন এসেছিলেন তখন ঠিক সেই সময়েই যে তারাটি দেখা গিয়েছিল এই বিষয়ে বাইবেল পন্ডিতরা একমত নন। কেউ কেউ বিশ্বাস করেন যে, যীশুর জন্মের সময় তারাটি দেখা গিয়েছিল, এরপর পন্ডিতেরা সেই তারাটি দেখেছিলেন, এবং তখন তারা তাদের যাত্রা শুরু করেছিলেন এবং কয়েক মাস বা বছর পর সেখানে গিয়ে পৌঁছেছিলেন। আরেকটি দৃষ্টিকোণ হল যে, খ্রীষ্টের জন্মের আগেই হয়ত সেই তারাটি দেখা গিয়েছিল, যাতে পন্ডিতেরা আগে রওনা দিয়ে ঠিক যীশুর জন্মের সময়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। "প্রথম বড়দিন" পরবর্তী ঘটনাগুলোকে বুঝতে সাহায্য করে। ‘‘প্রথম বড়দিন’’ পর্বটি কিছু শিশুদেরকে তাদের প্রচলিত বড়দিনের বিষয়গুলোর সাথে মিল রেখে বুঝতে সাহায্য করে।

যীশু কি কোন কাঠের গোশালায় বা গুহায় জন্মগ্রহণ করেছিলেন?

বাইবেল আমাদের বলে যে, যীশুকে একটি যাবপাত্রে রাখা হয়েছিল, যেটি ছিল পশুদের জন্য একটি খাবারের পাত্র। লূকলিখিত সুসমাচার বল যে, সেখানে তাঁর প্রথম ছেলের জন্ম হল, আর তিনি ছেলেটিকে কাপড়ে জড়িয়ে যাবপাত্রে রাখলেন, কারণ হোটেলে তাঁদের জন্য কোন জায়গা ছিল না। (লূক ২:৭ এনএলটি)। অন্যদিকে, যাবপাত্রটি কোনো গোশালায় বা গুহায় ছিল কি না সেই বিষয়ে বাইবেল আমাদের কিছু বলে না। ‘‘প্রথম বড়দিন’’ পর্বটি যীশুর কাঠের তৈরী গোশালায় জন্মগ্রহণের প্রচলিত দৃষ্টিভঙ্গিটি প্রকাশ করে। ‘‘প্রথম বড়দিন’’ পর্বটি কিছু শিশুদেরকে তাদের প্রচলিত বড়দিনের বিষয়গুলোর সাথে প্রাসঙ্গিক করে বুঝতে সাহায্য করে।

যে স্বর্গদূতেরা রাখালদের কাছে গিয়েছিল এবং ঈশ্বরের গৌরব গান করছিল তারা কোথায় ছিল?

তুমি যদি ভালভাবে লক্ষ্য কর, তাহলে তুমি দেখতে পাবে যে, মেঘের মধ্যে অনেক স্বর্গদূতেরা গান করছে।

যীশুর জন্মের সময় সত্যিই কি স্বর্গদূতেরা এসেছিল এবং উপরে ছিল?

আমরা জানি যে, আশেপাশের রাখালদের কাছে স্বর্গদূতেরা উপস্থিত হয়েছিল। যদিও বাইবেল বলে না যে, যোষেফ, মরিয়ম এবং যীশুর সাথে স্বর্গদূতেরা ছিলেন, যদিও সেখানে তেমন কোন লোক ছিল না তবুও ঈশ্বর নিশ্চয়ই নবজাতক শিশুটিকে রক্ষা করার জন্য স্বর্গদূতদেরকে অবশ্যই পাঠিয়েছিলেন। গীতসংহিতার একটি গীত ঈশ্বরের স্বর্গীয় দূতদের মধ্য দিয়ে সুরক্ষার বিষয়টি এভাবে বর্ণনা করে: “হে সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়স্থান।” তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান; সেজন্য তোমার কোন সর্বনাশ হবে না, তোমার বাড়ীর উপর কোন আঘাত পড়বে না; কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন। তাঁরা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। (গীতসংহিতা ৯১:৯-১২ এনএলটি)। এছাড়া, আমরা মুক্তিদাতার জন্মের সময়ের আধ্যাত্মিক বিষয়টিকে মহিমান্বিতভাবে প্রকাশ করার জন্য কাল্পনিক সৃজনশীল স্বাধীনতা ব্যবহার করেছি।

যীশুর অলৌকিক কাজ

"যীশুর অলৌকিক কাজ" পর্বটি কোন বয়সের লোকদের জন্য?

সুপারবুকের পর্বগুলো সাধারণত ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়। তবে, শিশুরা যেহেতু ভিন্নভাবে আধ্যাত্মিক বিষয়ে বৃদ্ধি পায়, নাটকীয় ঘটনাগুলোর প্রতি সংবেদনশীল হয় এবং যেভাবে তারা কোন অনুষ্ঠান দেখে অভ্যস্ত থাকে, সেজন্য আমরা সুপারিশ করি যে, তাদের বাবা-মা তাদের সন্তানের জন্য কোন পর্বটি উপযোগী হবে সে বিষয়টি বিবেচনা করুক। কয়েকটি পর্বের ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে, অভিভাবকরা যেন তাদের সন্তানদেরকে সে পর্বগুলো দেখানোর আগে নিজে সেগুলো দেখে নেন।

শয়তানকে বেশ কিছু সুপারবুক পর্বে দেখানো হয়েছে। কেন শয়তানকে ডানা ও লেজযুক্ত উড়ন্ত সাপ হিসেবে দেখানো হয়েছে?

বাইবেল শয়তান যাকে লুসিফার বা দিয়াবলও বলা হয় তাকে সুনির্দিষ্টভাবে বর্ণনা করে না; তাই আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, সে দেখতে কেমন হতে পারে। "একদম শুরুতে" পর্বটিতে, প্রথম যখন লুসিফারকে স্বর্গে একজন স্বর্গদূত হিসেবে দেখানো হয়, তখন তাকে সোনালী লম্বা চুলের একজন সুন্দর স্বর্গদূত হিসেবে চিত্রিত করা হয়। যখন সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন সে একটি মন্দ প্রাণীতে রূপান্তরিত হয় এবং তার সুন্দর চুল শিং- এ পরিণত হয়়। এছাড়াও, এদন বাগানে তার শরীর সাপের আকার ধারণ করে সরীসৃপ প্রাণীর মতো হয়ে যায়। (আদিপুস্তক ৩:১ দেখ।) আমরা শয়তানকে এমন কোন চরিত্র হিসেবে তুলে ধরে ভুল ধারণা তৈরী করতে চাই নি যাকে দারুণ একজন ভিলেন হিসেবে প্রকাশ করা হবে। আমরা চাই যেন শিশুরা বুঝতে পারে যে, আমাদের প্রকৃত একজন শত্রু আছে এবং সে হল মন্দ।

ভিড়ের মধ্যে একজন লোক কেন শয়তানে পরিণত হল়?

এই পর্বের স্ক্রিপ্টে, এই লোকটিকে "দ্যা নায়সেয়ার" বলা হয়েছে। সে সন্দেহ, ছলনা এবং মিথ্যার প্রতিনিধিত্ব করে। যোহন ৮:৪৪ আমাদের বলে যে, সমস্ত মিথ্যার জন্ম শয়তানের কাছ থেকেই হয়েছে। শুরু থেকেই শয়তান প্রতারণা ও বিশৃঙ্খলা তৈরীতে পারদর্শী। উদাহরণস্বরূপ, এদন বাগানে সে নিজেকে সাপে রূপান্তরিত করেছিলো।

কেন শয়তান ঝড়ের মধ্যে উপস্থিত হল? সে কি এটা ঘটিয়েছিল?

শয়তান ঝড় সৃষ্টি করে নি এবং তার কথা থেকেই বোঝা যায় যে, সে তা করে নি। এই পর্বে আমরা পরিকল্পিতভাবে শয়তানের আসার আগে একটি ঝড় শুরু করিয়েছি। এছাড়াও, বাইবেল বলে না যে শয়তানই ঝড় সৃষ্টি করেছিল। যাইহোক, মধি ৮:২৬ পদ আমাদের বলে যে, যীশু বাতাস ও সাগরকে "ধমক" দিলেন আর তাতে সব কিছু শান্ত হয়ে গেল। সুসমাচারের অন্যান্য জায়গাগুলোতে যীশু যখন মন্দ কোন শক্তির উপর কর্তৃত্ব প্রকাশ করেছেন তখন "ধমক" শব্দটি ব্যবহার করা হয়েছে। (মথি ১৭:১৮, মার্ক ৯:২৫ এবং লূক ৯:৪২ দেখ।) আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, কীভাবে শিষ্যরা ঝড়ের মধ্যে ডুবে যাওয়ার ভয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে ব্যর্থ হয়েছিল।

কেন গাদারীয় কবরস্থানে মন্দ আত্মায় পাওয়া লোকটি দেখতে এতটা ভয়ঙ্কর ছিল এবং কেন তার কণ্ঠস্বর এত অদ্ভুত শোনাচ্ছিল

তার কণ্ঠস্বর ‍শুনে মনে হচ্ছে অনেক লোক একসাথে কথা বলছে কারণ তার ভেতরে অনেক মন্দ আত্মা ছিল। লূক ৮:৩১-৩২ পদ যীশুর সাথে "মন্দ আত্মা" (বহুবচন) -দের কথোপকথনকে প্রকাশ করে। বাইবেলে মার্ক ৫: ১-২০ এবং লূক:: ৮:২৬-৩৯ উভয় পদেই মন্দ আত্মায় পাওয়া ব্যক্তিকে খুব চিত্রভিত্তিকভাবে বর্ণনা করেছে।

"যীশুর অলৌকিক ঘটনা" এর শেষে আমরা দেখি কীভাবে মিরাকুলো একটি লুকানো তার ব্যবহার করে "শূন্যে ভেসে" থাকতে পেরেছিল এবং আমরা জানি যে, অনেক জাদুকর পার্কের বেঞ্চের মতো বস্তুগুলোকে "অদৃশ্য" করার জন্য ধোঁয়া এবং আয়না ব্যবহার করে। কিন্তু কীভাবে মিরাকুলো প্রিন্সের মোবাইল ফোনটি তার পকেট থেকে "উড়িয়ে" নিয়ে গেল?

এইরকম একটি দৃষ্টিভ্রম দেখানোর জন্য, ভ্রাম্যমাণ জাদুকরেরা প্রায়ই তাদের গোপন সহযোগীদের ব্যবহার করে সাধারণ দর্শকদের ধোঁকা দেয়।

শেষ ভোজ

যীশু কেন পাহাড়ের মত বড় একটি পাথরের উপরে দাঁড়িয়ে ছিলেন?

তিনি এক বিশাল জনতার সাথে কথা বলছিলেন, এবং মাটির উপরে একটি পাথরে দাঁড়িয়ে থাকায় তার কণ্ঠস্বর আরও ভালভাবে শোনা যাচ্ছিল।

গিজমো কেন বলেছিলেন যে "মশীহ" শব্দের অর্থ "অভিষিক্ত ব্যক্তি" নয় বরং "মনোনীত ব্যক্তি"?

"মশীহ" শব্দটি প্রায়শই "অভিষিক্ত ব্যক্তি" অর্থে অনুবাদ করা হয়। যীশু নিশ্চয়ই ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন, প্রভুর আত্মা আমার উপর আছেন, কারণ তিনি আমাকে দরিদ্রদের জন্য সুখবর দেওয়ার জন্য অভিষিক্ত করেছেন। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। যাদের উপর অত্যাচার হচ্ছে, তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে, এখন তাঁর দয়া দেখাবার সময় হয়েছে।”(লূক ৪:১৮-১৯ এনএলটি)। কিন্তু "মসীহ" হিসাবে যীশুর এই উপাধির একটি গভীর এবং তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। তিনি নবী, যাজক এবং রাজা হিসাবে অভিষিক্ত ছিলেন! তবুও, তিনি সেই ধরণের রাজা হিসাবে আসেন নি যেভাবে সাধারণ লোকেরা আশা করেছিল, কারণ তিনি পীলাতকে বলেছিলেন, “আমার রাজ্য এই জগতের নয়। যদি আমার রাজ্য এই জগতের হত তবে আমি যাতে যিহূদী নেতাদের হাতে না পড়ি সেইজন্য আমার লোকেরা যুদ্ধ করত; কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়।”(যোহন ১৮:৩৬এনএলটি)। যীশু হলেন ঈশ্বরের রাজ্যের রাজা!

"হোশান্না" মানে কি?

এটি একটি হিব্রু শব্দ যার অর্থ, "মিনতি করি, আমাদেরকে রক্ষা করুন!" যীশু যখন যিরূশালেমে প্রবেশ করেছিলেন তখন লোকেরা এই নামে তাঁর প্রশংসা করছিল। এটি গীতসংহিতা ১১৮:২৫ এর বিষয়গুলো ফুটিয়ে তোলে, "হে সদাপ্রভু, মিনতি করি তুমি আমাদের উদ্ধার কর; হে সদাপ্রভু, মিনতি করি সফলতা দান কর। "(এনএলটি)।

"বারুচ হবা বি'শেম অ্যাডোনাই" এর অর্থ কী?

এটি হিব্রু বাক্য এবং এর অর্থ হল, "‘যিনি প্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক,’ যীশুই যে প্রতিজ্ঞাত মসীহ সেই বিষয়টিই লোকেরা চিৎকার করে ঘোষণা করছিল এবং গীতসংহিতা ১১৮:২৬ পদ এই বিষয়টি প্রতিফলিত করে, যিনি সদাপ্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক। সদাপ্রভুর ঘর থেকে আমরা তোমাদের আশীর্বাদ করছি। (এনএলটি)

কেন যীশু গাধার পিঠে চড়েছিলেন?

এর মাধ্যমে যীশু মসীহ সম্বন্ধে একটি ভবিষ্যদ্বাণী পূরণ করছিলেন। এই ভবিষ্যদ্বাণীটি ছিল, “তোমরা সিয়োন কন্যাকে বল, তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি নম্র। তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন।” (মথি ২১:৫ এনএলটি)

কেন তারা খেজুর পাতা উড়াচ্ছিল?

যীশু যখন যিরূশালেমে প্রবেশ করলেন, তখন মসীহ্ হিসেবে গৌরব করার জন্য লোকেরা তাঁর প্রতি খেজুরের ডাল উড়িয়েছিল। খেজুরের ডালগুলো বিজয়ের প্রতীক হিসেবে ওড়ানো হয়েছিল। প্রাচীন যুগে, কোন বিজয়ী রাজা বা সেনাপতিদের স্বাগত জানাতে খেজুরের ডাল ব্যবহার করা হত।

নাহশোন কেন রোমীয় সৈন্যকে যীশুর বিষয়ে উষ্কে দিচ্ছিল?

নাহশোন ছিল এই পর্বের একজন চরিত্র যাকে আমরা একজন ফরীশী হিসেবে তৈরি করেছি। তিনি অনেক ধর্মীয় নেতাদের হিংসাত্মক মনোভাব এবং চক্রান্তের সাথে জড়িত ছিলেন। উদাহরণস্বরূপ, বাইবেল বলে যে, ধর্মীয় নেতারা যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল: উদ্ধার-পর্ব ও খামিহীন রুটির পর্বের তখন মাত্র আর দু’দিন বাকী। প্রধান পুরোহিতেরা ও ধর্ম-শিক্ষকেরা গোপনে যীশুকে ধরে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন। (মার্ক ১৪:১ এনএলটি)।

যীশু মন্দির পরিষ্কার করার সময় কেন রেগে গেলেন?

মন্দিরের বাইরের অংশগুলো সমস্ত জাতির মানুষের জন্য প্রার্থনার পবিত্র স্থান হওয়ার কথা ছিল, কিন্তু যীশু দেখেতে পেলেন যে, কিছু লোক এটিকে একটি অসৎ ব্যবসা ক্ষেত্রে পরিণত করেছে।

উদ্ধার-পর্বের সময় খাবার খাওয়ার পর, যীশু কেন বললেন, "আজ সদাপ্রভুর কৃত দিন; আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করব।"?

উদ্ধার-পর্বের সময় গীতসংহিতা ১১৮-এর গীত গাওয়া একটি ঐতিহ্যবাহী বিষয় ছিল। গীতসংহিতার একটি পদ বলে, "এই সেই দিন যা সদাপ্রভু ঠিক করেছেন; এস, আমরা এই দিনে আনন্দ করি ও খুশী হই।"(গীতসংহিতা ১১৮:২৪ এনএলটি)। মথিলিখিত সুসমাচার আমাদের বলে যে, যীশু এবং তাঁর শিষ্যরা খাবার শেষে একটি গান গেয়েছিলেন, "পরে তাঁরা একটা গান গেয়ে বের হয়ে জৈতুন পাহাড়ে গেলেন।" (মথি ২৬:৩০ এনএলটি)।

তিনি উঠেছেন

কেন শুধুমাত্র একজন মহিলাকে কবরের কাছে যেতে দেখানো হয়েছে?

‘‘তিনি উঠেছেন!’’ পর্বটির বাইবেলীয় বিষয়গুলো যোহনলিখিত সুসমাচার থেকে নেওয়া হয়েছে। যদিও প্রথম তিনটি সুসমাচার বলে যে, বেশ কয়েকজন মহিলা কবরের কাছে গিয়েছিল, তবে যোহনলিখিত সুসমাচারে শুধুমাত্র মগ্‌দলীনী মরিয়মকে কবরের কাছে যাবার বিষয়ে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, রবিবার ভোরে, সপ্তার প্রথম দিনের ভোর বেলায়, অন্ধকার থাকতেই মগ্‌দলীনী মরিয়ম সেই কবরের কাছে গেলেন। তিনি দেখলেন, কবরের মুখ থেকে পাথরখানা সরানো হয়েছে। (যোহন ২০:১ এনএলটি) সুপারবুকের লেখক এবং প্রযোজকেরা মগ্‌দলীনী মরিয়মের উপর যোহনলিখিত সুসমাচারের গুরুত্ব দেবার বিষয়টি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

কবরে যে স্বর্গদূতেরা ছিল তারা কেন সাদা পোশাক পরা ছিল না?

"তিনি উঠেছেন!" পর্বটির প্রথম ডিভিডির ব্যাচে কবরে থাকা দুইজন স্বর্গদূতকে সাদা পোশাক পরা অবস্থায় দেখানো হয় নি, আমরা দৃশ্যটির এই দিকটি সাজিয়েছি তাই ডিভিডির পরবর্তী ব্যাচগুলোতে স্বর্গদূতদের সাদা পোশাক পরা অবস্থায় দেখানো হয়েছে (যোহন ২০: ১১-১২)। এই পরিবর্তনগুলো সমস্ত দেশীয় এবং আন্তর্জাতিক টেলিভিশনে সম্প্রচারের জন্য এবং সুপারবুকের আসন্ন পাঠ্যক্রমের জন্যও করা হয়েছে: মান্ডলীক সংস্করণ এবং সুপারবুক: পারিবারিক সংস্করণ।

কবরের সেই স্বর্গদূত কেন মরিয়মকে যীশুর পুনরুত্থানের বিষয়ে বাকি শিষ্যদের এবং এবং পিতরকে জানানোর বিষয়ে বলে নি?

"তিনি উঠেছেন!" পর্বে যীশুর পুনরুত্থানের বিবরণগুলো যোহনলিখিত সুসমাচার অনুযায়ী তৈরী করা হয়েছে। স্বর্গদূতেরা যে মরিয়মকে শিষ্যদের কাছে একটি বার্তা জানাতে বলেছিলেন এই বিষয়ে সুসমাচার কিছু বলে না। তবে, সুসমাচার বলে যে, যীশু মরিয়মকে শিষ্যদের কাছে সুখবর জানানোর দায়িত্ব দিয়েছিলেন। যোহনলিখিত সুসমাচার এই সাক্ষ্য দেয়: যীশু মরিয়মকে বললেন, “আমাকে ধরে রেখো না, কারণ আমি এখনও উপরে পিতার কাছে যাই নি। তুমি বরং ভাইদের কাছে গিয়ে বল, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমাদের ঈশ্বর, আমি উপরে তাঁর কাছে যাচ্ছি।” (যোহন ২০:১৭ এনএলটি)।

কেন যীশুর হাতে পেরেকের দাগ তাঁর হাতে না দেখিয়ে কব্জিতে দেখানো হয়েছে?

যখন নতুন নিয়মে যীশুর "হাতে" পেরেক গাঁথার বিষয়ে বলা হয়েছে, তখন সেখানে একটি গ্রীক শব্দ ব্যবহার করা হয়েছে যেখানে ইংরেজি শব্দ ‘‘হাত’’ এর অনেকগুলো অর্থ রয়েছে। গ্রিক শব্দটির অর্থের মধ্যে রয়েছে হাতের তালু, কব্জি এবং হাতের কনুই থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত। একই সাথে, ইতিহাসবিদরা আবিষ্কার করেছেন যে, যখন রোমীয় সৈন্যরা লোকদেরকে ক্রুশে দিতো, তখন তারা হাতের তালু, কব্জি বা কনুইয়ের উপরের অংশে পেরেক দিতো। (যদি যীশুর হাতের তালুতে পেরেক গাঁথা হতো, তাহলে সৈন্যরা তাঁর হাতদুটোকেও দড়ি দিয়ে ক্রুশের সাথে বেঁধে দিতো।) তাই, এটা হতে পারে যে, যীশুর হাতের তালু অথবা কব্জিতে পেরেক গাঁথা হয়েছিল। এটা যেভাবেই হোক না কেন, আমরা আমাদের পাপের জন্য আমাদের মুক্তিদাতাকে ধন্যবাদ দিতে পারি।

‘‘তিনি উঠেছেন’’ পর্বটিতে যীশুর পুনরুত্থানের পর যখন তিনি একটি ঘরে তাঁর শিষ্যদেরকে দেখা দিলেন, অথবা তাঁর ক্ষতগুলো থোমাকে দেখালেন এমন ঘটনাগুলো কেন দেখানো হয় নি?

"তিনি উঠেছেন!" পর্বটিতে যীশুর পুনরুত্থানের অন্যান্য ঘটনাগুলো যোগ করতে পারলে আমরা আরও খুশী হতাম। কিন্তু, সুপারবুকের সমস্ত পর্বগুলোর সময়কাল প্রায় ২৮ মিনিটের মধ্যে সীমাবদ্ধ যাতে সেগুলোকে ৩০ মিনিট সময়ের মধ্যে সম্প্রচার করা যায়। (এটি আমাদেরকে সারা বিশ্বের আরও অনেক শিশুর কাছে সুপারবুককে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে।) প্রতিটি পর্বে প্রিন্স এবং জয়ার আধুনিক জীবনযাপনের বিষয়টি তুলে ধরা হয়েছে যাতে শিশুরা তাদের জীবনে এই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং নিজেদের জীবনে তা কাজে লাগাতে পারে। আমাদেরকে উদ্বোধনী গান, শেষের গান এবং শেষ কৃতজ্ঞতা স্বীকারের অংশগুলো ঠিক জায়গায় সময়মত দেখাতে হয়, তাই আমাদের কাছে বাইবেলের গল্পের প্রতিটি দিক তুলে ধরার জন্য যথেষ্ট সময় নেই। আমাদের আশা এবং ইচ্ছা এই যে, প্রিন্স এবং জয়ার অভিযানগুলো বাচ্চাদেরকে এই ঘটনাগুলো সম্পর্কে জানতে আরো অনুপ্রাণিত করবে। সুপারবুক সিরিজের অন্যতম একটি লক্ষ্য হল শিশুদেরকে বাইবেল পড়ার জন্য উৎসাহিত করা।

দম্মেশকের পথ

এই পর্বের প্রথম অংশে অননীয়কে কেন যিরূশালেমে দেখানো হয়েছে? তিনি কি দম্মেশকে বাস করতেন না?

অননিয় বলেছিলেন যে, তার সাথে যারা ছিলেন তাদেরকে তার বাড়িতে যাওয়া উচিত, তাই তিনি শুধুমাত্র যিরূশালেরমের বিশ্বাসীদের সাথে দেখা করতে এসেছিলেন। বাইবেল আমাদের বলে, দামেস্ক শহরে অননিয় নামের একজন শিষ্য ছিলেন। (প্রেরিত ৯:১০ এনএলটি)। অন্যদিকে, যিরূশালেমে খ্রীষ্ট বিশ্বাসীদের উপর অনেক অত্যাচারের কারণে বেশিরভাগ বিশ্বাসীই শহর ছেড়ে চলে যাচ্ছিল।

আপনারা কেন স্তিফানকে পাথর মারার ঘটনাটি দেখালেন?

আমরা পাথর মারার ঘটনাটি দেখিয়েছি যাতে করে আমরা ইতিহাস অনুযায়ী শৌলের আগের কাজগুলো এবং নির্যাতনের বিষয়গুলোকে নিখুঁতভাবে তুলে ধরতে পারি। তবে, ঘটনাটির তীব্রতা কমাতে এবং এটিকে শিশুদের জন্য আরো উপযোগী করে তোলার জন্য আমরা শুধুমাত্র একটি সাদা-কালোা স্মৃতিচারণ হিসাবে পাথর নিক্ষেপ করার ঘটনাটি দেখিয়েছি।

শমূয়েল কেন দায়ূদের মাথায় তেল ঢাললেন?

শমূয়েলের মধ্য দিয়ে দায়ূদের মাথায় তেল ঢালার বিষয়টি প্রকাশ করে যে, ঈশ্বর দায়ূদকে তাঁর বিশেষ কাজের জন্য মনোনীত করেছেন। অন্যভাবে বলতে গেলে, ঈশ্বর তাকে ইস্রায়েলের ভবিষ্যৎ রাজা হিসেবে বেছে রেখেছিলেন। আর, তেল হল পবিত্র আত্মার প্রতীক। বাইবেল বলে যে, শমূয়েল তখন তেলের শিঙা নিয়ে তাঁর ভাইদের মাঝখানে তাঁকে অভিষেক করলেন। সেই দিন থেকে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপর আসলেন। (১ম শমূয়েল ১৬:১৩)।

বাইবেল বলে যে, দামেস্কের রাস্তায়, যারা শৌলের সঙ্গে যাচ্ছিল তারা অবাক হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই পর্বে কেন তার সঙ্গীরা তাদের ঘোড়া থেকে পড়ে গেল এমনটা দেখনো হয়েছে?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে এই বিষয়টির উপর জোর দিয়েছিলাম যে, শৌলের সঙ্গীরা এতটাই বিস্মিত হয়েছিল বা ভয় পেয়েছিল যে, তারা কিছু বলতে পারে নি। বাইবেলে আছে যে, তারা এই ঘটনার দ্বারা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে, যে লোকেরা শৌলের সঙ্গে যাচ্ছিল তারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারা কথা শুনেছিল কিন্তু কাউকে দেখতে পায় নি। (প্রেরিত ৯:৭ এনএলটি)।

কেন যীশু বলেছিলেন যে, শৌল তাঁকে কষ্ট দিচ্ছেন? যেহেতু যীশু স্বর্গে ছিলেন, তাহলে তিনি কীভাবে কষ্ট পেতে পারেন?

যখন যীশু পৃথিবীতে ছিলেন, তিনি শিখিয়েছিলেন যে, যদি কেউ তাঁকে বিশ্বাস করে কোনকিছু করে তাহলে সেটি তাঁর প্রতিই করা হবে। যীশু একটি দৃষ্টান্তে বলেছেন, এর উত্তরে রাজা তখন তাদের বলবেন, ‘আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই ভাইদের মধ্যে সামান্য কোন একজনের জন্য যখন তা করেছিলে তখন আমারই জন্য তা করেছিলে।’ (মথি ২৫:৪০ এনএলটি)। যখন শৌল খ্রীষ্টিয়ানদের অত্যাচার করছিল, তখন সেই অত্যাচার যীশুর সাথে করার মত ছিল কারণ প্রভু তাঁদের অন্তরে বাস করেন এবং তারা তাঁর কাছে অনেক মূল্যবান।

যীশু যখন স্বর্গ থেকে কথা বলেছিলেন, জয়া কেন বলেছিল যে, "এটা বাজের মত শোনাচ্ছে!"?

বাইবেল আমাদের বলে যে, যে লোকেরা শৌলের সঙ্গে যাচ্ছিল তারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারা কথা শুনেছিল কিন্তু কাউকে দেখতে পায় নি। (প্রেরিত ৯:৭ এনএলটি)। যীশুর ক্রুশবিদ্ধ থাকা অবস্থায় পিতা যখন স্বর্গ থেকে বলেছিলেন যে,“আমি আমার মহিমা প্রকাশ করেছি এবং আবার তা প্রকাশ করব।”- বিষয়টি একই ধরনের হতে পারে(যোহন ১২:২৮ এনএলটি)। যে লোকেরা সেখানে দাঁড়িয়ে ছিল তারা তা শুনে বলল, “ওটা মেঘের ডাক।” কেউ কেউ আবার বলল, “কোন স্বর্গদূত উনার সঙ্গে কথা বললেন।” বাইবেল আমাদের বলে যে, যে লোকেরা সেখানে দাঁড়িয়ে ছিল তারা তা শুনে বলল, “ওটা মেঘের ডাক।” কেউ কেউ আবার বলল, “কোন স্বর্গদূত উনার সঙ্গে কথা বললেন।” (যোহন ১২:২৯ এনএলটি)।

কেন অননিয় প্রার্থনা করার সময় তার মাথায় একটি কাপড় দিয়েছিলেন?

ইস্রায়েলে, যিহূদী পুরুষদের সকালের প্রার্থনার সময় তাদের মাথায় প্রার্থনার শাল (টাল্লিট) রাখার নিয়ম ছিল।

অননিয়ের প্রার্থনার সময়ে বলা, "বারুখ আতা আদোনিয়া ইলোহেনু মালেখ হা-ওলাম," এর অর্থ কী?

এটি যিহূদী নিয়ম অনুসারে প্রার্থনার প্রথম অংশ ছিল। এর অর্থ হল, "বিশ্ব ব্রম্মান্ডের রাজা, আমাদের ঈশ্বর, প্রভু, তুমি ধন্য ..."

যোনা

যোনাকে যে মাছটি গিলে ফেলেছিল সেখানে আপনারা কেন তিমি না দেখিয়ে অদ্ভুত চেহারার একটি বিশাল মাছ দেখিয়েছেন?

যোনাকে যে প্রাণীটি গিলে ফেলেছিল সেটির কথা উল্লেখ করার সময় দেখা যায়, যোনা ১:১৭ পদে এর মূল হিব্রু ভাষায় এবং মথি ১২:৪০ পদের গ্রীক ভাষায় এর অর্থ হয় "একটি বড় মাছ"। তাই এই পদগুলো আসলে কোন তিমির বিষয়ে বলে না। এছাড়াও, আমরা ইংরেজী বাইবেলের বেশ কয়েকটি সংস্করণ পর্যালোচনা করেছি এবং সেগুলোর সবগুলোই যোনা ১:১৭ পদে "একটি তিমি" এর পরিবর্তে "একটি বড় মাছ" বা "একটি বিশাল মাছ" এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে। মথি ১২:৪০ পদে যীশু যখন যোনার বিষয়ে বলেছেন তখন আধুনিক বাইবেলের সংস্করণগুলোতে কোন তিমি নয়, বরং একটি বড় মাছ বা সমুদ্রের বড় কোন প্রাণীর বিষয়ে বলা হয়েছে।

এই বড় মাছটি বিশাল একটি মাছ হতে পারে যা এখন বিলুপ্ত। যোনার বড় মাছটি সিলেকান্তের আকৃতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কীভাবে প্রিন্স এবং জয়া বড় মাছটির মধ্যে শ্বাস নিতে পারল? সেই মাছটির পেটে তারা কেন হজম হয়ে যায় নি?

ঈশ্বর হয়ত অলৌকিকভাবে তাদেরকে অক্সিজেনের যোগান দিয়েছিলেন এবং মাছের পেটে হজম হয়ে যাওয়া থেকে রক্ষা করেছিলেন।

এই ঝড়ের জন্য দায়ী ব্যক্তিকে খোঁজার জন্য কেন তারা গুলিবাঁট করেছিল?

যোনার সময়ে, ইস্রায়েল এবং আশেপাশের দেশগুলোর লোকেরা কোন সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত হবার জন্য প্রচুর পরিমাণে ভোট দিত। এক্ষেত্রে, সেই নাবিকরা জানতে চেয়েছিল যে, কে এই ঝড়ের মধ্য দিয়ে সদাপ্রভুর শাস্তি নিয়ে এসেছিল। বাইবেল বলে যে, পরে নাবিকেরা একে অন্যকে বলল, “কে এই বিপদের জন্য দায়ী তা দেখবার জন্য এস, আমরা গুলিবাঁট করে দেখি। তারা গুলিবাঁট করলে পর যোনার নাম উঠল। (যোহন ১:৮এনএলটি)।

যোনা কি বাইবেলে এই প্রার্থনা করেছিলেন?

হ্যাঁ। বাইবেলে লেখা আছে যে, যোনা বড় মাছটির পেটে থাকা অবস্থায় প্রার্থনা করেছিলেন। তুমি যোনা ২:২-৯ পদে সম্পূর্ণ প্রার্থনাটি পড়তে পার।

নীনবীকে ধ্বংস করার আগে ঈশ্বর কেন ৪০ দিন অপেক্ষা করেছিলেন?

ঈশ্বর চেয়েছিলেন যেন লোকেরা অনুতপ্ত হয় এবং তারা মন পরিবর্তন করার জন্য যথেষ্ট সময় পেয়ে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায়। এটি ঈশ্বরের নিঃশর্ত ভালবাসা এবং অনুগ্রহ প্রকাশ করে। যোনা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং প্রভু তাদেরকে যে শাস্তি দিতে চেয়েছিলেন সেটি যেন তিনি না করেন সে বিষয়ে অনুরোধ করেছিলেন। আমি জানতাম যে, তুমি দয়াময় ও মমতায় পূর্ণ ঈশ্বর, তুমি সহজে অসন্তুষ্ট হও না, তোমার অটল ভালবাসার সীমা নেই এবং শাস্তি দেবার ব্যাপারে মন পরিবর্তন করে থাক। (যোনা ৪:২ এনএলটি)। এছাড়াও, একজন ব্যক্তির নম্র হওয়ার ক্ষেত্রে বাইবেলে ৪০ দিন সময়ের বিষয়টি দেখা যায়। যীশু মরু-এলাকায় ৪০ দিন উপবাস রেখেছিলেন এবং মোশী সিনাই পাহাড়ের উপরে ৪০ দিন উপবাস রেখেছিলেন (মথি ৪: ২; যাত্রাপুস্তক ৩৪:২৮)।

নীনবীর লোকেরা কেন মাথায় ছাই মাখলো, চটের পোশাক পরল এবং উপবাস রাখল?

এই কাজগুলো এটা প্রকাশ করে যে, তারা নিজেদের পাপের বিষয়ে সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে ঈশ্বরের সামনে নিজেদেরকে নম্র করেছে। এই পর্বে, নীনবীর এক লোক যোনাকে বলেছিল যে, লোকেরা তাদের "শোকের পোশাক" পরেছে। যোনার পুস্তক আমাদের বলে যে, নীনবীর রাজাসহ সমস্ত লোকেরা উপবাস রেখেছিল এবং তাদের পাপের জন্য অনুতপ্ততা প্রকাশ করার জন্য চটের পোশক (ছালা) পরেছিল:

নীনবীর লোকেরা ঈশ্বরের দেয়া সেই সাবধান বাণী বিশ্বাস করেছিল এবং বড় থেকে ছোট সব ধরনের মানুষের জন্য উপবাস ঘোষণা করেছিল যাতে এর মধ্য দিয়ে তাদের অনুতপ্ত হওয়ার বিষয়টি প্রকাশ পায়। রাজার কাছে যোনার সেই খবর পৌঁছালে পর তিনি তাঁর সিংহাসন ছেড়ে উঠে তাঁর রাজপোশাক খুলে ফেললেন এবং ছালার চট পরে ছাইয়ের মধ্যে বসলেন। তারপর তিনি নীনবীতে তাঁর ও তাঁর রাজকর্মচারীদের এই আদেশ ঘোষণা করালেন: “মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল কেউ কোন কিছু না খাক; তারা খাবার কিম্বা জল না খাক। মানুষ ও পশু ছালার চট পরুক। প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ডাকুক আর মন্দ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক। কে জানে? হয়তো বা ঈশ্বর মন ফিরিয়ে তাঁর জ্বলন্ত ক্রোধ থেকে ফিরবেন যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।” (যোনা ৩:৫-৯ এনএলটি)

কেন আপনারা গাছটিকে শুকিয়ে যাবার পরিবর্তে ভেঙ্গে পড়তে দেখালেন?

বাইবেল বলে যে, কিন্তু পরের দিন ভোরবেলা ঈশ্বর একটা পোকা পাঠালেন; গাছটা সেই পোকায় কাটলে পর সেটা শুকিয়ে গেল। (যোনা ৪:৭) এই পর্বে যখন গাছটি ভেঙ্গে পড়ল, তখন সেই গাছটির ভেঙ্গে যাওয়া অংশটিতে কয়েকটি গর্ত দেখানো হয়েছে যেগুলো সেই গোড়াটিকে দুর্বল করে দিয়েছিল।

যোসেফ এবং ফরৌণের স্বপ্ন

যাকোবের সমস্ত ভেড়া কেন কালো ছিল?

যাকোবের সময়ে, তিনি যেখানে বাস করতেন সেই অঞ্চলে কালো ভেড়ার এক ধরনের দেশী জাত ছিল। এছাড়াও, যাকোব লাবনের সঙ্গে এমন একটি চুক্তি করেছিলেন যেখানে ছোট ছোট এবং বড় বড় ছাপের ভেড়া ও ছাগল আর ভেড়ার বাচ্চাগুলো যাকোবের বেতন হিসেবে ধরা হবে। সহজ বাংলা বাইবেল অনুবাদ অনুসারে, তিনি যে ভেড়াগুলোর বিষয়ে মধ্যস্থতা করেছিলেন তার মধ্যে কয়েকটি কালো ছিল। আমি আজই আপনার সমস্ত পশুপালের মধ্যে গিয়ে সেখান থেকে ছোট ছোট এবং বড় বড় ছাপের ভেড়া ও ছাগল আর ভেড়ার কালো বাচ্চাগুলো আলাদা করে রাখতে চাই। সেগুলোই হবে আমার বেতন। (আদিপুস্তক ৩০:৩২ এনএলটি)।

যোষেফের বহু রঙের জামাটি কেন এত বিশেষ ছিল?

যোষেফ যে যাকোবের প্রিয় ছেলে সেই বিষয়টিই রঙিন জামাটি দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এটি হয়ত এটাও প্রকাশ করে যে, যাকোব যোষেফকে তার উত্তরাধিকারের একটি বড় অংশ দেবার পরিকল্পনা করেছিলেন। যোষেফের ভাইরা যদি এটা ভেবে থাকে যে, যোষেফ তাদের উত্তরাধিকারের একটি অংশ গ্রহণ করতে যাচ্ছে, তাহলে এটি তাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়ার একটি কারণ হতে পারে।

যখন ফরৌণ যোষেফকে তার স্বপ্নের কথা বলল তখন তার মধ্যে যে সোনালী আভা প্রবেশ করেছিল সেটি কি ছিল?

ঈশ্বর ফরৌণকে যে স্বপ্ন দিয়েছিলেন সেটির অর্থ ব্যাখ্যা করার জন্য যোষেফের মধ্যে যে সোনালী আভা দেখানো হয়েছে তিনি হলেন পবিত্র আত্মা।

প্রিন্স, জয়া এবং গিজমো যখন গাড়িতে অপেক্ষা করছিল সেই সময়ে তারা যখন মিশরে গিয়ে অনেক সময় কাটানোর পরও বর্তমানে কেন এত কম সময় কাটল?

প্রিন্স, জয়া এবং গিজমো তাদের অভিযানগুলোতে যতই সময় পার করুক না কেন, সুপারবুক সবসময় তাদেরকে ঠিক সেই সময়েই ফিরিয়ে নিয়ে আসে।

আগুনের শিখা

সোনার মূর্তিটি কোন মিথ্যা দেবতার প্রতিনিধিত্ব করছিল?

এটি ছিল নবূখদ্‌নিৎসরের মূর্তি।

মূর্তিটি কত লম্বা ছিল?

আমরা দানিয়েলের পুস্তক থেকে জানতে পারি যে, মূর্তিটি ৯০ ফুট লম্বা ছিল! বাইবেল বলে, রাজা নবূখদ্‌নিৎসর ষাট হাত উঁচু ও ছয় হাত মোটা একটা সোনার মূর্তি তৈরী করে বাবিল প্রদেশের দূরা সমভূমিতে রাখলেন। (দানিয়েল ৩:১ এনএলটি)।

এটা ঘোষণা করা হয়েছিল যে, কেউ যদি সেই মূর্তিকে উবুড় হয়ে পড়ে প্রণাম না করে তবে তাকে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হবে, তাহলে কেন পরবর্তীতে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে সেখানে ফেলে দেওয়া হয়নি?

সেই অনুষ্ঠানে এত মানুষ ছিল যে, তাদের মাথা নুইয়ে প্রণাম না করার বিষয়টি রাজা দেখতে পান নি। পরবর্তীতে কিছু লোক তাদেরকে অভিযুক্ত করার জন্য রাজাকে গিয়ে এই বিষয়ে বলে। বাইবেল আমাদের বলে, এই সময় কয়েকজন জ্যোতিষী এগিয়ে গিয়ে যিহূদীদের দোষী করল। (দানিয়েল ৩: ৪ এনএলটি)।

রাজা নবূখদ্‌নিৎসর কেন বলেননি যে, আগুনের চতুর্থ ব্যক্তিটিকে "ঈশ্বরের পুত্র" বলে মনে হচ্ছিল?

দানিয়েল পুস্তকের মূল অরামিক ভাষার ৩:২৫ পদে বলা হয়েছে যে, রাজা নবূখদ্‌নিৎসর বললেন, “আর চতুর্থ ব্যক্তির মূর্তি দেবপুত্রের সদৃশ।” নবূখদ্‌নিৎসর অনেক দেবতায় বিশ্বাস করতেন, তাই আগুনের চতুর্থ ব্যক্তিকে "দেবতার পুত্রের মতো" হিসাবে উল্লেখ করার বিষয়টি সেই ব্যক্তিকে ঈশ্বর বা ঐশ্বরিক কোন সত্তার সম্পর্কে বলার বিষয়টি প্রকাশ পেয়েছে। "আগুনের শিখা" -পর্বে নবূখদ্‌নিৎসরের বক্তব্যটি সহজ বাংলা অনুবাদ থেকে নেওয়া হয়েছে, যাতে লেখা আছে, তিনি বললেন, “কিন্তু আমি চারজন লোককে আগুনের মধ্যে ঘুরে বেড়াতে দেখছি। তারা বাঁধা অবস্থায় নেই এবং তাদের কোন ক্ষতিও হয় নি, আর চতুর্থ জনকে দেখতে দেবতার মত লাগছে।” (দানিয়েল ৩:২৫ এনএলটি)। আধুনিক বাইবেলের বেশ কয়েকটি সংস্করণে এই পদটির একই ধরনের অনুবাদ রয়েছে (সহজ বাংলা সংস্করণ, কিতাবুল মোকাদ্দাস, ইটিআর, কেরী ভার্সন )।

রাহব এবং যিরেহোর প্রাচীর

আপনারা কেন যিহোশূয়কে যীশুর সাথে কথা বলতে দেখালেন?

যে ব্যক্তি যিরিহোকে কীভাবে পরাজিত করতে হবে তা যিহোশূয়কে বলেছিলেন, তিনি সদাপ্রভুর সৈন্যদলের একজন সেনাপতি। ঈশ্বরের স্বর্গদূতদের সেনাপতি হিসেবে তিনি নিশ্চয়ই কোন মানুষ ছিলেন না। তিনি প্রধান দূত মিখায়েলের মতো একজন স্বর্গদূতও ছিলেন না, কারণ তিনি বলেছিলেন যে, যিহোশূয় পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে। ঈশ্বর এই একই বিষয়টি মোশীর সাথে জ্বলন্ত ঝোপের সামনে দাঁড়িয়ে থাকার সময়েও বলেছিলেন। একজন স্বর্গদূতের উপস্থিতি কোন জায়গাকে পবিত্র করে তুলতে পারে না, শুধুমাত্র ঈশ্বরের উপস্থিতিতেই তা হয়। তাই, সেখানে স্বয়ং যীশুই উপস্থিত ছিলেন।।

রাহবের জানালাতে লাল দড়িটি বেঁধে রাখার কি বিশেষ কোন কারণ ছিল?

