এক বিশাল অভিযান

পর্ব: 106

সিজন: 1

প্রিন্স কোয়ান্টাম বিশাল জনতার সামনে গিটার বাজানোর সাহস হারিয়ে ফেলল। তখন সুপারবুক এসে তাদেরকে আরেকটি ছেলের সময়ে নিয়ে গেল যাকে তার নিজের ‘‘বড় বাধা’’ এর সম্মুখীন হতে হতো। প্রিন্স, জয়া এবং গিজমোর দায়ূদ নামের একজন যুবকের সাথে বন্ধুত্ব হল যে পলেস্টীয়দের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে থাকা ভাইদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। দায়ূদ যখন বিশাল দৈত্য গলিয়াতের সম্মুখীন হল তখন প্রিন্স তার নিজের জীবনের বিশাল বাধাটির সম্মুখীন হওয়ার সাহস খুঁজে পেল। ১ম শমূয়েল 16

সম্পূর্ণ পর্বগুলো দেখ

অনুশীলনী:

ঈশ্বর যখন তোমার সঙ্গে থাকবেন তখন তুমি যে কোন ধরণের বড় বাধা সহজেই পার করতে পারবে।

অতিরিক্ত

প্রফেসর কোয়ান্টাম এর প্রশ্নউত্তরের & অদ্ভূত যন্ত্র