এক বিশাল অভিযান
এক বিশাল অভিযান
পর্ব: 106
সিজন: 1
প্রিন্স কোয়ান্টাম বিশাল জনতার সামনে গিটার বাজানোর সাহস হারিয়ে ফেলল। তখন সুপারবুক এসে তাদেরকে আরেকটি ছেলের সময়ে নিয়ে গেল যাকে তার নিজের ‘‘বড় বাধা’’ এর সম্মুখীন হতে হতো। প্রিন্স, জয়া এবং গিজমোর দায়ূদ নামের একজন যুবকের সাথে বন্ধুত্ব হল যে পলেস্টীয়দের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে থাকা ভাইদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। দায়ূদ যখন বিশাল দৈত্য গলিয়াতের সম্মুখীন হল তখন প্রিন্স তার নিজের জীবনের বিশাল বাধাটির সম্মুখীন হওয়ার সাহস খুঁজে পেল। ১ম শমূয়েল 16
সম্পূর্ণ পর্বগুলো দেখঅনুশীলনী:
ঈশ্বর যখন তোমার সঙ্গে থাকবেন তখন তুমি যে কোন ধরণের বড় বাধা সহজেই পার করতে পারবে।
অতিরিক্ত
-
চরিত্রগুলোর প্রোফাইল
-
ভিডিও
এক বিশাল অভিযান - পরিত্রাণের কবিতা
-
এক বিশাল অভিযান - পরিত্রাণের কবিতা
-
একজন নিনজা রাখাল, দায়ূদ
-
গলিয়াতের সাথে দায়ূদের দেখা হয়
-
গলিয়াতের সাথে পরিচিত হও
-
জেসি ইলিয়াবকে উপস্থাপন করে
-
বাইবেলের রাজা শৌল
-
দায়ূদের অভিষেক
-
ফিকল সৈন্যদেরকে চ্যালেঞ্জ করল
-
-
প্রশ্ন ও উত্তর
-
শমূয়েল যখন রাজা হিসেবে দায়ূদকে বেছে নেন তখন সেটির মাধ্যমে কীভাবে প্রকাশ পায় যে, ঈশ্বর একজন নেতার মধ্যে কি দেখেন?
-
গলিয়াতের মতো দৈত্যের মুখোমুখি হওয়ার মতো বড় চ্যালেঞ্জগুলো কীভাবে ভাল বিষয় হতে পারে?
-
দায়ূদের তার নিজের পরিবারের প্রতি যে আচরণ রয়েছে সেটির মধ্য দিয়ে আমরা কী শিখতে পারি?
-
কীভাবে দায়ূদের আগের অভিজ্ঞতাগুলো ভবিষ্যতের জন্য কাজে লেগেছে?
-
একজন শিশু কি দায়ূদ এবং গলিয়াতের গল্প থেকে কিছু শিখতে পারে?
-
এই পর্বটি দেখার জন্য
পর্বগুলো শুধুমাত্র সুপারবুক ডিভিডি ক্লাবের সদস্যরাই দেখতে পারবে