মিশরের সর্বশেষ আঘাত থেকে রক্ষা পাবার জন্য ইস্রায়েলীয়রা যখন তাদের ঘরের দরজার সামনে রক্ত লাগিয়েছিল এটি সেই বিষটির কথা মনে করিয়ে দেয়। রক্ত যেমন ইস্রায়েলীয়দেরকে আঘাত থেকে রক্ষা করেছিল, তেমনি লাল দড়িটাও রাহব এবং তার পরিবারকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করেছিল। এছাড়াও, লাল দড়িটি ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার দিকে ইঙ্গিত করার জন্য প্রতিশ্রুত মশীহের অপেক্ষায় থাকার বিষয় হিসেবে দেখা যেতে পারে। দড়িটি ছিল রক্তবর্ণ বা লালচে রঙের, একদম রক্তের রঙের মতো এবং যীশু আমাদের পাপের জন্য ক্রুশে তাঁর রক্ত ঝরিয়েছিলেন। এর সাথে সাথে, দড়িটি রাহব এবং তার পরিবারের জীবন বাঁচানোর এমন একটি চিহ্ন ছিল, যেভাবে যীশু আমাদের রক্ষা করেছেন এবং ক্রুশে তাঁর রক্ত দিয়ে আমাদের নতুন জীবন দিয়েছেন।

কেন সাতজন পুরোহিত, সাতটি শিংগা, সাতদিন ধরে যিরিহোর চারপাশে ঘোরা এবং সপ্তম দিনে শহরটি সাতবার ঘোরা হয়েছিল?

বাইবেল অনুযায়ী সাত সংখ্যাটির মাধ্যমে নিখুঁত বা পরিপূর্ণতাকে বুঝায়। শহরটিকে জয় করার জন্য ঈশ্বরের প্রতি ইস্রায়েলীয়দের বিশ্বাস এবং বাধ্যতাকে আরও নিখুঁত করার জন্য ঈশ্বরের এই নির্দেশগুলো পালন করা হয়েছিল। ঈশ্বরের যুদ্ধের পরিকল্পনায় মানুষের যুদ্ধের মত সরঞ্জাম, যেমন দেয়ালের পরিমাপ করার জন্য স্কেল বা গেট ভাঙ্গার জন্য বড় কোন শক্ত জিনিস ব্যবহার করা হয় নি। ঈশ্বরের কোন নির্দেশ ইস্রায়েলীয়দের কাছে অর্থহীন মনে হওয়া সত্ত্বেও তাদের সেগুলোর উপর বিশ্বাস রাখতেই হতো। প্রথম ছয় দিন, ঈশ্বরের প্রতি তাদের বাধ্যতার কোন দৃশ্যমান ফলাফল দেখা যায় নি। অবশেষে, সপ্তম দিনে, যখন তারা ঈশ্বরের সমস্ত নির্দেশ পালন করেছিল তখন তিনি অলৌকিকভাবে তাদের বিজয়ী করেছিলেন।

পুরোহিতেরা কেন শিংগা বাজালো?

শোফার নামের শিংগাগুলো ঈশ্বরের বিশেষ উপস্থিতির বিষয়ে ঘোষণা করেছিল, কারণ পুরোহিতেরা সাক্ষ্য সিন্দুকের সামনে হেঁটে হেঁটে শিংগাগুলো বাজাচ্ছিলেন।

ডান্ডা নিয়ে যে সোনার বাক্সটি বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেটি কী ছিল?

এটি ছিল সাক্ষ্য সিন্দুক, যেটি ঈশ্বরের গৌরব প্রকাশ করে এবং তিনি তাঁর লোকেদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন সেটির প্রতীক ছিল। এটি একটি আয়তাকার কাঠের বাক্স ছিল যার উপরে দুইজন করূবের মূর্তি সিন্দুকের ঢাকনার সাথে এমনভাবে জুড়ে ছিল যার সমস্তটা মিলে একটি মাত্র জিনিসই হয়। সম্পূর্ণ সিন্দুকটি (বাক্স, ঢাকনা এবং করূব) স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল। সিন্দুকের ভিতরে দুটি পাথরের ফলক ছিল যাতে দশ আজ্ঞা লেখা ছিল (যাত্রা. ২৫:১৬), তার মধ্যে ছিল সোনার পাত্রে রাখা মান্না যা ইস্রায়েলীয়দের মরু-প্রন্তরে ঘুরে বেড়ানোর সময় ঈশ্বর তাদের যুগিয়ে দিয়েছিলেন (ইব্রীয় ৯:৪) এবং হারোণের যে লাঠিতে ফুল ফুটেছিল এবং বাদাম ধরেছিল সেই লাঠিটা ছিল (গণনাপুস্তক ১৭:৯)। এই তিনটি জিনিস এই সাক্ষ্য দিতো যে, ঈশ্বর তাঁর ঐশ্বরিক প্রকাশ, ব্যবস্থা এবং নির্দেশের মাধ্যমে ইস্রায়েলের প্রতি তাঁর মঙ্গলময়তা প্রকাশ করেছিলেন।

কি কারণে যিরিহোর দেয়ালগুলো ভেঙ্গে পড়ল?

একসাথে হেঁটে যাওয়া , শিংগা বাজানো বা ঘোষণা করার মতো মানুষের কোনো কাজের ফলে বা প্রাকৃতিক কোন কারণে দেয়ালগুলো ভেঙ্গে পড়ে নি। দেয়ালগুলো ছিল খুবই মোটা এবং মজবুত, এবং এটা ছিল ঈশ্বরের অলৌকিক শক্তি যেটি সেগুলোকে ভেঙ্গে ফেলেছিল। এটা হতে পারে যে, সদাপ্রভুর সৈন্যবাহিনীর সেনাপতি যে সৈন্যদলের বিষয়ে বলেছিলেন তারাও এ কাজটি করতে পারে।

যিরিহোর সবগুলো দেয়াল কেন ভেঙ্গে পড়ে নি?

যিহোশূয়ের সৈন্যদের শহরে প্রবেশ করার জন্য যতগুলো দেয়াল ভাঙ্গার দরকার ছিল ঈশ্বরর ততগুলো দেয়ালই ভেঙ্গে দিয়েছিলেন। তাছাড়া, যদি শহরের চারপাশের সবগুলো দেয়াল ভেঙে পড়ত, তাহলে রাহব এবং তার পরিবার যার ঘর বাইরের দেয়ালে ছিল তারা ক্ষতিগ্রস্ত হতে পারতো।

ইষ্টের এই ধরনের সময়ের জন্য

রাজাকে কেন "রাজা অহশ্বেরশ"-এর পরিবর্তে "রাজা (ক্ষয়ার্শ)" বলা হয়েছে?

ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে, রাজা অহশ্বের এবং রাজা অর্তক্ষস্ত (ক্ষয়ার্শ) হলেন একই ব্যক্তি।

হামন কেন যিহুদীদের ঘৃণা করতো?

রাজা অহশ্বেরশের দেয়া উঁচু পদটি পেয়ে হামন খুবই অহংকারী হয়ে উঠেছিল। রাজা আদেশ দিয়েছিলেন যে, নিম্ন পদস্থ কর্মচারীদেরকে হামনের সামনে হাঁটু পেতে সম্মান জানাতে হবে, কিন্তু মর্দখয় হাঁটুও পাততেন না এবং সম্মানও দেখাতেন না। মর্দখয় নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে, একজন মানুষের সামনে হাঁটু পাতা মানে হল সেই মানুষকে ঈশ্বরের সাথে তুলনা করা বোঝায়। মর্দখয়ের প্রতি হামন খুবই রেগে ছিলেন এবং ধরে নিয়েছিলেন যে, যিহুদীরা আইন-কানুন পালন করে না এবং রাজার প্রতি বিশ্বস্ত থাকে না।

প্রিন্স এবং গিজমোকে কেন ক্রীতদাস হিসেবে ভাবা হয়েছিল?

দাসদের তত্ত্বাবধায়নকারী মনে করেছিলেন যে, প্রিন্স, জয়া এবং গিজমো সেই লোকদেরই কেউ যাদেরকে রাজা ক্ষয়ার্শের কাছে দাস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল।

কেন মর্দখয় চট পড়েছিলেন ও ছাই মেখেছিলেন?

ইষ্টের বলেছিলেন যে, যে দুঃখ করে সে-ই এই পোশাক পরে। মর্দখয় জানতে পেরেছিলেন যে, অর্তক্ষস্ত (ক্ষয়ার্শ) রাজার রাজ্যের সমস্ত যিহূদীদেরকে ধ্বংস করা হবে।

রাণী ইষ্টের শূশন নামক যে জায়গার কথা বলেছিলেন সেটি কী ছিল?

এটি ছিল রাজা অর্তক্ষস্ত (ক্ষয়ার্শ)-এর রাজ্যের রাজধানী আর সেখানে রাজার প্রাসাদ এবং সিংহাসন ছিল।

ইষ্টের কেন শূশনের সমস্ত যিহূদীদেরকে তার জন্য উপবাস রাখতে বললেন?

খাবার ও পানি গ্রহণ না করার মধ্য দিয়ে একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি নম্রতাকে প্রকাশ করতো এবং যেকোন পরিস্থিতিতে তাঁর ঐশ্বরিক অনুগ্রহ ও সাহায্য চাইবার একটি উপায় ছিল। এই ক্ষেত্রে, ইষ্টের চেয়েছিলেন যেন ঈশ্বর তাদের সাহায্য করেন এবং হামনের ষড়যন্ত্র থেকে মুক্ত করেন।

রাজদণ্ড কি?

এটি হল একটি রাজকীয় লাঠি যেটি একজন রাজা তাঁর কর্তৃত্বের প্রতীক হিসেবে ব্যবহার করতেন।

ইষ্টের যখন রাজা অর্তক্ষস্ত (ক্ষয়ার্শ)-এর কাছে গেলেন এবং যখন তিনি তার সোনার রাজদণ্ডটি বাড়িয়ে দিলেন, তখন কেন তিনি তাকে সরাসরি যিহুদীদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রের বিষয়ে না বলে একটি ভোজে নিমন্ত্রণ করলেন?

রাজার জন্য একটি ভোজের অয়োজন করে তিনি রাজাকে সম্মান করেছিলেন এবং তার কাছ থেকে আরও অনুগ্রহ পাবেন বলে আশা করেছিলেন। এছাড়া, ভোজ উপভোগ করার সময়, তার মেজাজ আরও ভাল থাকবে এবং ইষ্টের তাকে যে অনুরোধ করতে যাচ্ছিলেন সেটির অনুমতি দেবার সম্ভাবনা বেশি থাকবে।

কেন ইষ্টের রাজাকে দ্বিতীয় ভোজের জন্য আমন্ত্রণ জানালেন?

এটা হতে পারে, ইষ্টের বুঝতে পেরেছিলেন যে, প্রথম ভোজের সময় তার আবেদনটি উপস্থাপন করার সঠিক সময় ছিল না। এছাড়া, তিনি হয়ত ভেবেছিলেন যে, রাজার উঁচু পদের একজন কর্মী হামনকে দোষী করবার আগে তাকে রাজার কাছ থেকে আরও অনুগ্রহ অর্জন করতে হবে।

রাজা কেন যিহূদীদের হত্যা করার আদেশ বাতিল করতে পারলেন না?

এটা পারস্যের আইন ছিল যে, রাজার লেখা এবং সীলমোহর করা কোন আদেশ কখনও বাতিল করা যাবে না। রাজা অহশ্বেরশ রাণী ইষ্টের ও যিহূদী মর্দখয়কে বললেন, এখন যেভাবে তোমাদের ভাল মনে হয় সেই যিহূদীদের পক্ষে রাজার নাম করে আর একটা আদেশ লিখে রাজার স্বাক্ষরের আংটি দিয়ে সীলমোহর করো।” কিন্তু রাজার নাম করে লেখা এবং রাজার আংটি দিয়ে সীলমোহর করা কোন আদেশ বাতিল করা যায় না। (ইষ্টের ৮:৮ এনএলটি)।

যোহন বাপ্তাইজক

কেন যোহন বাপ্তাইজক অ্যান্টিপাস হেরোদ এবং হেরোদিয়ার বিয়ের সমালোচনা করেছিলেন?

যোহন বাপ্তাইজক হেরোদকে বলতেন, “আপনার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা আপনার উচিত হয় নি।”(মার্ক ৬:১৮ এনএলটি) এই বিয়েতে বেশ কিছু সমস্যা ছিল। শুরুতে, হেরোদিয়া যখন হেরোদের ভাইয়ের স্ত্রী ছিল তখন হেরোদিয়ার সাথে হেরোদের একটি অনৈতিক সম্পর্ক ছিল। তারপর হেরোদ এবং হেরোদিয়া তাদের প্রথম স্ত্রী এবং স্বামীদেরকে তালাক দিয়েছিল যাতে তারা একে অন্যকে বিয়ে করতে পারে। এর সাথে সাথে, পুরাতন নিয়মে ভাইয়ের স্ত্রী-কে বিয়ে করার কোন অনুমতি ছিল না (লেবীয়পুস্তক ১৮:১৬; ২০:২১), তাই হেরোদ এবং হেরোদিয়ার বিয়ে ঈশ্বরের আইন অমান্য করে করা হয়েছিল।

যীশুর অনুতাপ করার কোন প্রয়োজন না থাকা সত্ত্বেও কেন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন?

যীশুর অনুতাপ করার প্রয়োজন ছিল না কারণ তিনি কখনও পাপ করেন নি। যোহন কিন্তু যীশুকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন, “আমারই বরং আপনার কাছে বাপ্তিস্ম গ্রহণ করা দরকার; আর আপনি কিনা আসছেন আমার কাছে!” (মথি ৩:১৪ ইএসভি)। তখন যীশু তাঁকে বললেন, “কিন্তু এবার এই রকমই হোক, কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত।” (মথি ৩:১৫ ইএসভি) স্বর্গীয় পিতার সাথে সবসময়ই যীশুর সঠিক সম্পর্ক ছিল, কিন্তু বাপ্তাইজিত হওয়ার ক্ষেত্রে তিনি সেইসব পাপীদের বুঝাতে চেয়েছিলেন যে তাদের ধার্মিকতার প্রয়োজন ছিল, অর্থাৎ পাপীদের ঈশ্বরের সাথে সঠিক সম্পর্কে থাকা প্রয়োজন। যীশু তখনই পাপীদেরকে চিহ্নিত করবেন যখন তিনি তাদের পাপের জন্য নির্দোষভাবে ক্রুশে মৃত্যুবরণ করবেন।

পবিত্রা আত্মার কবুতরের আকারে যীশুর উপর নেমে আসার তাৎপর্য কি ছিল?

কবুতর হল পবিত্রতা এবং দোষহীনতার প্রতীক। যীশু একবার তাঁর শিষ্যদের উপদেশ দিয়েছিলেন যে,“দেখ, আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মত তোমাদের পাঠাচ্ছি। এইজন্য সাপের মত সতর্ক এবং কবুতরের মত সরল হও। (মথি ১০:১৬ এনএলটি)। এছাড়া, যীশুই যে প্রতিজ্ঞাত মশীহ এই বিষয়ে যোহন বাপ্তাইজকের কাছে চিহ্ন দেখানোর জন্য ঈশ্বর কবুতর পাঠিয়েছিলেন। তারপর যোহন এই সাক্ষ্য দিলেন, “আমি পবিত্র আত্মাকে কবুতরের মত হয়ে স্বর্গ থেকে নেমে এসে তাঁর উপরে থাকতে দেখেছি। আমি তাঁকে চিনতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তিস্ম দিতে পাঠিয়েছেন তিনিই আমাকে বলে দিয়েছেন, ‘যাঁর উপরে পবিত্র আত্মাকে নেমে এসে থাকতে দেখবে, তিনিই সেই জন যিনি পবিত্র আত্মাতে বাপ্তিস্ম দেবেন।’ আমি তা দেখেছি আর সাক্ষ্য দিচ্ছি যে, ইনিই ঈশ্বরের পুত্র।"(যোহন ১:৩২২-৩৪ এনএলটি)

বাপ্তিস্মদাতা যোহন এবং তাঁর শিষ্যরা কি সত্যিই পঙ্গপাল এবং মধু খেতেন?

ইতিহাস বলে যে, মধ্যপ্রাচ্যের লোকেরা পঙ্গপাল খেতো। পুরাতন নিয়মের আইন অনুযায়ী ইস্রায়েলীয়রা পঙ্গপাল খেতে পারতো, কারণ সেখানে বলা হয়েছে, তবে তার মধ্যে যেগুলোর হাঁটু আছে বলে মাটির উপর লাফিয়ে বেড়াতে পারে সেগুলোর কোন কোনটা তোমরা খেতে পারবে। (লেবীয় পুস্তক ১১:২১ এনএলটি)। খাদ্য হিসাবে, পঙ্গপাল প্রোটিনের একটি সহজলভ্য উৎস ছিল। এগুলোকে বিভিন্ন উপায়ে খাবার হিসেবে প্রস্তুত করা হতো। এর মধ্যে একটি উপায় ছিল সেগুলোকে গুঁড়ো করে তাতে ময়দা এবং জল মিশিয়ে আগুনে সেঁকে পিঠা হিসেবে তৈরী করা। এগুলোকে মাখনের মধ্যে সিদ্ধ, ভাজা বা গরম ভাঁপে সিদ্ধ করা যেতো।

জলাশয় মানে কি, এবং কেন তারা যোহনকে জেলখানায় রাখার পরিবর্তে সেখানে রেখেছিল?

একটি জলাশয় হল এমন একটি জায়গা যেখানে মাটির নীচের জল জমে থাকে। বর্ষার সময় একটি জলাশয়ে বৃষ্টির পানি সংরক্ষিত থাকে যাতে মানুষ শুষ্ক মৌসুমে সেই সংরক্ষিত জল ব্যবহার করতে পারে। কখনও কখনও, একটি জলাশয়কে জেলখানা হিসেবেও ব্যবহার করা হতো।

পৌল এবং জাহাজের ধ্বংসাবশেষ

পৌল কি সত্যিই একজন অবিশ্বাসীকে মন্দিরে নিয়ে গিয়েছিল?

না, কিছু ইহুদী যারা যীশুকে বিশ্বাস করেনি তারা একটি ভুল ধারণার ভিত্তিতে পৌলকে মিথ্যাভাবে অভিযুক্ত করেছিল। তারা আগের দিন পৌলকে একজন অ-যিহূদীর সাথে দেখেছিল। এরপর, যখন তারা পৌলকে মন্দিরে কিছু লোকের সাথে দেখতে পেল তখন তারা ভাবলো যে, তিনি অ-যিহূদীদের সাথে আছেন। বাইবেল আমাদেরকে তাদের ভুল বোঝাবুঝি সম্পর্কে বলে: তারা এই কথা বলল কারণ তারা আগে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে শহরের মধ্যে দেখেছিল। সেইজন্য তারা ভেবেছিল, পৌল ত্রফিমকে উপাসনা-ঘরেও এনেছেন। (প্রেরিত ২১:২৯ ইএসভি)।

কেন সেই রোমীয় সৈন্য মনে করেছিল যে, প্রিন্স,জয়া এবং গিজমো বন্দী হিসেবে ছিল?

যেহেতু, তারা কোন সৈনিক বা নাবিক ছিল না, তাই সে ধরে নিয়েছিল যে, তারা বন্দী।

কৈসরের সামনে বিচারের জন্য তারা কেন পৌলকে জাহাজের কারাগারে করে রোমে নিয়ে গেল?

একজন রোমীয় নাগরিক হিসেবে পৌলের কৈসরের কাছ থেকে বিচার পাবার অধিকার ছিল। ফীষ্ট (যিহূদীয়ার রোমীয় শাসনকর্তা)-এর সামনে বিচারের সময়, পৌল তার অধিকারের বিষয়ে দৃঢ়তার সাথে বললেন, আমি সম্রাটের কাছে আপীল করছি।” (প্রেরিত ২৫:১১ এনএলটি)।

পৌল যখন বলেছিলেন, "যখন আমি দুর্বল, তখন আমি শক্তিশালী" এর মধ্য দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছিলেন?

পৌল বুঝাতে চাচ্ছিলেন যে, যখন তিনি সাধারণ অর্থে দুর্বল ছিলেন, তখন ঈশ্বর তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য পৌলকে অসাধারণ ক্ষমতা দেবেন। যেহেতু, এটি পৌলের নিজের শক্তি নয় বরং, ঈশ্বরের শক্তি ছিল তাই পৌল যা যা করতে পারতেন তার সমস্ত কৃতিত্ব এবং সম্মান তিনি ঈশ্বরকে দিতেন। করিন্থীয় মন্ডলীর প্রতি পত্রে পৌল তার ব্যক্তিগত দুর্বলতা এবং যেভাবে সদাপ্রভু তাকে প্রতিবারই এই কথা বলে নিশ্চিত করেছেন,‘‘কিন্তু তিনি আমাকে বললেন, “আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্য দিয়েই আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়।" সম্পর্কে লিখেছিলেন। সেইজন্য আমার দুর্বলতা সম্বন্ধে আমি খুব খুশী হয়েই গর্ব করবো, যেন খ্রীষ্টের শক্তি আমার উপর থাকে। তাই খ্রীষ্টের জন্য দুর্বলতায়, অপমানে, যন্ত্রণায়, অত্যাচারে এবং অসুবিধা-ভোগে আমি সন্তুষ্ট, কারণ যখন আমি দুর্বল তখনই আমি শক্তিশালী। (২য় করিন্থীয় ১২:৯-১০ এনএলটি)

যীশু কীভাবে পৌলের সামনে কারাগারে উপস্থিত হতে পারেন?

যীশু পৌলকে যে দর্শন দিয়েছিলেন— সেটি ছিল ঈশ্বরের একটি অলৌকিক প্রকাশ। বাইবেল বলে যে, পরদিন রাতে প্রভু পৌলের কাছে দাঁড়িয়ে বললেন, “সাহসী হও, যিরূশালেমে যেমন তুমি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছ সেইভাবে রোমেও তোমাকে সাক্ষ্য দিতে হবে।” (প্রেরিত২৩:২২এনএলটি)।

আপনারা কীভাবে জানলেন যে, পৌল যখন কারাগারে ছিলেন তখন তার কাছে স্বর্গদূত গাব্রিয়েলই গিয়েছিলেন?

বাইবেল স্পষ্টভাবে বলে না যে, সেখানে কোন স্বর্গদূত ছিলেন, কিন্তু আমরা জানি যে,নতুন নিয়মে গাব্রিয়েলকে আলাদা দুটি ঘটনার সময় খবর দেয়ার জন্য পাঠানো হয়েছিল। গাব্রিয়েল সখরিয় (লূক ১: ১১-২১) এবং মরিয়মের (লূক ১: ২-3--3) সামনে উপস্থিত হলেন, তাই এটা হতে পারে যে, তিনি পৌলের সামনেও উপস্থিত হয়েছিলেন।

বিষাক্ত সাপের কামড়ে কেন পৗেলের কোন ক্ষতি হল না?

ঈশ্বর পৌলকে সব ধরনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করেছেন।

পৌলের প্রার্থনা কীভাবে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তুললো?

পৌলের মধ্য দিয়ে অলৌকিকভাবে সুস্থ করার বিষয়টি ঈশ্বরের শক্তির একটি উদাহরণ। এই লোকটি সুস্থ হবার পর সেই দ্বীপের বাকি সব রোগীরা সেখানে এসে সুস্থ হল। তারা নানা ভাবেই আমাদের সম্মান দেখাল এবং পরে জাহাজ ছাড়বার সময় আমাদের দরকারী সমস্ত জিনিসপত্র জাহাজে বোঝাই করে দিল। (প্রেরিত ২৮:৯ এনএলটি) এইভাবে, সেই দ্বীপের অনেকেই ঈশ্বরের ক্ষমতা এবং ভালবাসার স্পর্শ পেল।

নোহ এবং তার জাহাজ

কেন লোকটি তলোয়ার হাতে নিয়ে প্রিন্স, জয়া এবং গিজমোকে তাড়া করছিল?

শহরের অন্যান্য লোকদের মতো, সেই মন্দ লোকটিও খারাপ কাজ করতো। এটা হতে পারে যে, সে অর্থ উপার্জনের জন্য প্রিন্স, জয়া এবং গিজমোকে বন্দী করে দাস হিসাবে বিক্রি করতে চেয়েছিলো।

ঈশ্বর কেন নোহকে গোফর কাঠের বদলে সাইপ্রাস কাঠের একটি জাহাজ তৈরি করতে বলেছিলেন?

"গোফর কাঠ" হল এমন একটি শব্দ যা বাইবেলের কিছু অনুবাদে ব্যবহৃত হয়, কিন্তু আধুনিক বাইবেলের বেশ কয়েকটি অনুবাদে এই শব্দটির পরিবর্তে "সাইপ্রাস" শব্দটি ব্যবহার করা হয়। হিব্রু "গোফর" শব্দটি হিব্রুতে যেমন শোনায় সেভাবেই ইংরেজিতে লেখা হয়েছে, এবং একে বলে বর্ণান্তকরণ। কিন্তু হিব্রু পণ্ডিতরা জানেন না যে, ‘‘গোফর’’ বলতে কোন গাছটিকে বোঝানো হয়েছে। এটি হয়ত সাইপ্রাস গাছ হতে পারে, কারণ সাইপ্রাস কাঠ খুব টেকসই, এবং এই গাছ দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম এশিয়ার অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায়।

একটি হাত মানে কি?

নোহের সময়ে, দৈর্ঘ্য পরিমাপের জন্য এক হাত ছিল একটি আদর্শ একক। এটি পরিমাপ করা হতো কনুই থেকে হাতের লম্বা আঙ্গুল পর্যন্ত। নোহের সময়ের অনেক বছর পরে, ইব্রীয়রা ১৭.৫ ইঞ্চি (৪৪.৪৫ সে.মি.) লম্বা একটি পরিমাপকে প্রমিত হাত হিসেবে ব্যবহার করেছিল।

আলকাতরা কি?

এটি একটি ঘন, কালো এক ধরনের পদার্থ যা একটি ব্রাশের মাধ্যমে ব্যবহার করে কোন কিছুতে প্রলেপ দেয়ার জন্য ব্যবহার করা হয়। একবার আলকাতরা শুকিয়ে গেলে সেটির ভেতর দিয়ে জল ঢুকতে পারে না।

জাহাজটি কত বড় ছিল?

এটি প্রায় ৪৫০ ফুট লম্বা, ৭৫ ফুট চওড়া এবং ৪৫ ফুট উঁচু ছিল! এটি প্রায় দেড়টি উত্তর আমেরিকার ফুটবল মাঠের সমান ছিল। মিটারে পরিমাপের ক্ষেত্রে এটি প্রায় ১৩৮ মিটার লম্বা, ২৩ মিটার চওড়া এবং ১৩.৮ মিটার উঁচু ছিল। যখন হাতের পরিমাপ করা হয়েছিল, তখন এটি ৩০০ হাত লম্বা, ৫০ হাত প্রশস্ত এবং ৩০ হাত উঁচু ছিল।

জাহাজটি চলার সময় জীবজন্তুগুলো কেন নিজেদের মধ্যে মারামারি বা একে অপরকে মেরে ফেলে নি?

জাহাজে প্রবেশের সময় ঈশ্বর হয়ত তাদেরকে শান্ত এবং অ-আক্রমনাত্মক রেখেছিলেন। একবার জাহাজের ভেতর ঢুকবার পরে তাদেরকে হয়ত আলাদা খাঁচায় রাখা হয়েছিল।

ঈশ্বর কি সত্যিই জাহাজের দরজা বন্ধ করেছিলেন?

হ্যাঁ, তিনি তা করেছিলেন। নোহ, তার পরিবার এবং পশুদের জাহাজে প্রবেশের পর, ঈশ্বর নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিয়েছিলেন। বাইবেল বলে যে, এর পর সদাপ্রভু জাহাজের দরজাটা বন্ধ করে দিলেন।(আদিপুস্তক ৭:১৬ এনএলটি)।

মাটি থেকে বেরিয়ে আসা জল কি ছিল?

এটি ছিল মাটির নীচে থাকা প্রচুর জল যেটি অনেক জোরে নীচ থেকে উপরে এসে পড়ে। যে পানি মাটি থেকে বেরিয়ে এসেছিল তা আবার ভারী বৃষ্টিপাতের মতো মাটিতে এসে পড়তো। বাইবেল আমাদের বলে যে,মাটির নীচের সমস্ত জল হঠাৎ বের হয়ে আসতে লাগল আর আকাশেও যেন ফাটল ধরল। (আদিপুস্তক ৭:১১ এনএলটি)।

বাইবেল পণ্ডিতেরা এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, বন্যার আগে, মাটির নীচে প্রচুর পরিমাণে জল সংরক্ষিত ছিল। এই মাটির নীচ থেকে উপরে উঠে আসা জল কুয়াশা বা ঝর্ণার মধ্য দিয়ে উদ্ভিদের জীবনকে টিকে থাকতে সাহায্য করে এবং পুষ্টি জোগায়। এটা মনে করা হয় যে, সম্ভবত মহাবন্যার আগে কখনো বৃষ্টি হয় নি, কারণ বাইবেল বলে যে, সদাপ্রভু ঈশ্বর তখনও পৃথিবীতে জল দেওয়ার জন্য বৃষ্টি দেন নি তাই এর পরিবর্তে, মাটির নীচ থেকে জল উঠে এসে সমস্ত জায়গায় জমা হতো। (আদিপুস্তক ২:৫-৬ এনএলটি)।

কেন বড় বড় ঢেউ জাহাজটিকে উল্টাতে পারে নি?

ঈশ্বর জাহাজটিকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং সমুদ্রে চলার উপযোগী হিসেবে সাজিয়েছিলেন। এই জাহাজটির আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যে, সমুদ্রের কঠিনতম জায়গায় এই জাহাজটি খুব দারুণভাবে ভারসাম্য ধরে রেখেছিল।

কবুতরটি কী ধরনের পাতা নিয়ে এসেছিল এবং এর তাৎপর্য কি ছিল?

সন্ধ্যাবেলা কবুতরটা জাহাজে নোহের কাছে ফিরে আসল আর তার ঠোঁটে ছিল জলপাই গাছ থেকে এইমাত্র ছিঁড়ে আনা একটা পাতা। (আদিপুস্তক ৮:১১)। এটি স্পষ্টভাবে তুলে ধরছিল যে, এখন ফলের গাছগুলো জেগে উঠেছে এবং মানুষ এবং প্রাণীগুলো খুব শীঘ্রই জাহাজ থেকে বের হতে পারবে।

এই মহাবন্যা আমাদের কাছে ঈশ্বরের সম্পর্কে কী প্রকাশ করে?

মানবজাতি পাপে ডুবে গিয়েছিল বলে ঈশ্বর খুব দুঃখিত হয়েছিলেন। বাইবেল বলে যে, সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা খুবই বেড়ে গেছে, আর তার অন্তরের সব চিন্তা-ভাবনা সব সময়ই কেবল মন্দের দিকে ঝুঁকে আছে।(আদিপুস্তক ৬:৫ এনএলটি)। ঈশ্বর পবিত্র ও মঙ্গলময় এবং তা প্রকাশ পেয়েছে বলেই তিনি এমন মানুষদেরকে ধ্বংস করলেন যারা একে অন্যকে কষ্ট দিত, হত্যা করত এবং অন্যান্য মন্দ কাজ করত। অন্যদিকে, ঈশ্বরের ভালবাসা এবং অনুগ্রহের প্রকাশ এই যে, তিনি সম্পূর্ণ মানবজাতিকে ধ্বংস করেন নি। তিনি নোহ এবং তার পরিবারকে রক্ষা করেছিলেন কারণ নোহ একজন ভাল ব্যক্তি ছিলেন যিনি তাঁকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন। বাইবেল আমাদের বলে, "নোহ একজন সৎ লোক ছিলেন। তাঁর সময়কার লোকদের মধ্যে তিনিই ছিলেন খাঁটি। ঈশ্বরের সঙ্গে তাঁর যোগাযোগ-সম্বন্ধ ছিল।" (আদিপুস্তক ৬:৯, এনএলটি)।

মহাবন্যার পর ঈশ্বর নোহের সাথে যে ব্যবস্থা স্থাপন করেছিলেন তার তাৎপর্য কি ছিল? নোহের সময় থেকে এখন পর্যন্ত কি বিপজ্জনক কোন বন্যা হয়নি?

ঈশ্বর বলেছিলেন যে, তিনি আর কখনও এমন বন্যা দেবেন না যাতে এই পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস হয়ে যায়। যদিও তারপর থেকে অঞ্চলভিত্তিক বা দেশভিত্তিক অনেক ধ্বংসাত্মক বন্যা হয়েছে, কিন্তু এই মহাবন্যার মত বন্যা আর কখনই হয় নি। ঈশ্বর নোহের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, হ্যাঁ, আমি তোমার সাথে আমার ব্যবস্থা স্থাপন করেছি। বন্যার জল দিয়ে আর কখনও সমস্ত প্রাণীকে মেরে ফেলা হবে না এবং গোটা পৃথিবী ধ্বংস করে দেবার মত বন্যাও আর হবে না।” (আদিপুস্তক ৯:১১, এনএলটি)। ঈশ্বর সবসময়ই তাঁর প্রতিজ্ঞা রক্ষায় বিশ্বস্ত।

প্রকাশিত বাক্য: শেষ যুদ্ধ

তলোয়ারধারী দুষ্ট চেহারার সৈন্যরা কারা ছিল?

তারা পতিত স্বর্গদূত ছিল, অন্যকথায়, তারা শয়তান বা মন্দ আত্মা নামে পরিচিত। আমরা তাদের স্বর্গীয় দূতদের চেহারার চাইতে আরও কালো হিসেবে তৈরী করেছি যাতে শিশুরা খুব সহজেই এদের মধ্যে পার্থক্য বুঝতে পারে।

আপনারা কেন শয়তানকে লাল মুখ, শিং, জ্বলন্ত মাথা এবং ডানা দিয়ে এতটা ভয়ঙ্করভাবে তৈরী করলেন?

আমরা চেয়েছি যেন, শয়তান একজন দারুণ একজন ভিলেন হিসেবে নয় বরং মন্দ একজন ভিলেন হিসেবে স্পষ্টভাবে প্রকাশ পায়। তার চেহারার ভঙ্গিগুলো ঈশ্বর এবং তাঁর লোকদের বিরুদ্ধে তার রাগকে প্রকাশ করে।

অবশ্যই মনে রাখবেন, যে সুপারবুকের পর্বগুলো ৭ থেকে ১২ বছর বয়সীদের বাচ্চাদের জন্য তৈরী করা হয়েছে । তবে, শিশুরা যেহেতু ভিন্নভাবে আধ্যাত্মিক বিষয়ে বৃদ্ধি পায়, নাটকীয় ঘটনাগুলোর প্রতি সংবেদনশীল হয় এবং যেভাবে তারা কোন অনুষ্ঠান দেখে অভ্যস্ত থাকে, সেজন্য আমরা সুপারিশ করি যে, তাদের বাবা-মা তাদের সন্তানের জন্য কোন পর্বটি উপযোগী হবে সে বিষয়টি বিবেচনা করুক। কয়েকটি পর্বের ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে, অভিভাবকরা যেন তাদের সন্তানদেরকে সে পর্বগুলো দেখানোর আগে নিজে সেগুলো দেখে নেন।

প্রিন্স যেখানে গিয়েছিল সেই শুকনো ও অনুর্বর জায়গাটি কী ছিল?

এটি ছিল একটি নির্জন এলাকা যেখানে সুপারবুক প্রিন্সকে পরীক্ষা করার জন্য নিয়ে এসেছিল।

কেন শয়তানকে স্বর্গদূতের মতো দেখাচ্ছিল?

শয়তান স্বর্গীয় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করতে পারে। বাইবেল আমাদের বলে যে, এতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ শয়তানও নিজেকে আলোতে পূর্ণ স্বর্গদূত বলে দেখাবার উদ্দেশ্যে নিজেকে বদলে ফেলে। (২য় করিন্থীয় ১১:১৪ এনএলটি)। সমস্ত অলৌকিক বিষয়গুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে কি না এই বিষয়টি খ্রিস্টানদেরকে বুঝতে হবে।

শয়তান কি ধরনের মন্দ কাজ করেছে?

সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। শয়তান নিজের জন্য সিংহাসন গড়তে এবং ঈশ্বরের সমান হতে চেয়েছিল। বাইবেল আমাদের শয়তানের মন্দ পরিকল্পনা সম্পর্কে বলে: তুমি মনে মনে বলেছ, ‘‘আমি স্বর্গে উঠব, ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাব; যেখানে দেবতারা জড়ো হয় উত্তর দিকের সেই পাহাড়ের উপরে আমি সিংহাসনে বসব। আমি মেঘের মাথার উপরে উঠব; আমি মহান ঈশ্বরের সমান হব।’’ (যিশাইয় ১৪:১৩-১৪ এনএলটি)।

স্বর্গের সিংহাসন ঘরের বাইরে জয়া এবং গিজমোর সাথে কথা বলার সময় যোহনের হাতে যে গোটানো কাগজগুলো ছিল সেগুলো কি ছিল?

সেগুলো ছিল এমনসব গোটানো কাগজ যার উপরে স্বর্গের ঈশ্বর যোহনকে যেসব দর্শন দেখিয়েছিলেন সেগুলো তিনি লিখেছিলেন। তিনি সেগুলো লিখে রেখেছিলেন যাতে সমস্ত মানবজাতি সেগুলো পড়ে উপকৃত হয়। স্বর্গে যোহনকে যেসব দর্শন দেখানো হয়েছিল তাতে বলা হয়েছিল, “যা দেখবে তা একটা বইয়ে লেখ, আর তা ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিল্‌ফিয়া ও লায়দিকেয়া-এই সাতটা শহরের সাতটা মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।” (প্রকাশিত বাক্য ১:১১ এনএলটি)। প্রকাশিত বাক্যটি লেখা আছে যে, যিনি সেই সিংহাসনে বসে ছিলেন তিনি বললেন, “দেখ, আমি সব কিছুই নতুন করে তৈরী করছি।” তিনি আবার বললেন, “এই কথা লেখ, কারণ এই কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য।” (প্রকাশিত বাক্য ২১:৫ এনএলটি)।

শয়তানের ডানা থেকে বের হওয়া মেঘের মত বেগুনি আলো এবং শয়তান প্রিন্সকে দর্শন দেখানোর আগে যেটি প্রিন্সকে উড়িয়ে নিয়ে গেল সেটি কি ছিল?

এটি হল একসময়ের কোন ঘটনা থেকে অন্য আরেকটি সময়ের ঘটনাতে যাবার জন্য একটি ভিজ্যুয়াল ইফেক্ট।

যীশুর স্বর্গারোহণের সময় তার চারপাশের লোকেরা কারা ছিলেন?

তারা ছিলেন যীশুর বাকি এগারোজন শিষ্য (প্রেরিত ১: ৬-১১)।।

কীভাবে শয়তান মাটি থেকে গাছ জন্মাতে পারল?

শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার আগে, লুসিফার নামে একজন উঁচু পদের স্বর্গদূত ছিল। হয়তো সে-ই প্রধান স্বর্গদূত ছিল। শয়তানকে স্বর্গ থেকে বের করে দেয়া সত্ত্বেও তার কাছে অলৌকিক ক্ষমতা আছে। প্রকাশিত বাক্য বলে যে, শয়তান এবং তার সহযোগীরা মানুষকে প্রতারিত করার জন্য অলৌকিক কাজ করবে। প্রকাশিত বাক্য ১৬:১৪ আমাদের বলে, সেই মন্দ আত্মাগুলো আশ্চর্য আশ্চর্য কাজ করছিল। সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহান দিনে যুদ্ধ করবার জন্য তারা সারা জগতের রাজাদের একসঙ্গে জড়ো করল। কিন্তু সেদিন হবে ঈশ্বরের মহান বিজয়ের দিন (সিইভি)। আরও উদাহরণের জন্য, তুমি প্রকাশিত বাক্য ১৩:৩ এবং প্রকাশিত বাক্য ১৩:১৩-১৪ পড়তে পারো।

সেই গাছটিতে কি ফল ছিল?

এটি ছিল ঈশ্বরের মতো হওয়া এবং অপরাধবোধ ও লজ্জা থেকে মুক্ত হওয়ার জন্য প্রিন্সের কাছে একটি প্রলোভনের চিহ্ন। এদন বাগানে যে ফলটি ছিল এটা সেই একই ফল ছিল না।

প্রিন্সের উপরে যে সোনালী আভা ছিল সেটি কি ছিল?

এটি ছিলেন পবিত্র আত্মা যিনি প্রিন্সকে সবসময় এটি মনে করিয়ে দেন যে, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি কখনও আমাদের ছেড়ে যাবেন না। পবিত্র আত্মা প্রিন্সকে ভয় না পেতে আশ্বস্ত করেছিলেন কারণ ঈশ্বর বিপদের সময় তাকে উদ্ধার করবেন।

শয়তান শিংযুক্ত সাপে পরিণত হল কেন?

আমরা শয়তানকে আগের মতই একটি সাপে রূপান্তরিত হতে দেখাতে চেয়েছিলাম যা "একদম শুরুতে" পর্বে ছোট আকারে ছিল, আর এই পর্বে এটিকে অনেক বড় এবং বড় হুমকি হিসেবে দেখানো হয়েছে। আমরা শয়তানকে প্রকাশিত বাক্যের বর্ণনা অনুযায়ী সাজাতে চাই নি কারণ এটি করতে গেলে অনেক ধরনের চিহ্ন দেখাতে হতো—যাতে অর্থগত অনেক বিতর্ক থাকতো।

যীশু কেন সাদা ঘোড়ায় চড়ে়ছেন?

প্রকাশিত বাক্যে যীশু একটি সাদা ঘোড়ায় চড়ে আসার বিষয়টি বর্ণনা করা হয়েছে: পরে আমি দেখলাম স্বর্গ খোলাই আছে, আর সেখানে একটা সাদা ঘোড়া রয়েছে। যিনি সেই ঘোড়ার উপরে বসে ছিলেন তাঁর নাম হল বিশ্বস্ত ও সত্য। তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন। তাঁর চোখ জ্বলন্ত আগুনের মত আর তাঁর মাথায় অনেক মুকুট ছিল। তাঁর গায়ে এমন একটা নাম লেখা ছিল, যে নাম তিনি নিজে ছাড়া আর কেউ জানে না। তাঁর পরনে ছিল রক্তে ডুবানো কাপড়, আর তাঁর নাম হল ঈশ্বরের বাক্য।(প্রকাশিত বাক্য ১৯:১১-১৩, এনএলটি)। তুমি প্রকাশিত বাক্য ১৯:১১-২১ এর পুরো অংশটি পড়তে পারো।

সুপারবুকের পর্বে “প্রকাশিত বাক্য: চূড়ান্ত যুদ্ধ! ” যীশুর পেছনে প্রধান স্বর্গদূতেরা ছিলেন যারা সাদা ঘোড়ায় চড়ছিলেন।

আপনারা প্রকাশিত বাক্য থেকে যীশুর সমস্ত বিবরণী দেখাননি কেন?

যীশুর যে বর্ণনা প্রতীক হিসেবে দেয়া হয়েছে সেটি অনেক বিস্তারিত এবং চিত্রভিত্তিকভাবে দেয়া হয়েছে আর এগুলো হয়ত ছোট বাচ্চাদের জন্য অনেক তীব্র বা বিভ্রান্তিকর হতে পারে।

সাদা ঘোড়ায় চড়ে যীশুকে কেন এত ক্ষিপ্র দেখাচ্ছিল?

তার চাহনি দৃঢ় ছিল এবং সেই দৃষ্টি তার শত্রু, শয়তান ও তার বাহিনীর উপর স্থির ছিল।

স্বর্গদূতদের সৈন্যদল থেকে আলোর নীল বলগুলো কী ছিল?

যুদ্ধে ব্যবহৃত কিছু অলৌকিক শক্তি দেখানোর জন্য সেগুলোকে যোগ করা হয়েছে।

শয়তানের বিরুদ্ধে যীশু যে বেগুনি রঙের শক্তি ছুঁড়েছিলেন সেটি কি ছিল?

এটি ছিল যীশুর অলৌকিক এবং ঐশ্বরিক ক্ষমতার চিত্রভিত্তিক ‍উপস্থাপনা। আমরা চেয়েছি যাতে সারাবিশ্বের শিশুরা বুঝতে পারে যে, যীশু স্বর্গীয় শক্তি ব্যবহার করছেন।

যীশু যে আলো ছুঁড়েছিলেন সেটি কি শয়তানকে মেরে ফেলেছিল?

যীশু শয়তানকে পরাজিত করার বিষয়টি শয়তানকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ফেলে দেয়ার বিষয়টি তুলে ধরে। বাইবেল বলে, যে তাদের ভুল পথে নিয়ে গিয়েছিল সেই শয়তানকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হল। সেই জন্তু আর ভণ্ড নবীকে আগেই সেখানে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে তারা চিরকাল ধরে দিনরাত যন্ত্রণা ভোগ করবে। (প্রকাশিত বাক্য ২০:১০ এনএলটি)।

আকাশ থেকে যে সোনার রাজ্য নেমে আসছিল সেটি কি ছিল?

এটি ছিল ঈশ্বরের শহর, নতুন যিরূশালেম। প্রকাশিত বাক্য বলছে,পরে আমি সেই পবিত্র শহরকে, অর্থাৎ নতুন যিরূশালেমকে স্বর্গের মধ্য থেকে এবং ঈশ্বরের কাছ থেকে নেমে আসতে দেখলাম। কনেকে যেমন তার বরের জন্য সাজানো হয়, এই শহরকেও ঠিক সেইভাবে সাজানো হয়েছিল। (প্রকাশিত বাক্য ২১:২ এনএলটি)।

প্রিন্স শেষ পর্যন্ত যে দর্শন দেখেছিল তা কি ছিল?

যোহন যে দর্শন বর্ণনা করছিলেন প্রিন্স তা দেখছিল। ঈশ্বর যে বিস্ময়কর কাজগুলো করবেন সে সম্পর্কে বাইবেল আমাদেরকে এই বলে: তিনি তাদের চোখের জল মুছে দেবেন। মৃত্যু আর হবে না; দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে।” যিনি সেই সিংহাসনে বসে ছিলেন তিনি বললেন, “দেখ, আমি সব কিছুই নতুন করে তৈরী করছি।” (প্রকাশিত বাক্য ২১:৪-৫ এনএলটি)।

কেন সিংহাসন ঘরটির দরজা স্বচ্ছ ছিল?

আমরা প্রধান দরজাটিকে একটি স্বর্গীয় ভাব দিতে চেয়েছি যেটি পরিষ্কার কাঁচের তৈরি ছিল। প্রধান পথটি শহরের অন্যান্য ফটকগুলোর মত মুক্তোর তৈরি ছিল না: বারোটা ফটক ছিল বারোটা মুক্তা।— প্রত্যেক ফটক এক একটা মুক্তা দিয়ে তৈরী ছিল। শহরের রাস্তাটা পরিষ্কার কাচের মত খাঁটি সোনায় তৈরী ছিল। প্রকাশিত বাক্য ২১:২১ এনএলটি)।

ঈশ্বরের সিংহাসনের চারপাশে ছোট সিংহাসনগুলো কী ছিল?

তারা ছিল চব্বিশজন প্রবীণের সিংহাসন, যেমন প্রকাশিত বাক্য বলে, চব্বিশটি সিংহাসন তাকে ঘিরে রেখেছিল, এবং চব্বিশজন প্রবীণ তাদের উপর বসলেন। তাঁদের পোশাক ছিল সাদা এবং তাঁদের মাথায় সোনার মুকুট ছিল। (প্রকাশিত বাক্য ৪:৪ এনএলটি)।

সিংহাসন থেকে নেমে আসা ঝর্ণাটি কী ছিল?

এটি ছিল ঈশ্বরের সিংহাসন থেকে বের হওয়া জীবন-জলের নদী। প্রেরিত যোহন লিখেছেন, তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন। সেটা স্ফটিকের মত চক্‌চকে ছিল এবং ঈশ্বরের ও মেষ-শিশুর সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। (প্রকাশিত বাক্য ২২:১ এনএলটি)।

ঈশ্বরের সিংহাসনের চারপাশে ডানাওয়ালা প্রাণীরা উড়ছিল তারা কি ছিল?

প্রকাশিত বাক্য অনুযায়ী তারা ছিল চারজন জীবন্ত প্রাণী: সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মত পরিষ্কার একটা কাঁচের সমুদ্র ছিল। সেই সিংহাসনগুলোর মাঝখানের সিংহাসনটার চারপাশে চারজন জীবন্ত প্রাণী ছিলেন। তাঁদের সামনের ও পিছনের দিক চোখে ভরা ছিল। (প্রকাশিত বাক্য ৪:৬ এনএলটি)। তারাই ‘‘পবিত্র, পবিত্র, পবিত্র...’’ বলে গান করছিল। বাইবেল বলে যে, এই চারজন জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল এবং সব জায়গা চোখে ভরা ছিল। সেই প্রাণীরা দিনরাত এই কথাই বলছিলেন, “সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন, তিনি পবিত্র, পবিত্র, পবিত্র।” (প্রকাশিত বাক্য ৪:৮ এনএলটি)

ঈশ্বরের সিংহাসনের চারপাশে সবুজ রঙের মেঘধনুকগুলো কি ছিল?

বাইবেল আমাদের বলে যে, সেই সিংহাসনের চারপাশে পান্নার মতো আলোর আভা ছিল: আমি দেখলাম, সেই সিংহাসনে একজন বসে আছেন। তাঁর চেহারা ঠিক হীরা ও সার্দীয় মণির মত। সিংহাসনটার চারদিকে একটা মেঘধনুক ছিল; সেটা দেখতে ঠিক একটা পান্নার মত। (প্রকাশিত বাক্য ৪:৩ এনএলটি)।

যীশু কেন ঈশ্বরের সিংহাসনের ডানপাশে দাঁড়িয়ে ছিলেন?

যীশু হলেন ঈশ্বরের পবিত্র পুত্র এবং এখন তিনি স্বর্গে মহিমান্বিত। প্রকাশিত বাক্য বলে, ঈশ্বরের ও মেষ-শিশুর সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর দাসেরা তাঁর সেবা করবে।(প্রকাশিত বাক্য ২২:৩ এনএলটি) বাইবেল আমাদের আরও বলে যে, চারজন জীবন্ত প্রাণী এবং নেতাদের মাঝখানে যে সিংহাসনটি ছিল তার উপর একটি মেষ-শিশুকে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম। (প্রকাশিত বাক্য ৫:৬ এনএলটি)

আমি সুপারবুক ক্লাবের সদস্য। কেন আমি আমার "প্রকাশিত বাক্য: শেষ যুদ্ধ! " এর কপিগুলো এখনও পাইনি??

‘‘প্রকাশিত বাক্য: শেষ যুদ্ধ!" হল একটি বিশেষ ফিচার এবং এটি এখন সুপারবুক ক্লাবের অংশ নয়। ডিভিডিগুলো আলাদাভাবে CBN.com-এ বা ১-৮০০-৭৫৯-০৭০০ নম্বরে কল করে অর্ডার করা যেতে পারে। ক্লাবের সদস্যরা প্রতিটি ২৫ডলার (২১৪৩ টাকা) মূল্যের উপহারের সাথে ১ টি ডিভিডি এবং ২ কপি বিনামূল্যে পাবে।

পিতরের অস্বীকার

‘‘পিতরের অস্বীকার"-এ যীশু পিতরকে বলেছিলেন, “শিমোন, শিমোন, দেখ, শয়তান তোমাদের গমের মত করে চালুনি দিয়ে চেলে দেখবার অনুমতি চেয়েছে।’’ (লূক ২২:৩১ এনএলটি)। যীশু "চেলে দেখবার" মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন?

প্রাচীন ইস্রায়েলে কৃষকদের মধ্যে ফসল চালা একটি প্রচলিত বিষয় ছিল। গম চালার ফলে সেখান থেকে ময়লা এবং পাথর আলাদা হয়ে যেতো। তারা গমকে কোন চালুনি বা কুলায় নিয়ে সেটি ঝাঁকাতো যাতে করে গম থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো নীচে পড়ে যায় এবং ভাল গম বের উপরে থেকে যায়। তাই যীশু বলছিলেন যে, শয়তান পিতরকে অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে নিয়ে যাবে যাতে তিনি নিজেকে ব্যর্থ বা বিশ্বাসঘাতক মনে করেন। কিন্তু যীশু পিতরের জন্য প্রার্থনা করেছিলেন যাতে তিনি সেই দুঃখ-কষ্টের মধ্য দিয়ে গিয়ে অন্য বিশ্বাসীদের জন্য শক্তির একটি উৎস হতে পারেন: “কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসে ভাঙ্গন না ধরে। তুমি যখন আমার কাছে ফিরে আসবে তখন তোমার এই ভাইদের শক্তিশালী করে তুলো।” "(লূক ২২:৩২ এনএলটি)

কেন পিতর ভেবেছিলেন যে, যীশুকে ইস্রায়েলের রাজা করা হবে?

পুরাতন নিয়মের ভাববাণীর ব্যাখ্যার উপর ভিত্তি করে, যিহূদী লোকেরা ভুলবশত আশা করেছিল যে, মশীহ তাদেরকে অত্যাচারী রোমীয়দের হাত থেকে রক্ষা করবেন এবং ইস্রায়েলের ক্ষমতা ফিরিয়ে এনে ইস্রায়েলের রাজা হিসেবে সিংহাসনে বসবেন। কিন্তু মশীহের বিষয়ে করা ভাববাণীগুলোকে যীশু ভিন্নভাবে পূরণ করেছেন - তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করার জন্য দাস হিসেবে এসেছিলেন। একদিন, তিনি বিজয়ী রাজা ‍হিসেবে গোটা জগতে রাজত্ব করবেন।

পিতর কেন যীশুকে অস্বীকার করেছিলেন?

পিতর সেই দাসকে ভয় পান নি, বরং তিনি গ্রেফতার হওয়ার এবং সম্ভবত মৃত্যুদন্ড পাবার ভয়ে ছিলেন। যীশুকে গ্রেপ্তার করার পর, পিতর মন্দিরের একজন প্রহরীকে যীশু এবং তাঁর অনুসারীদের সম্পর্কে এই কথা বলতে শুনেছিলেন, "ও, তিনি তাঁর সমস্ত অনুসারীদের সাথে তাঁর প্রাপ্য জিনিস পাবেন।" যীশুর অনন্ত জীবনের প্রতিজ্ঞা রাখার পরিবর্তে, পিতর তার জাগতিক জীবন বাঁচানোর কথা ভেবেছিলেন।

কেন যীশুর হাতে পেরেকের দাগ তাঁর হাতে না দেখিয়ে কব্জিতে দেখানো হয়েছে?
যখন নতুন নিয়মে যীশুর "হাতে" পেরেক গাঁথার বিষয়ে বলা হয়েছে, তখন সেখানে একটি গ্রীক শব্দ ব্যবহার করা হয়েছে যেখানে ইংরেজি শব্দ ‘‘হাত’’ এর অনেকগুলো অর্থ রয়েছে। গ্রিক শব্দটির অর্থের মধ্যে রয়েছে হাতের তালু, কব্জি এবং হাতের কনুই থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত। একই সাথে, ইতিহাসবিদরা আবিষ্কার করেছেন যে, যখন রোমীয় সৈন্যরা লোকদেরকে ক্রুশে দিতো, তখন তারা হাতের তালু, কব্জি বা কনুইয়ের উপরের অংশে পেরেক দিতো। (যদি যীশুর হাতের তালুতে পেরেক গাঁথা হতো, তাহলে সৈন্যরা তাঁর হাতদুটোকেও দড়ি দিয়ে ক্রুশের সাথে বেঁধে দিতো।) তাই, এটা হতে পারে যে, যীশুর হাতের তালু অথবা কব্জিতে পেরেক গাঁথা হয়েছিল। এটা যেভাবেই হোক না কেন, আমরা আমাদের পাপের শাস্তি হিসেবে মৃত্যুবরণ করার জন্য আমাদের মুক্তিদাতাকে ধন্যবাদ দিতে পারি।

পুনরুত্থানের পর যীশুকে কেন উজ্জ্বল দেখাচ্ছিল?

আমরা সৃজনশীল স্বাধীনতা ব্যবহার করেছি যাতে শিশুরা বুঝতে পারে যে, যীশু তাঁর পুনরুত্থিত শরীরে ছিলেন এবং পুনরুত্থানের আগে তাঁর যে শরীর ছিল এটি সেরকম ছিল না। যীশু যখন মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন, তখনও তাঁর একটি শারীরিক দেহ ছিল, কিন্তু এটি আরও মহিমান্বিত দেহ ছিল । এটা হতে পারে যে, তাঁর ঐশ্বরিক বৈশিষ্ট্য এবং স্বর্গীয় জ্যেতি প্রকাশ পাচ্ছিল। এটি আমাদেকে পাহাড়ে যীশুর চেহারা বদলে যাবার বিষয়টি মনে করিয়ে দিতে পারে। সেখানে যা ঘটেছিল তা মথিলিখিত সুসমাচার এভাবে বর্ণনা করে: "তাঁদের সামনে যীশুর চেহারা বদলে গেল। তাঁর মুখ সূর্যের মত উজ্জ্বল এবং তাঁর কাপড় আলোর মত সাদা হয়ে গেল। তাঁরা মোশি এবং এলিয়কে যীশুর সঙ্গে কথা বলতে দেখলেন।" (মথি ১৭:২ এনএলটি) যারা স্বর্গে গিয়েছেন তারা যীশুর অলৌকিক গৌরবের সাক্ষ্য দিয়েছেন! তাঁর কাছ থেকে আলো এবং ভালবাসা ছড়িয়ে যায়- কারণ তিনি ঈশ্বরের অনন্তকালীন পুত্র!

গিদিয়ন

ওফ্রার দেশ কি?

যিরূশালেমের উত্তরে ওফ্রা একটি শহর ছিল । ওফ্রা শহরটির সুনির্দিষ্ট অবস্থান সঠিকভাবে বলা যায় না, তবে এটি মানশির ইস্রায়েলীয় উপজাতি যেখানে বাস করত সেই অঞ্চলে ছিল।

কারা মিদিয়নী ছিল?

তারা ছিল এমন মানুষ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। তারা ইস্রায়েলীয়দের ফসল এবং পশু চুরি করবে বলে তাদেরকে আক্রমণ করেছিল। এর ফলে, ইস্রায়েলীয়দের খাবারের যোগান কম ছিল এবং তাদের পক্ষে বেঁচে থাকাও খুব কঠিন ছিল - তারা অনাহারে পড়েছিল। তাই তারা গুহা এবং পাহাড়ের উপরের দুর্গগুলোতে নিজেদেরকে এবং তাদের ফসলগুলো লুকিয়ে রাখতো। বাইবেলে লেখা আছে যে, "ইস্রায়েলীয়দের উপর মিদিয়নীয়দের অত্যাচার এত বেড়ে গেল যে, ইস্রায়েলীয়েরা পাহাড়ের ফাটলে, গুহায় এবং পাহাড়ের উপরকার দুর্গগুলোতে আশ্রয়ের জায়গা করে নিল।" (বিচারকর্ত্তৃগণ ৬:২ এনএলটি)।

আপনারা কেন যীশুকে গিদিয়োনের সাথে কথা বলতে দেখিয়েছেন?

বাইবেল বলে যে, "সদাপ্রভুর দূত" (বিচারকর্ত্তৃগণ ৬:১২) গিদিয়োনের সাথে কথা বলেছিলেন এবং ধর্মতাত্ত্ববিদরা বিশ্বাস করেন যে, "সদাপ্রভুর দূত" শব্দটি পুরাতন নিয়মে যীশুর উপস্থিতিকে বোঝায়। এছাড়াও, গিদিয়োনের বিবরণের ক্ষেত্রে বাইবেল বলে যে, সদাপ্রভু নিজেই সেই দূত ছিলেন। পুরাতন নিয়মে প্রায়ই "সদাপ্রভুর দূত" এবং "সদাপ্রভু" শব্দগুলো একে অপরের সাথে ব্যবহৃত হয়, যেটি প্রকাশ করে যে, তারা উভয়ে একই ব্যক্তি। অন্যভাবে বলতে গেলে, "সদাপ্রভুর দূত" ছিলেন "সদাপ্রভু" নিজেই, এবং আমরা জানি যে "সদাপ্রভু" হল ঈশ্বরের ব্যবস্থার নাম। এই শাস্ত্রাংশের মূল পদটি হল: সদাপ্রভু তাঁর দিকে ফিরে বললেন, “তোমার এই শক্তিতেই তুমি যাও এবং মিদিয়নীয়দের হাত থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার কর, কারণ আমিই তোমাকে পাঠাচ্ছি।’” (বিচারকর্ত্তৃগণ ৬:১৪ এনএলটি)।

গিদিয়োন যখন ভীরু ছিলেন তখন কেন যীশু তাকে ‘‘শক্তিশালী যোদ্ধা’’ বলেছিলেন?

যখন ঈশ্বরের শক্তি গিদিয়োনের মধ্য দিয়ে কাজ করবে তখন তার মধ্যে যে সম্ভাবনা থাকবে সেই পরিপ্রেক্ষিতেই যীশু তাকে এই কথা বলেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে, ঈশ্বর তাকে সাহায্য করলেন, কারণ যীশু বলেছিলেন, "আমি তোমার সঙ্গে থাকব। আর তাতে তুমি সমস্ত মিদিয়নীয়দের একটা লোকের মত করে হারিয়ে দেবে।”(বিচারকর্ত্তৃগণ ৬:১৬ এনএলটি)। যদি আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি এবং তাঁর বাধ্য হই তাহলে তিনি আমাদের প্রত্যেকের মধ্য দিয়ে মহৎ কাজ করতে পারেন।

গিদিয়োন কেন একটি চিহ্ন দেখতে চেয়েছিলেন?

প্রথমে, গিদিয়োন বুঝতে পারেননি যে, যে তাকে দেখা দিয়েছিল তিনি ছিলেন সদাপ্রভুর দূত। এছাড়া, গিদিয়োন নিজেকে নিচু মনে করেছিলেন এবং ভেবেছিলেন যে, একটি সফল সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেবার জন্য তার মধ্যে কোন সম্ভাবনাই নেই। গিদিয়োন বললেন, “কিন্তু হে আমার প্রভু, আমি কেমন করে ইস্রায়েলীয়দের উদ্ধার করব? মনঃশি-গোষ্ঠীর মধ্যে আমাদের বংশটাই সবচেয়ে নীচু, আর আমাদের পরিবারের মধ্যে আমার কোন দাম নেই।" (বিচারকর্ত্তৃগণ ৬:১৬ এনএলটি)। যীশু অলৌকিকভাবে উৎসর্গ করা খাবারটি পুড়িয়ে তারপর অদৃশ্য হয়ে যাবার মাধ্যমে তাকে একটি চিহ্ন দেখিয়েছিলেন।

কে স্বর্গ থেকে কথা বলেছে?

বাইবেল বলে যে, সদাপ্রভু স্বর্গ থেকে কথা বলেছেন: কিন্তু সদাপ্রভু তাঁকে বললেন, ‘‘তোমার শান্তি হোক, তুমি ভয় কোরো না। তুমি মারা যাবে না।”(বিচারকর্ত্তৃগণ ৬:২৩ এনএলটি)

গিদিয়োন কেন প্রভুর কাছ থেকে চিহ্ন দেখতে চেয়েছিলেন?

ঈশ্বর গিদিয়োনকে ‍ব্যবহার করছেন এই বিষয় নিয়ে গিদিয়োন সন্দেহ করতেই থাকলেন, কিন্তু ঈশ্বর তার প্রতি ধৈর্যশীল ছিলেন এবং পরবর্তীতে তিনি ঈশ্বরের কাছ থেকে যেসব চিহ্ন দেখতে চেয়েছিলেন সেসবই তিনি গিদিয়োনকে দেখালেন।

ভেড়ার লোম কি?

এটি হল পশমের একটি পাতা যেটি ভেড়ার লোম থেকে তৈরী করা হয়।

বর্তমানে আমরা কি ঈশ্বরকে পরীক্ষা করার জন্য "ভেড়ার লোম" স্থাপন করব?

না, ঈশ্বর কখনই আমাদেরকে এমন কিছু করতে বলেন নি। ভেড়ার লোম দিয়ে পরীক্ষা করার বিষয়টি গিদিয়ো়নের চিন্তা ছিল, আর ঈশ্বর তার সমস্ত সন্দেহ দূর করেছিলেন এবং অনুরোধগুলো রেখেছিলেন। কিন্তু যদি আমরা সাহায্যের জন্য আমাদের পরিস্থিতির দিকে তাকাই, তাহলে আমরা সুযোগ-সন্ধানী ঘটনাগুলো অথবা শত্রুর ছলনার মাধ্যমে বিভ্রান্ত হতে পারি। ঈশ্বরের সামনে ভেড়ার লোম দেয়ার চাইতে আমাদের প্রাথমিকভাবে বাইবেলের দিকে লক্ষ্য দেয়া উচিত। আমাদের অন্তরে পবিত্র আত্মা যা বলেন সেটিও আমদের শোনা উচিত।

আমার দাস ইয়োব

কেন আপনারা শয়তানকে এমন ভয়ঙ্করভাবে উপস্থাপন করলেন?

আমরা চেয়েছি যাতে শয়তানকে দারুণ একজন ভিলেন হিসেবে নয় বরং সে যে শয়তান সে বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠুক। তার চেহারার ভঙ্গিগুলো ঈশ্বর এবং তাঁর লোকদের বিরুদ্ধে তার রাগকে প্রকাশ করে। "ইয়োব" এর পর্বটি স্পষ্টভাবে দেখায় যে,ঈশ্বর শয়তানের চাইতে অনেক বেশি শক্তিশালী। এছাড়াও, বাইবেল প্রকাশ করে যে, এমনকি যদি কোন শিশু যীশুতে বিশ্বাস করে তাঁর নাম ঘোষণা করে এবং আত্মিক কোন আক্রমণ করতে চায় তাহলে সেও শয়তানের উপর কর্তৃত্ব করতে পারবে। শিশুরা যীশুর নামের শক্তিতে বিশ্বাস করতে পারে!

অবশ্যই মনে রাখবেন যে, সুপারবুকের পর্বগুলো ৭ থেকে ১২ বছর বয়সীদের বাচ্চাদের জন্য তৈরী করা হয়েছে । তবে, শিশুরা যেহেতু ভিন্নভাবে আধ্যাত্মিক বিষয়ে বৃদ্ধি পায়, নাটকীয় ঘটনাগুলোর প্রতি সংবেদনশীল হয় এবং যেভাবে তারা কোন অনুষ্ঠান দেখে অভ্যস্ত থাকে, সেজন্য আমরা সুপারিশ করি যে, তাদের বাবা-মা তাদের সন্তানের জন্য কোন পর্বটি উপযোগী হবে সে বিষয়টি বিবেচনা করুক। কয়েকটি পর্বের ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে, অভিভাবকরা যেন তাদের সন্তানদেরকে সে পর্বগুলো দেখানোর আগে নিজে সেগুলো দেখে নেন।

কেন স্বর্গের স্বর্গদূতেরা শয়তানকে "অভিযোগকারী (বিপক্ষ)" হিসেবে সম্মোধন করছিল?

বাইবেল ইয়োব পুস্তকে প্রকাশ করে যে, শয়তান হল “অভিযোগকারী(বিপক্ষ)”। এছাড়াও, বাইবেল আমাদের বলে যে, অভিযোগকারী (বিপক্ষ) আমাদের পবিত্র এবং সর্বশক্তিমান ঈশ্বরের সামনে যাবার সাহস করেছে: একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তাঁদের সঙ্গে উপস্থিত হল। (ইয়োব ১: ৬ এনএলটি)। এছাড়াও, প্রকাশিত বাক্য শয়তানকে "অভিযুক্তকারী" হিসেবে সম্মোধন করে। এটি বলে, তারপর আমি স্বর্গ থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলাম, “এখন উদ্ধার, শক্তি ও আমাদের ঈশ্বরের রাজ্য আর তাঁর মশীহের ক্ষমতা উপস্থিত হয়েছে, কারণ যে আমাদের ভাইদের দোষ দিত তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ঈশ্বরের সামনে সে দিনরাত তাদের দোষ দেখাত। (প্রকাশিত বাক্য ১২:১০ এনএলটি)

শয়তানের আরেকটি নাম হল "দিয়াবল", যার অর্থ "অভিযুক্তকারী" বা "নিন্দুক।" যীশু যখন লোকদেরকে শয়তানের বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন, সে কখনও সত্যে বাস করে নি, কারণ তার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা কথা বলে তখন সে তা নিজে থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী আর সমস্ত মিথ্যার জন্ম তার মধ্য থেকেই হয়েছে। (যোহন ৮:৪৪ এনএলটি)।

ইয়োব যখন তার সন্তানদের মৃত্যু ও সম্পত্তির ক্ষয়ক্ষতির কথা জানতে পেরে চিৎকার করলেন, তখন কি তিনি ঈশ্বরের উপর রাগ করেছিলেন?

ঈশ্বরের প্রতি ইয়োবের কোন রাগ ছিল না। তিনি তার অন্তরের তীব্র ব্যাথা এবং দুঃখ প্রকাশ করেছিলেন। বাইবেল বলে যে, এই সব হলেও ইয়োব পাপ করলেন না কিম্বা ঈশ্বরকে দোষী করলেন না।(ইয়োব ১:২২ এনএলটি)।

ইয়োব কেন তার পোশাক ছিঁড়ে ফেললেন?

ইয়োব তার ছেলে ও মেয়েদের মৃত্যুর খবর জানতে পেরে তার যন্ত্রণা প্রকাশ করেছিলেন। বাইবেল আমাদের বলে, এই কথা শুনে ইয়োব উঠে মনের দুঃখে তাঁর কাপড় ছিঁড়লেন এবং মাথা কামিয়ে ফেললেন। (ইয়োব ১:২০ এনএলটি)। ইয়োব যে সময়ে বেঁচে ছিলেন ও অঞ্চলে বাস করতেন , সেখানে কোন ব্যক্তি নিজের কাপড় ছিঁড়ে ফেললে সেটিকে দুঃখ প্রকাশের একটি ধরন হিসেবে দেখা হতো।

ইয়োব কেন মাথা ও দাড়ি কামিয়ে ফেললেন?

ইয়োব তার ছেলে-মেয়েদেরকে হারানোর শোক প্রকাশ করার জন্য এটি করেছিলেন। তখনকার সময়ে প্রিয়জন হারানোর শোক প্রকাশের জন্য কোন ব্যক্তির নিজের মাথার চুল ও দাড়ি কামিয়ে ফেলাটা ছিল একটি প্রচলিত সাংস্কৃতিক রীতি।

কেন শয়তান ক্লান্ত একজন ভ্রমণকারীর ভান করল?

ইয়োব যেসব বিপদের সম্মুখীন হয়েছিলেন সেগুলোর প্রতি তার প্রতিক্রিয়া কেমন সে বিষয়ে শয়তান জানতে চেয়েছিল। ইয়োব ঈশ্বরকে দোষ দিচ্ছেন কিনা সেই বিষয়ে সে জানতে চেয়েছিল। যদিও যা কিছু হয় সেসবই ঈশ্বর জানেন, কিন্তু শয়তান তার জ্ঞান এবং ক্ষমতায় সীমাবদ্ধ, তাই কি ঘটছে সেটি জানার জন্য শয়তানকে ইয়োবের কাছে যেতে হয়েছিল।

শয়তান "চামড়ার বদলে চামড়া" বলতে কী বোঝাতে চেয়েছিল?

ইয়োবের সময়ে আপাতদৃষ্টিতে এটি একটি প্রচলিত উক্তি ছিল এবং দেখা যাচ্ছে যে, শয়তান ইয়োবকে এভাবে দোষারোপ করছিল যে, ইয়োবের নিজের জীবনের কোন সমস্যা হয় নি বলে সে ঈশ্বরকে দোষারোপ করে নি। যদি তা হতো তাহলে সে অবশ্যই ঈশ্বরকে দোষ দিতো। অন্য কথায়, শয়তান অভিযোগ করেছিল যে, ইয়োব বেশিরভাগ সময়েই নিজের ‘‘ত্বক’’ বাঁচানো নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

শয়তান কীভাবে ইয়োবের শরীরে ঘা দিতে পেরেছিল?

একজন স্বর্গদূত হিসাবে, শয়তানের ক্ষমতা ছিল যা ভাল অথবা খারাপ কাজের জন্য ব্যবহার করা যেতো। যখন ঈশ্বর প্রথম শয়তানকে লুসিফার হিসেবে সৃষ্টি করেছিলেন, তখন তার ক্ষমতাগুলো সবসময় ভালোর জন্য ব্যবহার করা হতো। কিন্তু শয়তান ইয়োবকে আক্রমণ করে তার ক্ষমতার অপব্যবহার করল। আমাদের প্রত্যেকেরই এমন ক্ষমতা রয়েছে যা কেবল ভালোর জন্য ব্যবহার করা উচিত- যাতে এর মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ পায় এবং মানুষের উপকার হয়।

ইয়োবের বন্ধুরা কেন তাকে পাপের অভিযোগ দিয়েছিল?

তাদের এই ভুল বিশ্বাস ছিল যে, যদি কেউ পাপ করে থাকে তাহলে তাকে যন্ত্রণাভোগ করতে হয়।

ইয়োব কেন তার বন্ধুদের উপর এত রেগে গেলেন?

ইয়োব তার সন্তানদেরকে হারিয়ে এবং তার শরীরের তীব্র ঘা-গুলোর যন্ত্রণা সহ্য করছিলেন। এর উপরে, তার বন্ধুরা — তাকে সান্ত্বনা দেবার বদলে — তাকে ভুলভাবে দোষারোপ করে তার যন্ত্রণা আরও বাড়িয়ে দিল।

ঈশ্বর যখন জগতের সৃষ্টি সম্পর্কে ইয়োবকে প্রশ্ন করেছিলেন, তখন আপনারা পৃথিবীর কোন জায়গাটি দেখিয়েছিলেন? এটিকে দেখে বর্তমানে পৃথিবীর কোনো জায়গার মতো মনে হয় নি।

বাইবেল পণ্ডিতরা বিশ্বাস করেন যে, প্রথম যখন পৃথিবী সৃষ্টি করা হয়েছিল, তখন শুধুমাত্র বিশাল এক ভূমি ছিল। বাইবেল আমাদের সৃষ্টির তৃতীয় দিন সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো বলে: এর পর ঈশ্বর বললেন, “আকাশের নীচের সব জল এক জায়গায় জমা হোক এবং শুকনা জায়গা দেখা দিক।” আর তা-ই হল। ঈশ্বর সেই শুকনা জায়গার নাম দিলেন ‘‘ভূমি’’, আর সেই জমা হওয়া জলের নাম দিলেন ‘‘সমুদ্র’’। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। (আদিপুস্তক ১:৯-১০ এনএলটি)। সেই ভূমি নোহের সময়ের ধ্বংসাত্মক মহাবন্যার সময় বিভক্ত হয়ে মহাদেশে পরিণত হয়েছিল।

একজন প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও ইয়োব কীভাবে আরও ১৪০ বছর বেঁচে ছিলেন?

পৃথিবী সৃষ্টির পরের সময়গুলোতে মানুয়ের আয়ু অনেক বছর পর্যন্ত ছিল। বাইবেলে লেখা আছে যে, নোহের মহাবন্যার আগে মানুষ কয়েক শত বছর বেঁচে থাকতো। বন্যার পরেও মানুষ কয়েশত বছর বেঁচে থাকতো, কিন্তু তাদের আয়ু ধীরে ধীরে কমতে শুরু করে। যাইহোক, বাইবেল বলে যে, আব্রাহাম ১৭৫ বছর বেঁচে ছিলেন, এবং ইসহাক ১৮০ বছর বেঁচে ছিলেন। এটা হতে পারে যে, ইয়োব মহাবন্যার কিছু সময় পরেও বেঁচে ছিলেন, তাই তার এতদিন বেঁচে থাকার বিষয়টি অস্বাভাবিক কিছু নয়।

পিতৃপুরুষদের দীর্ঘদিন বেঁচে থাকার আরও একটি কারণ হতে পারে যে, তাদের ডিএনএতে প্রায় নিখুঁত ছিল। যখন ঈশ্বর আদম ও হবাকে সৃষ্টি করেছিলেন, তখন তাদের ডিএনএ নিখুঁত ছিল, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মগুলোতে ক্রমবর্ধমান জেনেটিক পরিবর্তন হতে পারে যা তাদের বার্ধক্যের প্রক্রিয়া এবং রোগাক্রান্ত হবার জন্য বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ হতে পারে। এটাও হতে পারে যে, নোহের সময়ে পৃথিবীজুড়ে বন্যা হওয়ার পর, পৃথিবীতে পরিবেশগত এবং খাদ্যতালিকাগত চ্যালেঞ্জের পাশাপাশি অসুস্থতা এবং রোগ-বালাইয়ের ঝুঁকির মত বড় ধরনের কোন পরিবর্তন ঘটেছে।

অপব্যয়ী পুত্র

কীভাবে মীখায়েলের মত একটি ছোট ছেলেকে পরিবারের ভেড়াগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল?

যদিও একটি ভেড়ার পালকে দেখাশোনা করা খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং দায়িত্ব ছিল, তবে প্রাচীনকালে একজন ছেলের মেষপালক হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। এর একটি উদাহরণ হল পুরাতন নিয়মের দায়ূদ। তিনি আটজন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন, কিন্তু তিনি তাদের ভেড়া ও ছাগলের দেখাশোনার দায়িত্বে ছিলেন। বাইবেল আমাদের বলে যে, ঈশ্বর ইস্রায়েলের ভবিষ্যৎ রাজাকে অভিষিক্ত করার জন্য শমূয়েল ভাববাদীকে পাঠালেন, তারপর শমূয়েল যিশয়কে জিজ্ঞাসা করলেন,‘‘ “এরা ছাড়া কি তোমার আর ছেলে নেই?” যিশয় বললেন, “সবচেয়ে ছোটটি বাকী আছে; সে ভেড়া চরাচ্ছে।”(১ম শমূয়েল ১৬:১১এনএলটি)

মেষপালক হওয়ার কাজটির অনেক চাহিদা থাকা সত্ত্বেও এটি ছিল অত্যন্ত নম্র এবং নিঃসঙ্গ একটি কাজ। এটা হতে পারে যে, বড় ভাইয়েরা আরও সম্মানজনক কোন দায়িত্বের কাজ পছন্দ করতেন।

আপনারা কেন অপব্যয়ী পুত্রের মন্দ আচরণগুলো দেখিয়েছেন?

সুপারবুকের পর্বগুলো তৈরি করার সময় সেগুলো যাতে বাইবেল অনুসারে, ইতিহাসগত এবং সাংস্কৃতিকগত ভাবে সঠিক হয় সেটিই আমাদের অন্যতম লক্ষ্য। "হারানো ছেলের" পর্বটির ক্ষেত্রে, আমরা অপব্যয়ী পুত্রের এই পৃথিবীর মন্দ দিকগুলোকে অনুসরণ করার ফলে যেভাবে তার জীবনে খারাপ পরিস্থিতিগুলো এসেছিল সেই মোড়গুলোকে বাস্তভিত্তিকভাবে দেখাতে চেয়েছি। আমরা তার বেপরোয়া আচরণের ভয়াবহ পরিণতিগুলোও দেখাতে চেয়েছি। অন্যদিকে, আমরা অশ্লীল বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক থেকেছি।

এছাড়া, যীশু যখন হারানো ছেলের দৃষ্টান্ত বলেছিলেন, তখন যারা তার কথা শুনছিল তারা খুব সহজেই গল্পের মূল বিষয়গুলো বুঝতে পেরেছিল। যাইহোক, যেহেতু বর্তমানের শ্রোতারা একটি ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন যুগে বাস করছে, তাই তারা হয়তো এই গল্পের কিছু প্রয়োগমূলক বিষয়গুলো বুঝতে পারবে না। এই সমস্যা সমাধানে আমরা "দূর দেশে" হারানো ছেলের "বেপরোয়া জীবন" এর একটি চিত্রভিত্তিক রূপ দেখিয়েছি (লূক ১৫:১৩ এনএলটি)। তবে, শিশুরা যেহেতু ভিন্নভাবে আধ্যাত্মিক বিষয়ে বৃদ্ধি পায়, নাটকীয় ঘটনাগুলোর প্রতি সংবেদনশীল হয় এবং যেভাবে তারা কোন অনুষ্ঠান দেখে অভ্যস্ত থাকে, সেজন্য আমরা সুপারিশ করি যে, তাদের বাবা-মা তাদের সন্তানের জন্য কোন পর্বটি উপযোগী হবে সে বিষয়টি বিবেচনা করুক। এই ডিভিডির জন্য, আমরা লাল রঙের লেখায় অভিভাকদের জন্য গুরুত্বপূর্ণ নোট দিয়েছি যাতে এই পর্বটি তারা তাদের বাচ্চাদের দেখানোর আগে নিজেরা দেখে যাচাই করে নেয়। এই মেসেজটি ডিভিডি খাপ বা কভারের সাথে এবং পারিবারিক আলোচনা সহায়িকায় ছাপা আছে।

শূকরদের যে শুঁটি দেয়া হয়েছিল সেগুলো কি ছিল?

শুঁটি হয়তো ক্যারব বা পঙ্গপাল গাছের ফল ছিল। শুঁটি মাটিতে ফেলে দিয়ে পশুদের খাওয়ানো হতো।

পর্বের শেষে দেয়া বাইবেলের পদটি কি ছিল?

এই পদটি গীতসংহিতা ১০৩:৮ পদে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ‘‘সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময়; তিনি সহজে অসন্তুষ্ট হন না, তাঁর অটল ভালবাসার সীমা নেই।" (এনএলটি)।

এলিয় এবং বাল দেবতা

বাল কে ছিল?

প্রাচীন ইস্রায়েলে কনীনয়রা বাল নামের একটি মিথ্যা দেবতার পূজা করতো। যেমন "এলিয় এবং বাল দেবতার ভাববাদীরা" পর্বে দেখা যায়, লোকেরা এমন মূর্তি তৈরি করেছিল যার কাছে তারা প্রার্থনা করবে, বলি উৎসর্গ করবে এবং আরাধনা করবে।

কতদিন ধরে বৃষ্টি হয়নি?

এলিয় যখন বৃষ্টি হবে না বলে ঘোষণা করলেন তখন ঈশ্বর সেই অঞ্চলে কোন বৃষ্টি হতে দিলেন না এবং সেখানে সাড়ে তিন বছর ধরে কোন বৃষ্টি হয় নি। বাইবেল আমাদের বলে, "এলিয় আমাদের মতই একজন মানুষ ছিলেন। তিনি আকুল ভাবে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, আর সাড়ে তিন বছর দেশে বৃষ্টি হয় নি।" (যাকোব ৫:১৭ এনএলটি)।

কেন তারা একটি ষাঁড় বলি দিল?

পশু উৎসর্গ করা প্রাচীন ধর্মগুলোর একটি অংশ ছিল, এমনকি ঈশ্বর ইস্রায়েল জাতিকে যে আইন দিয়েছিলেন তাতেও পশু উৎসর্গ করার বিষয়টি ছিল। বাইবেল ব্যাখ্যা দেয় যে, “মোশির আইন-কানুন মতে প্রায় প্রত্যেক জিনিসই রক্তের দ্বারা শুচি করা হয় এবং রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না। রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না। "(ইব্রীয় ৯:২২ এনএলটি) এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে, মোশীর আইনের উৎসর্গের জন্য যে বলির বিষয়টি ছিল সেটি পরবর্তীতে যীশুর দিকেই ইঙ্গিত করছিল, কারণ যীশু আমাদের পাপের জন্য ক্রুশে রক্ত দিয়েছিলেন। যীশু আমাদের পাপের জন্য চূড়ান্তভাবে বলি হয়েছেন, তাই এখন আর কোন বলি দেবার প্রয়োজন নেই।

এলিয় কেন সেই বলির উপর এবং উৎসর্গের জন্য কাঠের উপর এত জল দিয়েছিলেন?

তিনি সেগুলোকে এমনভাবে প্রস্তুত করতে চেয়েছিলেন যাতে সেগুলোতে আগুন ধরানো কঠিন হয়ে ওঠে এবং কোন সন্দেহ ছাড়াই প্রমাণ হয় যে, ঈশ্বর একটি অলৌকিক কাজ করেছেন।

আপনারা কেন কর্মিল পাহাড়ে বাল দেবতার মূর্তিপূজাকারী নবীদের সংখ্যা এত বেশি দেখিয়েছেন?

আমরা এটা স্পষ্টভাবে এটা দেখাতে চেয়েছিলাম যে, তাদের বাল দেবতা এত বড় এবং তার এত বেশি উপাসনাকারী এবং নবী থাকা সত্ত্বেও, তাদের মিথ্যা দেবতা তাদেরকে কোন উত্তরই দেয় নি।

আপনারা কেন বাল দেবতার নবীদের মৃত্যু দেখাননি ?

বাইবেলের গল্পের মূল বিষয় ছিল, ইস্রায়েলের ঈশ্বর প্রমাণ করলেন যে, তিনিই একমাত্র সত্য ঈশ্বর , এবং মানুষের কেবল তাঁরই আরাধনা করা উচিত। বাল দেবতার নবীদের কী হয়েছিল তা দেখানোর প্রয়োজন ছিল না।

যেহেতু লোকেরা বাল নামের মিথ্যা এক দেবতার উপাসনা করছিল, তাহলে কেন আপনারা ইস্রায়েলের প্রকৃত ঈশ্বরের হিব্রু নাম ‘‘ইয়াওয়ে’’ শব্দটি উল্লেখ করেন নি?

যখনই সুপারবুকের পর্বগুলোতে বাইবেলীয় ব্যক্তিরা শাস্ত্রের উল্লেখ করা কোন কিছু বলেন, তখন তাদের কথাগুলো সরাসরি নিউ লিভিং ট্রান্সলেশন, সমসাময়িক ইংরেজি সংস্করণ বা নিউ কিং জেমস ভার্সন থেকে নেওয়া হয়। বাইবেলের এই সংস্করণগুলো ইস্রায়েলের ঈশ্বরকে বোঝাতে সদাপ্রভু শব্দটি ব্যবহার করে, যা তার ব্যবস্থার নাম, ইয়াওয়ে-কে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, সাধারণ ভাষা সংস্করণে, এলিয় লোকদের সামনে গিয়ে বললেন, “আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি সদাপ্রভুই ঈশ্বর হন তবে তাঁর সেবা কর, আর যদি বাল দেবতাই ঈশ্বর হন তবে তাঁর সেবা কর।” কিন্তু লোকেরা কোন উত্তর দিল না।’’ (১ম রাজাবলি ১৮:২১)

যোহন বাপ্তাইজকের জন্ম

ধূপ উৎসর্গ কি?

ঈশ্বরের আদেশ অনুযায়ী মন্দিরের যে জায়গায় পবিত্র ধূপ জ্বালানো হতো সেটিই ছিল ধূপ বেদী। যখন গরম কয়লার উপর ধূপ দেওয়া হতো, তখন এটি একটি মিষ্টি সুগন্ধ ছড়াতো যা উপরের দিকে উঠত। ধূপ উৎসর্গ ছিল ঈশ্বর কাছে মানুষের প্রার্থনার চিহ্ন। মন্দিরে থাকা ধূপ উপরের দিকে ওঠার অর্থ ছিল ইস্রায়েলীয়দের প্রার্থনা উপরে ঈশ্বরের সিংহাসনের সামনে যাচ্ছে। দায়ূদের একটি গীত মন্দিরে ধূপ নিবেদনের সাথে তার প্রার্থনার সামঞ্জস্য তুলে ধরে: ‘‘আমার প্রার্থনা যেন সুগন্ধি ধূপের মত, আমার হাত উঠানো যেন সন্ধ্যাবেলার উৎসর্গের মত তোমার সামনে উপস্থিত হয়।’’ (গীতসংহিতা ১৪১:২ এনএলটি) প্রকাশিত বাক্য পবিত্র ঈশ্বরের লোকদের প্রার্থনার সাথে পবিত্র ধূপের বিষয়টিও তুলে ধরে: ‘‘এর পর আর একজন স্বর্গদূত এসে বেদীর সামনে দাঁড়ালেন। তাঁর হাতে একটা সোনার ধূপদানী ছিল। তাঁকে প্রচুর পরিমাণে ধূপ দেওয়া হল যাতে তিনি সিংহাসনের সামনের সোনার বেদীর উপরে ঈশ্বরের সব লোকদের প্রার্থনার সঙ্গে সেই ধূপ উৎসর্গ করেন। সেই স্বর্গদূতের হাত থেকে ধূপের ধূমা ঈশ্বরের লোকদের প্রার্থনার সঙ্গে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল।"(প্রকাশিত বাক্য ৮:৩-৪ এনএলটি)

মন্দিরে যে আগুনের ধারাগুলো নেমেছিল এবং গাব্রিয়েল আসার পর যেগুলো গোলাকার আগুনে পরিণত হয়েছিল সেগুলো কি ছিল?

যিহিষ্কেল যাতে বিষ্মিত হয় সেজন্য আমরা গাব্রিয়েলের প্রবেশের বিষয়টিকে নাটকীয় ও শক্তিশালী হিসেবে দেখানোর জন্য সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি।

আপনারা কেন গাব্রিয়েলকে ডানাযুক্ত একজন স্বর্গদূত হিসেবে দেখিয়েছেন?
সুপারবুকের সিরিজে আমরা স্বর্গদূতদের বিষয়ে প্রচলিত ধারণা অনুযায়ী সৃজনশীল অনুমতি ব্যবহার করে তাদেরকে ডানাযুক্ত স্বর্গদূত হিসেবে দেখিয়েছি। সারাবিশ্বের প্রায় সব মানুষই স্বর্গদূতদেরকে ডানা আছে এমন ছবি দেখেছে। আমরা চেয়েছি যাতে তারা স্বর্গদূতদেরকে যেমন ছবি দেখে অভ্যস্ত সেভাবেই স্বর্গদূতদেরকে দেখানোর জন্য যাতে তারা সুপারবুক দেখে খুব সহজেই বুঝতে পারে।

বাইবেলের বেশ কয়েকটি পদ রয়েছে যেগুলো ডানাযুক্ত স্বর্গীয় প্রাণীদের বিষয়ে বর্ণনা করে: উদাহরণস্বরূপ, প্রকাশিত বাক্য ঈশ্বরের সিংহাসনের চারপাশে থাকা জীবন্ত প্রাণীদের বিষয়ে বলে: সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মত পরিষ্কার একটা কাচের সমুদ্র ছিল। কেন্দ্রে এবং সিংহাসনের চারপাশে চারটি জীবিত প্রাণী ছিল, প্রতিটি চোখ, সামনে এবং পিছনে আবৃত ছিল" (প্রকাশিত বাক্য ৪:৬ এনএলটি)। তারাই ‘‘পবিত্র, পবিত্র, পবিত্র...’’ বলে গান করছিল। বাইবেল বলে যে, এই চারজন জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল এবং সব জায়গা চোখে ভরা ছিল। সেই প্রাণীরা দিনরাত এই কথাই বলছিলেন, “সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন, তিনি পবিত্র, পবিত্র, পবিত্র।” (প্রকাশিত বাক্য ৪:৮ এনএলটি)

এছাড়া, ঈশ্বর যখন মোশিকে সাক্ষ্য সিন্দুকের জন্য নির্দেশনা দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে, করূবদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া থাকবে : “তাদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া থাকবে এবং তার ছায়ার নীচে থাকবে সিন্দুকের ঢাকনাটা। করূবেরা সামনাসামনি দাঁড়িয়ে থাকবে এবং তাদের চোখ থাকবে ঢাকনাটার দিকে।" (যাত্রাপুস্তক ২৫:২০)।

নবী যিশাইয় লিখেছিলেন: “যে বছরে রাজা উষিয় মারা গেলেন সেই বছরে আমি দেখলাম প্রভু খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তাঁর রাজ-পোশাকের নীচের অংশ দিয়ে উপাসনা-ঘরটা পূর্ণ ছিল। তাঁর উপরে ছিলেন কয়েকজন সরাফ; তাঁদের প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল। -দু’টি ডানা দিয়ে তাঁরা মুখ আর দু’টি ডানা দিয়ে পা ঢেকে ছিলেন এবং আর দু’টি ডানা দিয়ে তাঁরা উড়ছিলেন।’’ (যিশাইয় ৬:১-২ এনএলটি)

কেন সখরিয় এবং ইলীশাবেতের সন্তানের নাম যোহন রাখা হয়েছিল?

যোহন নামের অর্থ ‘‘ঈশ্বর একজন দয়ালু দাতা।’’ এটি হয়ত সখরিয় এবং ইলীশাবেত বৃদ্ধ হয়ে যাওয়া এবং ইলীশাবেত বন্ধ্যা হওয়া সত্ত্বেও তাদের উপর ঈশ্বর অলৌকিকভাবে যে অনুগ্রহ করেছেন সেই বিষয়টির একটি উল্লেখ হতে পারে।

সখরিয় কেন কথা বলতে পারছিলেন না? এটা কি কোন শাস্তি ছিল?

ভবিষ্যদ্বাণীটি সত্যিই হবে কিনা এই বিষয়ে সখরিয় জানতে চেয়েছিলেন। তার কিছু দিনের জন্য কথা না বলতে পারার বিষয়টি প্রমাণ করে যে, ঈশ্বরের কথা সত্য হবে এবং সেই ভবিষ্যদ্বাণীটিও সত্য হবে।

যে সাদা আলো মন্দির থেকে বেরিয়ে এসে পুরোহিতদের হাত দিয়ে বয়ে যাচ্ছিল সেটি কি ছিল?

মন্দির থেকে বয়ে আসা পবিত্র আত্মার প্রকাশ্য উপস্থিতিটি দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। ঈশ্বরের আত্মা লোকদেরকে দয়া করলেন এবং আশীর্বাদ করলেন। ঈশ্বর আদেশ করেছিলেন যে, ইস্রায়েলের লোকদেরকে আশীর্বাদ করার জন্য পুরোহিতেরা এই কথাগুলো বলবেন: সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন; সদাপ্রভুর দয়া আলোর মত তোমার উপর পড়ুক; তাঁর করুণা তোমার উপর থাকুক। সদাপ্রভু তাঁর মুখ তোমার দিকে ফিরান এবং তোমাকে শান্তি দিন।’’ (গণনাপুস্তক ৬:২২-২৭ এনকেজেভি)। একে বলা হয় পুরোহিতের আশীর্বাদ।

পুরোহিতরা যখন যাজকীয় আশীর্বাদ দিচ্ছিলেন তখন তাদের হাত ধরে থাকার তাৎপর্য কী?

মূল যিহূদী ঐহিত্য অনুযায়ী পুরোহিতরা হাতের একটি চিহ্ন তৈরী করেছিলেন। হাতের চিহ্নটি হিব্রু অক্ষর "শিন"-কে বোঝায়, যেটি দেখতে ইংরেজি শব্দ ‘W’ এর মতো এবং শুনতে ‘‘শি’’ এর মতো শোনায়। হাতের চিহ্নটি, তখনকার হিব্রু শব্দ "শাদ্দাই" কে বোঝায়। "এল শাদ্দাই" হল ঈশ্বরের একটি হিব্রু নাম, যার অর্থ "সর্বশক্তিমান"। এটিকে "সদা-সর্বস্ব" হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এটি ঈশ্বরের শক্তি ও তাঁর লোকদের আশীর্বাদ করার ক্ষমতাকে বোঝায়।

যে সাদা আলো মন্দির থেকে বেরিয়ে এসে পুরোহিতদের হাত দিয়ে বয়ে যাচ্ছিল সেটি কি ছিল?

মন্দির থেকে বয়ে আসা পবিত্র আত্মার প্রকাশ্য উপস্থিতিটি দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। ঈশ্বরের আত্মা লোকদেরকে দয়া করলেন এবং আশীর্বাদ করলেন। ঈশ্বর আদেশ করেছিলেন যে, ইস্রায়েলের লোকদেরকে আশীর্বাদ করার জন্য পুরোহিতেরা এই কথাগুলো বলবেন: সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন; সদাপ্রভুর দয়া আলোর মত তোমার উপর পড়ুক; তাঁর করুণা তোমার উপর থাকুক। সদাপ্রভু তাঁর মুখ তোমার দিকে ফিরান এবং তোমাকে শান্তি দিন।’’ (গণনাপুস্তক ৬:২২-২৭ এনকেজেভি)। একে বলা হয় পুরোহিতের আশীর্বাদ।

সখরিয় যখন কথা বলতে পারছিলেন না তখন তিনি লেখার জন্য কোন ধরনের ফলক ব্যবহার করেছিলেন?

সখরিয় যখন বেঁচে ছিলেন সেই সময়ে লোকেরা মাটি এবং মোমের ফলক দুটোই ব্যবহার করতো। আমরা সখরিয়কে মাটির ফলক ব্যবহার করতে দেখিয়েছি। একটি ফলকের সমান্তরাল কাঠের অংশে মাটি দিয়ে ভরাট কিছু জায়গা থাকবে। স্টাইলাস নামের একটি ছোঁচালো জিনিস দিয়ে সেই মাটিতে লেখা যেতো। লেখার ফলকগুলোর সাথে প্রায়ই একটি কাঠের আবরণ ঢিলেঢালাভাবে লাগানো থাকতো।

মরিয়ম স্বর্গদূত গাব্রিয়েলকে যে প্রশ্ন করেছিলেন সেটি কীভাবে সখরিয়ের প্রশ্নের চাইতে আলাদা ছিল?

দেখা যাচ্ছে যে, সখরিয় স্বর্গদূতের বলা কথায় যেটি মূলত ঈশ্বরের কাছ থেকে এসেছিল তাতে সন্দেহ করেছিলেন। অন্যদিকে, মরিয়ম এই ভবিষ্যদ্বাণী নিয়ে সন্দেহ করেন নি - তিনি শুধু এই ভেবে অবাক হয়েছিলেন যে, এটা কী করে সম্ভব!

যখন ইলীশাবেত মরিয়মকে দেখলেন তখন তার চেহারায় যে উজ্জ্বলভাব ছিল সেটি কি ছিল?

ইলীশাবেতকে পবিত্র আত্মায় পূর্ণ হিসেবে দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। মরিয়ম যখন ইলীশাবেতকে শুভেচ্ছা জানিয়েছিলেন তখন কী ঘটেছিল সেই বিষয়ে বাইবেল আমাদের এই বলে: "ইলীশাবেত যখন মরিয়মের কথা শুনলেন তখন তাঁর গর্ভের শিশুটি নেচে উঠল। তিনি পবিত্র আত্মাতে পূর্ণ হলেন’’ (লূক ১:৪১ এনএলটি)।

নামান এবং দাসী

মেয়েটিকে কেন দাসী বানানো হল?

নামানের সৈন্যরা ইস্রায়েলকে আক্রমণ করেছিল এবং তাদের সাথে যুদ্ধ করেছিল। এক যুদ্ধের সময়, কিছু ইস্রায়েলীয়দের বন্দী করা হয়েছিল, এবং সেই সময়ে তাদেরকে প্রায়ই বন্দী করে অন্য দেশে চাকর হিসেবে নিয়ে যাওয়া হতো। ঐ ছোট মেয়েটিকে নামানের স্ত্রীর দাসী হিসেবে নেওয়া হয়েছিল। বাইবেল আমাদের বলে, "অরামীয় হানাদারেরা দলে দলে ইস্রায়েল দেশে যেত। একবার তারা একটা ছোট মেয়েকে বন্দী করে নিয়ে এসেছিল। সে নামানের স্ত্রীর দাসী হয়েছিল।" (২য় রাজাবলি ৫:২, এনএলটি)

কেন আপনারা জম্বিদের উপর এবং "অ্যাপোক্যালিপসের জম্বি" ভিডিও গেমের উপর এত জোর দিয়েছেন?

"সুপারবুক" এর প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে একটি হল যীশু খ্রীষ্টের জন্য সারাবিশ্বের অবিশ্বাসীদের কাছে পৌঁছানো। এটি করার জন্য, আমাদেরকে অবিশ্বাসীদের সাথে সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক হতে হবে। বর্তামান বিশ্বে, "জম্বিস" বিশ্ব বাজারের গেম ও চলচ্চিত্রের একটি অন্যতম জনপ্রিয় একটি অংশ জুড়ে রয়েছে। যাইহোক, প্রিন্স এবং জয়া স্পষ্ট করে বলেছিল যে, জম্বিদের কোন অস্তিত্ব নেই, এবং জয়া বলেছে যে, প্রিন্সের বাবা-মা তাকে গেমটি খেলতে দিতে চায় না। তবুও, প্রিন্স, জয়া এবং গিজমো যখন নামান এবং তার খারাপ চর্মরোগ দেখে, তারা খুব ভয় পেয়ে পালিয়ে যায়। এমনকি গিজমো নিজেকে একজন জম্বি ভেবেছিল। কিন্তু ঈশ্বর চান যেন আমরা ভয় না পাই। বাইবেল আমাদের বলে, "ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেন নি; তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে।" (২য় তীমথিয় ১:৭, এনএলটি)।

সিরিয়ার রাজার পাঠানো চিঠিটি কেন একটি পাথরের ফলকে লেখা হয়েছিল?

প্রায় ৮৫০ খ্রীষ্টপূর্বে নামানের সময়ে, কোন কিছু স্থায়ীভাবে লেখার জন্য প্রায়ই পাথরের ফলক ব্যবহার করা হতো। এটি নিশ্চিত করতো যে, সেই লেখাটিকে কখনও মুছে ফেলা যাবে না বা পরিবর্তন করা যাবে না। এমনকি তারও আগের সময়ে এর একটি উদাহরণ হল, যখন মোশী ঈশ্বরের কাছ থেকে দশ আজ্ঞা পেয়েছিলেন। বাইবেলে লেখা আছে, “তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি পাহাড়ের উপরে আমার কাছে উঠে এসে কিছুকাল এখানেই থাক। লোকদের শিক্ষা দেবার জন্য পাথরের যে ফলকের উপর আমি আইন-কানুন ও আদেশ লিখে রেখেছি তা আমি তোমাকে দেব।” (যাত্রাপুস্তক ২৪:১২, এনএলটি)।

রাজা জোড়াম কেন তার পোশাক ছিঁড়ে ফেললেন?

ইস্রায়েলীয় সংস্কৃতিতে, নিজের কাপড় ছিঁড়ে ফেলা ছিল তীব্র মানসিক যন্ত্রণার একটি প্রকাশ। যেহেতু রাজার নামানকে সুস্থ করার কোন ক্ষমতা ছিল না, তাই তার কাছে মনে হয়েছিল যে, চিঠিটি ইস্রায়েল এবং সিরিয়ার মধ্যে একটি ঝগড়া বাধানোর জন্য পাঠানো হয়েছে। এমনকি এটি সিরিয়ার সৈন্যবাহিনীর আক্রমণের অজুহাতও হতে পারতো। বাইবেলে লেখা আছে, “ইস্রায়েলের রাজা সেই চিঠি পড়েই তাঁর কাপড় ছিঁড়ে বললেন, “আমি কি ঈশ্বর? আমি কি মেরে ফেলে আবার জীবন দিতে পারি? চর্মরোগ থেকে সুস্থ হওয়ার জন্য কেন এই লোকটি আমার কাছে একজনকে পাঠিয়েছে? দেখ, কিভাবে সে আমার সঙ্গে ঝগড়া বাধাবার চেষ্টা করছে।'"(২য় রাজাবলি ৫:৭, এনএলটি) রাজা জোড়াম জানতেন না যে, সেই চিঠিটি আসলে ইলীশায়ের মধ্য দিয়ে অলৌকিক কাজ করার জন্য পাঠানো হয়েছে।

ইলীশায় কেন নামানকে সাতবার নদীতে স্নান করতে বলেছিলেন?

বাইবেলে, সাত সংখ্যাটি প্রায়ই শেষ বা পূর্ণতার চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা হতে পারে যে, নামানের বিশ্বাস, আনুগত্য এবং নম্রতা পরীক্ষার জন্য এমনটা করা হয়েছিল। নদীতে সাতবার স্নান করার বিষয়টি ইলীশায়ের প্রতি তার বাধ্যতাকে প্রকাশ করে। এটি আরও প্রকাশ করে যে, তিনি নম্র ছিলেন এবং ঈশ্বর যেভাবে কাজ করছিলেন তার বিপরীতে নিজের কোন দাবি রাখেন নি।

সপ্তমবার নদীতে স্নান করার সময় নামানকে যেগুলো ঘিরে ধরল সেগুলো কী ছিল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে নামানের চর্মরোগের সুস্থতার জন্য ঈশ্বরের অলৌকিক ক্ষমতাকে দেখিয়েছি।

কেন নামান তার সাথে ইস্রায়েলের মাটি নিয়ে গেল? কেন তিনি সিরিয়ার মাটিতে ইস্রায়েলের ঈশ্বরের জন্য একটি বেদী তৈরি করতে পারেন নি?

প্রাচীন মধ্যপ্রাচ্যে, অনেক লোক বিভিন্ন ধরনের দেবতাদের বিশ্বাস করতো, এবং তারা এটাও ভাবতো যে, একজন ব্যক্তি শুধু একটি দেবতা যেখানে থাকেন সেই জায়গাতেই তাঁর উপাসানা করতে পারবে অথবা সেই দেবতার জায়গা থেকে মাটি থেকে তৈরী কোন বেদীতে তার উপাসনা করতে পারবে। নামান বুঝতে পেরেছিলেন যে, ইস্রায়েলের ঈশ্বরই একমাত্র সত্য ঈশ্বর এবং তিনি সিরিয়ায় তাঁর উপাসনা করতে চেয়েছিলেন।

রূত

ফসল কাটার সময়, লোকেরা কি দিয়ে যব কাটছিল?

তারা ফসল তোলার জন্য কাস্তে নামের একটি প্রাচীন সরঞ্জাম ব্যবহার করছিল। একবার যীশু তাঁর একটি দৃষ্টান্তে একটি কাস্তের বিষয়ে উল্লেখ করেছিলেন, "দানা পাকলে পর সে কাস্তে লাগাল, কারণ ফসল কাটবার সময় হয়েছে।" (মার্ক ৪:২৯, এনএলটি)।

ফসল তোলার সময়, লোকটি কেন ঝুড়ি নাড়াচ্ছিল, এবং বাতাসে কী ভাসছিল?

সে একটি ঝুড়িভর্তি বার্লি এবং তুষ নাড়াচ্ছিল। বার্লি তুষের চেয়ে ভারী হওয়ায় সেটি ঝুড়িতে থেকে যেতো, কিন্তু তুষ বাতাসে উড়ে যেতো। গীতসংহিতার প্রথম গীত বলে, "কিন্তু দুষ্টেরা সেরকম নয়; তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ।" (গীতসংহিতা ১:৪, এনএলটি)।

মোয়াবীয়রা কারা ছিল?

তারা অব্রাহামের ভাগ্নে এবং লোটের বংশধর ছিল।

নয়মি কেন রূতকে বোয়সের পা থেকে চাদর সরিয়ে সেখানে শুয়ে পরতে বললেন?

তার পায়ের চাদর খুলে রাখা একটি সাংস্কৃতিক এবং আনুষ্ঠানিক বিষয় ছিল যেটি বোয়স আগে থেকেই জানতেন। রূত যখন বোয়সকে তার পায়ের উপর থেকে চাদর সরিয়ে দিয়েছিল তখন তিনি বোয়সের কাছে বিবাহের মাধ্যমে তার ‘‘দায়িত্ব’’ নেবার জন্য সাহায্য চেয়েছিলেন। বিয়ের মধ্য দিয়ে তার দায়িত্ব এবং ভরণ-পোষণের দায়িত্ব নেয়া হবে। রূত পুরাতন নিয়মের আজ্ঞাগুলোর ভিত্তিতে এই অনুরোধ করেছিলেন, তবে বোয়স এবং রূতের সম্পর্কের ক্ষেত্রে এই নিয়মটি সরাসরি কার্যকর ছিল না। তবুও দয়া এবং ভালবাসার কারণে,বোয়স যদি পারতেন তাহলে তিনি রূতকে বিয়ে করতে পারতেন।

বোয়স এবং রূত তাদের সম্পর্কের মধ্যে নৈতিকতা এবং সৎ চরিত্রের বিষয়টি বজায় রেখেছিলেন। তাদের বিষয়ে গ্রামবাসীর ভাল ধারণা ছিল, যখন বোয়স রূতকে বললেন,‘‘ তুমি ভয় পেয়ো না, তুমি যা চাইবে আমি তোমার জন্য তা-ই করব। আমার গ্রামের সকলেই জানে যে, তুমি একজন ভাল মেয়ে।" (রূত ৩:১১, এনএলটি)।

আপনারা কেন রূতের ক্ষেত্রে "জ্ঞাতি" এর পরিবর্তে "নিকট আত্মীয়" শব্দটি ব্যবহার করেছেন?

যদিও অনেক খ্রীষ্টিয়ানরা "জ্ঞাতি" এবং "দায়িত্ব-বহনকারী জ্ঞাতি" শব্দগুলোর সাথে পরিচিত, তবে অনেক শিশুরাই এই শব্দগুলো বুঝতে পারে না। সুপারবুকের সংলাপগুলো তৈরি করার সময়, আমরা এমন বাইবেল অনুবাদ ব্যবহার করার চেষ্টা করি যেটি শিশুদের জন্য সহজ এবং উপযুক্ত।

বিয়ের অনুষ্ঠানে কোন গান গাওয়া হচ্ছিল? গানের কথা এবং অনুবাদ কি?

কুমি লাছ

কুমি লাচ ’রায়তি, কুমি লাচ’ ইয়াফা শেলী, কি হিনে স্তাভ আভার হা’গেশেম কেভার চালাফ লো। (x২)

(ধুয়া) হা’নিজানিম নিরু বেরেজ ’এট জামির হেগিয়া, হা’তিনা চান্তা পেজা, ভে হাগফানিম স্মাদার।

(প্রথম অন্তরাটি পুনরায় গাওয়া হবে)

লাই লাই লাই লাই লাই (x২)

প্রিয়া আমার, ওঠো;

প্রিয়া আমার, ওঠো; উঠো, সুন্দরী আমার, আমার সঙ্গে এস।, দেখ, শীতকাল চলে গেছে এবং বর্ষা শেষ হয়েছে, চলেও গেছে।
মাঠে

(ধুয়া) মাঠে মাঠে ফুল ফুটেছে, এসেছে গানের মৌসুম; ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আঙ্গুল লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে।

(ছন্দটি পুনরায় গাও)

লাই লাই লাই লাই লাই (x২)

‘‘কুমি লাছ’’ হল শলোমনের এই গানের ভিত্তিতে তৈরী: “প্রিয়া আমার, ওঠো; সুন্দরী আমার, আমার সঙ্গে এস। দেখ, শীতকাল চলে গেছে; বর্ষা শেষ হয়েছে, চলেও গেছে। মাঠে মাঠে ফুল ফুটেছে, এসেছে গানের মৌসুম; আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আঙ্গুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। প্রিয়া আমার, ওঠো, এস; সুন্দরী আমার, এস আমার সঙ্গে।" (শলোমনের পরমগীত ২:১০-১৩, এনএলটি)।

দয়ালু শমরীয়

কেন শমরীয়রা যীশুর শিষ্যদের প্রতি বিরূপ মনোভাব রেখেছিল? কেন তারা তাদেরকে গ্রামের ভেতরে প্রবেশ করতে দেয় নি?

যিহূদী এবং শমরীয়দের মধ্যে অনেক আগে থেকেই ঝামেলা চলছিল এবং তারা একে অপরের পবিত্র স্থানগুলো পছন্দ করত না। যিহূদীরা দাবি করতো যে, আরাধনার একমাত্র জায়গা হল যিরূশালেম, তাই যিহূদীরা যখন যিরূশালেমে উপাসনার জন্য যেতো তখন তারা শমরীয়ার মধ্য দিয়ে যেতো, আর এই কারণে শমরীয়রা তাদের উপর রেগে ছিল। বাইবেল আমাদের বলে, ‘‘কিন্তু যীশু যিরূশালেমে যাচ্ছেন বলে সেই গ্রামের লোকেরা তাঁকে গ্রহণ করল না’’ লূক ৯:৫৩, এনএলটি)।

শিষ্যরা কেন শমরীয়দের উপর আগুন নামানোর কথা বলেছিলেন?

শমরীয়দের প্রতি তাদের যে রাগ ছিল সেই কারণে তারা মনে করতো যে, তাদের উপর ঈশ্বরের শাস্তি নেমে আসা উচিত। কিন্তু যীশু ইতিমধ্যেই সবাইকে ভালবাসার বিষয়ে শিখিয়েছিলেন, এমনকি তিনি শত্রুদেরকেও ভালবাসতে শিখিয়েছিলেন। তিনি বললেন,“তোমরা যারা শুনছ তাদের আমি বলছি, তোমাদের শত্রুদের ভালবেসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল কোরো। যারা তোমাদের অমঙ্গল চায় তাদের মঙ্গল চেয়ো। যারা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা কোরো। যে তোমার এক গালে চড় মারে তাকে অন্য গালেও মারতে দিয়ো। "(লূক ৬:২৭-২৮, এনএলটি)

আপনি কেন এই আহত ব্যক্তিকে শুধু কাপড় পরা অবস্থায় দেখিয়েছেন?

যীশু যেভাবে দৃষ্টান্তটি ‍দিয়েছিলেন ঠিক সেভাবেই আমরা এটিকে ঐতিহাসিকভাবে সঠিক করে দেখানোর চেষ্টা করেছি। তিনি বললেন, “একজন লোক যিরূশালেম থেকে যিরীহো শহরে যাবার সময় ডাকাতদের হাতে পড়ল। তারা লোকটির কাপড় খুলে ফেলল এবং তাকে মেরে আধমরা করে রেখে গেল। ”(লূক ১০:৩০, এনএলটি)। এ থেকে বোঝা যায় যে, সেই লোকটির খুব সাহায্যের প্রয়োজন ছিল। ডাকাতরা শুধু তার টাকা নয়, তার বাইরের পোশাকগুলোও নিয়ে নিয়েছিল। সেই ব্যক্তিটি কোন সাহায্য এবং পোশাক ছাড়া দিনের পর দিন দিনের বেলায় রোদের তাপে এবং রাতের বেলায় ঠান্ডায় কষ্ট পেতো।

কেন দ্বিতীয় ইহুদি লোকটি (লেবীয়) আহত লোকটিকে সাহায্য করে নি?

লেবীয় ব্যক্তিটি যিনি মন্দিরের একজন সাহায্যকারী ছিলেন, তিনি হয়তো ভেবেছিলেন যে, আহত লোকটি মারা গিয়েছে, এবং হয়তো তিনি কোন মৃতদেহের সংস্পর্শে যেতে চান নি।

কেন শমরীয় ব্যক্তিটি সেই আহত লোকটিকে সাহায্য করেছিলেন?

শমরীয় লোকটি তার এই খারাপ অবস্থা দেখে তার প্রতি মমতায় পূর্ণ হলেন।

বাবিলের উঁচু ঘর এবং পঞ্চাশত্তমীর দিন

বাবিলের উঁচু ঘরটি কি দিয়ে তৈরি করা হয়েছিল?

এর ইটগুলো মাটির তৈরী ছিল যেগুলোকে আগুনে পুড়িয়ে শক্ত করে নেয়া হয়েছিল। বাইবেলে লেখা আছে, তারা একে অন্যকে বলল, “চল, আমরা ইট তৈরী করে আগুনে পুড়িয়ে নিই।” (সেই অঞ্চলে পাথরের পরিবর্তে ইট ব্যবহার করা হতো, এবং চুন-সুরকির বদলে আলকাতরা ব্যবহার করা হতো। )’’ আদিপুস্তক ১১:৩, এনএলটি)।

তারা কীভাবে অ্যাসফল্ট পেল?

অ্যাসফাল্ট, যেটি বিটুমিন নামেও পরিচিত, এটি আলকাতরার মতো একধরনের পদার্থ ছিল যা মাঝে মাঝে প্রাকৃতিকভাবে পাওয়া যেতো বা পেট্রোলিয়ামকে তাপ দিয়ে পরিশোধন করার মাধ্যমে বা অন্যান্য কোন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী করা হতো।

বাইবেলে লেখা আছে যে, তাদের কাজ দেখবার জন্য সদাপ্রভু নেমে আসলেন, তাহলে কেন আপনারা স্বর্গদূতদেরকে নেমে আসতে দেখালেন: "মানুষ যে শহর ও উঁচু ঘর তৈরী করছিল তা দেখবার জন্য সদাপ্রভু নেমে আসলেন।" (আদিপুস্তক ১১:৫, এনএলটি)?

উপরের পদগুলো ছাড়াও, বাইবেল সদাপ্রভুর এই কথাও উল্লেখ করে যে, ‘‘কাজেই এস, আমরা নীচে গিয়ে তাদের ভাষায় গোলমাল বাধিয়ে দিই যাতে তারা একে অন্যের কথা বুঝতে না পারে।’’(আদিপুস্তক ১১:৭, এনএলটি)। এর অর্থ এই যে, ঈশ্বর যখন বাবিলে নেমে এসেছিলেন তখন তিনি একা ছিলেন না। আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে স্বর্গ থেকে আসা ঐশ্বরিক আলোকে ঈশ্বরের উপস্থিতির প্রকাশ হিসেবে দেখিয়েছি। এছাড়াও, যখন তুমি ঈশ্বরের সার্বজনীন উপস্থিতির বিষয়টি বিবেচনা করবে তখন তুমি বুঝতে পারবে যে, তিনি অদৃশ্য থাকা সত্ত্বেও সম্পূর্ণ সময়েই সেখানে ছিলেন।

গিজমোর স্ক্যান থেকে বোঝা যাচ্ছে যে, সুপারবুক তাদের শিনার দেশে নিয়ে গিয়েছিল, কিন্তু শিনার দেশটি কোথায় ছিল?

শিনার হল একটি প্রাচীন দেশ যেখানে বাবিলের বিশাল শহরটি অবস্থিত ছিল। শিনার দেশটি একটি সমভূমিতে অবস্থিত ছিল যেটি বর্তমানে দক্ষিণ ইরাকের একটি অংশ।

বাবিলের উঁচু ঘরে আগুনের যে ছোট ছোট বলগুলো মানুষের মুখে ঢুকেছিল সেগুলো কী ছিল?
ঈশ্বর যেভাবে লোকদের ভাষায় গোলমাল বাঁধিয়ে দিয়েছিলেন সেটিকে দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। বাইবেলে সদাপ্রভুর এই কথার উল্লেখ আছে যে, "কাজেই এস, আমরা নীচে গিয়ে তাদের ভাষায় গোলমাল বাধিয়ে দিই যাতে তারা একে অন্যের কথা বুঝতে না পারে।” (আদিপুস্তক ১১:৭, এনএলটি)। আমরা বাবিলের ঘটনা এবং কয়েশত বছর পরের পঞ্চাশত্তমীর ঘটনার সাথে সংযোগ দেখানোর জন্য সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। বাবিলের ভাষাভেদের কারণে গোলমাল তৈরি হওয়া এবং সেখান থেকে লোকেরা ছড়িয়ে পড়া সত্ত্বেও, পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মা বিভিন্ন ভাষার মধ্য দিয়ে লোকদেরকে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করিয়েছেন।

লোকদের মুখে আগুনগুলো ঢুকে যাবার পর তারা কী কী ভাষায় কথা বলছিল?

আমরা বিভিন্ন প্রাচীন ভাষাকে তুলে ধরার জন্য হিব্রু, গ্রীক এবং ফার্সি ভাষায় কথা বলতে দেখিয়েছি।

যীশুর স্বর্গরোহণের সময় কেন আপনারা তাঁর হাতে পেরেকের দাগগুলো দেখান নি?

অনেক বাইবেল পন্ডিত মনে করেন, তাঁর হাতের কব্জিতেই পেরেকের দাগ ছিল যেগুলো তাঁর জামার হাতা দিয়ে ঢাকা ছিল।
যখন নতুন নিয়মে যীশুর "হাতে" পেরেক গাঁথার বিষয়ে বলা হয়েছে, তখন সেখানে একটি গ্রীক শব্দ ব্যবহার করা হয়েছে যেখানে ইংরেজি শব্দ ‘‘হাত’’ এর অনেকগুলো অর্থ রয়েছে। গ্রিক শব্দটির অর্থের মধ্যে রয়েছে হাতের তালু, কব্জি এবং হাতের কনুই থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত। একই সাথে, ইতিহাসবিদরা আবিষ্কার করেছেন যে, যখন রোমীয় সৈন্যরা লোকদেরকে ক্রুশে দিতো, তখন তারা হাতের তালু, কব্জি বা কনুইয়ের উপরের অংশে পেরেক দিতো। (যদি যীশুর হাতের তালুতে পেরেক গাঁথা হতো, তাহলে সৈন্যরা তাঁর হাতদুটোকেও দড়ি দিয়ে ক্রুশের সাথে বেঁধে দিয়েছিল।) তাই, এটা হতে পারে যে, যীশুর হাতের তালু অথবা কব্জিতে পেরেক গাঁথা হয়েছিল। এটা যেভাবেই হোক না কেন, আমরা আমাদের পাপের জন্য আমাদের মুক্তিদাতাকে ধন্যবাদ দিতে পারি।

বিশ্বাসীরা যখন প্রার্থনার জন্য একটি ঘরে একত্রিত হল তখন কেন জানালাগুলোকে বন্ধ দেখানো হয়েছে?

যেহেতু বিশ্বাসীরা তখন পবিত্র আত্মার মধ্য দিয়ে ক্ষমতা পায় নি, তাই অবিশ্বাসীরা যাতে তাদের কথা না শুনতে পেরে তাদেরকে অত্যাচার না করে সেজন্য তারা এমনটি করেছিল।

বিশ্বাসীরা তাদের প্রার্থনার সময়ে কী গান গাইছিল?

তারা হিব্রু ভাষায় গীতসংহিতা ১৫০ এর গীত গাইছিল : "কল হান্নামশাহ তেহেল্লিল ইয়াহ হালেলু-ইয়াহ।" বাংলায়, এই গীতটির অর্থ, "শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক। সদাপ্রভুর প্রশংসা কর।"(এনআইভি)।

ঘরে উজ্জ্বল সাদা মেঘটি কি ছিল এবং বিশ্বাসীদের মাথার উপর ছোট ছোট সাদা শিখা দেখানো হয়েছে সেগুলো কি ছিল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে পবিত্র আত্মার প্রকাশ্য উপস্থিতিকে উজ্জ্বল সাদা মেঘ এবং আগুনের শিখা হিসেবে দেখিয়েছি। আমরা পবিত্র আত্মার ঐশ্বরিক এবং খাঁটি বৈশিষ্ট্যগুলোকে চিহ্ন হিসেবে প্রকাশ করার জন্য সাদা মেঘ এবং আগুন ব্যবহার করেছি। বাইবেল আমাদের বলে, "এর কিছু দিন পরে পঞ্চাশত্তমী-পর্বের দিনে শিষ্যেরা এক জায়গায় মিলিত হলেন। তখন হঠাৎ আকাশ থেকে জোর বাতাসের শব্দের মত একটা শব্দ আসলো এবং যে ঘরে তাঁরা ছিলেন সেই শব্দে সেই ঘরটা পূর্ণ হয়ে গেল। শিষ্যেরা দেখলেন আগুনের জিভের মত কি যেন ছড়িয়ে গেল এবং সেগুলো তাঁদের প্রত্যেকের উপর এসে বসল। তাতে তাঁরা সবাই পবিত্র আত্মাতে পূর্ণ হলেন এবং সেই আত্মা যাকে যেমন কথা বলবার শক্তি দিলেন সেই অনুসারে তাঁরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন।” (প্রেরিত ২: ১-৪, এনএলটি)।

বাইরের লোকেরা যে বাতাসের, ঝনঝন শব্দ, এবং কন্ঠস্বর শুনতে পেয়েছিল সেগুলো আসলে কী ছিল?

শিষ্যরা যখন ভেতরে প্রার্থনা করছিলেন তখন ঘরের জানালা বন্ধ থাকা সত্ত্বেও পবিত্র আত্মার অলৌকিক ক্ষমতার সাহায্যে যেভাবে লোকেরা সেই প্রার্থনার শব্দ শুনতে পেরেছিল সেই বিষয়টিই আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি। এছাড়াও, বাতাস হলো পবিত্র আত্মার প্রতীক। বাইবেল আমাদের বলে যে, তখন হঠাৎ আকাশ থেকে জোর বাতাসের শব্দের মত একটা শব্দ আসল এবং যে ঘরে তাঁরা ছিলেন সেই শব্দে সেই ঘরটা পূর্ণ হয়ে গেল।" (প্রেরিত ২:২, এনএলটি)।

ইসহাক এবং রিবিকা

কেন আপনারা সারা মৃত্যু দেখিয়েছেন? ইসহাক এবং রিবিকার বিয়ের সাথে এটি কীভাবে সম্পর্কযুক্ত?

এই পর্বে ,ঈশ্বর অব্রাহামকে অনেক বছর আগে যে প্রতিজ্ঞা করেছিলেন সেটি তখনও পূর্ণ না হওয়ায় সারার কষ্টটি তুলে ধরা হয়েছে। সেই প্রতিজ্ঞাটি ছিল, অব্রাহামের ছেলে ইসহাকের মধ্য দিয়ে তার অনেক বংশধর হবে। কিন্তু ইসহাকের তখনও বিয়ে হয় নি, তাই আব্রাহাম জানতেন যে ইসহাকের জন্য একজন স্ত্রী খোঁজার সময় এসে পড়েছে।

এছাড়াও, রিবিকা সারার মৃত্যুর বিষয়ে ইসহাককে সান্ত্বনা দিতে সাহায্য করেছিলেন। বাইবেল আমাদের বলে, "ইস্‌হাক তখন রিবিকাকে তাঁর মা সারার তাম্বুতে নিয়ে গেলেন এবং তাঁকে বিয়ে করলেন। রিবিকার প্রতি ভালবাসাই মায়ের মৃত্যুর পর তাঁকে সান্ত্বনা দিয়েছিল।"(আদিপুস্তক ২৪:৬৭, এনএলটি)।

আপনারা কেন সারার মৃতদেহ দেখালেন?

আমরা মনে করেছি, সারার মৃত্যুর কারণে অব্রাহাম এবং ইসহাক যে গভীরভাবে শোকাহত ছিলেন সেই বিষয়টি যেন শিশুরা সহজে বুঝতে পারে।

তারা সারার লাশটি কেন টেবিলে রেখেছিল?

এটি ছিল, যতক্ষণ না পর্যন্ত অব্রাহাম কবরটির জন্য জমি কিনতে পারছেন ততক্ষণ পর্যন্ত সারার প্রতি আব্রাহামের ভালবাসা ও সম্মান প্রকাশ করার একটি মাধ্যম।

কেন অব্রাহাম বলেছিলেন যে, ইসহাকের কোন কনানীয় স্ত্রী থাকা উচিত নয়?

অব্রাহামের সময়ে এবং যারা ভেড়া বা পশু পালন করত তাদের মধ্যে একটি প্রথা ছিল যে, তাদের ছেলেদেরকে নিজের বংশের কোন মেয়েকে বিয়ে করতে হবে। তাছাড়া, আব্রাহাম চাননি যে, তার ছেলে কনানীয় দেবতাদের বিশ্বাস করে এমন কোন মেয়েকে বিয়ে করুক, কারণ সেই সত্য ঈশ্বরের প্রতি ইসহাকের বিশ্বাসকে দিনের পর দিন দুর্বল করে দিতে পারে যিনি অব্রাহামের সাথে কথা বলেছিলেন এবং তার বংশ তারাদের মতো অসংখ্য হবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কেন আব্রাহাম তার দাসকে বলেছিলেন যেন সে ইসহাককে তার কোন আত্মীয়দের কাছে নিয়ে না যায়?

ঈশ্বর অব্রাহামকে কনান দেশ দেয়ার প্রতিজ্ঞা করেছিলেন, তাই অব্রাহাম চেয়েছিলেন যেন ইসহাক সেই প্রতিজ্ঞাত দেশেই থাকে।

ইলীশায় মাথায় কাপড় না পরলেও প্রিন্স, জয়া এবং গিজমো কেন মাথায় কাপড় পরে ছিল?

প্রিন্স, জয়া এবং গিজমো মরুভূমির সূর্যের প্রচন্ড তাপ সহ্য করায় অভ্যস্ত ছিল না এবং তাদের মাথার সেই কাপড় তাদের মাথা এবং ঘাড়কে অতিরিক্ত গরম এবং রোদে পোড়ার হাত থেকে রক্ষা করেছিল। কয়েকজন পুরুষ মাথা ঢেকে রেখেছিল কিন্তু এটি তাদের জন্য ঐচ্ছিক ছিল। মহিলারা তাদের মাথা ঢেকে রাখত কারণ এটি তাদের সংস্কৃতিতে শালীনতা বজায় রাখার জন্য করতে হতো।

রিবিকা কেন প্রিন্স, জয়া এবং গিজমোর জন্য ভোজের আগে পা ধোয়ার জন্য একটি পাত্র নিয়ে এলেন?

মধ্যপ্রাচ্যে, লোকেরা সাধারণত স্যান্ডেল পরতো এবং তাদের পা শুকনো থাকতো এবং ধুলো মাটি দিয়ে হাঁটার কারণে তাদের পায়ে ধুলো লেগে থাকতো। তাই,এমন প্রথা ছিল যে, খেতে বসবার আগে একজন ব্যক্তিকে পা ধুতে হবে , বিশেষ করে, লোকেরা চেয়ারে না বসে মেঝেতে কুশন বা চাটাইয়ে বসতো বলেই এমনটা করা হতো। এছাড়াও, যারা খাবারের আয়োজন করেছিল তাদের কাছে অতিথিদেরকে জল দেয়া সম্মান দেখানোর একটি অংশ ছিল।

ইসহাকের সাথে দেখা করার সময় রিবিকা কেন তার মুখ ঢেকে রেখেছিল?

তখনকার সংস্কৃতিতে, কোন অপরিচিত লোকের সামনে গেলে একজন মহিলাকে তার মুখ ঢেকে ফেলতে হবে এমন নিয়ম ছিল। এছাড়া, যেহেতু তিনি ইসহাকের স্ত্রী হতে যাচ্ছেন, তাই এর মধ্য দিয়ে তিনি ইসহাকের প্রতি সম্মান এবং বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন।

শমূয়েল

সমস্ত স্বপ্নেই কি ঈশ্বরের বার্তা থাকে?

বাইবেল প্রকাশ করে যে, ঈশ্বর স্বপ্নের মধ্য দিয়ে কারও কারও সাথে কথা বলেন। উদাহরণস্বরূপ, যীশুর জন্মের কিছু সময় পরে, একজন স্বর্গদূত যোষেফের সাথে স্বপ্নের মধ্য দিয়ে কথা বলেছিলেন। বাইবেলে লেখা আছে, “পণ্ডিতেরা চলে যাবার পর প্রভুর এক দূত স্বপ্নে যোষেফকে দেখা দিয়ে বললেন, “ওঠো, ছেলেটি ও তাঁর মাকে নিয়ে মিসর দেশে পালিয়ে যাও আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাক, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তাঁর খোঁজ করবে।”'' (মথি ২:১৩, এনএলটি) অন্যদিকে, সমস্ত স্বপ্নেই যে ঈশ্বরের একটি বার্তা রয়েছে এটি আমরা বিশ্বাস করি না। স্বপ্নের ক্ষেত্রে মানুষের সতর্ক হওয়া, প্রার্থনা করা এবং আধ্যাত্মিক বিচক্ষণতার প্রয়োজন।

ঈশ্বর কেন মাংসের উৎসর্গ চেয়েছিলেন?

যখন কেউ ঈশ্বরের কাছে প্রথমজাত নিখুঁত পশুর মাংস উৎসর্গ করে তখন এটি তাদের জীবনে ঈশ্বরকে সবার প্রথমে রাখার বিষয়টি প্রকাশ করে। পুরাতন নিয়মের সময় পশু উৎসর্গের বিষয়টি এইভাবে ভবিষ্যদ্বাণীপূর্ণ ছিল যে, আমাদের পাপের জন্য যীশু নিষ্পাপ ও নিখুঁত বলি হিসেবে ক্রুশে মৃত্যুবরণ করবেন এমন কিছুর অপেক্ষায় তারা ছিল। যীশু আমাদের পাপের জন্য চূড়ান্তভাবে বলি হওয়ার পর, আর কোন পশু বলির প্রয়োজন ছিল না।

এলি কেন তার ছেলেদেরকে খারাপ কাজগুলো করতে বাধা দেন নি?

এলি তার ছেলেদের থামতে বলেছিলেন এবং তারা যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছে এই বিষয়ে তাদেরকে সতর্ক করেছিলেন। যখন তারা তার বাধ্য হয় নি, তখন তিনি তাদেরকে শুধরে দিয়ে শৃঙ্খলায় ফিরিয়ে আনবার জন্য কোন দৃঢ় পদক্ষেপ নেন নি।

সাক্ষ্য সিন্দুকের উপরে আলোর সোনালী ঝলকটি কী ছিল?

আমরা সিন্দুকের উপরে ঈশ্বরের মহিমা দেখানোর জন্য শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

কেন আপনরা যীশুকে একটি স্বচ্ছ দেহ ধারণ করে শমূয়েলের সামনে উপস্থিত হতে দেখিয়েছেন?

আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, যীশুর উজ্জ্বল গৌরবময় এবং আধ্যাত্মিক রূপের উপস্থিতির মধ্য দিয়ে ঈশ্বর শমূয়েলের সাথে কথা বলছেন।

সদাপ্রভু যখন ছোট শমূয়েলের কাছে এলি এবং তার ছেলেদের নিয়ে কথা বলেছিলেন, তখন তিনি এমন কিছু বলবেন যা শুনে সবাই শিউরে উঠবে এই কথাটির মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন?

এটি ছিল তাঁর কথার একটি ধরণ যার অর্থ হল লোকেরা সেই শাস্তির খবরটি শুনে চমকে উঠবে যেটি তাদের বংশের পর বংশ ধরে চলতে থাকবে। সহজ বাংলা অনুবাদের কথাগুলো এই রকম: সদাপ্রভু শমূয়েলকে বললেন, “দেখ, আমি ইস্রায়েলীয়দের মধ্যে এমন কিছু করতে যাচ্ছি যার কথা শুনে সবাই শিউরে উঠবে।'" ১ম শমূয়েল ৩:১১, এনএলটি)।

যখন পূর্ণবয়স্ক শমূয়েল ইস্রায়েলের লোকদের হয়ে মধ্যস্থতা করছিলেন, তখন যে বৈদ্যুতিক তরঙ্গগুলো বাইরের দিকে এবং পলেষ্টীয়দের বিরুদ্ধে বিস্ফোরিত হয়েছিল সেগুলো কি ছিল?

আমরা স্বর্গ থেকে আসা ঈশ্বরের বজ্রের মত কন্ঠস্বরের প্রভাবগুলোকে দেখানোর চেষ্টা করেছি। এজন্য আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করে ঈশ্বরের কন্ঠস্বরের এই শক্তিকে দেখানোর জন্য এটিকে এমনভাবে দেখিয়েছি যা শব্দের একটি বৈদ্যুতিক তরঙ্গের সৃষ্টি করেছে। বাইবেল আমাদের বলে, “শমূয়েল যখন পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করেছিল তখন সেই সময় ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য পলেষ্টীয়েরা এগিয়ে আসল। কিন্তু সেই দিন সদাপ্রভু পলেষ্টীয়দের বিরুদ্ধে বাজ পড়বার মত ভীষণ শব্দে গর্জন করে উঠলেন। তাতে ভয়ে তাদের দল ভেঙ্গে গেল এবং তারা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেল। "(১ম শমূয়েল ৭:১০, এনএলটি)।

দায়ূদএবং শৌল

কেন শমূয়েল অমালেকীয়দের "পাপী" বলেছিলেন?

যখন ইস্রায়েলীয়রা অমালেকীয়দের দেশ দিয়ে স্বাচ্ছন্দ্যে যাবার জন্য অনুমতি চেয়েছিল তখন তারা ইস্রায়েলীয়দের সাথে শত্রুতা ও নিষ্ঠুরতা দেখিয়েছিল। ইস্রায়েলীয়দের শ্রান্ত-ক্লান্ত অবস্থায় তাদেরকে আতিথেয়তা দেখানো বা সৌজন্যতা দেখানোর পরিবর্তে অমালোকীয়রা ইস্রায়েলীয়দের যাত্রার সময় তাদেরকে আক্রমণ করেছিল এবং যারা পেছনে ছিল তাদেরকে হত্যা করেছিল। (দ্বিতীয় বিবরণ ২৫:১৮)।

ঈশ্বর কেন অমালেকীয়দেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করার আদেশ দিলেন?

যখন অমালেকীয়রা ইস্রায়েলীয়দের আক্রমণ করেছিল এবং দুর্বল লোকদের হত্যা করেছিল ঠিক সেই সময়টিকেই ঈশ্বর তাদেরকে শাস্তি দেবার জন্য ঠিক করে রেখেছিলেন। বাইবেল আমাদের বলে, "সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘ ইস্রায়েলীয়েরা মিসর থেকে চলে আসবার পথে অমালেকীয়েরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে আমি তাদের শাস্তি দেব।”(১ম শমূয়েল ১৫: ২, এনএলটি)। অমালেকীয়রা অন্য কোন মন্দ কাজ করেছিল কি না তা আমরা জানি না, কিন্তু ঈশ্বর ন্যায্য বিচারক, এবং তিনি যা কিছু করেন তা পবিত্র এবং সঠিক - এমনকি যদি আমরা এটি পুরোপুরি না বুঝতেও পারি তবুও তিনি ন্যায্য।

শমূয়েল বলেছিলেন যে, ঈশ্বর ইস্রায়েলের জন্য আরও ভাল একজন ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করতে যাচ্ছেন। কোন বিষয়টি দায়ূদকে শৌলের চেয়ে ভাল একজন মানুষ হিসেবে আলাদা করেছিল?

বাইবেল প্রকাশ করে যে, দায়ূদ ঈশ্বরের মনের মতো লোক ছিলেন। অন্য কথায়, দায়ূদ ঈশ্বরকে সন্তুষ্ট রাখতেন এবং তাঁর বাধ্য থাকার চেষ্টা করতেন। বাইবেল বলে, "তারপর ঈশ্বর শৌলকে সরিয়ে দিয়ে দায়ূদকে রাজা করেছিলেন। তিনি দায়ূদের বিষয়ে বলেছিলেন, ‘আমি যিশয়ের পুত্র দায়ূদের মধ্যে আমার মনের মত লোকের খোঁজ পেয়েছি। আমি যা চাই সে তা-ই করবে।'' (প্রেরিত ১৩:২২, এনএলটি)।

কেন আপনারা একটি ভয়ঙ্কর, অন্ধকার, অশুভ একটি আত্মার ছায়ার মধ্য দিয়ে রাজা শৌলকে কষ্ট দিতে দেখিয়েছেন?

বাইবেল আমাদের বলে যে, একটি মন্দ আত্মা এসে শৌলকে ভীষণ ভয় দেখাতে লাগল আর আমরা চেয়েছি যেন বাইবেলের এই ঘটনাটি ঐতিহাসিকভাবে নিখুঁত হয়।

বীণা থেকে যে সাদা আলো ছড়াচ্ছিল যেটি সেই ভয় দেখানো আত্মাকে তড়িয়ে দিতো সেটি কি ছিল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে বীণা থেকে ছড়ানো আলোটি দেখিয়েছি যেটি পবিত্র আত্মা থেকে আসতো এবং মন্দ আত্মাটিকে তাড়িয়ে দিতো।

রাজা শৌলের মৃত্যুর খবর শুনে দায়ূদ এবং তার লোকেরা কেন তাদের কাপড় ছিঁড়ে ফেললেন?

তাদের সংস্কৃতিতে, জামাকাপড় ছিঁড়ে ফেলার অর্থ ছিল শৌল এবং অন্যান্য যারা মারা গিয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করার একটি মাধ্যম। ঘটনাটিতে যা ঘটেছিল সেই বিষয়ে বাইবেল আমাদেরকে আরও অনেক কিছু বলে: এই কথা শুনে দায়ূদ ও তাঁর সঙ্গের লোকেরা নিজেদের কাপড় ছিঁড়লেন। শৌল ও তাঁর ছেলে যোনাথন এবং সদাপ্রভুর সৈন্যদলের যে সমস্ত ইস্রায়েলীয় যুদ্ধে মারা গেছেন তাঁদের জন্য তাঁরা সন্ধ্যা পর্যন্ত কাঁদতে ও শোক করতে লাগলেন এবং কিছুই খেলেন না।" (২য় শমূয়েল ১:১১-১২, এনএলটি)

নহিমিয়

যিহূদীদেরকে কেন পারস্যে বন্দী করা হয়েছিল?

যিহূদার লোকেরা দীর্ঘদিন ধরে মূর্তিপূজার মত পাপ কাজ করে সদাপ্রভুর অবাধ্য হয়েছিল। ঈশ্বর তাদেরকে যে শাস্তি দিতে যাচ্ছেন সে সম্পর্কে সতর্ক করার জন্য তিনি যখন নবীদেরকে পাঠালেন তখনও তারা নবীদের কথায় কান দিল না। এরই শাস্তি হিসেবে যিহূদাকে জয় করার জন্য এবং ঈশ্বর যিহূদীদেরকে যে দেশ দিয়েছিলেন সেটি তাদের কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য তিনি অন্যান্য জাতিদেরকে পাঠালেন। অবশেষে তিনি তাদেরকে এই শাস্তি দিলেন যাতে তারা পাপ থেকে ফিরে আসে এবং তিনি তাদেরকে আবারও আশীর্বাদ করতে পারেন।

যখন নহিমিয় পারস্যে ছিলেন, তখন তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন এবং যিরূশালেমে যিহূদীদেরকে বন্দী হিসেবে ‘‘দেখেছিলেন’’। তিনি যা দেখেছিলেন তা কি কোন স্মৃতি বা দর্শন ছিল?

যখন যিহূদী লোকেরা বন্দী হিসেবে ছিল সম্ভবত তখনই নহিমিয় জন্মগ্রহণ করেছিলেন, তাই এটি কখনই তার পুরোনো কোন স্মৃতি হতে পারে না। নহিমিয় হয়ত ঈশ্বরের দেয়া কোন দর্শন দেখেছিলেন অথবা তিনি হয়ত যিরূশালেমের থাকা বন্দীদের কথা এবং যেভাবে সেটি ধ্বংস করা হয়েছে এই বিষয়টি চিন্তা করে দেয়ালগুলো কীভাবে ভেঙ্গে পড়েছে সেটি কল্পনা করেছিলেন।

তারা কি সত্যিই যিরূশালেম মন্দিরের দেয়ালের জন্য ব্যবহৃত পাথরের মতো বড়ভাবে কাটা পাথরের পরিবর্তে বিভিন্ন আকার এবং আকৃতির পাথর ব্যবহার করেছিল?

হ্যাঁ। শহরের দেয়ালের পাথরগুলো বিশাল মন্দিরের পাথরের তুলনায় অনেক ছোট এবং সাধারণত যেসব পাথর ব্যবহার করা হতো না সেগুলো ব্যবহার করা হয়েছিল, তবে দেয়ালটি ১৫ ফুট মোটা ছিল এবং সিমেন্ট দিয়ে পাথরগুলোকে গাঁথা হয়েছিল। এর ফলে, এটি একটি শক্তিশালী এবং কার্যকরী প্রতিরক্ষামূলক দেয়াল হয়ে উঠেছিল।

ইলিশায় এবং সিরিয়ানরা

কেন আপনারা এলিয়কে বৃদ্ধ এবং দুর্বল দেখালেন?

১ম রাজাবলি ১৭পদ থেকে ২য় রাজাবলি ২পদ -এর বাইবেলের ঘটনাগুলো দেখায় যে, এলিয় বেশ কয়েক বছর ধরে সদাপ্রভুর একজন নবী হিসাবে কাজ করছেন - তবে তিনি হয়তো এর থেকেও অনেক বেশি সময় ধরে একজন নবী ছিলেন। বিভিন্ন নবীদের দল তাকে চিনতো এবং সম্মান করতো, যেটি ইঙ্গিত দেয় যে, তার মহান অভিষেকের বিষয়টি ছাড়াও, তিনি একজন অভিজ্ঞ নবী ছিলেন। এলিয় কখন জন্মগ্রহণ করেছিলেন বা তার বয়স কত ছিল সেই বিষয়ে বাইবেল আমাদের কিছু বলে না, তাই আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে তাকে বৃদ্ধ হিসেবে দেখিয়েছি।

এলিয় যখন ইলীশায়কে এক জায়গায় রেখে অন্য জায়গায় যেতে চাচ্ছিলেন তখন ইলীশায় কেন সেখানে না থেকে তার সাথে সাথে গিয়েছিলেন?

ইলীশায় জানতেন যে, সদাপ্রভু সেদিন এলিয়কে তার কাছ থেকে দূরে স্বর্গে নিয়ে যাচ্ছেন, তাই তিনি তার সাথে থাকার জন্য মন ঠিক করে রেখেছিলেন। এটাও হতে পারে যে, ইলীশায় তার মনিবের প্রতি অটল ভক্তি দেখাতে চেয়েছিলেন এবং সেবা করতে চেয়েছিলেন।

কেন আপনারা যর্দন নদীকে এত সরু এবং শান্ত দেখালেন?

শুকনো মৌসুমে যর্দন নদী স্বাভাবিকভাবেই ছোট হয়ে আসে, কিন্তু এরপরও এটি গভীর থাকতে পারে, তাই নদীটি হেঁটে পার হবার জন্য যদি কোন সেতু বা পাশ দিয়ে হাঁটবার মত জায়গা না থাকে তাহলে এটি পার হওয়া বেশ কষ্টসাধ্য।

এলিয় কেন তার চাদর দিয়ে নদীতে আঘাত করলেন?

এটি একটি ভবিষ্যদ্বাণীমূলক কাজ ছিল যা অলৌকিকভাবে জলকে দুইভাগে ভাগ করে দিয়েছিল।

ইলীশায় যেন এলিয়ের কাছ থেকে তার দ্বিগুন আত্মা পান এই বিষয়টি কেন এলিয়কে দেখতেই হতো?

এই বিষয়ে বাইবেল আমাদের স্পষ্টভাবে বলে না, কিন্তু হয়ত এটি ইলীশায়ের আকাঙ্ক্ষা এবং পাবার ইচ্ছাকে যাচাই করে দেখার জন্য হতে পারে।

রথ ও ঘোড়াগুলোতে আগুন লেগে আছে এমনটা কেন দেখানো হয়েছে ?

রথ এবং আগুনের ঘোড়াগুলো স্বর্গ থেকে এসেছিল এবং অলৌকিক শক্তিতে পূর্ণ ছিল। যেহেতু এটি স্বর্গের একটি রথ ছিল, তাই আমরা এর চালককে ডানাযুক্ত একজন শক্তিশালী স্বর্গদূত হিসেবে দেখিয়েছি।

চাদর পাওয়া এবং অভিষেকের মধ্যে কি সম্পর্ক রয়েছে?

চাদর পাওয়া সম্পর্কে জাদুকরী কোন বিষয় ছিল না; কিন্তু, এটি ছিল ঈশ্বরের শক্তির একটি চিহ্ন যা এলিয় এবং ইলীশায়ের মাধ্যমে কাজ করেছে।

নবীরা যখন বলেছিলেন,“এলিয়ের আত্মা ইলীশায়ের উপর ভর করেছেন।” তখন তারা এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন

তারা বোঝাতে চেয়েছিলেন যে, ঈশ্বরের সেই শক্তি যা এলিয়ের সাথে ছিল সেটি এখন ইলীশায়ের কাছেও এসেছে যাতে তিনি অলৌকিক কাজ করতে পারেন।

ইলিশায় কেন লাঠিটি জলে ফেলে দিলেন?

কুড়ালের ফলাটিকে পাবার জন্য সদাপ্রভু কোন না কোন অলৌকিক কাজ অবশ্যই করবেন-এই বিশ্বাসে ইলীশায় সেই কাজটি করেছিলেন।

যখন ইলীশায় বললেন, "এখন এলিয়ের ঈশ্বর সদাপ্রভু কোথায়?" তখন কেন আপনারা তাকে ঈশ্বরের ব্যবস্থার নাম ‘‘ইয়াওয়ে’’ শব্দটি ব্যবহার করেন নি?

যদিও মূল হিব্রু বাইবেলে ঈশ্বরের চুক্তির নাম, ইয়াওয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে, তবে অধিকাংশ ইংরেজি অনুবাদে এটিকে "সদাপ্রভু" হিসাবে লেখা হয়। যিহূদী ঐতিহ্য অনুযায়ী এটি ঈশ্বরের নাম উচ্চারণ করার ক্ষেত্রে মুখে যাতে কোন বাধা না পড়ে এবং বিনা কারণে যাতে এই নাম না নেয়া হয় সেই বিষয়টি প্রকাশ করে।

কীভাবে জয়া তার ফোনটি সুপারবুক অভিযানে নিয়ে যেতে পারল? সুপারবুক কি প্রিন্স এবং জয়ার আধুনিক কোনো ডিভাইসের প্রতি আসক্ত না হওয়ার জন্য কাজ করে নি?

যদিও প্রিন্স এবং জয়া সাধারণত নতুন প্রযুক্তির কোন যন্ত্র নিয়ে যেতে পারে না, তবে এই সময় জয়ার মোবইল ফোনটি নিতে দেওয়া হয়েছিল কারণ সে যে সমস্যার মধ্যে পড়েছিল তাতে এই ফোনটির একটি ভূমিকা ছিল।

জয়ার হাতে যখন তার ফোনটি ছিল তখন ইলীশায় কেন চকচকে এবং স্বচ্ছ মোবাইল ফোনটি সম্পর্কে কিছু বলেন নি ?

সুপারবুক প্রযোজকরা শৈল্পিক লাইসেন্স ব্যবহার করে রোবট গিজমোকে যেমনভাবে সবাই কোন প্রশ্ন না করে মেনে নেয় ঠিক সেভাবেই ইলীশায় যাতে ঐ অদ্ভুত যন্ত্রটিকে গুরুত্ব না দেন সেইভাবে তৈরী করেছেন। এটি ঘটনাগুলোর ছোটখাট বিষয়গুলোকে নিয়ে সময় নষ্ট না করে এদের মূল বিষয়গুলো যাতে প্রাধান্য পায় সেই ক্ষেত্রে সাহায্য করে।

আপনাদের কি "সিরিয়" এর পরিবর্তে "অরামীয়" শব্দটি ব্যবহার করা উচিত ছিল না?

বাইবেলের কিছু সংস্করণে "সিরিয়" শব্দটি ব্যবহার করা হয়েছে, যখন অন্যগুলোয় "অরামীয়" শব্দটি ব্যবহার করা হয়েছে। ইলীশায়ের সময়ের ক্ষেত্রে "সিরিয়" শব্দটি উপযুক্ত।

রাজা শলোমন

অধ্যাপক কোয়ান্টামের নতুন বৈশিষ্ট্যযুক্ত আবিষ্কারটিকে কী বলা হয় এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এটি একটি ম্যাগনেটিক জাইরো-ক্যাপাসিটর সেল্ফ কনটেইনিং অ্যানার্জি-স্টেইবিলাইজিং সিস্টেম, যেটি ম্যাগসিস নামেও পরিচিত। অধ্যাপক কোয়ান্টাম এটিকে তার জীবনের কাজের ভিত্তি বলেছিলেন। এটি তার অন্যান্য আবিষ্কারগুলোকে প্রায় সহজ করে তোলে।

এই বিষয়টিকে আমরা ঈশ্বরের রাজ্যের একটি শক্তিশালী নীতির উদাহরণ হিসেবে দেখতে পাই: ঈশ্বর তোমাকে যে বুঝবার জ্ঞান এবং ক্ষমতা দিয়েছেন সেটি যদি তুমি সঠিকভাবে ব্যবহার কর তাহলে সেই বিষয়টি তিনি তোমাকে আরও বেশি করে দেবেন। যীশু শিক্ষা দিয়েছিলেন, "যার আছে তাকে আরও দেওয়া হবে আর তাতে তার অনেক হবে। কিন্তু যার নেই তার যা আছে তা-ও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে।" (মথি ২৫:২৯, এনএলটি)।

গিজমোর উপর যখন বাজ পড়েছিল তখন আপনারা কেন তার ভেতরে একটি কঙ্কাল আছে এমনটা দেখালেন?

আমরা সৃজনশীল অনমুতি ব্যবহার করে দেখিয়েছি যে, বিদ্যুৎ গিজমোর শরীরের বাইরের লোহার অংশে প্রবেশ করেছে এবং তার ভেতরের যন্ত্রপাতিগুলোর উপর ক্ষতিকর প্রভাব ফেলেছে।

যখন গিজমোর উপর বাজ পড়ল তখন সে কেন মনে করেছিল যে, বাজটি তার কাছাকাছি কোন জায়গায় পড়েছে?

বাজটি আগেই তার যন্ত্রপাতিগুলোর উপর ক্ষতিকর প্রভাব ফেলেছিল তাই তখন আসলে কি ঘটেছিল সেটি সে বুঝতে পারে নি।

রাজা দায়ূদ এমন কোন জায়গায় যাচ্ছিলেন যেখানে সব মানুষকেই যেতে হবে?

রাজা দায়ূদ যে মৃত্যুবরণ করতে যাচ্ছেন সেই বিষয়টিকেই তিনি রূপকে অর্থে ব্যবহার করেছিলেন। খ্রীষ্টিয়ান হিসেবে আমরা জানি যে, শরীরের মৃত্যু হলেও আমাদের জীবন শেষ হয়ে যায় না, কারণ তখনও একজন ব্যক্তির আত্মা জীবিত থাকে। বাইবেল আমাদের বলে, "ঈশ্বর ঠিক করে রেখেছেন যে, প্রত্যেক মানুষ একবার মরবে এবং তার পরে তার বিচার হবে। ঠিক সেইভাবে অনেক লোকের পাপের বোঝা নেবার জন্য খ্রীষ্টকেও একবারই উৎসর্গ করা হয়েছে। তিনি দ্বিতীয় বার আসবেন, কিন্তু তখন পাপের জন্য মরতে আসবেন না, বরং যারা তাঁর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে তাদের সম্পূর্ণ ভাবে উদ্ধার করবার জন্য আসবেন।" (ইব্রীয় ৯:২৭-২৯,, এনএলটি)।

রাজপ্রাসাদের টেবিলে কি ধরনের বাতি ছিল?

যীশুর সময়ে, তেলের প্রদীপগুলো সাধারণত রাতে আলো দেবার জন্য ব্যবহার করা হতো। প্রদীপটিতে সাধারণত জলপাইয়ের তেল থাকত যার সাথে একটি মোটা সুতা থাকতো।

গিজমো এত অদ্ভুত আচরণ করছিল কেন?

তার উপর বাজ পড়ার কারণে তাকে মেরামত করার প্রয়োজন ছিল।

শলোমন নিজেকে ছোট বলা সত্ত্বেও কেন আপনারা তাকে তার স্বপ্নে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি হিসেবে দেখিয়েছেন? আমি ভেবেছিলাম যে, তিনি যখন শিশু ছিলেন তখন তিনি এই স্বপ্নটি দেখেছিলেন।

রাজা দায়ূদের তুলনায় শলোমন এত বছর ধরে জ্ঞান এবং অভিজ্ঞতা সঞ্চয় করার পরও অনুভব করেছিলেন যে, তিনি খুব ছোট এবং অনভিজ্ঞ। অন্যান্য বাইবেলের কিছু অনুবাদে, শলোমন বলেছেন যে, তিনি শুধুমাত্র একজন শিশু ছিলেন (এনকেজেভি) বা একটি শিশুর মতো ছিলেন (এনএলটি), কিন্তু আমরা এই পদটির জন্য সমসাময়িক বাংলা সংস্করণ ব্যবহার করেছি: “হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার বাবা দায়ূদের জায়গায় তুমি এখন তোমার দাসকে রাজা করেছ। কিন্তু বয়স আমার খুবই কম, তাই জানি না কি করে আমার কর্তব্য পালন করতে হবে।” (১ম রাজাবলি ৩:৭)।

রাজা শলোমন এবং তারপর প্রিন্স যখন জ্ঞানের জন্য প্রার্থনা করেছিলেন তখন তাদের চারপাশে যে সোনালী আভা ছিল সেটি কি ছিল?

পবিত্র আত্মা তাদেরকে জ্ঞান দান করছেন এই বিষয়টি দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি।

পবিত্র আত্মা এবং প্রজ্ঞা বাইবেলেই রয়েছে। উদাহরণস্বরূপ, প্রেরিত পুস্তকে লেখা আছে যে, "ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন সাতজন লোককে তোমরা বেছে নাও যাঁদের সবাই সম্মান করে এবং যাঁরা পবিত্র আত্মায় ও জ্ঞানে পূর্ণ। আমরা তাঁদের উপরেই এই সেবা-কাজের ভার দিয়ে নিজেরা প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচারে মন দেবো।”(প্রেরিত ৬:৩,এনএলটি)। এটি আরও বলে, "সেইজন্য তারা তাঁর বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না।" (প্রেরিত ৬:১০, এনএলটি)। এছাড়াও, প্রেরিত পৌল লিখেছেন, “ভাইয়েরা, তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করি নি বা খুব জ্ঞানী লোকের মত কথা বলি নি। এর পরিবর্তে, তা বলবার জন্য আমরা পবিত্র আত্মার দ্বারা শিক্ষা পেয়েই বলি। আত্মিক সত্য ব্যাখ্যা করবার জন্য আমরা আত্মিক কথাই ব্যবহার করি।” (১ম করিন্থীয় ২:১৩,এনএলটি)।

নবূখদ্‌নিৎসরের স্বপ্ন

নবূখদ্‌নিৎসর কাকে প্রণাম করছিলেন?

তিনি বাবিলের দেবতাদের প্রতিনিধিত্বকারী মূর্তির সামনে মাথা নত করছিলেন। তিনি তাদের সাহায্য পাবার জন্য মরিয়া হয়ে অনুরোধ করেছিলেন, কিন্তু তাদের কাছ থেকে কোন সাহায্য আসে নি কারণ সেগুলো মিথ্যা দেবতা ছিল।

বাবিলের লোকেরা ১৩টিরও বেশি দেবতার পূজা করতো; তবে, যদিও মূর্তিগুলো অনেক বড় ছিল এবং অনেক দক্ষ করিগর সেগুলো তৈরী করেছিলেন, কিন্তু সেগুলো শুধুমাত্র প্রাণহীন মূর্তি ছিল। প্রেরিত পৌল ব্যাখ্যা করেছেন যে, "আমরা জানি, জগতে প্রতিমা আসলে কিছুই নয় আর ঈশ্বরও মাত্র একজন ছাড়া আর নেই।" (১ম করিন্থীয় ৮:৪ এনএলটি)।

কীলকাকার কি?

কীলকাকার হল লেখার একটি পদ্ধতি যেখানে পোড়ানো একটি কাদামাটির ফলক বা একই রকম উপাদানে তৈরী বাটাম-আকৃতির একটি ফলক যেখানে লেখার জন্য চিহ্ন খোদাই করা হয়।

ব্যাবিলন কি?

ব্যাবিলন ছিল প্রাচীন বাবিলের রাজধানী (বাবিল রাজ্য)। ব্যাবিলন ইউফ্রেটিস নদীর ধারে অবস্থিত ছিল যেটি বর্তমানে ইরাক নামে পরিচিত।

কেন জ্যোতিষীরা তারা দেখে পরামর্শ করলেন?

বাইবেল প্রকাশ করে যে, প্রথমে দানিয়েল এবং তার বন্ধুরা রাজার ডাকে এবং রাজার স্বপ্ন সম্পর্কে দাবী সম্পর্কে জানতো না। রাজার আদেশের পর কি হয়েছিল সে বিষয়ে বাইবেল আমাদের এই বলে: "কাজেই রাজার পরামর্শদাতাদের মেরে ফেলবার হুকুম জারি করা হল। তখন দানিয়েল ও তাঁর বন্ধুদের মেরে ফেলবার জন্য তাঁদের খোঁজে লোক পাঠানো হল।" (দানিয়েল ২:১৩ এনএলটি)।

প্রিন্স কেন গিজমোকে একজন জ্যোতিষীর মতো সাজিয়েছিল?

প্রহরীদের মনোযোগ অন্যদিকে নেবার জন্য প্রিন্স গিজমোকে ঐভাবে সাজিয়েছিল যাতে সে এবং জয়া গিয়ে দানিয়েল ও তার বন্ধুদেরকে সতর্ক করতে পারে।

মৈশক কেন প্রার্থনা করবার আগে জানালা খুললেন?

দানিয়েলের একটি নিয়ম ছিল যিরূশালেমের দিকে জানালা খুলে প্রার্থনা করা। বাইবেল আমাদের বলে, "হুকুমে স্বাক্ষর দেওয়া হয়ে গেছে শুনে দানিয়েল তাঁর বাড়ীর উপর তলার ঘরে গেলেন; সেই ঘরের জানলা যিরূশালেমের দিকে খোলা ছিল। তিনি নিজের অভ্যাস মতই দিনে তিনবার হাঁটু পেতে প্রার্থনা করে তাঁর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।" (দানিয়েল ৬:১০ এনএলটি)।

জয়া কেন জানালার দিকে মুখ করে প্রার্থনা করল?

সে দানিয়েলকে অনুসরণ করে তার মত জানালা খুলে প্রার্থনা করেছিল। তবে, জানালার সামনে যে প্রার্থনা করতেই হবে এমন কোন কথা নেই। আমরা যেকোনো জায়গা থেকেই প্রার্থনা করতে পারি এবং ঈশ্বর অবশ্যই আমদের প্রার্থনা শুনবেন। এছাড়াও, আমরা দাঁড়িয়ে, হাঁটু গেড়ে, বসে, অথবা শুয়েও প্রার্থনা করতে পারি। আমাদের অন্তরে কী আছে সেটিই ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ।। ঈশ্বর একবার শমূয়েল নবীকে বলেছিলেন, “তার চেহারা কি রকম কিম্বা সে কতটা লম্বা তা তুমি দেখতে যেয়ো না, কারণ আমি তাকে অগ্রাহ্য করেছি। মানুষ যা দেখে তাতে কিছু যায়-আসে না, কারণ মানুষ দেখে বাইরের চেহারা কিন্তু সদাপ্রভু দেখেন অন্তর।”(১ম শমূয়েল ১৬:৭ এনএলটি)

লাসার

মার্থার বাড়ির ঘটনাতে কেন আপনারা যীশুকে ‘‘সব কিছুই সম্ভব" বলতে দেখিয়েছেন?

যদিও এটা লেখা নেই যে, যীশু মার্থার বাড়িতেই এই কথা বলেছিলেন, তবে তিনি এই কথা বলেছিলেন এমনটি হওয়া অসম্ভব কিছু ছিল না। বাইবেল এমন একটি সময়ের বিষয়ে উল্লেখ করে যখন যীশু বলেছিলেন, "যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব।" (মার্ক ৯:২৩ এনএলটি)। সম্ভবত তিনি অনেকবারই এরকম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্যের বিষয়ে শিখিয়েছেন কারণ যেহেতু তিনি এক শহর থেকে অন্য শহরে ঘুরেছেন এবং বিভিন্ন লোকের সাথে কথা বলেছেন, তাই তিনি হয়তো মার্থার বাড়িতেও এই শিক্ষা দিয়ে থাকতে পারেন। এছাড়াও, এই পর্বে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাটির সাথে এই পদটি ভালভাবে মেলে:

লাসার, মার্থা এবং মরিয়মের বাড়িতে, যখন যীশু মার্থাকে বলেছিলেন যে, তিনি খুব চিন্তিত ও ব্যস্ত, এবং মরিয়ম ভাল বিষয়টি বেছে নিয়েছেন, তখন আপনারা কেন মার্থাকে মরিয়মের পাশের টেবিলে বসে থাকতে দেখালেন?

আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করে দৃশ্যটিকে এমনভাবে উপস্থাপন করেছি যা লূক ১০:৩৮-৪২-এ সাধারণভাবে বর্ণনা করা হয়েছে। একবার যীশু যখন মার্থাকে বুঝিয়ে বলেছিলেন যে, তাঁর দেয়া শিক্ষার বিষয়ে শোন হলো সবচেয়ে ভাল কাজ, তখন হয়ত যীশুর কথাগুলো তার অন্তরকে স্পর্শ করেছিল এবং তিনি অন্যদের সাথে সেই টেবিলে গিয়ে বসেছিলেন।

যীশু কেন বলেছিলেন যে, লাসার ঘুমিয়ে ছিল?

তিনি তাঁর বলা কথার সময় শ্রুতিমধুরতা ব্যবহার করেছিলেন যেটি কোন বিষয়ে বলার ক্ষেত্রে কঠিন এবং আক্ষরিকভাবে প্রকাশ করার বদলে কোমলভাবে বলার মাধ্যমে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে, লাসার যে মৃত্যুবরণ করেছেন এটিকে সরাসরি বলার পরিবর্তে, তিনি এটিকে "ঘুম" বলে আখ্যায়িত করেছেন।

এখানে যীশুর "ঘুম" শব্দটি ব্যবহারের ক্ষেত্রে বাইবেলে যা লেখা আছে সেটি দেওয়া হল: "এই সব কথা বলবার পরে যীশু শিষ্যদের বললেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি।” এতে শিষ্যেরা তাঁকে বললেন, “প্রভু, যদি সে ঘুমিয়েই থাকে তবে সে ভাল হবে।” যীশু লাসারের মৃত্যুর কথা বলছিলেন, কিন্তু তাঁর শিষ্যেরা ভাবলেন তিনি স্বাভাবিক ঘুমের কথাই বলছেন। যীশু তখন স্পষ্ট করেই বললেন, “লাসার মারা গেছে,’’’ (যোহন ১১:১১-১৪ এনএলটি)।

জয়া ভাবছিল যে, যীশু তো বলেছিলেন, লাসার মারা যাবে না। তিনি কি সত্যিই এটি বলেছিলেন?

যীশু কখনও বলেন নি যে, লাসার মারা যাবে না। এর পরিবর্তে, উল্লেখ করা হয়েছে যে, লাসারের মৃত আবস্থায় থাকাটা তার শেষ পরিণতি নয়। তিনি বলেছিলেন, এই অসুখ তার মৃত্যুর জন্য হয় নি " (যোহন ১১:৪ এনএলটি)। অন্য কথায় বলা যায় যে, লাসার আর মৃত অবস্থায় থাকবেন না। (যদিও এর অর্থ এই নয় যে, লাসার এরপরে আর মারা যান নি এবং মৃত্যুর পর তিনি আর স্বর্গে যান নি।)

কেন যীশুর চোখে জল এসেছিল?

যারা লাসারের জন্য দুঃখ করছিল তাদের প্রতি যীশুর সমবেদনা ছিল। যারা দুঃখ-কষ্টের মধ্যে থাকতো তাদের প্রতি যীশু প্রায়ই দয়া দেখাতেন এবং এরপর তিনি এমন কোন অলৌকিক কাজ করতেন যার কারণে তাদের সেই দুঃখ-কষ্ট আর থাকতো না। ১৪:১৪, লূক ৭:১৩-১৪)।

যেহেতু বাইবেল বলে যে. যীশু কাঁদলেন (যোহন ১১:৩৫), আপনারা কেন যীশুকে কাঁদতে দেখালেন না?

"যীশু কাঁদলেন" বাক্যটির মূল গ্রিক শব্দের অর্থ হল যীশু নীরবে কাঁদলেন অথবা নীরবে চোখের জল ফেললেন। তার চোখ যে ছলছল করছিল সেটি আমরা দেখিয়েছি।

যতক্ষণ না লাসার মারা গেলেন ততক্ষণ পর্যন্ত যীশু কেন সেখানে গেলেন না?

যীশু সবসময়ই পবিত্র আত্মার নেতৃত্বে ঈশ্বরের ইচ্ছা পালন করতেন (যোহন ৫:১৯)। এই ক্ষেত্রে, ঈশ্বরের ইচ্ছা ছিল যেন যীশু লাসারকে অসুস্থতা থেকে সুস্থ করা নয় বরং মৃত্যু থেকে জীবিত করে তোলেন। এভাবে অনেকের বিশ্বাস অনেক বৃদ্ধি পাবে। যীশু তখন স্পষ্ট করেই বললেন, “লাসার মারা গেছে, কিন্তু আমি তোমাদের কথা ভেবে খুশী হয়েছি যে, আমি সেখানে ছিলাম না যাতে তোমরা বিশ্বাস করতে পার। চল, আমরা লাসারের কাছে যাই।’’ (যোহন ১১:১৪-১৫ এনএলটি)

লাসারকে মৃত্যু থেকে জীবিত করার জন্য যীশু কেন এতক্ষণ অপেক্ষা করেছিলেন? লাসার যে চারদিন কবরে থাকলেন এই বিষয়টির কি কোন গুরুত্ব আছে?

অনেক যিহূদী লোক বিশ্বাস করতো, যদি কেউ তিন দিন ধরে মারা যায়, তাহলে তার মৃত্যু থেকে ফিরে আসার কোন সম্ভাবনা নেই। যেহেতু লাসার চার দিন ধরে মৃত অবস্থায় ছিল, তাই লোকেরা তাকে জীবিত হয়ে উঠতে দেখে হতাশ হলো। তবে, এই ঘটনাটি যীশুকে আরও বড় ধরণের কোন অলৌকিক কাজ করার সুযোগ তৈরী করে দিয়েছিল।

পিতর এবং কর্নেলিয়াস

কৈসরিয়া শহর কোথায়?

এটি যিরূশালেমের উত্তর -পশ্চিমে এবং ভূমধ্যসাগর জুড়ে জুডিয়ান উপকূলে অবস্থিত।

সিজারিয়া শহরের কেন দেয়াল ছিল?

আগেকার সময়ে, কিছু কিছু শহরের নাগরিকদেরকে বাইরের আক্রমণকারী কোন সৈন্যবাহিনী বা বিপজ্জনক কোন অপরাধী এবং জীবজন্তু থেকে রক্ষা করার জন্য দেয়াল দিয়ে ঘেরাও করা থাকতো। উদাহরণস্বরূপ, যখন মোশি প্রতিজ্ঞাত দেশে লুকিয়ে খবর নেবার জন্য বারো জনকে পাঠিয়েছিলেন, তিনি তাদেরকে নির্দেশ দিয়ে বলেছিলেন, "কি রকম দেশে তারা বাস করে এবং সেটা ভাল, না মন্দ। যে সব শহরে তারা বাস করে সেগুলো কি দেয়াল ছাড়া, না দেয়াল ঘেরা? চল্লিশ বছর পর, যখন ইস্রায়েলীয়রা যিরিহো শহর জয় করার জন্য ঈশ্বরের বাধ্য হল, তখন ঈশ্বর অলৌকিকভাবে সেই শহরের দেয়ালগুলো ভেঙে দিলেন: “শিংগা বেজে উঠবার সঙ্গে সঙ্গে লোকেরা খুব জোরে চিৎকার করে উঠল। শিংগার আওয়াজে যখন লোকেরা ভীষণভাবে চিৎকার করে উঠল তখন যিরীহো শহরের দেয়াল ধ্বসে পড়ে গেল। তাতে সমস্ত লোক শহরের মধ্যে ঢুকে পড়ল এবং তা দখল করে নিল।”(যিহোশূয় ৬:২০, এনএলটি)। এই মহান বিজয়কে ঘিরে ঘটনাবলী সুপারবুক পর্ব ‘‘রাহব এবং যিরিহোর দেয়াল’’-এ দেখানো হয়েছে।

কর্ণীলিয় কেন স্বর্গদূতকে "প্রভু" বলেছিলেন? এটা কি যীশুর কোন উপাধি নয়?

যীশু হলেন আমাদের স্বর্গীয় প্রভু এবং ঈশ্বরের পুত্র। অন্যদিকে, তখনকার সময়ে "প্রভু" শব্দটির বিভিন্ন অর্থ ছিল। কিছু ক্ষেত্রে, "প্রভু" শব্দটি শ্রদ্ধার একটি উপাধি হিসেবে ব্যবহৃত হতো। তাই এটা হতে পারে যে, কর্ণীলিয় স্বর্গদূতকে "মহাশয়" বলে সম্বোধন করছিলেন।

স্বর্গদূতটির নাম কি?

বাইবেল আমাদের এই স্বর্গদূতের নাম বলে না (প্রেরিত ১০: ১-৮) তাই আমরা তাকে কোন নাম দেই নি।

যাফো কোথায় ছিল?

যাফো ভূমধ্যসাগরের উপকূলে, যিরূশালেমের পূর্ব দিকে কৈসরিয়ার দক্ষিণে ছিল। এটি ছিল যিহূদীয়ার প্রধান সমুদ্রবন্দর। বর্তমানে এর নাম জাফ্ফা, এবং এটি ইস্রায়েলের টেল আবিবের দক্ষিণ অংশ নিয়ে গঠিত।

কয়েক শতাব্দী আগে তারা এই দেখে বিস্মিত হয়েছিল যে, প্রিন্সের মা রুবি কোয়ান্টাম আগের একটি সুপারবুক অভিযানে গিয়েছিলেন কিন্তু পরে সেটি তার মনে ছিল না। এটি ‘‘তিনি উঠেছেন’’ পিতর এবং কর্ণীলিয়, নবী যোনা এর পর্বগুলোতে দেখানো হয়েছে যে, তারা যে বন্দরে গিয়ে নেমেছিলেন সেটি যাফো বন্দর ছিল। বাইবেল আমাদের বলে, “কিন্তু যোনা সদাপ্রভুর কাছ থেকে তর্শীশে পালিয়ে যাবার জন্য রওনা হলেন। তিনি যাফো বন্দরে গিয়ে তর্শীশে যাবার একটা জাহাজ পেলেন। ভাড়া দেবার পর তিনি সেই জাহাজে উঠলেন এবং সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাবার জন্য তর্শীশের দিকে যাত্রা করলেন।”(যোনা ১:৩, এনএলটি)।

প্রিন্স কীভাবে পিতরের দর্শন দেখতে পারল?

পিতর এবং প্রিন্স দুজনের দর্শন দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি।

কেন কিছু প্রাণীকে "অপবিত্র বা অশুচি" বলে ধরা হতো?

প্রাণীদেরকে "শুচি" এবং "অশুচি" করার প্রধান কারণটি হয়ত ইস্রায়েলকে পবিত্রতার বিষয়ে শেখানো হতে পারে, অর্থাৎ তারা একমাত্র সত্য ঈশ্বরকে ভক্তি করবে এবং তাঁর বাধ্য থেকে অন্য জাতিদের থেকে আলাদা হবে। আরেকটি কারণ হতে পারে যে, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা।

হলঘরের পর্যবেক্ষকের নাম কি এবং তিনি কোন জাতির?

তার নাম জিয়া ওয়েই এবং তিনি হলেন চীনা।

কর্ণীলিয়ের বাড়িতে থাকার সময় আকশে যে চাদরটি নেমেছিল এবং অযিহুহীদের চারপাশে যে আভা দেখা গিয়েছিল সেটি কি ছিল?

যীশুকে বিশ্বাস করার সময় অযিহূদীদের উপর পবিত্র আত্মা নেমে আসার বিষয়টি দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। বাইবেল বর্ণনা করে যে, পিতর যখন অযিহূদীদের কাছে যীশুর বিষয়ে বলেছিলেন, তখন পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিলেন: "পিতর তখনও কথা বলছেন, এমন সময় যারা সেই কথা শুনছিল তাদের সকলের উপরে পবিত্র আত্মা আসলেন।" (প্রেরিত ১০:৪৪, এনএলটি)।

কেন শিষ্যরা যীশুর নামে বাপ্তিস্ম দিলেন কিন্তু পিতা এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিলেন না?

পর্বটি শুধুমাত্র বাইবেলের লেখা অনুসরণ করে তৈরী করা হয়েছে এবং কোন মতবাদের উপর ভিত্তি করে বর্ণনা করা হয় নি। প্রেরিত ১০:৪৬-৪৮ বলে: ‘‘তখন পিতর বললেন,“জলে বাপ্তিস্ম গ্রহণ করতে কি এই লোকদের কেউ বাধা দিতে পারে? তখন তিনি সেই লোকদের যীশু খ্রীষ্টের নামে বাপ্তিস্ম দেবার আদেশ দিলেন।”(এনএলটি)

জিয়া ওয়েই তাদের বিষ্ময়কর অভিযানের কথা মনে রেখেছেন বলে প্রিন্স এবং জয়া কেন অবাক হয়েছিল?

তারা অবাক হয়েছিল কারণ প্রিন্সের মা রুবি কোয়ান্টাম আগের একটি সুপারবুক অভিযানে গিয়েছিলেন কিন্তু পরে সেটি তার মনে ছিল না। এটি "তিনি উঠেছেন!" পর্বে দেখানো হয়েছে।

পৌল এবং সীল

ফিলিপী এবং ম্যাসিডোনিয়া কোথায় ছিল?

ফিলিপী ছিল মেসিডোনিয়ার একটি প্রধান শহর যা বর্তমান গ্রিসের উত্তরে একটি রোমীয় প্রদেশ ছিল।

লুদিয়ার পুরো পরিবার কীভাবে বাপ্তিস্ম নিতে চেয়েছিল?

লুদিয়ার পরিবারের সদস্যরা যারা তার সাথে নদীর ধারে গিয়েছিল তারাও যীশুর বিষয়ে শুনেছিল এবং তাঁর উপর বিশ্বাস করার সুযোগ পেয়েছিল। এছাড়াও, রোমীয় সমাজে, পরিবারগুলোর প্রতি এমন প্রত্যাশা ছিল যে, যিনি পরিবারের প্রধান তার ধর্মকেই পরিবারের অন্যান্যদের অনুসরণ করতে হবে।

লুদিয়া যখন পানিতে ডুবে ছিল তখন তার চারপাশে যে সোনালি আভা দেখা গিয়েছিল সেটি কী ছিল?

এই পর্বের বাপ্তিস্ম নেবার ঘটনাটিতে, পবিত্র আত্মা তার চারপাশে ঘিরে আছেন এই বিষয়টিকে দেখানোর জন্য আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

বাপ্তিস্মের দৃশ্যে, আপনারা কি এটি বুঝাতে চেয়েছেন যে, জলে বাপ্তিস্ম নেবার সময়েই মানুষ উদ্ধার পায়?

না, আমরা বিশ্বাস করি যে, যখনই কেউ যীশুর উপর বিশ্বাস করে ঠিক সেই মুহূর্তেই সে উদ্ধার পায়। পৌল এবং সীল যখন জেল-রক্ষকের কাছে ব্যাখ্যা করছিলেন যে, শুধুমাত্র যীশুর উপর বিশ্বাস করলেই উদ্ধার পাওয়া যায় তখন, "তাঁরা বললেন, “আপনি ও আপনার পরিবার প্রভু যীশুর উপর বিশ্বাস করুন, তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন।" (প্রেরিত ১৬:৩১, এনএলটি)।

যখন তারা সময় ঘূর্ণির মধ্য দিয়ে যাচ্ছিল তখন কীভাবে সুপারবুক জয়ার পোশাক পরিবর্তন করেছিল?

আমরা জয়াকে তার হাসপাতালের গাউনে বাইবেলের সময়ে নিয়ে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাইনি, তাই আমরা তাকে তার স্বাভাবিক পোশাক পরে থাকতে দেখানোর জন্য শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

দর্শন কি?

এটি হল এমন একটি উপায় যার মাধ্যমে ঈশ্বর কারও কাছে গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কে অলৌকিকভাবে প্রকাশ করেন।

যে মেয়েটি ভবিষ্যৎ বলে দিতে পারতো তার কাঁধে কেন আপনারা সত্যিকারের সাপ দেখিয়েছেন?

আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করে সেই মন্দ আত্মাটিকে দেখানোর চেষ্টা করেছি যেটি তাকে ভবিষ্যৎ বলে দিতো। "ভবিষ্যদ্বাণী করে এমন আত্মা" এর মূল গ্রীক শব্দ হচ্ছে "এমন একটি আত্মা, যেটি সাপের মত" বা "সাপের আত্মা"।

ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও কেন জেল-রক্ষক পৌল এবং সীলের পা বেঁধে রাখলেন?

জেলে নিশ্চিতভাবে বন্দী থাকা সত্ত্বেও অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদের পা বেঁধে রাখা হয়েছিল আর সেই জেল-রক্ষক চেয়েছিলেন যাতে তারা কোনভাবেই পালাতে না পারে। বাইবেল আমাদের বলে, “আর ভাল করে পাহারা দেবার জন্য জেল-রক্ষককে আদেশ দেওয়া হল। জেল-রক্ষক সেই আদেশ পেয়ে পৌল ও সীলকে জেলের ভিতরের ঘরে নিয়ে গেলেন এবং হাড়িকাঠ দিয়ে তাঁদের পা আটকে রাখলেন। ”(প্রেরিত ১৬:২৩-২৪, এনএলটি)।

পৌল জয়াকে বলেছিলেন যে, খ্রীষ্টই তাকে যেকোনো কিছু মোকবিলা করার শক্তি দেন। বাইবেলের এই শিক্ষা কোথায় আছে?

একবার যখন পৌল জেলে ছিলেন এবং ফিলিপীর বিশ্বাসীদের কাছে লেখা চিঠিতে তিনি ব্যাখ্যা করেছিলেন যে, তিনি যে কোনও পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে শিখেছেন এবং তিনি যেকোন পরিস্থিতিতেই থাকেন না কেন খ্রীষ্টই তাকে শক্তি দেন:

“আমার কোন অভাবের জন্য যে আমি এই কথা বলছি তা নয়, কারণ যে কোন অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। অভাবের মধ্যে এবং প্রচুর থাকবার মধ্যে আমি সন্তুষ্ট থাকতে জানি। আমি পেট ভরে হোক বা খালি হোক, প্রচুর হোক বা অল্প হোক, প্রতিটি পরিস্থিতিতে বেঁচে থাকার রহস্য শিখেছি। যিনি আমাকে শক্তি দান করেন তাঁর মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি।"(ফিলিপীয় ৪:১১-১৩, এনএলটি)

পৌল জয়াকে আরও বলেছিলেন যে, ঈশ্বর চান যেন সবকিছুর মধ্য দিয়েই সে যেন তাঁকে ধন্যবাদ দেয়। এই শিক্ষা কি বাইবেলে আছে?

হ্যাঁ, এটি বাইবেলে আছে। যখন পৌল থিষলনীকীয়ের বিশ্বাসীদের কাছে চিঠি লিখেছিলেন, তখন তিনি তাদের বলেছিলেন, "আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ো; কারণ খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তা-ই ঈশ্বরের ইচ্ছা।" (১ম থিষলনীকীয় ৫:১৮, এনএলটি)

পৌল এবং সীল কী গান গাইছিলেন, এবং গানের কথাগুলো কি?

তারা গীতসংহিতার ১১৩:১-৪ এর গীত গাইছিল। এখানে হিব্রু বর্ণান্তকরণটি হল:

“হ্যালেলু ইয়াহ হেল্লু` অভধী অ্যাডোনয় হ্যালেলু 'ইথ-শাম অ্যাডোনয়। ইয়েহি শেম আদোনায়ে মেভোরখ মেআত্তাহ ভেদ-ওল্লাম। মিমিজরাচ-শেমেশ `আধ-মেভো'ও মেহুল্ল শেম অ্যাডোনয়। রাম'আল-কাল-গয়িম আদোনায় আল হাশামায়িম কেবোধো।"

আমরা নীচে গানের বাংলা সংস্করণটি দিয়েছি:

‘’সদাপ্রভুর প্রশংসা হোক। হে সদাপ্রভুর দাসেরা, গৌরব কর; সদাপ্রভুর গৌরব কর। সদাপ্রভুর নাম ধন্য হোক, এখন ও চিরকাল হোক। সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত সদাপ্রভুর গৌরব হোক। সমস্ত জাতি সদাপ্রভুর অধীন; আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা।”(গীতসংহিতা ১১৩:১-৪, এনএলটি)।

ভূমিকম্প হওয়ার কারণ কী?

আমরা বিশ্বাস করি যে, ঈশ্বর তখন অলৌকিকভাবে ভূমিকম্প ঘটিয়েছেন এবং বন্দীদের শেকল ভেঙে দিয়েছেন।

পৌল কেন জেল-রক্ষককে বলেছিলেন যে তার সাথে তার পুরো পরিবার রক্ষা পাবে? রোমীয় সমাজে, পরিবারগুলোর প্রতি এমন প্রত্যাশা ছিল যে, যিনি পরিবারের প্রধান তার ধর্মকেই পরিবারের অন্যান্যদের অনুসরণ করতে হবে। তবে, প্রত্যেক সদস্যকে উদ্ধার পাবার জন্য, তাদের প্রত্যেকেরই যীশুকে বিশ্বাস করতে হবে।

পিতরের পলায়ন

লোকটি কতদিন ধরে খোঁড়া ছিল?

লোকটি জন্মের পর থেকেই খোঁড়া ছিলেন। প্রেরিত পুস্তক বলে, "একদিন বেলা তিনটায় প্রার্থনার সময়ে পিতর ও যোহন উপাসনা-ঘরে যাচ্ছিলেন। লোকেরা প্রত্যেক দিন একজন লোককে বয়ে এনে উপাসনা-ঘরের সুন্দর নামে দরজার কাছে রাখত। সে জন্ম থেকেই খোঁড়া ছিল। যারা উপাসনা-ঘরে যেত তাদের কাছে ভিক্ষা চাইবার জন্য তাকে সেখানে রাখা হত।" (প্রেরিত ৩:১-২, এনএলটি)।

পিতর যীশুর নাম বলার পর লোকটি কীভাবে সুস্থ হয়েছিল?

পিতর ব্যাখ্যা করেছিলেন যে, যীশুর নামে বিশ্বাস করার মাধ্যমেই লোকটি সুস্থ হয়েছিল। তিনি বলেছিলেন, "এই যে লোকটিকে আপনারা দেখছেন এবং যাকে আপনারা চেনেন, যীশুর উপর বিশ্বাসের ফলে, যীশুর নামের গুণে সে শক্তি লাভ করেছে। যীশুর মধ্য দিয়ে যে বিশ্বাস আসে সেই বিশ্বাসই আপনাদের সকলের সামনে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছে।”(প্রেরিত ৩:১৬, এনএলটি)।

রাজা হেরোদ কেন যাকোবকে হত্যা করেছিলেন?

এটি এই কারণে হতে পারে যে, হেরোদ বাড়তে থাকা খ্রীষ্টিয়ান সমাজকে ধর্মীয় এবং রাজনৈতিক হুমকি হিসেবে দেখছিলেন। এছাড়াও, হেরোদ যিহূদী নেতাদের এবং যিহূদী সম্প্রদায়ের (যাদের বেশিরভাগই খ্রীষ্টিয়ান ছিল না) লোকদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন বলে জানা যায়। এই বিষয়ে যা ঘটেছিল তা বাইবেলে এভাবে লেখা হয়েছে: “সেই সময় রাজা হেরোদ অত্যাচার করবার জন্য খ্রীষ্টিয় মণ্ডলীর কয়েকজন লোককে ধরে এনেছিলেন। তিনি যোহনের ভাই যাকোবকে ছোরা দিয়ে খুন করিয়েছিলেন। যখন তিনি দেখলেন যিহূদীরা তাতে খুশী হয়েছে তখন তিনি পিতরকেও ধরতে গেলেন।” (প্রেরিত ১২:১-৩, এনএলটি)।

ঝুড়ি থেকে যা পড়ে গিয়েছিল এবং যার কারণে সৈন্যরা পা পিছলে পড়ে গেল সেটি কি ছিল?

এটি ছিল ডুমুর।

কেন আপনারা পিতরকে জেলে থাকা অবস্থায় বাইরের পোশক পরা অবস্থায় দেখিয়েছেন?

বাইবেলে লেখা আছে যে, স্বর্গদূত পিতরকে পোশাক পরতে বলেছিলেন, তাই নিশ্চিতভাবেই তিনি বাইরের পোশাক না পড়েই ঘুমিয়েছিলেন। প্রেরিত পুস্তক আমাদের বলে, "এমন সময় হঠাৎ প্রভুর একজন দূত সেখানে এসে দাঁড়ালেন। তাতে জেলখানার সেই ঘরটা আলোতে উজ্জ্বল হয়ে উঠল। স্বর্গদূত পিতরের গায়ে জোরে ঠেলা দিয়ে তাঁকে জাগিয়ে বললেন, “তাড়াতাড়ি ওঠো।” এতে পিতরের দু’হাত থেকে শিকল খুলে পড়ে গেল। তখন স্বর্গদূত পিতরকে বললেন, “তোমার কোমরে কোমর-বাঁধনি লাগাও, পায়ে জুতা দাও। পিতর তা-ই করলেন। স্বর্গদূত তাঁকে বললেন, “তোমার চাদরখানা গায়ে জড়িয়ে আমার পিছনে পিছনে এস।”(প্রেরিত ১২:৭-৮, এনএলটি)।

যখন স্বর্গদূত জেলখানায় পিতরের সাথে কথা বলেছিলেন, তখন তাঁর বলা "গায়ে জড়িয়ে" কথাটির অর্থ কী?

"গায়ে জড়িয়ে" মানে পোশাক পরা বুঝানো হয়েছে।

পিতর জেলখানা থেকে পালানোর পর, কেন খ্রীষ্ট বিশ্বাসীরা বিশ্বাস করে নি যে, তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন?

পিতর যাতে জেলখানা থেকে পালাতে পারেন এই বিষয় ঈশ্বর যে তাদের প্রার্থনার উত্তর দেবেন এটি তারা ভাবতেও পারে নি। এটি আমাদরকে দেখায় যে, আমরা যা ভাবতেও পারি না সেইভাবে হয়তো ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিতে পারেন। প্রেরিত পৌল এই কথাটি লিখেছেন যে, "আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশী করতে পারেন।" (ইফিষীয় ৩:২০, এনএলটি)।

জয়া কেন ভেবেছিল যে, ঈশ্বরের ইচ্ছা পৃথিবীতে পূর্ণ হচ্ছে না?

জয়া বলেছিল যে, পৃথিবীজুড়ে লোকেরা যে দারিদ্র্যতায়, নিষ্ঠুরতায় এবং অসুস্থতায় জীবনযাপন করছে- এই ধরনের খারাপ বিষয়গুলোর কারণে ঈশ্বরের ইচ্ছা পূর্ণতা পাচ্ছে না। পৃথিবীজুড়ে যারা কষ্ট পাচ্ছিল তাদের জন্য জয়ার মন মমতায় ভরে গিয়েছিল এবং তখন তাকে প্রভুর প্রার্থনার একটি অংশ মনে করিয়ে দেওয়া হয়েছিল: "তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক।" (মথি ৬:১০, এনএলটি) যীশু যেহেতু আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা যাতে পূর্ণতা পায় সেজন্য প্রার্থনা করতে বলেছেন সেহেতু, এ থেকে বোঝা যাচ্ছে যে, তাঁর ইচ্ছা সবসময় পৃথিবীতে পূর্ণতা পায় না।

প্রার্থনা করা ছাড়াও কি আমাদের অন্য কিছু করা উচিত?

প্রার্থনা করা সত্যিই একটি শক্তিশালী বিষয় কারণ ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। (মথি ১৯:২৬)। তবুও, এমন কিছু সময় আছে যখন আমরা দুঃখ-কষ্টে থাকা মানুষের জীবনে বাস্তবিক কিছু পরিবর্তন আনতে পারি। উদাহরণস্বরূপ, যোহন বাপ্তাইজক অনেক লোকদের সামনে বলেছিলেন, "যদি কারও দু’টা জামা থাকে তবে যার জামা নেই সে তাকে একটা দিক। যার খাবার আছে সেও সেই রকম করুক।” "(লূক ৩:১১, এনএলটি)। এছাড়াও, প্রেরিত পৌল লিখেছেন, "সুযোগ পেলেই আমরা যেন সকলের, বিশেষভাবে ঈশ্বরের পরিবারের লোকদের উপকার করি।" (গালাতীয় ৬:১০, এনএলটি)।

লোকেরা যখন প্রার্থনা করছিল তখন বাড়িগুলো থেকে যে আলো বের হচ্ছিল সেটি কী ছিল?

আমরা সৃজনশীল লাইসেন্স ব্যবহার করে লোকদের প্রার্থনা স্বর্গে পৌঁছে যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করেছি। প্রকাশিত বাক্য বিশ্বাসীদের প্রার্থনা ঈশ্বরের কাছে যাওয়ার বিষয়টি এভাবে তুলে ধরে: ‘‘সেই স্বর্গদূতের হাত থেকে ধূপের ধূমা ঈশ্বরের লোকদের প্রার্থনার সঙ্গে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল।’’ (প্রকাশিত বাক্য ৮:৪, এনএলটি)

যীশু অন্ধদের সুস্থ করেন

কেন যীশু অন্ধ লোকের চোখে থুথু দিলেন?

যীশুর চোখের উপর থুতু ফেলা আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু স্বর্গীয় পিতা চেয়েছিলেন যেন তিনি তা করেন। যীশু তাঁর বলা কথার মাধ্যমে এই ব্যাখ্যা দিয়েছিলেন যে, “আমি সত্যিই আপনাদের বলছি, পুত্র নিজ থেকে কিছুই করতে পারেন না। পিতাকে যা করতে দেখেন কেবল তা-ই করতে পারেন কারণ পিতা যা করেন পুত্রও তা-ই করেন।" (যোহন ৫:১৯, এনএলটি) আপনি এর ফলাফল জানেন যে, লোকটি দেখতে পেল।

যীশু প্রথমবার তাঁর জন্য প্রার্থনা করার পরে কেন লোকটি ঝাপসা দেখছিল?

কিছু অলৌকিক ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে , আবার কিছু ঘটনা সময়ের সাথে সাথে ঘটে। এটি একটি বিষ্ময়কর অলৌকিক ঘটনা ছিল যে, যীশু প্রথমবার গায়ে হাত রাখার পর অন্ধ লোকটি কিছুটা দেখতে শুরু করল। যীশু যখন আবার তার চোখ স্পর্শ করলেন, তখন লোকটিকে সম্পূর্ণভাবে সুস্থ করার জন্য ঈশ্বরের শক্তি তার মধ্য দিয়ে কাজ করতে লাগল।

কেন যীশু সেই লোকটিকে তার গ্রামে না যেতে করলেন?

যদি সেই লোকটি গ্রামে চলে যেতো, তাহলে অলৌকিক কাজটির কথা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ত। যীশু প্রায়ই অলৌকিক কাজ করতেন, আর সেই খবর যদি চারদিকে ছড়িয়ে পড়তো, তাহলে বিশাল জনতা তাঁর আশেপাশে ভিড় করতো, তাই তিনি এত লোকজন নিয়ে কোন গ্রামে খোলাখুলিভাবে যেতে পারতেন না। এর ফলে, তাঁকে নির্জন জায়গায় থাকতে হল; (মার্ক১:৪১-৪৫)। অন্যদিকে, সেই লোকটিকে গ্রামে যেতে না করার মাধ্যমে তিনি এত লোকজন ছাড়াই খোলাখুলিভাবে যেকোন গ্রামে যেতে পারতেন।

এমনও হতে পারে যে, যদি এতগুলো মানুষ বুঝতে পারতো যে তিনিই মশীহ, তাহলে তারা এও বুঝতো যে, তিনি রাজা দায়ূদের সিংহাসনের উত্তরাধিকারী এবং তারা তাঁকে ইস্রায়েলের নতুন রাজা বানানোর চেষ্টা করতে পারতো। কিন্তু যীশু কোন রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করতে আসেন নি বরং নিষ্পাপ জীবনযাপন এবং আমাদের পাপের জন্য নিজে শাস্তিভোগ করে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন।

কেন যীশু তাঁর অনুসারীদেরকে এটা বলতে না করেছিলেন যে, তিনিই হলেন মশীহ?

লোকেরা হয়ত আবারও তাঁকে ইস্রায়েলের রাজা করার চেষ্টা করতো, কিন্তু তাঁর কোন রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, বরং তাঁর উদ্দেশ্য ছিল আত্মিক। তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করে আমাদের মুক্তিদাতা হবার জন্য এসেছিলেন।

কেন যীশু পিতরকে "শয়তান" বলেছিলেন?

নতুন নিয়মের মূল গ্রিক ভাষায়, "শয়তান" শব্দের অর্থ "শত্রু" হতে পারে। তাই যীশু বলছিলেন যে, পিতর তাঁর ঐশ্বরিক উদ্দেশ্য এবং কাজের বিরোধিতা করছিলেন। যীশু পিতরকে কী বলেছিলেন তা তুমি এখানে দেখতে পারবে: “আমার কাছ থেকে দূর হও, শয়তান। তুমি আমার পথের বাধা। যা ঈশ্বরের তা তুমি ভাবছ না কিন্তু যা মানুষের তা-ই ভাবছ।”(মথি ১৫:২৩, এনএলটি)।

যীশু যখন তাকে ডেকেছিলেন তখন সেই ভিক্ষুক কেন তার চাদর খুলে ফেলল?

ভিক্ষুক যীশুকে "দায়ূদের বংশধর" বলে ডেকেছিল। এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগল, “দায়ূদের বংশধর যীশু, আমাকে দয়া করুন।” (মার্ক ১০:৪৭, এনএলটি)। দায়ূদ ইস্রায়েলের রাজা ছিলেন, তাই সেই ভিক্ষুক জানতো যে, যীশু রাজা দায়ূদের রাজপরিবারের একজন বংশধর ছিলেন এবং এজন্য যীশুর প্রতি তার অনেক শ্রদ্ধা ছিল। এটা হতে পারে যে, ভিক্ষুকের চাদরটি পুরানো এবং ময়লা ছিল, এবং সে বুঝতে পেরেছিল যে, এটি পরে যীশুর সামনে যাওয়া ঠিক হবে না।

যীশু কেন লোকটির চোখে কাদা লাগিয়ে দিলেন?

স্বর্গীয় পিতা তাঁকে যা করতে বলেছিলেন তিনি সেই নির্দেশ মতই কাজ করেছিলেন।

কেন বিশ্রামবারে কাউকে কাজ করতে দেওয়া হতো না?

এটা সদাপ্রভুর জন্য আলাদা করা বিশ্রামের দিন ছিল । বাইবেল আমাদের বলে, "সপ্তার ছয় দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে, কিন্তু সপ্তম দিনটা হল তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন। সেই দিন তোমরা, তোমাদের ছেলেমেয়ে, তোমাদের দাস-দাসী, তোমাদের পশু বা তোমাদের শহর ও গ্রামে বাস-করা অন্য জাতির লোক, মোট কথা, কারও কোন কাজ করা চলবে না।" (যাত্রাপুস্তক ২০:৯-১০, এনএলটি)

শলোমনের মন্দির

যখন প্রিন্স, জয়া এবং গিজমো বাইবেলের ঘটনার সময়ে যাচ্ছিল তখন সুপারবুক কোন বাইবেল পদের ভিত্তিতে তাদেরকে কথাটি বলেছিল?

হিতোপদেশের ১৬:১ যা বলে, "মানুষ মনে মনে পরিকল্পনা করে, কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা সদাপ্রভুর কাছ থেকে আসে।" (সিইভি)।

সাক্ষ্য সিন্দুকটিতে কি দশটি আজ্ঞার পাথরগুলো ছাড়া অন্য কিছু ছিল?

না। সেই সময়ে, সিন্দুকটিতে শুধুমাত্র পাথরগুলোই ছিল। বাইবেল আমাদের বলে, "ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর সদাপ্রভু হোরেব পাহাড়ে তাদের জন্য যখন ব্যবস্থা স্থাপন করেছিলেন তখন মোশি সিন্দুকের মধ্যে যে পাথরের ফলক দু’টি রেখেছিলেন সেই দু’টি ছাড়া আর কিছুই তার মধ্যে ছিল না।" (১ম রাজাবলি ৮:৯ এনএলটি)। যাইহোক, একটা সময় ছিল যখন আরও কিছু জিনিস সিন্দুকে রাখা হয়েছিল। ইব্রীয় পুস্তকে বলা হয়েছে যে, এই অংশে ধূপ জ্বালাবার জন্য সোনার বেদী ও সাক্ষ্য-সিন্দুক ছিল। তার চারদিক সোনা দিয়ে মুড়ানো ছিল। এতে বলা হয়েছে, "তার মধ্যে ছিল সোনার পাত্রে রাখা মান্না, হারোণের যে লাঠিতে ফুল ফুটেছিল সেই লাঠিটা, আর ব্যবস্থা-লেখা দু’টা পাথরের ফলক।" (ইব্রীয় ৯:৪, এনএলটি)।

নাথন কে ছিলেন?

তিনি ছিলেন সদাপ্রভুর একজন নবী (১ম রাজাবলি ১:৮)। এই পর্বে, যখন নাথন রাজা দায়ূদের সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন তাকে নবী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

বৎশেবা কি সত্যিই রাজা দায়ূদের সামনে মেঝেতে উবুড় হয়েছিলেন?

যদিও বেশ কয়েকটি অনুবাদ বলছে যে, বৎশেবা তাঁর সামনে প্রণাম জানিয়েছিলেন, সহজ বাংলা সংস্করণ বলে, "বৎশেবা রাজাকে প্রণাম করলেন।" (১ম রাজাবলি ১:১৬)।

বৎশেবা কেন দায়ূদের বিছানার সামনে মেঝেতে মাথা নত করেছিলেন বা উবুড় হয়েছিলেন?

বৎশেবা দায়ূদের স্ত্রী হওয়া সত্ত্বেও রাজার প্রতি যেমন আচরণ করার নিয়ম ছিল সেই অনুযায়ী তিনি তা করেছিলেন। এই নিয়মে রাজার কাছে যদি কোন ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে অনুরোধ জানাতে চাইতো তাহলে তার আগে রাজাকে প্রণাম করে তিনি কি বলেন সেটা শোনার জন্য অপেক্ষা করতে হতো।

বৎশেবা কেন তার স্বামী দায়ূদকে "আমার প্রভু" এবং "প্রভু মহারাজ" বলেছিলেন?

তিনি প্রথাগতভাবে রাজাকে তার রাজকীয় পদ অনুযায়ী সঠিক নিয়ম অনুসরণ করে সম্বোধন করেছিলেন।

রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার জন্য শলোমন কেন রাজা দায়ূদের খচ্চরে চড়ে গীহন উপতক্যায় গিয়েছিলেন?

সমস্ত রাজপুত্ররা খচ্চরে চড়তো, কিন্তু বিশেষ অনুমতি ছাড়া রাজার খচ্চরে চড়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তাই, যখন শলোমন তাতে চড়েছিল, তখন এটি প্রকাশ হয়েছিল যে, ভবিষ্যতের রাজা হিসাবে রাজা দায়ূদের অনুগ্রহ তার উপর ছিল।

শলোমনের মাথায় তেল ঢালার পর তার চারপাশে যে আভা দেখা গিয়েছিল সেগুলো কি ছিল?

উজ্জ্বল আভার মাধ্যমে পবিত্র আত্মা তার উপর নেমে আসা এবং রাজা হিসেবে কাজ করার জন্য পবিত্র আত্মা যে ক্ষমতা দান করেন সেই বিষয়টি প্রকাশ করে।

সময় ঘূর্ণী বলতে কি বোঝায়?

এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে সুপারবুক প্রিন্স, জয়া এবং গিজমোকে কোন অভিযানের সময় এবং জায়গা থেকে অন্য কোন সময় এবং জায়গায় নিয়ে যায়।

মন্দিরের সামনে কি কি জিনিস ছিল?

মন্দিরের বাম দিকে, জল রাখবার জন্য একটি ব্রোঞ্জের তৈরী পাত্র ছিল (যেটি ১২টি ব্রোঞ্জের তৈরী গরুর পিঠের উপর বসানো ছিল)। মন্দিরের ডান দিকে, একটি পাথরের ভিত্তির উপরে একটি বেদী ছিল। এছাড়াও সেখানে ব্রোঞ্জের তৈরী জল রাখার গাড়ি ছিল (১ম রাজাবলি ৭:২৩-৩৯)।

মন্দিরের বড় ঘরটিতে কী কী ছিল?

বড় ঘরটিকে "পবিত্র স্থান" বলা হতো (১ম রাজাবলি ৮:৮)। সেখানে পাঁচ জোড়া খাঁটি সোনার বাতিদান, সম্মুখ-রুটি রাখবার সোনার টেবিল এবং সোনার বেদী ছিল (১ম রাজাবলি ৭:৪৮-৪৯)।

মন্দিরের ভেতরের ঘরে যে দুটি সোনার মূর্তি ছিল সেগুলো কী ছিল?

মন্দিরের সবচেয়ে ভিতরের ঘরটিকে "মহাপবিত্র স্থান" বলা হতো (১ম রাজাবলি ৬:১৬ এনএলটি) বড় যে দুটি মূর্তি ডানা মেলে ছিল সেগুলোকে স্বর্গীয় দূত হিসেবে মনে করা হয় (১ম রাজাবলি ৬:২৩-২৮)।

যখন এটিকে মন্দিরে স্থাপন করা হয়েছিল তখন যে মেঘ এবং আলো দেখা গিয়েছিল সেগুলো কী ছিল?

মেঘ এবং আলো ঈশ্বরের উপস্থিতি এবং তাঁর মহিমার একটি চিহ্ন ছিল। বাইবেল আমাদের বলে, পবিত্র স্থান থেকে পুরোহিতেরা বের হয়ে আসবার পরেই সদাপ্রভুর ঘরের ভিতরটা মেঘে ভরে গেল। সেই মেঘের জন্য পুরোহিতেরা সেবা-কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় তাঁর ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। (১ম রাজাবলি ৮:১০-১১ এনএলটি)।

আপনারা কেন মন্দিরে রাজা শলোমনের প্রার্থনার কিছু অংশ দেখিয়েছেন?

যেহেতু বাইবেলের প্রতিটি কাহিনী দেখানোর জন্য আমাদের সময় সীমিত, তাই আমরা তাঁর উৎসর্গমূলক প্রার্থনার একটি অংশ দেখিয়েছি। তাঁর উৎসর্গমূলক প্রার্থনার সম্পূর্ণ অংশ ১ম রাজাবলি ৮:২৩-৫৩ তে পাওয়া যায়।

আমরা আমাদের সুপারবুক পর্বগুলোতে বাইবেলের ঘটনাগুলোতে আরও কিছু বিষয় যোগ করতে পারলে খুশী হতাম। তবে, প্রতিটি পর্বের গল্পের জন্য নির্ধারিত সময় মাত্র ২২ মিনিট, এবং সম্পূর্ণ পর্বের সময় প্রায় ২৮ মিনিটের মধ্যে সীমাবদ্ধ যাতে সেগুলোকে ৩০ মিনিট সময়ের মধ্যে সম্প্রচার করা যায়। (এটি আমাদেরকে সারা বিশ্বের আরও অনেক শিশুর কাছে সুপারবুককে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে।) প্রতিটি পর্বে প্রিন্স এবং জয়ার আধুনিক জীবনযাপনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে যাতে শিশুরা তাদের জীবনে এই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং নিজেদের জীবনে তা কাজে লাগাতে পারে। আমাদেরকে উদ্বোধনী গান, শেষের গান এবং শেষ কৃতজ্ঞতা স্বীকারের অংশগুলো ঠিক জায়গায় সময়মত দেখাতে হয়, তাই আমাদের কাছে বাইবেলের গল্পের প্রতিটি দিক তুলে ধরার জন্য যথেষ্ট সময় নেই। আমাদের আশা এবং ইচ্ছা এই যে, প্রিন্স এবং জয়ার অভিযানগুলো বাচ্চাদেরকে এই ঘটনাগুলো সম্পর্কে জানতে আরো অনুপ্রাণিত করবে। সুপারবুক সিরিজের অন্যতম একটি লক্ষ্য হল শিশুদেরকে বাইবেল পড়ার জন্য উৎসাহিত করা।

কেন আপনারা লোকদের সামনে রাজা শলোমনের দেয়া বক্তৃতার কিছু অংশ দেখালেন?

একইভাবে, যেহেতু বাইবেলের প্রতিটি কাহিনী দেখানোর জন্য আমাদের সময় সীমিত, তাই আমরা শলোমনকে ইস্রায়েল জাতিকে আশীর্বাদ করার মূল অংশগুলোকে দেখিয়েছি। সম্পূর্ণ আশীর্বাদটি ১ম রাজাবলি ৮:৫৬-৬১-তে পাওয়া যায়।

মন্দিরে রাজা শলোমনের প্রার্থনা এবং সম্বোধনের জন্য আপনারা বাইবেলের কোন সংস্করণ ব্যবহার করেছেন?

আমরা সহজ বাংলা সংস্করণ ব্যবহার করেছি।

শলোমনের তৈরী মন্দির কি বর্তমানে আছে?

না, এটি এখন আর নেই। ৫৮৭ খ্রীষ্টপূর্বে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর এই মন্দিরটি ধ্বংস করেছিলেন। (ইষ্রা ৫:১২ দেখ।)

যিহোশূয় এবং কালেব

কেন ঈশ্বর ইমোরীয়দের পাহাড় ইস্রায়েলীয়দেরকে দিয়েছিলেন?

ঈশ্বর অব্রাহাম, ইসহাক এবং যাকোবকে প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি তাদেরকে কনান দেশ দেবেন। (আদিপুস্তক ১৫:১৬-২১; ২৬:৩; ২৮:১৩-১৫)। যখন ইস্রায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশের কাছাকাছি এসেছিল, তখন তিনি তাদের বলেছিলেন, “দেখ, আমি ঐ জায়গাগুলো তোমাদের দিয়ে রেখেছি। আমি সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক, যাকোব ও তাদের পরে তাদের বংশধরদের যে দেশ দেবার শপথ করেছিলাম তোমরা সেখানে গিয়ে সেই দেশ অধিকার কর।” (দ্বিতীয় বিবরণ ১:৮, এনএলটি)।

এছাড়া, ইমোরীয়রা মিথ্যা দেবতাদের পূজা করতো এবং তারা মন্দ কাজ করতো , তাই ঈশ্বর তাদের গ্রহণ করে নি এবং ইস্রায়েলীয়দেরকে সেই দেশ দিয়েছিলেন।

দশজন ইব্রীয় গুপ্তচর কেন বিশ্বাস করল না?

তারা তাদের শত্রুদের তুলনায় কতটা শক্তিশালী এমন একটি সাধারণ দৃষ্টিকোণ থেকে তারা বিষয়গুলো দেখেছিল। তারা বলল, "ঐ লোকদের সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়; আমাদের চেয়ে তাদের গায়ে শক্তি বেশী।" (গণনাপুস্তক ১৩:৩১, এনএলটি) এই ভয়ের কারণে তারা পরাজিত হয়েছিল। তবে, যদি তারা ঈশ্বরের প্রতিজ্ঞা এবং ইতিমধ্যে তিনি যেসব অলৌকিক কাজগুলো করেছেন সেগুলোর বিষয়ে ভেবে দেখতো, তাহলে তাদের বিশ্বাস বেড়ে যেতো এবং তারা এই বিশ্বাস করতে পারত যে, ঈশ্বর তাদের পক্ষে যুদ্ধ করবেন এবং তাদেরকে বিজয়ী করবেন। যিহোশূয় এবং কালেব লোকদের বললেন, “তবে তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ কোরো না। তোমরা সেই দেশের লোকদের ভয় কোরো না; তাদের গিলে খেতে আমাদের দেরি হবে না। তাদের আর রক্ষার উপায় নেই। তাদের তোমরা ভয় কোরো না কারণ সদাপ্রভু আমাদের সঙ্গে রয়েছেন।” কারণ সদাপ্রভু আমাদের সঙ্গে রয়েছেন।” (গণনাপুস্তক ১৪:৯, এনএলটি)

ইব্রীয় গুপ্তচররা কি সত্যিই দৈত্যর মত লোকদের দেখেছিল?

প্রতিজ্ঞাত দেশে বড় মানুষ বা দৈত্যের মত মানুষও ছিল। অনেক বছর পরে, দায়ূদ দৈত্যের মত গলিয়াতকে হত্যা করেছিলেন। বাইবেল আমাদের বলে যে গলিয়াত কতটা লম্বা ছিল: “পলেষ্টীয়দের পক্ষ থেকে গলিয়াৎ নামে এক বীর যোদ্ধা তাদের সৈন্যদল থেকে বের হয়ে আসল। সে ছিল গাৎ শহরের লোক। লম্বায় সে ছিল সাড়ে ছয় হাত।” (১ম শমূয়ল ১৭:৪, এনএলটি)

লোকেরা কেন বিশ্বাস করল না?

সদাপ্রভু মিশরীয়দের প্রতি যা করেছিলেন এবং মরুভূমিতে তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন সেগুলোর বিষয়ে তারা ভেবেও্র দেখে নি। বাইবেলে লেখা আছে যে, “সদাপ্রভু মোশিকে বললেন, “আর কত কাল এই লোকগুলো আমাকে তুচ্ছ করে চলবে? তাদের মধ্যে আমি যে সব আশ্চর্য চিহ্ন দেখিয়েছি তার পরেও আর কতকাল তারা আমাকে অবিশ্বাস করবে?(গণনাপুস্তক ১৪:১১, এনএলটি)

এতকিছুর পরও, তারা ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করল না। তিনি তাদের বললেন, “আজ আমি তোমাদের যে আদেশ দেব তা তোমরা পালন করবে। ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয়দের আমি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেব।” (যাত্রাপুস্তক ৩৪:১১, এনএলটি)।

যখন গুপ্তচরেরা খারাপ খবর দিল তখন কালেব এবং যিহোশূয় কেন নিজেদের কাপড় ছিঁড়ে ফেলল?
তাদের সংস্কৃতিতে, নিজের কাপড় ছিঁড়ে ফেলা ছিল তীব্র মানসিক যন্ত্রণার একটি প্রকাশ। এই ক্ষেত্রে তারা এই ভেবে খুব হতাশ হয়েছিল যে, সেই লোকেরা একটি সামান্য খারাপ খবরে শুধু বিশ্বাসই করে নি বরং প্রতিজ্ঞাত দেশের বিষয়ে ঈশ্বরের যে ইচ্ছা সেটির বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছিল।

কেন ঈশ্বর ঘোষণা করেছিলেন যে, প্রাপ্তবয়স্ক ইস্রায়েলীয়দের কেউই সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারবে না?

অনেক আশ্চর্য চিহ্ন দেখা সত্ত্বেও তারা অনেকবার ঈশ্বরের অবাধ্য হয়েছিল (গণনাপুস্তক ১৪:২১-২২), এবং তাঁকে অগ্রাহ্য করেছিল (২৩ পদ) তিনি জানতেন যে, তারা তাদের অবিশ্বাসের জালে আবদ্ধ এবং যারা তাঁকে বিশ্বাস করবে তাদের একটি নতুন তরুণ প্রজন্মকেই এই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করানো উচিত। লোকদেরকে নির্দেশ দেবার জন্য ঈশ্বর মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন, “তোমাদের যে ছেলেমেয়েদের কেড়ে নেওয়া হবে বলে তোমরা বলেছিলে সেই ছেলেমেয়েদেরই আমি সেই দেশে নিয়ে যাব। এই ছেলেমেয়েরাই সেই দেশ ভোগ করবে যা তোমরা পায়ে ঠেলে দিয়েছ।” (গণনাপুস্তক ১৪:৩১, এনএলটি)।

যেহেতু ঈশ্বর পাপে পতিত ইস্রায়েলীয়দেরকে শাস্তি দিয়েছিলেন তার মানে কি এই যে, আমি যদি বেশি পাপ করে ফেলি তাহলে তিনি আমার উপর ধৈর্য্য হারিয়ে ফেলবেন?

একদমই না। ঈশ্বর তোমাকে খুব ভালবাসেন এবং তিনি চান যেন তুমি তোমার পাপের ক্ষমা পাও। যখন তুমি যীশুকে বিশ্বাস করবে, মন্দ বিষয়গুলো থেকে দূরে থাকবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে, এবং যীশুকে তোমার অন্তরে এবং জীবনে প্রভু এবং মুক্তিদাতা হিসেবে আসবার জন্য প্রার্থনা করবে তখন ক্ষমা করাটাই তোমার জীবনের প্রধান বিষয় হয়ে উঠবে।

তুমি যদি ইতিমধ্যেই একজন বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তুমি ঈশ্বরের আত্মিক পরিবারের একটি অংশ (যোহন ১:১২), এবং কোন পাপই তোমার সাথে তাঁর সম্পর্ক ভাঙ্গতে পারবে না। (১ম যোহন ১:৭)। সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ; বাইবেল আমাদের বলে, “সদাপ্রভুর অটল ভালবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তাঁর করুণা কখনও শেষ হয় না; প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়; তাঁর বিশ্বস্ততা মহৎ।" (বিলাপ 3৩:২২-২৩, এনএলটি)। এছাড়াও, ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে যাব না বা কখনও তোমাকে ত্যাগ করব না।’’ (ইব্রীয় ১৩:৫, ইএসভি)। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন (১ম যোহন ১:৯)।

এলিয় এবং বিধবা মহিলা

গাছগুলো এত শুকনো এবং অনুর্বর ছিল কেন?

মূর্তিপূজা করার মধ্য দিয়ে অবাধ্য হওয়ার কারণে ঈশ্বর ইস্রায়েল দেশে কোন বৃষ্টি দেন নি। তখন যা ঘটেছিল বাইবেল তা এভাবে বর্ণনা করে: গিলিয়দের তিশ্‌বী গ্রামের এলিয় আহাবকে বললেন, “আমি যাঁর সেবা করি ইস্রায়েলীয়দের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছরে শিশিরও পড়বে না, বৃষ্টিও পড়বে না।” (১ম রাজাবলি ১৭:১, এনএলটি)

গিজমো কেন এটা বলেছিলেন যে, সে পিজ্জা পছন্দ করে? সে কি পিজ্জা খেতে পারে?

গিজমো আসলে পিজ্জা খেতে পারে না, কিন্তু সে উৎসবমূখর পরিবেশ, হাসাহাসি এবং তার আশেপাশের ভালো মানুষগুলোর উপস্থিতি অনুভব করতে পারে।

দাঁড়কাক কেন এলিয়ের জন্য খাবার নিয়ে এল?

কারণ সদাপ্রভু তাদের তা করার আদেশ দিয়েছিলেন। ঈশ্বর এলিয়কে যা বলেছিলেন তা আমরা এখানে দেখি যে: "'তুমি সেই স্রোতের জল খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড়কাকদের ঠিক করে রেখেছি।”' '(১ম রাজাবলি ১৭:৪, এনএলটি)

প্রিন্স যখন সারিফতে ভ্রমণ করছিল তখন সে কি খেয়েছিল?

এটি ছিল পশুর চামড়া দিয়ে তৈরি এক ধরনের পুরোনো বোতল।

বাইবেলের এই ছেলেটির কোন নাম না থাকা সত্ত্বেও কেন আপনারা এই ছেলেটির নাম মিকা রেখেছেন?

আমরা সংলাপগুলোকে আরো স্বাভাবিক করতে সৃজনশীল অনমতি ব্যবহার করেছি।

যখন মিকা মারা গেল, কেন এলিয় তাকে উপরে নিয়ে গেলেন এবং তার জন্য প্রার্থনা করলেন?

এই ঘরটি হয়তো এলিয়ের প্রার্থনার একটি জায়গা হতে পারে।

কেন এলিয় তিনবার প্রার্থনা করতেন?

তখনকার সময় এবং সংস্কৃতিতে, আচার-অনুষ্ঠানে তিন ছিল একটি সাধারণ সংখ্যা।

মিকা যখন জীবন ফিরে পেয়েছিল তখন তার মধ্যে যে উজ্জ্বলভাব দেখা গিয়েছিল সেটি কি ছিল?

আমরা এলিয়ের এই প্রার্থনার ফলে মিকার আত্মা ফিরে এসেছে এই বিষয়টিকে দেখানোর জন্য সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি: ‘“হে সদাপ্রভু আমার ঈশ্বর, ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসুক।”’(১ম রাজাবলি ১৭:২১, এনএলটি)। বাইবেল আমাদের বলে, "সদাপ্রভু এলিয়ের কথা শুনলেন এবং ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসল আর সে বেঁচে উঠল।" (১ম রাজাবলি ১৭:২২, এনএলটি)

আমাদেরকে প্রার্থনা করা শিখিয়ে দিন

বাগানে প্রার্থনা করার সময় যীশু কীভাবে আলোয় উজ্জ্বল হয়ে উঠলেন?

ঈশ্বরের মহিমা তাঁর ভেতরে ছিল, কিন্তু সাধারণভাবে সেটি দেখা যেতো না, কিন্তু তিনি এমনভাবে স্বর্গীয় মহিমায় আলোকিত হলেন যে, যখন তা ঘটল তখন তিনি আলোকিত হয়ে উঠলেন। বাইবেল এটিকে এভাবে বর্ণনা করে: "তাঁদের সামনে যীশুর চেহারা বদলে গেল। তাঁর মুখ সূর্যের মত উজ্জ্বল এবং তাঁর কাপড় আলোর মত সাদা হয়ে গেল। (মথি ১৭:২ এনএলটি)।

মোশী এবং এলিয় মারা যাবার পরও কীভাবে তাঁরা যীশুর পাশে এসে দাঁড়ালেন?

যীশুর সামনে এসে তাঁর সাথে কথা বলার জন্য ঈশ্বরই এটি সম্ভব করেছিলেন। বাইবেল যদিও এই বিষয়ে কিছু বলে না যে, তারা শারীরিক দেহ নিয়ে বা আধ্যাত্মিক ভাবে এসেছিলেন কি না।

কেন আপনারা মোশি এবং এলিয়কে সোনালী আলোয় এবং যীশুকে একটি উজ্জ্বল সাদা রঙে দেখালেন?

বাইবেল বলে না যে, মোশি এবং এলিয় যীশুর মতো উজ্জ্বল আলোয় আলোকিত ছিলেন, তাই আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করে তাদেরকে আলাদা করে বোঝানোর জন্য ভিন্ন রঙ ব্যবহার করেছি।

যে মেঘ নেমে এসেছিল সেটি কি ছিল?

এটি এমন একটি মেঘ ছিল যার মাধ্যমে সেখানে ঈশ্বরের উপস্থিতি নেমে এসেছিল। তখন একটা উজ্জ্বল মেঘ তাঁদের ঢেকে ফেলল। সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, “ইনিই আমার প্রিয় পুত্র, এঁর উপর আমি খুবই সন্তুষ্ট। তোমরা এঁর কথা শোন।” (মথি ১৭:৫ এনএলটি)। এই সময় ছাড়াও ঈশ্বর যীশুর বাপ্তিস্মের সময় এই একই কথা বলেছিলেন যে, তিনি বলেছিলেন, "'তোমরা এঁর কথা শোন' '

কেন আপনারা ভূতে পাওয়া ছেলেটিকে এত কুৎসিতভাবে দেখিয়েছেন।?

আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করে মন্দ আত্মার মাধ্যমে ছেলেটির দেহকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি তার শরীরের যেসব ক্ষতি হয়েছে সেটি দেখিয়েছি।

কেন আপনারা এই মন্দ আত্মাটিকে এতটা মন্দ হিসেবে দেখিয়েছেন?

আমরা চেয়েছিলাম যাতে মন্দ আত্মাটির চেহারায় তার মন্দ বিষয়গুলো ফুটে উঠুক।

কেন আপনারা যীশুকে এটা বলতে দেখান নি যে, এ ধরণের মন্দ আত্মা ‘‘প্রার্থনা এবং উপবাসের’’ মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে?

যদিও কিং জেমস সংস্করণ এবং নিউ কিং জেমস সংস্করণের মত অনুবাদগুলোতে "এবং উপবাস" শব্দ দুটি অন্তর্ভুক্ত রয়েছে, তবে বেশ কয়েকটি সেরা গ্রীক পাণ্ডুলিপিতে এই পদের উল্লেখ নেই। এর ফলে, অনেক বাইবেল সংস্করণে এই শব্দগুলো অন্তর্ভুক্ত করা হয় না। আমরা উপরোক্ত গ্রীক পাণ্ডুলিপি এবং অনেক আধুনিক বাইবেল সংস্করণের শব্দগুলো ব্যবহার করাকেই বেছে নিয়েছি।

যীশু শিষ্যদের সাথে প্রার্থনা ও বিশ্বাসের বিষয়ে বলার পর, শিষ্যরা কোন বাইবেলের পদটি প্রার্থনা করেছিলেন?

তারা গীত ২৭ এর প্রথম তিনটি পদ প্রার্থনা করেছিল:

“সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? সদাপ্রভুই আমার জীবনের দুর্গ, আমি কাকে দেখে ভয়ে কাঁপব? দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উছোট খেয়ে পড়ে যায়। সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে, তবুও আমার মনে ভয় হবে না; যদি আমার বিরুদ্ধে যুদ্ধও আরম্ভ হয় তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব। ” (এনএলটি)

যিরমিয়

ঈশ্বর কি সত্যিই যিরমিয়র মুখ স্পর্শ করেছিলেন? হ্যাঁ! তিনি তা করেছিলেন। যিরমিয় এটি সম্পর্কে লিখেছেন: তারপর সদাপ্রভু হাত বাড়িয়ে আমার মুখ ছুঁলেন এবং আমাকে বললেন, “এখন আমি তোমার মুখে আমার বাক্য দিলাম। দেখ, উপ্‌ড়ে ও ভেঙ্গে ফেলবার জন্য, ধ্বংস ও সর্বনাশ করবার জন্য এবং তৈরী করবার ও স্থাপন করবার জন্য আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলোর উপরে নিযুক্ত করলাম।'’’ (যিরমিয় ১:৯-১০, এনএলটি)।

ঈশ্বর তাকে স্পর্শ করার পর যিরমিয়র চারপাশে যে সোনালী আভা ছিল সেটি কি ছিল?

এটা ছিল পবিত্র আত্মার উপস্থিতি যিনি তার উপর নেমে এসে তাকে তার আহ্বান পূর্ণ করতে সাহায্য করেছেন।

প্রিন্সের গেম গিয়ার কেন সুপারবুক সময় সুড়ঙ্গে অদৃশ্য হয়ে গেল?

সুপারবুক প্রিন্স এবং জয়াকে আধুনিক কোন প্রযুক্তি বাইবেলের সময়ে নিয়ে যেতে দেয় না।

মাটির কলসটি থেকে যা বের হয়ে আসবে বলে আশা করা হচ্ছিল সেটি না হওয়ার পর যিরমিয়কে ঘিরে যে উজ্জ্বলতা ছিল সেটি কি ছিল?

এটি ছিল পবিত্র আত্মার অভিষেক যা লোকদের কাছে যিরমিয়কে বিভিন্ন কিছু প্রকাশ করায় এবং ঘোষণা করার বার্তা দেয়।

যিরমিয়কে কি সত্যিই বেত দিয়ে আঘাত করা হয়েছিল?

হ্যাঁ, তাকে আঘাত করা হয়েছিল। বাইবেল আমাদের বলে, “যিরমিয় যখন নবী হিসাবে এই সব কথা বলছিলেন তখন সদাপ্রভুর ঘরের প্রধান কর্মচারী ইম্মেরের ছেলে পুরোহিত পশ্‌হূর সেই কথা শুনলেন। তিনি নবী যিরমিয়কে মারধর করে সদাপ্রভুর ঘরের কাছে উঁচু জায়গায় বিন্যামীন-ফটকের ধারে হাড়িকাঠে বন্ধ করে রাখলেন।" (যিরমিয় ২০:১-২, এনএলটি)

যিরমিয়কে চাবুক মারার ঘটনাটির সময়ে পেছনে তিনি কি বলছিলেন?

তাঁর কথাগুলো যিরমিয় ২০:৭-১৮ থেকে নেয়া হয়েছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে, আমরা শাস্ত্রাংশটির এই পদগুলোকে নিয়েছি ( ৭,১১,১৩ এবং ১৭-১৮ পদ)

যিরমিয়কে বেত দিয়ে আঘাত করার সময় কেন আপনারা এমন গ্রাফিক চিত্র দেখিয়েছেন?

আমরা দেখাতে চেয়েছিলাম যে, বেত দিয়ে আঘাত করা সত্ত্বেও যিরমিয় ঈশ্বরের প্রতি বাধ্যতায় বিশ্বস্ত ছিল। সেখানে যা ঘটেছিল সেই বিষয়ে আমরা ঐতিহাসিকভাবে নিখুঁত রাখতে চেষ্টা করেছি। এছাড়াও, আমরা ডিভিডি প্যাকেজিং এবং পারিবারিক আলোচনা সহায়িকায় নোটিশগুলো দিয়ে দিয়েছি যাতে অভিভাবকরা তাদের সন্তানদেরকে দেখানোর আগে নিজেরা পর্বটি দেখতে উৎসাহিত হন।

যখন যিরমিয় জোয়াল বহন করছিল, তখন দৃশ্যটি বাস্তবের থেকে কেন আলাদা লাগছিল?

সুপারবুক প্রিন্স, জয়া এবং গিজমোকে তাদের পরবর্তী গন্তব্যে নিয়ে যাবার আগে, তিনি তাদেরকে কিছুক্ষণের জন্য সময় ঘূর্ণিতে রেখেছিলেন যাতে করে তারা দুটি সময়ের ভেতর ঘটে যাওয়া মূল ঘটনাগুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পেতে পারে।

যীশু ক্ষুধার্তকে খাওয়ালেন

প্রথমে জয়া যখন যীশুর মা মরিয়মকে দেখল, তখন সে তাকে জিজ্ঞাসা করল যে, তাদের কি এর আগে দেখা হয়েছে কি না। "প্রথম বড়দিন" পর্বটিতে দেখা হওয়া সত্ত্বেও কেন তারা একে অন্যকে চিনতে পারে নি?

জয়া মরিয়মকে চিনতে পারে নি কারণ তার বয়স তখন ৩০ বছর ছিল। মরিয়ম জয়াকে চিনতে পারেনি কারণ তিনি (মরিয়ম) ভেবেছিলেন যে, জয়া বড় হয়ে একজন মহিলা হয়ে উঠবে। এছাড়াও, তাদের ৩০ বছর ধরে তাদের কোন দেখা হয় নি, তাই মরিয়ম হয়তো জয়ার কথা ভুলেই গিয়েছিলেন।

কেন কর্মচারীরা (প্রিন্স এবং মিকা) অতিথিদের আসবার সময়ে তাদের পা ধুয়ে দিল?

সেই অতিথিদের অনেকেই ধুলোময় রাস্তা দিয়ে স্যান্ডেল পরে অনেক দূর হাঁটতেন, তাই তাদের পায়ে অনেক ধুলো থাকতো। একটি ভাল আয়োজক হওয়ার অন্যতম একটি অংশ ছিল যে, দাসেরা অতিথিদের পা ধুইয়ে দেবে।

আঙ্গুর রসের ঘাটতি নিয়ে যীশু তাঁর মা মরিয়মকে কোন ইঙ্গিত দিয়েছিলেন কি না এই বিষয়টি আপনারা কীভাবে জানলেন?

যেহেতু মরিয়ম চান নি যেন যীশুকে তিনি যে অনুরোধটি করেছিলেন এবং সেটি নিয়ে যীশুর তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ছিল সেটি যেন তিনি না রাখেন, আর তাই মরিয়ম সেই দাসদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন যীশু তাদেরকে যা করতে বলেন তারা যেন সেইমতই সবকিছু করে। এই বিষয়টিকে দেখানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি।

যখন যীশু রুটি এবং মাছের জন্য ধন্যবাদ দিয়েছিলেন, তিনি কোন ভাষায় প্রার্থনা করছিলেন এবং সেই কথার অর্থ কী?

আমরা যীশুকে হিব্রুতে প্রার্থনা করার জন্য সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। আমরা এমন একটি প্রার্থনা বেছে নিয়েছি যেটি বর্তমানে যিহুদীরা খাবারের জন্য ধন্যবাদ জানাতে ব্যবহার করে। হিব্রু শব্দ এবং ইংরেজি অনুবাদটি নীচে দেয়া হয়েছে:

বারুচ আতাহ, এডোনাই এলোহেইনু, মালেক হ’ওলাম, হামোৎসি লেচেম মিন হারেৎজ।

এই মহাবিশ্বের রাজা, আমাদের প্রভু ঈশ্বর, যিনি পৃথিবীতে রুটির যোগান দেন, তিনি ধন্য।

এই পর্বের শেষে বর্ণনাকারী যে পদটি বলেছিলেন সেটি কি ছিল?

সহজ বাংলা সংস্করণ থেকে ২য় করিন্থীয় ৯:১০ অনুযায়ী এটি ছিল:

"যিনি চাষীর জন্য বীজ ও খাবারের জন্য রুটি যোগান তিনি তোমাদের বুনবার জন্য বীজও যোগাবেন এবং তার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর তিনি তোমাদের সৎ কাজের ফল প্রচুর পরিমাণে দেবেন।

মরু-প্রান্তরে যীশু

মরিয়ম এবং যোষেফ কেন সহজে বুঝতে পারলেন না যে, যীশু তাদের সাথে নেই?

যোষেফ এবং মরিয়ম সম্ভবত এমন কোন দলে ছিল যারা একসাথে নাসারত থেকে যিরূশালেমে গিয়েছিল এবং উদ্ধারপর্ব পালন করার পরে নাসারতে ফিরে যাচ্ছিল। একসাথে যাবার ফলে তারা সুরক্ষিত ছিল এবং এতে তাদের কিছু জিনিস ভাগাভাগি করে ব্যবহার করার সুযোগ তৈরী হয়েছিল। যেহেতু তারা সবাই একসাথে চাপাচাপি অবস্থায় ছিল, তাই যোষেফ এবং মরিয়ম ভেবেছিল যে, যীশু হয়ত অন্যান্য বাচ্চাদের সাথে আছে।

যীশুর বয়স যখন ১২ বছর তখন যোষেফ কেন যীশুকে ‘‘প্রায় একজন পুরুষ’’ কথাটি বলেছিলেন?

যিহূদী সংস্কৃতিতে, এটি মনে করা হয় যে, ১৩ বছর বয়সী একজন ছেলে যৌবনকালে প্রবেশ করে এবং সে তার কাজের জন্য দায়বদ্ধ।

শয়তান কি সত্যিই এই যুগের কোন দেবতা?

যদিও শয়তান কোন দেবতা বা এই জগতের কোন সৃষ্টিকর্তা নয়, তবে প্রেরিত পৌল এই অর্থে শয়তানকে এই জগতের দেবতা হিসেবে লিখেছিলেন: "অবিশ্বাসী লোকদের মন এই যুগের দেবতা অন্ধ করে দিয়েছে যেন তারা সুখবরের আলো দেখতে না পায়।" (২য় করিন্থীয় ৪:৪, এনএলটি) কমপক্ষে দুটি বাইবেলের সংস্করণে (এনআইভি, এলইবি) এই পদটিতে "এই যুগের দেবতা" শব্দটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, যীশু শয়তানকে এই জগতের কর্তা বলেছিলেন (যোহন ১৪:৩০)। যদিও সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নীচে পড়ে আছে, (১ম যোহন ৫:১৯), তবে আমাদের মনে রাখা উচিত যে, যীশু তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এই শয়তানকে পরাজিত করেছেন (ইব্রীয় ২:১৪)। এছাড়াও, যীশু আমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছেন। (মথি ১৬:১৭, লূক ১০:১৯)। কিন্তু সন্তানেরা, তোমরা ঈশ্বরের। তোমরা সেই ভণ্ডদের উপর জয়ী হয়েছ,(১ম যোহন জন ৪:৪; ৫:৪)

আপনারা কেন একটি তীব্র এবং ভয়ঙ্কর ধরনের হলোগ্রাফিক গেমের প্রচার করেছেন? "ব্লেডস অব বেডলাম থ্রি" ১৭ বছর বা তার বেশি বয়সের বাচ্চাদের কাছে পরিচয় করা করা হয়েছিল।

বর্তমানের সংস্কৃতিতে, বাচ্চারা হয়তো তীব্র কোন ভিডিও গেমের বিজ্ঞাপনের মুখোমুখি হতে পারে। আমরা দেখাতে চেয়েছিলাম যে, তাদের প্রলোভন এবং অন্যান্যদের তৈরী করা কোন চাপের কাছে নতি স্বীকার করা উচিত নয়।

কেন যোষেফ এবং মরিয়ম "প্রথম বড়দিন"-এর পর্বটি থেকে প্রিন্স এবং জয়াকে চিনতে পারে নি?

যোষেফ এবং মরিয়ম যীশুকে খুঁজে পাওয়ায় ব্যস্ত ছিলেন। এছাড়াও, তারা এটা ভেবেছিলেন যে, যীশু যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় থেকে প্রিন্স ও জয়ার বয়স ১২ বছর বেড়ে যাবে।

শয়তান ডালিমটি ধরার পরপরই কেন সেটি নষ্ট হয়ে গেল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, শয়তান মৃত্যু এবং ধ্বংস নিয়ে আসে। যীশু একবার বলেছিলেন, "চোর কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়েই আসে। আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়।" (যোহন ১০:১০ এনএলটি)।

‘‘পিতার’’ ঘরে থাকার বিষয়টি মধ্য দিয়ে যীশু আসলে কী বোঝাতে চেয়েছেন?

এই পর্বে, যীশু মরিয়ম এবং যোষেফকে বলেছিলেন, “তোমরা আমাকে কেন খুঁজলে? তোমরা কি জানতে না যে, আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে?” (লূক ২:৪৯ এনকেজেভি) তিনি ঈশ্বরকে তাঁর স্বর্গীয় পিতা হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি পিতার বাড়িতে অর্থাৎ মন্দিরে থাকবেন। বাইবেলের অন্য সংস্করণে আছে,“যীশু তখন তাঁদের বললেন, “তোমরা কেন আমার খোঁজ করছিলে? তোমরা কি জানতে না যে যেখানে আমার পিতার কাজ, সেখানেই আমাকে থাকতে হবে?” (ইটিআর)

প্রিন্স যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন যেভাবে একজন স্বর্গদূত এসে তাকে রক্ষা করল সেইভাবে আমি যদি প্রিন্সের মত করি তাহলে কি কোন স্বর্গদূত এসে আমাকে রক্ষা করবে?

ঈশ্বর আমাদেরকে রক্ষা করার জন্য স্বর্গদূত দিয়েছেন, কিন্তু কোন স্বর্গদূত এসে আমদেরকে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে এমনটা ভাবা আমাদের উচিত নয়। আমাদের অসতর্ক বা বেপরোয়া হওয়া উচিত নয়। তবে এর পরিবর্তে, আমাদের বেশি করে সতর্ক হওয়া এবং প্রজ্ঞা ব্যবহার করা উচিত। যীশু যেমন বলেছিলেন, ‘‘তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেয়ো না।’’(লূক ৪:১২ এনএলটি)।

আপনারা কেন শয়তানকে বাতাসে হাঁটতে দেখালেন?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, কীভাবে শয়তান আমাদেরকে পাপে ফেলার জন্য প্রলোভিত করতে পারে। এই ক্ষেত্রে, সে যীশুকে মন্দিরের উপর থেকে লাফ দেওয়ার জন্য প্রলোভন দেখিয়েছিল। প্রেরিত পৌল শয়তান সম্পর্কে লিখেছিলেন, "তার মতলবের কথা তো আমাদের অজানা নেই।" (২ করিন্থীয় ২:১১ এনএলটি)।

শয়তান যীশুকে বিভিন্ন রাজ্য দেখিয়েছিল?

যদিও শয়তান যীশুকে যেসব রাজ্যগুলো দেখিয়েছিল সেগুলোর নাম বাইবেলে লেখা হয় নি, তবে আমরা রোম, চীনের প্রাচীর, বাবিলের শূন্য উদ্যান, গিজার পিরামিড এবং আলেকজান্দ্রিয়ার বাতিঘরের ছবিগুলো দেখিয়েছি।

স্বর্গদূতেরা যখন যীশুর উপর হাত রাখল তখন তারা কি করছিল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, যীশু ৪০ দিন উপবাস থাকার পর শয়তান যখন তাঁকে প্রলোভন দেখিয়েছিল তখন কীভাবে স্বর্গদূতেরা তাঁকে শক্তিশালী হতে সাহায্য করেছিল। বাইবেল আমাদের বলে, "তখন শয়তান তাঁকে ছেড়ে চলে গেল, আর স্বর্গদূতেরা এসে তাঁর সেবা-যত্ন করতে লাগলেন।" (মধি ৪:১১ এনএলটি)।

পৌল এবং বার্ণবা

প্রথম দৃশ্যে যে বড় দালানটি দেখানো হয়েছিল সেটি কী ছিল?

এটি ছিল যিরূশালেম মন্দির।

মন্দিরে যে দুজন লোক শিষ্যদের নিয়ে কী করবেন তা নিয়ে আলোচনা করছিল তারা কারা ছিলেন?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে যিহূদীদের মহাসভার দু’জন সদস্যকে সেই শিষ্যদের নিয়ে কী করবেন সেটি নিয়ে আলোচনা করতে দেখিয়েছি। গমলীয়েল নামে একজন ফরীশী সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু মহাপুরোহিত তাতে ভিন্ন মত দেন।

স্বর্গদূতেরা জেলখানায় ঢুকবার আগে যে জ্বলন্ত সোনালি বৃত্তটি দেখা গিয়েছিল সেটি কী ছিল?

আমরা আধ্যাত্মিক জগত থেকে সাধারণ জগতে যাবার জন্য যে একটি দরজা দেখানোর জন্য শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

জাদুকরকে ধমক দেওয়ার আগে পৌলকে ঘিরে যে সোনালি আভা ছিল সেটি কি ছিল?

আমরা পৌলকে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া এবং ঈশ্বরের কাছ থেকে যে ভবিষ্যদ্বাণীর বার্তা এসেছিল সেটি দেখানোর জন্য শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি। বাইবেল আমাদের বলে, তখন পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে শৌল, যাঁকে পৌল বলেও ডাকা হত, ইলুমার দিকে সোজা তাকিয়ে বললেন,... (প্রেরিত ১৩:৯-১০ এনএলটি)।

পৌল যখন জাদুকর সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছিল তখন যে ধূসর রঙটি দেখা গিয়েছে সেটি কী ছিল?

আমরা জাদুকরের দৃষ্টিকোণ থেকে শৈল্পিক লাইসেন্স ব্যবহার করে দেখিয়েছি যে, কীভাবে তার দেখার শক্তি অদৃশ্য হতে শুরু করেছিল। বাইবেল আমাদের বলে, তখনই কুয়াশা আর অন্ধকার তাকে ঢেকে ফেলল এবং কেউ যেন তাকে হাত ধরে নিয়ে যেতে পারে এইজন্য তখন সে হাত্‌ড়ে বেড়াতে লাগল। (প্রেরিত ১৩:১১ এনএলটি)।

পৌল এবং বার্ণবাকে সম্মান দেখানোর জন্য লোকেরা অবিশ্বাসীদের মন্দিরে বলি দিতে চাইলে পৌল এবং বার্ণবা কেন তাদের কাপড় ছিঁড়ে ফেললেন?
তাদের সংস্কৃতিতে, নিজের কাপড় ছিঁড়ে ফেলা ছিল তীব্র মানসিক যন্ত্রণার একটি প্রকাশ। এক্ষেত্রে, লোকেরা তাদেরকে দেবতা মনে করে তাদের সম্মানের জন্য পশু উৎসর্গ করার পরিকল্পনা করছে আর এটা দেখে তারা খুব বিরক্ত হয়েছিল।

পাথর মারার পর পৌল যখন উঠেছিলেন তখন তিনি এবং বার্ণবা শাস্ত্রের কোন পদগুলো বলছিলেন?

তারা গীতসংহিতা ১৩৮ এর গীত থেকে কথা বলছিলেন: যখন আমি বিপদের মধ্য দিয়ে চলি তখন তুমি আমার প্রাণ রক্ষা কর; তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল কর, আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে। (৭ম পদ এনকেজেভি)। সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন।... (৮ম পদ এনএলটি)।

কেন আপনারা উপরের ৮ম পদটির জন্য বাইবেলের ভিন্ন সংস্করণ ব্যবহার করেছেন?

আমরা মনে করি যে, সহজ বাংলা সংস্করণের ৮ম পদটি বাচ্চাদের মনে রাখার জন্য সহজ হবে।

সুপারবুক প্রিন্স, জয়া এবং গিজমোকে নিয়ে যাবার সময় তারা যখন বাতাসে আটকে গেল তখন আসলে কি ঘটেছিল?

সুপারবুক তাদেরকে বাইবেলের একটি সময় থেকে আরেকটি ভবিষ্যৎ ঘটনায় নিয়ে যাচ্ছিল। সুপারবুক চেয়েছিল যাতে সে তাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানকার পরিস্থিতি যেন তারা বুঝতে পারে, তাই সুপারবুক এই দুইটি সময়ের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাদের দেখালো।

ফিলিপ

জাদুকরের বাড়ির দেয়ালে কিসের ছবি ছিল?

সেগুলো ছিল অবিশ্বাসীরা যেসব রাশিচক্রে বিশ্বাস করতো সেগুলোর ছবি।

ফিলিপ যখন পঙ্গু লোকটির জন্য প্রার্থনা করছিল তখন তার মধ্য দিয়ে যে সোনালী আভা গিয়েছিল সেটি কী ছিল?

আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করে এটা দেখিয়েছি যে, ঈশ্বরের শক্তি লোকটিকে সুস্থ করেছে। বাইবেল আমাদের বলে, “লোকেরা তাঁর কথা শুনে এবং তিনি যে সব আশ্চর্য কাজ করছিলেন তা দেখে তাঁর কথা মন দিয়ে শুনল।. . . এবং অনেক অবশ রোগী ও খোঁড়া সুস্থ হল।। … তাতে সেই শহরের লোকেরা খুব আনন্দিত হল।”(প্রেরিত ৮:৬-৮, এনএলটি)।

যখন পিতর এবং যোহন শমরিয়াতে যাচ্ছিলেন, তখন তারা কেন "পিতরের অস্বীকার" এর মতো আগের পর্বের ঘটনা থেকে প্রিন্স এবং জয়াকে চিনতে পারলেন না?

আমরা বাইবেলের চলমান ঘটনার উপর পর্বের লক্ষ্য স্থির রাখতে চেয়েছি। এছাড়াও, সুপারবুক পর্বগুলোকে ঐতিহাসিকভাবে আরো নির্ভুল রাখার জন্য, বাইবেলের চরিত্রগুলো প্রিন্স, জয়া এবং গিজমোর বিষয়ে কোন স্মৃতি একটি পর্ব থেকে পরের কোন পর্বে ধরে রাখে না।

পিতর এবং যোহন যখন তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসার জন্য প্রার্থনা করছিলেন তখন তাদের মধ্যে যে উজ্জ্বলতা দেখা গিয়েছিল সেটি কি ছিল?

তারা পবিত্র আত্মা লাভ করেছেন এই বিষয়টি দেখানোর জন্য আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি। বাইবেলে লেখা আছে, "তখন পিতর ও যোহন তাদের উপর হাত রাখলেন, আর তারা পবিত্র আত্মা পেল।" (প্রেরিত ৮:১৭ এনএলটি)।

আপনারা কি শমরীয় বিশ্বাসীদেরকে তাদের ভাষায় কথা বলার চিত্র তুলে ধরেছেন?

হ্যাঁ। প্রেরিত পুস্তক দেখায় যে, পবিত্র আত্মা পাওয়া গেলে সেটা দেখা যেতো। এটি বলে, "যখন শিমোন দেখল যে, প্রেরিত্‌দের হাত রাখবার মধ্য দিয়ে পবিত্র আত্মাকে দেওয়া হল তখন সে তাঁদের কাছে টাকা এনে বলল, “আমাকেও এই শক্তি দিন যেন আমি কারও উপরে হাত রাখলে সে পবিত্র আত্মা পায়।” (প্রেরিত ৮:১৮ এনএলটি)। এছাড়াও, বাইবেল আমাদের দেখায় যে, পঞ্চাশত্তমীর দিনে, যখন বিশ্বাসীরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, তারা যে ভাষা কখনও শেখে নি সেই ভাষাতেই কথা বলছিলেন: "এবং উপস্থিত সকলেই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে অন্য ভাষায় কথা বলা শুরু করলেন, যেমন পবিত্র আত্মা তাদের এই ক্ষমতা দিয়েছেন" (প্রেরিত ২:৪, এনএলটি)।

সুপারবুক প্রিন্স, জয়া এবং গিজমোকে নিয়ে যাবার সময় তারা যখন বাতাসে আটকে গেল তখন আসলে কি ঘটেছিল?

সুপারবুক তাদেরকে বাইবেলের একটি সময় থেকে আরেকটি ভবিষ্যৎ ঘটনায় নিয়ে যাচ্ছিল। সুপারবুক চেয়েছিল যাতে সে তাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানকার পরিস্থিতি যেন তারা বুঝতে পারে, তাই সুপারবুক এই দুইটি সময়ের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাদের দেখালো।

যখন ইথিয়পিয়া দলের লোকেরা কাছে এলো, ফিলিপ কার কথা শুনতে পাচ্ছিলেন?

পবিত্র আত্মা ফিলিপের সাথে কথা বলছিলেন। বাইবেল বলে, "তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন, “ঐ রথের কাছে যাও এবং তার সংগে সংগে চল।”(প্রেরিত ৮:২৯ এনএলটি)

ইথিয়পিয়ার লোকটি কি বাইবেলের কোন অংশ পড়ছিল?

এটি ছিল যিশাইয় ৫৩:৭-৮ অংশের একটি গ্রীক সংস্করণ: “তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মত, লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ীর মত তিনি মুখ খুললেন না। অত্যাচার ও অন্যায় বিচার করে তাঁকে মেরে ফেলা হয়েছিল। সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে, আমার লোকদের পাপের জন্য তাঁকে জীবিতদের দেশ থেকে শেষ করে ফেলা হয়েছে?'' (প্রেরিত ৮:৩২-৩৩ এনএলটি)।

ইথিয়পিয়ার লোকটি ফিলিপকে কী বলেছিলেন সেটি আপনারা কীভাবে জানলেন ?

ফিলিপ তাকে যা বলেছিলেন তা দেখানোর জন্য আমরা সৃজনশীল লাইসেন্স ব্যবহার করেছি। বাইবেল আমাদের বলে, "সেই কর্মচারী ফিলিপকে বললেন, “বলুন না, নবী কার বিষয়ে এই কথা বলেছেন? নিজের বিষয়ে, না অন্য কারও বিষয়ে?” তখন ফিলিপ পবিত্র শাস্ত্রের সেই অংশ থেকে আরম্ভ করে তাঁর কাছে যীশুর বিষয়ে সুখবর প্রচার করলেন।” (প্রেরিত ৮:৩৪-৩৫, এনএলটি)।

ইথিয়পিয়ার লোকটি যখন বাপ্তিস্ম নিয়েছিল তখন তার উপর যে আভা দেখা গিয়েছিল সেটি কী ছিল?

ইথিয়পিয়ার লোকটির ওপর পবিত্র আত্মার নেমে এসেছেন এটি দেখানোর জন্য আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

যে সোনালী আলোর ঘূর্ণন ফিলিপকে বাতাসে নিয়ে গেল সেটি কী ছিল?

পবিত্র আত্মা ফিলিপকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন এটি দেখানোর জন্য আমরা শৈল্পিক লাইসেন্স ব্যবহার করেছি। সেখানে যা ঘটেছিল তা বাইবেল এভাবে বর্ণনা করে, “যখন তাঁরা জল থেকে উঠে আসলেন তখন প্রভুর আত্মা হঠাৎ ফিলিপকে নিয়ে গেলেন। সেই কর্মচারী আর তাঁকে দেখতে পেলেন না। তখন তিনি আনন্দ করতে করতে বাড়ীর পথে চললেন। ফিলিপকে কিন্তু অস্‌দোদ শহরে দেখতে পাওয়া গেল। তিনি গ্রামে গ্রামে সুখবর প্রচার করতে করতে শেষে কৈসরিয়াতে গেলেন।" (প্রেরিত ৮:৩৯-৪০, এনএলটি)।

সুপারবুক প্রিন্স, জয়া এবং গিজমোকে নিয়ে যাবার সময় তারা যখন বাতাসে আটকে গেল তখন আসলে কি ঘটেছিল?

সুপারবুক তাদের দেখাতে চেয়েছিল যে, ফিলিপকে তুলে নেওয়ার সময় কী ঘটেছিল এবং এর পরে তিনি কী করেছিলেন।

মোশীর জন্ম

কেন তাদের কাছে একটি পাখির মূর্তি ছিল?

এটি ছিল মিশরের মিথ্যা দেবতা, হোরাসের মূর্তি।

মিশরীয়রা কেন ইব্রীয়দেরকে দাস হিসেবে ব্যবহার করতো?

যোষেফ যখন মিশরের শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন ইব্রীয়রা অনুগ্রহের সময় পার করছিল। তবে, মিশরের রাজা হিসেবে নতুন একজন ফরৌণ এসেছিল, যিনি জানতেন না যে, কীভাবে যোষেফ আগের রাজা ফরৌণের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল এবং কীভাবে সে মিশরের শাসনকর্তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল। এই নতুন রাজা দেখল যে, ইব্রীয় জাতি সংখ্যায় এবং শক্তিতে বৃদ্ধি পাচ্ছে, আর মিশরীয়রা এই বিষয়ে ভয় পাচ্ছিল যে, ইব্রীয়রা হয়তো মিশরীয়দের বিরুদ্ধে ‍যুদ্ধ ঘোষণা করতে পারে। বাইবেল আমাদের বলে:

"পরে এক সময় মিশর দেশের সমস্ত ক্ষমতা এমন একজন নতুন রাজার হাতে গেল যিনি যোষেফের বিষয় কিছুই জানতেন না। তিনি তাঁর প্রজাদের বললেন, “দেখ, ইস্রায়েলীয়েরা আমাদের চেয়ে সংখ্যায় এবং শক্তিতে বেড়ে উঠেছে। তাদের সংখ্যা যেন আর বাড়তে না পারে সেইজন্য এস, আমরা তাদের সঙ্গে কৌশল খাটিয়ে চলি; তা না হলে যুদ্ধের সময়ে তারা হয়তো আমাদের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং পরে দেশ ছেড়ে চলে যাবে।” তাই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের উপর অত্যাচার করবার উদ্দেশ্যে মিশরীয়েরা তাদের উপর সর্দার নিযুক্ত করল। ফরৌণের শস্য মজুদ করবার জন্য ইস্রায়েলীয়েরা পিথোম ও রামিষেষ নামে দু’টা শহর তৈরী করল। কিন্তু তাদের উপর যতই অত্যাচার করা হল ততই তারা সংখ্যায় বেড়ে গিয়ে দেশের সব দিকে ছড়িয়ে পড়ল। এতে ইস্রায়েলীয়দের দরুন মিশরীয়দের মনে খুব ভয় হল। তারা তাদের আরও কঠিন পরিশ্রম করতে বাধ্য করল। ক্ষেতের অন্য সব কাজের সঙ্গে তারা তাদের উপর চুন সুরকি আর ইটের কাজের কঠিন পরিশ্রমও চাপিয়ে দিল এবং তাদের জীবন তেতো করে তুলল। এই সব কঠিন কাজ করাতে গিয়ে মিসরীয়েরা তাদের প্রতি খুব নিষ্ঠুর ব্যবহার করত।” (যাত্রাপুস্তক ১:৮-১৪ এনএলটি)।

কেন আপনারা একজন মিশরীয়কে চাবুক মারতে দেখালেন?

আমরা ইব্রীয়দের দাসত্বের নিষ্ঠুর অবস্থার ব্যাপারে ঐতিহাসিকভাবে নির্ভুল হতে চেয়েছি, কিন্তু কাউকে চাবুক দিয়ে আঘাত করার বিষয়টি দেখানোর ক্ষেত্রে আমরা সতর্ক ছিলাম। তবে, আমরা একটি চাবুকের শব্দ এবং একজন ইব্রীয় দাসের কাঁদবার বিষয়টি অন্তর্ভুক্ত করেছি যাতে সেই পরিস্থিতিটিকে সহজেই বোঝানো যায়।

কিসের জন্য ইট ব্যবহার করা হচ্ছিল?

এগুলো মিশরে শহর তৈরি করার জন্য ব্যবহার করা হতো। বাইবেল আমাদের বলে, "তাই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের উপর অত্যাচার করবার উদ্দেশ্যে মিসরীয়েরা তাদের উপর সর্দার নিযুক্ত করল। ফরৌণের শস্য মজুদ করবার জন্য ইস্রায়েলীয়েরা পিথোম ও রামিষেষ নামে দু’টা শহর তৈরী করল।" (যাত্রাপুস্তক ১:১১ এনএলটি)।

একজন সন্তানের প্রতিজ্ঞা

কোন বিষয়টি প্রিন্স, জয়া এবং গিজমোকে বাইবেলের ঘটনাগুলোতে প্রবেশ করার জন্য সামনে কয়েক পা সামনে আগানোর পর আর ভেতরে যেতে দিচ্ছিল না?

সুপারবুক একটি স্বচ্ছ গোলাকার গম্বুজ তৈরি করেছিল যা তাদের ঘটনাগুলো দেখতে দিচ্ছিল কিন্তু বাইবেলের চরিত্রদের সাথে যোগাযোগ করতে দিচ্ছিল না।

প্রিন্স ও জয়া যে বাইবেলের চরিত্রগুলোকে দেখছিল, এটি কেন বাইবেলের চরিত্রগুলো দেখতে পারছিল না?

তারা যেই গম্বুজে থেকে বাইবেলের চরিত্রগুলোকে দেখছিল সেটির কারণেই বাইবেলের চরিত্রগুলো তাদেরকে দেখতে বা শুনতে পাচ্ছিল না।

জয়া যখন এদন বাগানোর দিকে তাকিয়ে বলল, “ঐ যে, দেখ। ঈশ্বর এসেছেন! ”, সে কি পিতা ঈশ্বর বা পুত্র যীশুকে দেখেছিল?

আমরা ঈশ্বর পিতাকে বাগানের মধ্য দিয়ে মহিমান্বিতভাবে হাঁটতে দেখিয়েছি। বাইবেল বলে যে, সৃষ্টিকর্তা সত্যিই তাঁর সৃষ্টির মধ্য দিয়ে হেঁটেছিলেন: "যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করল তখন তাঁরা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তাঁর স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকালেন যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাঁদের পড়তে না হয়।" (আদিপুস্তক ৩:৮ এনকেজেভি)।

প্রিন্স, জয়া এবং গিজমো যখন বাতাসে স্থির ছিল এবং জানালা দিয়ে ঘটনাগুলো দেখছিল, তখন তারা কোথায় ছিল?

সুপারবুক তাদের একটি অলৌকিক রাজ্যে নিয়ে গিয়েছিল যাতে তারা সময়ের পেছনে না গিয়ে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ বাইবেলের ঘটনা দেখতে পারে।

প্রিন্স এবং জয়ার বড়দিনের গানের কথাগুলো কি?

"একজন সন্তানের প্রতিজ্ঞা"

পৃষ্ঠাগুলো সৃষ্টির গল্প বলে,
একটি চিরন্তন গল্প যা স্বর্গদূতরা স্বর্গ থেকে
নীচে পৃথিবীতে গায়,
একজন নবজাতক রাজার প্রতিজ্ঞা

বাগানে লুকিয়ে,
সে যা দেখবে তাতে লজ্জিত।
আদমের সাথে একটি চুক্তি,
হবাকে দেওয়া প্রতিশ্রুতি।

আব্রাহাম এবং সারার মাধ্যমে,
তাঁর বিশ্বস্ততা প্রকাশিত হয়েছিল।
ইসহাক থেকে যাকোব পর্যন্ত,
পথ দেখানোর বাতি।

(ধুয়া)
একজন সন্তানের প্রতিজ্ঞা,
শীঘ্রই তিনি আসবেন।
একজন সন্তানের প্রতিজ্ঞা,
মুক্তি কাছাকাছি অঙ্কিত।
এটি পাতায় বোনা,
যুগ যুগ ধরে প্রতিধ্বনিত।
সৃষ্টি পুনর্মিলন।
একজন সন্তানের প্রতিজ্ঞা

যিহূদা গোষ্ঠীর সাথে,
শপথ আবারও যায় শোনা।
মোশির আইন থেকে,
বাক্যের আগমন পর্যন্ত।

রাজা দায়ূদের বংশধর,
একজন শিশু যিনি রাজা হবেন।
জাতিদের শাসনকর্তা,
যাঁর সম্পর্কে দূতেরা গান করেন।

(ধুয়া পুনরায় গাওয়া হবে)
ঐ মহিমান্বিত সকাল ভেঙে যায়,
যে রাতে যীশু খ্রীষ্টের জন্ম হয়েছিল!
দয়া করে পুরুষদের সাথে বাস করার অর্থ,
যীশু আমাদের ইম্মানুয়েল!

(সংশোধিত ধুয়া)
একজন সন্তানের প্রতিজ্ঞা,
মুক্তি এখন এখানেই।
একজন সন্তানের প্রতিজ্ঞা,
তাঁর চুক্তি স্পষ্ট করেছে।
এটি পাতায় বোনা,
যুগ যুগ ধরে প্রতিধ্বনিত।
সৃষ্টি পুনর্মিলিত হলো
একজন সন্তানের প্রতিজ্ঞার মাধ্যমে।


গ্রন্থস্বত্ত্ব: দ্যা খ্রীষ্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক
সঙ্গীতায়োজনে: কার্ট হেইনেকে এবং মাইক নওরোকি
গানের কথায়: মাইক নওরোকি
প্রযোজক: কার্ট হেইনেকে
মূল কন্ঠশিল্পী: শ্যানন চ্যান-কেন্ট
ম্যাকফারসন গিটারবাদক: ডেনিস ডিয়ারিং
কন্ঠস্বর পরিচালক: লরি ক্যাস্টিল
শিশুদের সমবেত সঙ্গীত: মেরি চ্যান্ডলার হিক্স, এলা রোজ ক্লেইন, এলসা কুমার, হান্না ওয়েস্ট

"পুনর্মিলন" শব্দটির মানে কি?

"পুনর্মিলন" শব্দটির অর্থ হল, ঈশ্বর আমাদেরকে তাঁর শত্রু হওয়ার পরিবর্তে তাঁঁর সন্তান হওয়ার জন্য রূপান্তরিত করেছেন। তিনি আমাদের পাপের জন্য যীশুর মৃত্যুবরণের মাধ্যমে এটি করেছিলেন যাতে আমরা বিশ্বাসে অনুগ্রহের মধ্য দিয়ে পাপের ক্ষমা পেতে পারি। বাইবেল আমাদের বলে, "আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম তখন তাঁরই পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর সঙ্গে আমাদের মিলন হয়েছে। এইভাবে মিলন হয়েছে বলে খ্রীষ্টের জীবন দ্বারা আমরা নিশ্চয়ই পাপ থেকে উদ্ধার পাব।" (রোমীয় ৫:১০ এনএলটি)।

"সৃষ্টির পুনর্মিলন" গানটির অর্থ কী?

এর মানে হল যে ঈশ্বর তাঁর সৃষ্টির সাথে নিজেকে আবারও মিলিত করেন। মনে রাখবে যে, আদম ও হবা সৃষ্টির ষষ্ঠ দিনে সৃষ্টি হয়েছিল (আদিপুস্তক ১:২৬), তাই আমরা তাঁর সৃষ্টির অংশ এবং যখন আমরা যীশুকে বিশ্বাস করি তখনই তাঁর সাথে মিলিত হই। ঈশ্বর তাঁর বাকি সৃষ্টির সাথেও মিলন করবেন, কারণ শাস্ত্র বলে: "আমরা জানি যে, গোটা সৃষ্টিটাই যেন এক ভীষণ প্রসব-বেদনায় এখনও কাতরাচ্ছে।" (রোমীয় ৮:২২ এনএলটি)।

"মুক্তির" অর্থ কী?

"মুক্তির" অর্থ হল ঈশ্বর আমাদের পাপের মূল্য পরিশোধ করে আমাদেরকে মন্দ থেকে রক্ষা করেন। বাইবেল বলে, "তোমরা জান, জীবন পথে চলবার জন্য তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপার মত ক্ষয় হয়ে যাওয়া কোন জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয় নি; তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত মেষ-শিশু যীশু খ্রীষ্টের অমূল্য রক্ত দিয়ে।”(১ পিতর ১:১৮-১৯ এনএলটি)।

নীকদীম

লম্বা সরু ক্যাবগুলো কীসের উপর উঠছিল এবং নামছিল?

স্কি লিফট তড়িৎচৌম্বকীয় তার ব্যবহার করে। লিফটের তড়িৎচৌম্বকীয় প্রকৃতির কারণেই আলো জ্বলে উঠছিল, এবং বিভিন্ন রঙের তার স্কিয়ারদেরকে এটি বুঝতে সাহায্য করে যে, ক্যাবল লাইনগুলো কোন দিক দিয়ে গিয়েছে।

কেন সুপারবুক প্রিন্সকে জয়া এবং গিজমোর থেকে আলাদা জায়গায় পাঠিয়েছিল?

সুপারবুক প্রিন্সকে ভিন্ন কিছু শেখানোর জন্য সেখানে পাঠিয়েছিল।

লোকটি মন্দিরের সভায় সীলমোহর থেকে কোন শাস্ত্রাংশটি পড়ছিল?

সে যিশাইয় ৫৩:৬-৮ পড়ছিল।

যীশু যখন অন্ধ এবং খোঁড়া লোকটির উপর হাত রাখলেন তখন তাদের মধ্যে যে সোনালী আভা দেখা গেল সেটি কি ছিল?

আমরা ঈশ্বরের সুস্থ করার শক্তিকে দেখানোর জন্য শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

নীকদীম যিহিষ্কেলের কাছ থেকে কী পড়ছিলেন?

তিনি যিহিস্কেল ৩৬:২৫-২৭ থেকে পড়ছিলেন।

এই পর্বের শেষে বর্ণনাকারী যে পদটি বলেছিলেন সেটি কি ছিল?

এটি ছিল সমসাময়িক বাংলা সংস্করণ থেকে রোমীয় ১০:৯-১০: "সেই কথা হল, যদি তুমি যীশুকে প্রভু বলে মুখে স্বীকার কর এবং অন্তরে বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে; কারণ অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন।

সক্কেয়

গিজমো জলের বাপ্তিস্ম সম্পর্কে বাইবেলের যে পদটি শেয়ার করেছিল সেটি কী ছিল?

তিনি ১ম পিতর ৩:২১ থেকে পড়েছেন: ‘‘এটা হল বাপ্তিস্মের একটা ছবি যা এখন তোমাদের উদ্ধার করে। বাপ্তিস্ম যে তোমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয়; ঈশ্বরের কাছে এটা একটা পরিষ্কার বিবেকের সাড়া। যীশু খ্রীষ্টের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার মধ্য দিয়ে তোমাদের উদ্ধার করা হয়।

যীশু যখন যিরিহো দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সক্কেয় যখন গাছের উপরে ছিল, তখন কেন আপনারা যীশুকে সক্কেয়র দিকে ফিরে এবং তার সাথে কথা বলার আগেই থামতে দেখালেন?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, স্বর্গীয় পিতা যীশুকে দিয়ে যা করাতে চেয়েছিলেন তা তিনি পবিত্র আত্মার নেতৃত্বে করেছেন।

সক্কেয়র বাড়িতে খাওয়ার সময়, যীশু সক্কেয়র সাথে ফিসফিস করছিলেন কি না এই বিষয়টি আপনারা কীভাবে জানলেন?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, যীশু সক্কেয়কে ব্যক্তিগতভাবে এমন কথা বলেছিলেন যেটি তার হৃদয় স্পর্শ করেছিল।

জয়া যে প্রার্থনা করেছিল সেই পরিত্রাণের প্রার্থনাটি কি ছিল?

সে এই বলে প্রার্থনা করছিল: "প্রিয় ঈশ্বর, আমি স্বীকার করি যে, আমি একজন পাপী, এবং আমি তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আমি যেসব ভুল কাজ করেছি সেগুলো তুমি দয়া করে ক্ষমা কর। আমি আমার অন্তরে বিশ্বাস করি যে, যীশু আমাদের পাপের মুক্তির জন্য মৃত্যুবরণ করেছেন এবং আমি যীশু খ্রীষ্টকে আমার ব্যক্তিগত প্রভু এবং মুক্তিদাতা হিসেবে স্বীকার করছি। দয়া করে আমাকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ কর যাতে আমি তোমার প্রতি বিশ্বস্ত থাকতে পারি। আমাকে বাঁচানোর জন্য এবং আমাকে তোমার সন্তান হতে দেওয়ার জন্য ধন্যবাদ। দয়া করে আমার কাছে কথা বল এবং আমি যেন তোমার কণ্ঠস্বর শুনতে পারি এবং তোমার দেখানো পথে চলতে পারি সেইমত তুমি আমাকে সাহায্য কর। আমি এই পৃথিবীতে এবং স্বর্গে তোমার সাথে সময় কাটানোর জন্য অপেক্ষায় আছি। যীশুর নামে আমি এই প্রার্থনা করি, আমেন।

পর্বতে দেয়া উপদেশ

যখন সেনাপতির ঘোড়ার গাড়ি দ্রুত চলে আসল তখন কেন আপনারা যীশুকে রাস্তা থেকে সরে যেতে দেখান নি?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, যীশু আগে থেকেই জানতেন যে, সেনাপতি তাঁর সাথে কথা বলতে আসছেন আর সে সময়মতই সেখানে উপস্থিত হবে। তাই, তিনি রাস্তায় শান্তভাবে অপেক্ষা করছিলেন।

একজন যিহূদী লোক যদি কোন অযিহূদীর বাসায় প্রবেশ করে তাহলে কেন এটিকে ভুল কাজ হিসেবে ধরা হতো?

রাব্বিদের একটি আইন ছিল যে, একজন ইহুদি ব্যক্তি যদি কোন অযিহূদীর বাড়িতে প্রবেশ করে তাহলে সেই যিহূদী ব্যক্তি আনুষ্ঠানিকভাবে অপবিত্র হয়ে যাবে।

যীশু কেন যিহূদী প্রথা ভেঙ্গে একজন অযিহূদীর বাড়িতে যেতে প্রস্তুত ছিলেন?

পিতার ইচ্ছা অনুযায়ী পবিত্র আত্মা যীশুর কাছে যা প্রকাশ করতেন তিনি তা-ই করতেন। যীশু একবার ব্যাখ্যা করেছিলেন, “আমি সত্যিই আপনাদের বলছি, পুত্র নিজ থেকে কিছুই করতে পারেন না। পিতাকে যা করতে দেখেন কেবল তা-ই করতে পারেন কারণ পিতা যা করেন পুত্রও তা-ই করেন।’’(যোহন ৫:১৯ এনএলটি) যখন বিশ্রামবারে সুস্থ করার প্রসঙ্গ এসেছিল তখন যীশু যিহূদী ঐতিহ্যকেও ভেঙ্গে দিয়েছিলেন (যোহন ৭:২১-২৪ দেখ)।

কেন যীশু বলেছিলেন যে, তিনি সমস্ত ইস্রায়েলের মধ্যে এই সেনাপতির মত বিশ্বাস কারও মধ্যে দেখেন নি?

কারণ সেনাপতি বুঝতে পেরেছিলেন যে, যীশুর অসুস্থতার উপর ক্ষমতা ছিল এবং যেকোন জায়গা থেকে তিনি যদি কোন সুস্থতার কথা বলেন-তাহলে তখনই সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়।

জয়া যখন ক্লাসরুমে ছিল এবং কোয়ন্টাম পরিবার যখন দানশালায় ছিল তখন যীশু এবং জয়া যে পদটি বর্ণনা করছিলেন সেটি কী ছিল?

যীশু মথি ৭:১৩ থেকে বলছিলেন এবং জয়া মথি ৭:১৪ থেকে বলেছিল।

যুবপালক প্রিন্সের জন্য যে পদটি পড়েছিলেন সেটি কী ছিল?

এটা ছিল সখরিয় ৪:১০। প্রিন্স পদটির এই প্রথম অংশটি পড়েছিল: এতদিন যে সামান্য কাজ হয়েছে তা লোকে তুচ্ছ মনে করেছে। কিন্তু সরুব্বাবিলের হাতে ওলনদড়িটা দেখে লোকেরা আনন্দ করবে।”... (এনএলটি)

যিশাইয়

যিশাইয় যখন দর্শন দেখেছিলেন তখন তিনি কোথায় ছিলেন?

যখন যিশাইয় ঈশ্বরকে মন্দিরের উপরে খুব উঁচু একটি সিংহাসনে বসে থাকতে দেখার দর্শন পেলেন তখন আমরা তাকে যিরূশালেম মন্দিরের উঠোনে দেখিয়েছি।

এই ঘটনা বাইবেলে কোথায় লেখা আছে?

যিশাইয়র দর্শনের বিষয়ে যিশাইয় ৬:১-১৩ পদে লেখা আছে।

দর্শনে, যে তিনটি উড়ন্ত প্রাণী দেখা গিয়েছিল সেগুলো কি ছিল?

তারা সরাফ নামের এক ধরনের স্বর্গীয় প্রাণী ছিল। বাইবেল আমাদের বলে যে, তারা ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছিল: "তাঁর উপরে ছিলেন কয়েকজন সরাফ; তাঁদের প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল- দু’টি ডানা দিয়ে তাঁরা মুখ আর দু’টি ডানা দিয়ে পা ঢেকে ছিলেন এবং আর দু’টি ডানা দিয়ে তাঁরা উড়ছিলেন। "(যিশাইয় ৬:২ এনএলটি)।

দর্শনে, সোনার কাপড়টি কি ছিল?

ঈশ্বরের সিংহাসন থেকে যে রাজ-পোশাক নেমে এসে উপাসনা ঘরটা পরিপূর্ণ করে দিয়েছিল সেটি দেখানোর জন্য আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি। বাইবেল আমাদের বলে, “যে বছরে রাজা উষিয় মারা গেলেন সেই বছরে আমি দেখলাম প্রভু খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তাঁর রাজ-পোশাকের নীচের অংশ দিয়ে উপাসনা-ঘরটা পূর্ণ ছিল।”(যিশাইয় ৬:১ এনএলটি)।

ঈশ্বর কেন যিশাইয়কে এমন একটি খবর প্রচার করতে বলেছিলেন যেটি লোকেরা গ্রহণ করবে না?

ঈশ্বর তাঁর লোকদেরকে যে শাস্তি দিতে যাচ্ছেন সেটি সম্পর্কে তাদের সতর্ক করার জন্য সবসময়ই তিনি নবীদেরকে পাঠিয়েছেন। এই পরিস্থিতির ক্ষেত্রে, ঈশ্বর যিহূদার লোকদের হৃদয় দেখেছিলেন, এবং তিনি জানতেন যে, তারা যিশাইয়র দেয়া বার্তা গ্রহণ করবে না।

আগুনের যে বলটি রাতের আকাশ দিয়ে উড়ে গিয়ে তাঁবুতে প্রবেশ করছিল সেটি কি ছিল?

এটি সদাপ্রভুর পাঠনো একজন দূত ছিল।

কেন আপনারা সদাপ্রভুর পাঠানো স্বর্গদূতকে সোনার মত লাল এবং জ্বলন্ত একটি বলের মতো করে দেখিয়েছেন?

এটি সদাপ্রভুর পাঠনো একজন দূত ছিল।

যখন সদাপ্রভুর পাঠানো দূত আসিরীয়দের শিবিরে গিয়ে পড়ল তখন কেন আপনারা এটিকে অনেকগুলো ভিন্ন ভিন্ন বলে রূপান্তর হতে দেখালেন?

আমরা শৈল্পিক লাইসেন্স ব্যবহার করে দেখিয়েছি যে, সেই দূত আসিরীয়দের শিবিরের মধ্য দিয়ে যাচ্ছিল।

বাপ্তিস্ম

আপনারা কেন গিজমোকে প্রতরণা করে একটি বাতাসের যন্ত্র দিয়ে জোরে বাতাস দেয়ার বিষয়টি দেখিয়েছেন?

আমরা এই দৃশ্যে হাস্যরস ঢোকানোর জন্য গিজমোকে আক্রমণাত্বকভাবে দেখানোর চেষ্টা করেছি; তবে, আমরা প্রিন্সকে দিয়ে বাতাসের যন্ত্রণটি বন্ধ করে ভেতরে যাবার জন্য বলিয়েছি।

প্রিন্স এবং জয়ার বাপ্তিস্ম কেন ঘরের ভেতর না হয়ে বাইরে করা হল?

বাইবেলের সময়ে যেভাবে বাইরে বাপ্তিম নেয়া হতো সেভাবেই বর্তমানের কিছু লোক বাপ্তিস্ম নিয়ে থাকে। উদাহরণস্বরূপ, যোহন বাপ্তাইজক যর্দন নদীতে বাপ্তিস্ম দিয়েছিলেন (মথি ৩:১৩)। অন্যদিকে, বিভিন্ন গীর্জায় সাধারণ উপাসনার সময়েই বাপ্তিস্ম দেওয়া হয়ে থাকে। এতে করে বাপ্তিস্ম দেবার ক্ষেত্রে গীর্জার সদস্য এবং যারা তা দেখতে আসে তাদের জন্য আরও সুবিধাজনক হয়।

এলি কেন সুপারবুকের সময় সুড়ঙ্গের ভুল পথে যাচ্ছিল?

যেহেতু এলি প্রিন্স এবং জয়ার থেকে আলাদা জয়গায় ছিলেন, তাই প্রিন্স এবং জয়ার সাথে যোগ দেবার জন্য তার সময় সুড়ঙ্গটি পাশ থেকে এসেছিল। যেহেতু সে প্রথমবারের মত সময় সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল, তাই সে তার ভারসাম্য রাখতে পারছিল না এবং তার সাথে যা ছিল সেটি ধরে রাখতে চাইছিল।

পিতর এবং অন্যান্য লোকেরা নদীর তীরে কি ধরে ছিল?

তারা সেই নৌকা দুটো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। (লূক ৫:২এনএলটি)

কীভাবে এত মাছ ধরা পড়ল?

ঈশ্বর অলৌকিক শক্তির কারণেই এতগুলো মাছ ধরা পড়ল। (লূক ৫:১-১১ এনএলটি)।

বাপ্তিস্মের সময় গাওয়া গানটির কথাগুলো কী?

"নতুন হয়েছি"

ঈশ্বরই আমার পরিত্রাণ
আমি বিশ্বাস করব এবং ভয় পাব না
আনন্দে আমি জল থেকে টেনে আনব
আর আমার সমস্ত দিনের জন্য এই গান গাইব (ধুয়াস:)
আমি নতুন হয়েছি
তুমি সমস্ত কলঙ্ক মুছে দিয়েছ
আমি তোমার ভালোবাসায় সিক্ত হয়েছি
তোমার আত্মা আমার মধ্যে বাস করে
জীবন জলের নদী হয়ে
যা আমার হৃদয় দিয়ে বয়ে যাচ্ছে
আমি নতুন হয়েছি
আমি নতুন হয়েছি

তুমি আমার বিজয়ী এবং উদ্ধারকর্তা
আমি হাঁটছি তোমার বিজয়ে
ঘোড়া এবং এর আরোহী গেছে ভেঙে
এবং আমার গান চিরকাল থাকবে
(অন্তরা - আহ্বান এবং সাড়াদান)
চালিয়ে যাওয়া: ও, কাঁদো আর চিৎকার কর
সবাই একসাথে গাইবে: তিনি গৌরবান্বিত

নির্দেশনা দেবে: জোরে জোরে গান গাই
সবাই একসাথে গাইবে তিনি গৌরবান্বিত

চালিয়ে যাবে: এই আমাদের ঘোষণা
সবাই একসাথে গাইবে: আমাদের ঈশ্বরের মত কেউ নেই


গ্রন্থস্বত্ত্ব: খ্রীষ্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক
গানের কথায়: রেবেকা শেফার
সঙ্গীত আয়োজনে: রেবেকা শ্যাফার এবং কার্ট হেইনেকের

যীশু — পাপীদের বন্ধু

যখন বাচ্চারা কেক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন গিজমো কীসের ভান করছিল?

গিজমো প্রথমে একজন পারদর্শী কেকওয়ালার মতো অভিনয় করছিল। এরপরে, সে একজন পরদর্শী ইতালিয়ান কেকওয়ালার মতো অভিনয় করছিল।

কেক বিক্রির প্রস্তুতির সময়, বেটিনা নামে একটি মেয়ে ছিল যার উচ্চারণ অন্যরকম ছিল। সে কোথা থেকে এসেছিল?

বেটিনা ব্রাজিল থেকে এসেছিল।

কেন সুপারবুক জয়াকে প্রিন্স এবং গিজমো থেকে আলাদা একটি জায়গায় নিয়ে গেল?

প্রিন্স এবং গিজমো যেখানে মথির সাথে ছিল সেখানে না নিয়ে গিয়ে সুপারবুক জয়াকে একটি বিশেষ বিষয়ে শেখানোর জন্য অন্য একটি জায়গায় নিয়ে গিয়েছিল যাতে জয়া সেই বিশেষ বিষয়টি আরও ভালভাবে শিখতে পারে।

পর্বের শেষে কোন পদটি বলা হয়েছিল?

এটা ছিল মথি ১০:৪০পদ: ‘‘যে তোমাদের গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন সে তাঁকেই গ্রহণ করে।’’ (এনকেজেভি)।

উদ্ধার!

যুবক দল মিশন ভ্রমণের জন্য কোথায় গিয়েছিল?

তারা লাতিন আমেরিকার কোন দুর্গম পাহাড়ি এলাকায় গিয়েছিল।

কেন আপনারা শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোর একটি তীব্র দৃশ্য দেখালেন?

বাইবেলের লেখা অনুযায়ী, তাদের কোন ক্ষতিও হয় নি (দানিয়েল ৩:২৫) এই অলৌকিক ঘটনা ঈশ্বরের গৌরবকে প্রকাশ করে।

রাজা নবূখদ্‌নিৎসর কেন বলেছিলেন যে, শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে একজন স্বর্গদূত উদ্ধার করেছেন?

তিনি বুঝতে পেরেছিলেন যে, সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু তিনি অবিশ্বাসী ছিলেন বলে তার আত্মিক বিশ্বাস সীমিত ছিল।

যোনার পর্বের একটি অংশে, নাবিকরা কেন ঝড় থামানোর জন্য কী করতে হবে এই বিষয়ে যোনাকে জিজ্ঞেস করেছিল?

তারা ভেবেছিল যে, ঈশ্বর যোনার উপর রেগে গিয়েছিলেন এবং তাকে যদি এর জন্য দায়বদ্ধ করা যায় তাহলে ঈশ্বরের রাগ হয়তো কমে যাবে।

তিনটি ফ্যাথম কতটুকু গভীর ছিল?

এটি প্রায় ১৮ ফুট গভীর।

আপনারা কেন বাচ্চাদেরকে জাহাজ থেকে ফেলে দেওয়া হচ্ছে এবং যোনাকে গিলে ফেলা হচ্ছে এমনটা দেখালেন?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি যাতে আমরা প্রিন্স এবং জয়াকে বিশাল মাছের ভেতরে যোনার সাথে কথা বলার এবং ঈশ্বরের কাছ থেকে যোনার প্রার্থনা শোনার চিত্রটি তুলে ধরতে পারি।

ঈশ্বর কি পাথরটির গতিপথ পরিবর্তন করেছিলেন?

হ্যাঁ। মাটিও, প্রিন্স এবং জয়ার প্রার্থনার উত্তরে,ঈশ্বর অলৌকিকভাবে পাথরের গতিপথ পরিবর্তন করেছেন।

সদাপ্রভু তাঁর লোকদের উদ্ধার করা সম্পর্কে সুপারবুক কোন পদটি বলেছিল?

এটি গীতসংহিতা ৯১:১৪-১৫ এর একটি সংক্ষিপ্ত সংস্করণ ছিল: “সদাপ্রভু বলছেন, “ভালবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে, তাকে আমি রক্ষা করব; আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে। ’’ (এনএলটি)।

জয়া যে গানটি গেয়েছিল সেটির নাম কি এবং গানের কথাগুলো কি?

গানটির নাম হল "উদ্ধার!" আমরা গানটির কথা এবং কৃতিত্বগুলো নীচে দিয়েছি:

"উদ্ধার!"

দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমি হাত বাড়িয়ে দিচ্ছি,
আমার শত্রুরা আমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে,
সিংহরা আমাকে ঘিরে আছে, পালানোর কোন জায়গা নেই,
তাদের গর্জন অন্ধকারের মত বেরিয়ে আসছে
আমি শক্তিশালী ছিলাম,
আমি কখনই ভুল হতে পারি না,
আমি নিজেই সবকিছু সামলে নিতে পারতাম
একাকী এই গুহায় বসে আমি আবারও ডাকছি,
ও আমি হতাশ আর আমি তোমার সাহায্য চাই

(ধুয়া) কাঁদছি
কাঁদছি আমি উদ্ধারের জন্য।
কাঁদছি
‘কাঁদছি’ আমি উদ্ধার, উদ্ধারের জন্য। (ধুয়ার পুনরাবৃত্তি)

বাকী জলটুকু উপর দিয়ে উঠছে
এর ঢেউ আছড়ে পড়ছে আমার মাথার উপরে
স্রোত আমাকে যেভাবে গ্রাস করছে
তাতে আমি জীর্ণ হয়ে গেছি দেখতেও পাচ্ছি না কিছু
আর অন্ধকার খুব দ্রুত চলে আসছে
প্রভু আমি তেমন শক্তিশালী নই
তোমাকে আমি সবসময় পাশে চাই
আমি একা এই সবকিছু সামলাতে পারছি না
যেহেতু আমি নিঃশ্বাস নেবার জন্য,
প্রভু, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি
একটি অলৌকিক কাজের জন্য অনুরোধ জানাই
আমাকে সাহায্য কর

(ধুয়া) প্রার্থনা করছি
উদ্ধারের জন্য প্রার্থনা করছি।
প্রার্থনা করছি
উদ্ধার, উদ্ধারের জন্য প্রার্থনা করছি
আসছেন
আমাদের উদ্ধারের জন্য
তিনি আসছেন
আমাদের উদ্ধার করতে আসছেন
আসছেন
আমাদেরকে উদ্ধার করতে তিনি আসছেন
তিনি আসছেন
আমাদেরকে উদ্ধারের জন্য তিনি আসছেন।


গ্রন্থস্বত্ত্ব: দ্যা খ্রীষ্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক
সঙ্গীতায়োজন: কার্ট হেইনেকে এবং মাইক নওরোকি
গানের কথা: মাইক নওরোকি
প্রযোজক: কার্ট হেইনেকে

পৌল বিশ্বাস করলেন

পৌলকে যখন মাটিতে ফেলে দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল তখন তিনি কোথায় ছিলেন?

তিনি যিরূশালেম মন্দিরের উঠোনে ছিলেন।

হাসপাতালের প্রার্থনার ঘরের দেয়ালগুলোতে এমন কী ছিল যার কারণে সেগুলোকে নীল দেখাচ্ছিল এবং নড়াচড়া করছ বলে মনে হচ্ছিল? এবং কেন সেগুলোকে ঐভাবে তৈরি করা হয়েছিল?

প্রার্থনার ঘরটির দেয়ালে নীল আলোর ঝর্ণা ছিল। সেই ঘরটিতে নীল রঙের সাথে ঝর্ণার পানির মৃদু শব্দ ছিল যার কারণে লোকেরা প্রার্থনা করার জন্য শান্ত একটি পরিবেশ পেয়েছিল।

প্রিন্স যখন বলছিল যে, নিরো হচ্ছে সাদার করার জন্য কয়েকটি অ্যাম্ফিথিয়েটারের সমষ্টি, তখন সে এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছিল ?

সে বোঝাতে চেয়েছিল যে, নিরোর সমস্ত জ্ঞান সেখানে ছিল না। অন্য কথায় বলা যায়, তাকে পাগল বলে মনে হচ্ছিল।

জুলি ফৈবী সম্পর্কে যে বাইবেলের অংশটি পড়েছিল সেটি কোথায় আছে?

এটি রোমীয় ১৬:১-২ এ রয়েছে।

কেন আপনারা কয়েজন খ্রীষ্টিয়ানদের দিকে একটি সিংহের লাফিয়ে আসার মত ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখিয়েছেন?

আমরা সংক্ষিপ্তভাবে এই ঐতিহাসিক সত্যটি তুলে ধরতে চেয়েছিলাম যে, খ্রীষ্টিয়ানরা কতটা নির্মমভাবে নির্যাতিত হয়েছিল কিন্তু তারা তাদের বিশ্বাসে স্থির ছিল।

জেলখানায় পৌলের সাথে শেষ দৃশ্যে, কে তার কথাগুলো লিখে রাখছিল?

এটা ছিলেন লূক যিনি তার কথাগুলো লিখে রাখছিল। তিনি পৌলের জন্য একজন লেখক হিসাবে কাজ করছিলেন যাতে তার বিশ্বাস কেমন ছিল সেটি সম্পর্কে অন্যান্য বিশ্বাসীরা জানতে পারে এবং এই লেখাগুলো যাতে তাদেরকে উৎসাহ দিতে পারে ও তারা যেন বিশ্বাস সম্পর্কে নির্দেশনা পেতে পারে।

পৌল এবং অজানা দেবতা ১ম এবং ২য় অংশ

সুপারবুক কি জানতো যে, যখন তাদেরকে সুপারবুকের ঘূর্ণিতে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিউবিআইটি-টি গিজমোর ভেতরে ছিল ?

আসলে, সুপারবুক হল বাইবেল, যেটি ঈশ্বর নিজে লিখেছেন। এবং নিশ্চয়ই ঈশ্বর জানতেন যে, কিউবিআইটি-টি সেখানে আছে।

কিউবিআইটি কেন বলেছিল যে, সে কোন মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করেছে না?

সে এজন্যই এটা বলছিল কারণ সুপারবুক ঘূর্ণি দিয়ে যাবার সময় তাদের কোন ওজন ছিল না।

গ্রীক মূর্তিটি কার প্রতিনিধিত্ব করছিল?

সেগুলো ডায়োনিসাস, নাইকি, এরোস, হেফেস্টাস, জিউস এবং সাইবেল এর মতো মিথ্যা দেবতাদের প্রতিনিধিত্ব করেছিল।

মূর্তির সামনে লোকেরা কী করছিল?

তারা মিথ্যা দেবতাদের উপাসনা করছিল এবং তাদের সামনে উৎসর্গ করছিল।

আরেয়পাগ কি ছিল?

এটি ছিল এথেন্সের একটি পাহাড় যেখানে কাউন্সিল সদস্যদের জন্য পাথরের তৈরী আসন ছিল। বাইবেলের সহজ বাংলা সংস্করণে এটিকে "মধ্যস্থল/মধ্যে" হিসাবে অনুবাদ করা হয়েছে (প্রেরিত ১৭:২২)। "আরেয়পাগ" শব্দটিকে সভাও বলা যেতে পারে।

"অজানা দেবতা"-এর বেদীর উপরে কোন ভাষায় লেখা ছিল?

এটি গ্রিক ভাষার বড় অক্ষরে লেখা ছিল।

গিজমো কি সত্যিকারের কোন প্রজাপতি তৈরি করেছিল?

না সে তা করে নি, কারণ একমাত্র ঈশ্বরই তা করতে পারেন। গিজমো একটি অত্যাধুনিক পরমাণু প্রযুক্তি ব্যবহার করে হলোগ্রাফের মত দৃশ্যমান ডিসপ্লে তৈরী করেছিল।

তোমার শত্রুদেরকে ভালবাস

কেইনের কাছে কেন প্রিন্সের মত ভবিষ্যৎনির্ভর কাঁচের মত কোন ফোন নেই?

ফুটবল অনুশীলনের জন্য কেইনের আরও টেকসই কোন ফোনের প্রয়োজন ছিল।

যীশু যখন সেই দাসের কান সুস্থ করলেন তখন যে সোনালি আভা দেখা গিয়েছিল সেটি কী ছিল?

আমরা পবিত্র আত্মার সুস্থ করার ক্ষমতা দেখানোর জন্য শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

যীশু যখন প্রধান পুরোহিতের দাসের কান সুস্থ করেছিলেন তখন আপনারা কেন একটি শব্দের ইফেক্ট দিলেন?

যেহেতু আমরা সরাসরি সেই দাসকে আঘাত করা দেখাই নি, এবং যেহেতু যীশুর হাত তার কান ঢেকে রেখেছিল, তাই দর্শকরা যাতে সহজেই বুঝতে পারে সেজন্য আমরা অলৌকিক কিছু ঘটছে এমনটা বোঝানোর জন্য শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি।

স্তিফানের উপরে যে সোনালী আভা দেখা গিয়েছিল সেটি কী ছিল?

স্তিফানের উপরে পবিত্র আত্মা এসে তাকে ঈশ্বরের বার্তা দৃঢ়ভাবে বলার জন্য যে শক্তি দিয়েছিলেন সেটি দেখানোর জন্য আমরা শৈল্পিক অনুমতি ব্যবহার করেছি। বাইবেল আমাদের বলে: "যাঁরা সেই মহাসভায় বসে ছিলেন তাঁরা সবাই তখন স্তিফানের দিকে তাকিয়ে দেখলেন, তাঁর মুখ একজন স্বর্গদূতের মুখের মত হয়ে গেছে।" (প্রেরিত ৬:১৫ এনএলটি)।

গিজমো যখন প্রিন্স এবং জয়াকে উঁচু জানালায় তুলল, তখন তাদের বালতির আসনে কোন সিটবেল্ট ছিল না কেন?

গিজমো নিশ্চিত ছিল যে, তারা নিরাপদ থাকবে এবং যদি কিছু ঘটেও থাকে তাহলে সে তাদেরকে ধরে ফেলতে পারবে।

আপনারা কেন স্তিফানকে পাথর মারার ঘটনাটি দেখালেন?

আমরা পাথর মারার ঘটনাটি বাইবেল অনুযায়ী এবং ঐতিহাসিকভাবে নিখুঁত রাখতে চেয়েছিলাম তাই এই বিষয়টি চিত্রভিত্তিকভাবে দেখানোর প্রয়োজন ছিল না।

কেন আপনারা যীশুকে ক্রুশে রক্তাক্ত অবস্থায় দেখালেন?

এটি প্রিন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কারণ যারা যীশুকে ক্রুশে দিয়েছিল তাদেরকে তিনি ক্ষমা করেছিলেন এবং এই বিষয়টি প্রিন্সের মনে ছিল। আমরা এই দৃশ্যে ক্রুশবিদ্ধকরণের ধরন দেখানোর ক্ষেত্রে বাইবেল অনুযায়ী এবং ঐতিহাসিকভাবে নিখুঁত রাখতে চেয়েছিলাম তাই এই বিষয়টি চিত্রভিত্তিকভাবে দেখানোর প্রয়োজন ছিল না।

গিজমো যখন শেষবারের মত দক্ষতা পরীক্ষার জন্য কেইনকে পরামর্শ দিচ্ছিল তখন কেইন যাতে ঠিকভাবে শট না মারতে পারে সেজন্য কি ঈশ্বর তাকে দিয়ে ভুলভাবে শট করিয়েছিলেন?

না, তিনি তা করে নি। প্রিন্সের প্রতি বিভ্রান্ত এবং রেগে যাবার কারণে কেইনের মনোযোগ ঠিক ছিল না আর এই কারণেই সে ঠিকভাবে শট মারতে পারে নি।

অবিশ্বাসী থোমা

কেন আপনারা স্বর্গদূতকে দিয়ে কবরের পাথরটিকে সরাতে দেখান নি? বাইবেল আমাদের বলে, "তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন দূত স্বর্গ থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন।" (মথি ২৮:২ এনএলটি)

আমরা সৈনিকের স্মৃতির মূল অংশ যেখানে একজন শক্তিশালী স্বর্গদূত আসল এবং এরপর কবরে যীশুর দেহ না থাকার বিষয়টি দেখানোর দিকে বেশি গুরুত্ব দিয়েছি এবং এর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি।

পাহারায় থাকা অবস্থায় যেসব রোমীয় সৈন্যরা ঘুমিয়ে পড়েছিল তারা কী শাস্তি পেয়েছিল?

সৈন্যরা হয়তো কঠিন কোন শাস্তি এমনকি মৃত্যুদন্ডও পেয়েছিল।

আমি ভেবেছিলাম প্রিন্স একজন ফুটবল তারকা, তাহলে বেলিজের বাচ্চারা কেন তার দক্ষতায় মুগ্ধ হয় নি?

এই পর্বের শেষ প্রিন্স বলেছে যে, যখন সে বাচ্চাদের কাছে যীশুর বিষয়ে বলছিল তখন সে সংকোচ বোধ করছিল। এর ফলে, যেভাবে সে বল নিয়ে জাগলিং করতে পারতো সেভাবে সে তা করতে পারছিল না।

কেন সুপারবুক জয়াকে প্রিন্স এবং গিজমোর চেয়ে আলাদা জায়গায় নিয়ে গেল?

সুপারবুক জয়া এবং প্রিন্সকে আলাদা জায়গায় নিয়ে যাবার মাধ্যমে নতুন এক অভিজ্ঞতায় নিয়ে যেতে এবং নতুন কিছু শেখাতে চেয়েছিল।

আপনারা কীভাবে জানলেন যে, থোমার একজন যমজ ভাই ছিল?

বাইবেলে এটি বেশ কয়েকটি আধুনিক অনুবাদে প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ, সহজ বাংলা সংস্করণ আমাদের বলে, "তখন থোমা, যাঁকে যমজ বলা হয়, তাঁর সংগী-শিষ্যদের বললেন, “চল, আমরাও যাই, যেন তাঁর সংগে মরতে পারি।" (যোহন ১১:১৬ এনএলটি)।

প্রথমে কেন দুজন লোক যীশুকে চিনতে পারে নি, কিন্তু পরে কীভাবে তারা হঠাৎ তাঁকে চিনতে পারল?

বাইবেল আমাদের বলে যে, প্রথমে লোকেরা যাতে তাঁকে না চিনতে পারে সেজন্য ঈশ্বর এমন কাজ করেছিলেন "তাই তাঁরা যীশুকে চিনতে পারলেন না।" (লূক ২৪:১৬ এনএলটি ) এরপরে, তিনি আসলে কে ছিলেন সেটি বোঝার জন্য ঈশ্বর তাদেরকে এভাবে বুঝতে সাহায্য করলেন: তখন তাঁদের চোখ খুলে গেল; তাঁরা যীশুকে চিনতে পারলেন, কিন্তু তার সংগে সংগেই তাঁকে আর দেখা গেল না।" (লূক ২৪:৩১ এনএলটি)

যীশুকে চিনতে না পারার ক্ষেত্রে ঈশ্বর যদি কাজ করে থাকেন, তাহলে কেন আপনারা তাদের চোখে যীশুকে মাথায় কাপড় দেয়া অবস্থায় এবং সূর্যের আলোর মতো করে দেখালেন?

বাচ্চারা যাতে সহজে বুঝতে পারে সেজন্য সেই দুইজন লোকের (এবং জয়ার) যীশুকে প্রথমে চিনতে না পারার বিষয়টি বোঝানোর জন্য আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করেছি। চিত্রভিত্তিক কোন কিছু ছাড়া যদি বাচ্চারা এটি দেখে তাহলে তারা হয়তো এটা ঠিকমত বুঝতে পারবে না যে, যীশুর এই অনুসারীরা কেন তাঁকে চিনতে পারছে না।

এছাড়াও, আমরা চেয়েছিলাম যেন বাচ্চারা এই পর্বটি দেখে এবং সেই দুজন লোক যীশুকে দেখে চেনার আগে যেন তারাও যীশুকে না চিনতে পারে। এভাবে, সেই দুজন লোক যেমনভাবে বিষ্মিত হয়েছিল বাচ্চারও ঠিক তেমনিভাবে বিষ্মিত হবে।

যীশুকে যখন সেই দু’জন লোক চিনতে পেরেছিল তখন তিনি কীভাবে হঠাৎ করে উধাও হয়ে গেলেন এবং তাঁর যেসব শিষ্যরা একসাথে ঘরের ভেতর ছিল সেখানে তিনি কীভাবে হঠাৎ করে গেলেন?

পুনরুত্থানের পরে, দেখা যাচ্ছে যে, যীশুর এমন একটি নতুন দেহ ছিল যেটি তাঁকে তাঁর ইচ্ছেমত কাউকে দেখা দেয়া এবং উধাও হয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছিল।

বাইবেলের নায়কেরা

সত্যিই কি গিজোমোর প্রিন্স ও জয়াকে রক্ষা করার কথা ছিল?

হ্যাঁ, তেমনটাই কথা ছিল। অধ্যাপক কোয়ান্টাম প্রথমে প্রিন্সকে রক্ষা করার জন্যই গিজমোকে তৈরি করেছিলেন। স্বাভাবিকভাবেই, জয়া যদি প্রিন্সের সাথে থাকে, তাহলে অধ্যাপক চাইবেন গিজমো তাকেও রক্ষা করুক।

যেহেতু গিজমো প্রিন্সকে রক্ষা করার কথা ছিল, তাহলে সে কেন এত সহজে ভয় পায়?

গিজমোর ভয় পাবার বিষয়টি প্রিন্সের জন্য একটি সতর্কবাণী হতে পারে যে, তার সতর্ক হওয়া উচিত অথবা সে যা করছে সেটি বন্ধ করা উচিত।

বাইবেল এবং খ্রীষ্টিয়ান জীবনযাত্রার গুরুত্ব সম্পর্কে সুপারবুক থেকে এত কিছু জানার পরও, কেন প্রিন্স ফাঁপা-৯ এর মধ্য দিয়ে এত বিভ্রান্ত হয়েছিল?

কারণ সে তার প্রিয় ফাঁপা-৯ গেমের সর্বশেষ সংস্করণগুলোকে অনেক উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর বলে মনে করছিল। আমরা বাচ্চা বা প্রাপ্তবয়স্ক যা-ই হই না কেন, আমরা প্রত্যেকেই আমাদের জীবনের কিছু কিছু বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হই। কখনও কখনও আমাদের মজার বিষয়গুলোকে সাময়িকভাবে আলাদা করতে হয় যাতে আমরা এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে পারি।

সুপারবুক কেন গিজমোকে রেখে আসল?

সুপারবুক জানত যে, প্রিন্স এবং জয়ার সাহায্যের প্রয়োজন হলে তাদের আগের অভিযানগুলোতে যেই গিজোমো ছিল সে-ই তাদেরকে সাহায্য করবে।

যেহেতু প্রিন্স ফাঁপা-৯ এর নায়কদেরকে নিয়ে খুবই প্রভাবিত হয়েছিল, তাহলে কেন সুপারবুক প্রিন্স এবং জয়াকে অলৌকিক কাজ করেন এমন কোন ভাববাদী বা কোন বিজয়ী সৈন্যদলের নেতাকে দেখাতে নিয়ে যায় নি?

সুপারবুক চেয়েছিল যেন প্রিন্স নায়ক হওয়ার প্রকৃত অর্থ বুঝতে পারে।

যেহেতু তাদের আগের অভিযানগুলোতে একটি পুরানো গিজমো ছিল, তাহলে কেন আগের কিছু পর্বে পুরোনো প্রিন্স এবং জয়া ছিল না?

সুপারবুক চান নি যাতে প্রিন্স এবং জয়া তাদের আগেরকার অভিযানগুলোকে দেখুক। তিনি চেয়েছিলেন যাতে তারা আবারও আগের অভিযানগুলোর অভিজ্ঞতা লাভ করে এবং প্রিন্স যাতে নতুন কিছু শিখতে পারে।

জীবজন্তুরা কি সত্যিই একটি সারিবদ্ধ লাইন করে জাহাজের দিকে যাচ্ছিল?

আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, ঈশ্বর প্রত্যেক জাতের জীবজন্তুকে জোড়ায় জোড়ায় পাঠিয়েছিলেন। বাইবেল আমাদের বলে, “তোমার সঙ্গে বাঁচিয়ে রাখবার জন্য তুমি প্রত্যেক জাতের জীবন্ত প্রাণী থেকে স্ত্রী-পুরুষ মিলিয়ে এক এক জোড়া করে জাহাজে তুলে নেবে। প্রত্যেক জাতের পাখী, জীবজন্তু ও বুকে-হাঁটা প্রাণী এক এক জোড়া করে তোমার কাছে আসবে যাতে তুমি তাদের বাঁচিয়ে রাখতে পার; "(আদিপুস্তক ৬:১৯-২০ এনএলটি)।

বাইবেল অধ্যয়নের সময় প্রিন্স যে গীতসংহিতার পদটি শেয়ার করেছিল সেটি কি ছিল?

এটা গীতসংহিতার থেকে ছিল: “আমাদের প্রভু ঈশ্বরের দয়া আমাদের উপরে থাকুক; আমাদের সব কাজ তুমি সফল কর, হ্যাঁ, আমাদের সব কাজে তুমি সফলতা দান কর।"(এনআইভি)।

সাধারণ

আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, বা চার্চের সাইটে সম্পূর্ণ সুপারবুক পর্ব এবং ভিডিও ক্লিপ পোস্ট করার ক্ষেত্রে আপনার নীতি কি?

আমাদের যেসব দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রচার চুক্তি আছে সেগুলোর সাথে সম্ভাব্য দ্বন্দ্বের কারণে, আমরা তৃতীয় কোন পক্ষকে সুপারবুকের পর্বগুলো তাদের ইউটিউব চ্যানেল বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটে, চার্চ অথবা ব্যক্তিগত ওয়েবসাইটে সম্পূর্ণরূপে আপলোড করার অনুমতি দেয় না।

সুপারবুকের কোন নির্দিষ্ট পর্ব অথবা ভিডিওর অংশ আপনার ওয়েবসাইটে দেবার ক্ষেত্রে আপনি যদি আমাদের অফিসিয়াল সুপারবুক ইউটিউব চ্যানেলের একটি লিংক দেন তাহলে আমরা খুব খুশি হবো। আমরা অফিসিয়াল সুপারবুক ইউটিউব চ্যানেলের হোমপেজের একটি লিংক নীচে দেয়া হল: https://www.youtube.com/user/SuperbookTV

আপনি যদি আপনার অনলাইন শিক্ষায় কোন সুপারবুক ভিডিও ক্লিপ (ক্লিপগুলো) ব্যবহার করতে চান, তাহলে এই বিষয়টি আমাদের ভেবে দেখার জন্য আপনি একটি নন-এক্সক্লুসিভ অনুমতি চুক্তি সম্পূর্ণ করা এবং জমা দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। আপনি আমাদের সুপারবুক যোগাযোগ পেজটির মাধ্যমে ফর্মটির জন্য অনুরোধ করতে পারেন: https://us-en.superbook.cbn.com/contact

দয়া করে মনে রাখবেন, এই চুক্তিটি প্রতিটি পর্বের জন্য শুধুমাত্র ছয় মিনিটের ভিডিও ক্লিপ ব্যবহার করার অনুমতি দেয়। এছাড়াও, পর্ব থেকে নেয়া প্রতিটি ভিডিও ক্লিপ তিন মিনিটের বেশি হতে পারবে না। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য দয়া করে নন-এক্সক্লুসিভ অনুমতি চুক্তির অনুরোধ করুন।

শয়তানকে বেশ কিছু সুপারবুক পর্বে দেখানো হয়েছে। কেন শয়তানকে ডানা ও লেজযুক্ত উড়ন্ত সাপ হিসেবে দেখানো হয়েছে?

বাইবেল শয়তান যাকে লুসিফার বা দিয়াবলও বলা হয় তাকে সুনির্দিষ্টভাবে বর্ণনা করে না; তাই আমরা সৃজনশীল অনুমতি ব্যবহার করে দেখিয়েছি যে, সে দেখতে কেমন হতে পারে। "একদম শুরুতে" পর্বটিতে, প্রথম যখন লুসিফারকে স্বর্গে একজন স্বর্গদূত হিসেবে দেখানো হয়, তখন তাকে সোনালী লম্বা চুলের একজন সুন্দর স্বর্গদূত হিসেবে চিত্রিত করা হয়। যখন সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন সে একটি মন্দ প্রাণীতে রূপান্তরিত হয় এবং তার সুন্দর চুল শিং- এ পরিণত হয়়। এছাড়াও, এদন বাগানে তার শরীর সাপের আকার ধারণ করে সরীসৃপ প্রাণীর মতো হয়ে যায়। (আদিপুস্তক ৩:১ দেখ।) আমরা শয়তানকে এমন কোন চরিত্র হিসেবে তুলে ধরে ভুল ধারণা তৈরী করতে চাই নি যাকে দারুণ একজন ভিলেন হিসেবে প্রকাশ করা হবে। আমরা চাই যেন শিশুরা বুঝতে পারে যে, আমাদের প্রকৃত একজন শত্রু আছে এবং সে হল মন্দ।

সুপারবুক ভিডিওতে কেন খুব বেশি জাতিগত বৈচিত্র্য নেই?

তুমি জান যে,ঈশ্বর পৃথিবীর সমস্ত মানুষকে ভালবাসেন (যোহন ৩:১৬), এবং যীশু তাঁর শিষ্যদেরকে বিশ্বের প্রতিটি আলাদা আলাতা জাতির কাছে সুসমাচার প্রচার করার আদেশি দিয়েছিলেন (মথি ২৮:১৯)। এর সাথে সাথে, প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মানুষেরা স্বর্গে থাকবে (প্রকাশিত বাক্য ৭:৯)। এই সত্যগুলোর কথা মাথায় রেখে, সুপারবুকের কর্মীরা এর পর্বগুলোতে জাতিগতভাবে বৈচিত্র্যময় একটি শিশুদের দলকে যুক্ত করার জন্য নিবেদিত। তুমি প্রথম সিজনের কয়েকটি পর্বে আরও বৈচিত্র্য দেখতে পাবে এবং পরবর্তী সিজনগুলোতে আপনি আরও বেশি বৈচিত্র্য দেখতে পাবে।

সুপারবুক ভিডিওগুলো উচ্চ মাত্রার ভিডিও (এইচডি) -তে কেন সম্প্রচার করা হয়?

কারণ উচ্চ মাত্রার (এইচডি) ভিডিওগুলো সবচেয়ে ভাল ছবি দেখার এবং ভাল শব্দ শোনার অভিজ্ঞতা দেয়। তবুও, আমাদের প্রতিটি অংশীদারকে সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার জন্য, স্ট্রিমিং পর্বগুলো একটি পরিবর্তনশীল ভিডিও বিট হারে এনকোড করা হয়। এর মানে হল, এটি স্বয়ংক্রিয়ভাবে তোমার ইন্টারনেট সংযোগের গতি সনাক্ত করে এবং সেই অনুযায়ী ভিডিওর রেজ্যুলেশন মানিয়ে নেয়। তোমার যদি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে পর্বগুলো এইচডি তে চলবে। অন্যদিকে, যদি তোমার ইন্টারনেট সংযোগ যদি এইচডি ভিডিওর চালানোর জন্য যথেষ্ট দ্রুত গতির না হয়, তাহলে পর্বটি সাধারণ ডেফিনিশনে চলবে। যদি তোমার স্ট্রিমিংয়ের ক্ষেত্রে সমস্যা হতেই থাকে, তাহলে তোমার ইন্টারনেট সংযোগকারীর সাথে যোগাযোগ কর।

সুপারবুকের স্ট্রিমিং ভিডিও দেখতে আমার সমস্যা হচ্ছে। আপনারা কি আমাকে সাহায্য করতে পারবেন?

আমরা সুপারবুক ক্লাব সদস্যদের সুপারবুকের প্রথম সিজন এর জন্য স্ট্রিমিং ভিডিও অ্যাক্সেস প্রদান করতে পেরে আনন্দিত। দয়া করে নিশ্চিত কর যে, তুমি নীচের ওয়েবসাইটে গিয়ে এবং নির্দেশাবলী অনুসরণ করে সুপারবুক স্ট্রিমিং সক্রিয় করেছো:

https://www.cbn.com/activate/superbook/default.aspx

স্ট্রিমিং চালু করার জন্য তোমার অংশীদার নম্বরটি প্রয়োজন হবে। এটি তোমার সুপারবুক ক্লাবের রসিদে পাওয়া যাবে। অ্যাক্টিভেশন ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ডের একটি নোট রাখতে ভুলো না কারণ এগুলো মধ্য দিয়েই Superbook.CBN.com ওয়েবসাইট, সুপারবুক শিশুতোষ বাইবেল অ্যাপ, এবং সিবিএন টিভি স্মার্ট টিভি অ্যাপ-এ লগ ইন করতে হবে।

আপনাদের কি ব্লু-রে- রেজ্যুলেশনে সুপারবুক প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে?

আমরা সুপারবুকের ভিডিওগুলোর ক্ষেত্রে আপনার আগ্রহের প্রশংসা করি; তবে, এই মুহূর্তে আমাদের ব্লু-রে -রেজ্যুলেশনে সুপারবুক প্রকাশ করার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে, যখন তুমি সুপারবুক ক্লাবের জন্য সাইন আপ করবে,তখন তুমি এইচডি মানের স্ট্রিমিংয়ের করার সুযোগ পাবে!

আমি নির্দিষ্ট পর্ব সম্পর্কে কিছু চিন্তা/মন্তব্য জানাতে চাই। আমি কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি?

তোমার প্রতিক্রিয়া জানানোর জন্য এই পৃষ্ঠার নীচে "আমাদের সাথে যোগাযোগ করুন" এ ক্লিক কর।



সুপারবুক সিরিজ সম্পর্কে কি তোমার আরও প্রশ্ন আছে? ১-৮৬৬-২২৬-০০১২ এ কল করুন অথবা আপনি এখানে আরো কিছু বিস্তারিত জানতে পারেন: www.cbn.com/superbook



প্রফেসর কোয়ান্টাম এর প্রশ্নউত্তরের & অদ্ভূত যন্ত্র